Md Kawsar Islam

  • Home
  • Md Kawsar Islam

Md Kawsar Islam Self employed page marketing

আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ আল্লাহই। ভগবানের ভগবতী আছে। ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহর একত্ববাদ। ভগবান হচ্ছে পৌত্...
30/01/2024

আল্লাহর কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ আল্লাহই।
ভগবানের ভগবতী আছে। ইসলামের মৌলিক বিষয় হলো আল্লাহর একত্ববাদ। ভগবান হচ্ছে পৌত্তলিক সংস্কৃতির শব্দ। ইসলাম পুরাপুরি পৌত্তলিকতার বিরোধী।

আমরা মুসলিম। পৌত্তলিক সংস্কৃতি আমরা শিখতে চাই না। শিক্ষা ব্যবস্থায় এই অপতৎপরতা বন্ধ করতে হবে।

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবী...
23/01/2024

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবীন্দ্রনাথ ঠাকুর।

২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।..হুমায়ুন আহমেদ।

৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।..সুনীল গঙ্গোপাধ্যায়।

৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।..কাজী নজরুল ইসলাম।

৫.প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।..সত্যজিৎ রায়।

৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।..মার্ক জুকারবার্গ।

৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।.. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।......জীবনানন্দ দাশ।

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর! তাই না?আবার দেখুন,কবিদের নিজেরি প্রেয়সী থাকে না🌸

18/01/2024

আফসোস!
নেতার ডাকে মাঠ ভরে যায়,
কিন্তু মুয়াজ্জিনের ডাকে মসজিদ ভরে নাহ্!🥺

18/01/2024

যদি গোনাহ করার পরেও অনুশোচনা না হয়, তাহলে বুঝতে হবে আমার মধ্যে সমস্যা আছে।

18/01/2024

জুলুম করা হারাম

আবদুল্লাহ ইবনু আবদুর রহমান ইবনু বাহরাম দারেমী (রহঃ) ... আবূ যার (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যা তিনি আল্লাহ তা’আলা থেকে বর্ণনা করেন (অর্থাৎ হাদীছে কুদসী), ওহে আমার বান্দারা! আমি আমার নিজের উপর যুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। কাজেই তোমরা একে অপরের উপর যুলুম করো না। হে আমার বান্দারা! তোমরা সবাই ছিলে পথহারা, আমি যাকে সুপথ দেখিয়েছি সে ব্যতীত। সুতরাং তোমরা আমার কাছে হিদায়াত চাও আমি তোমাদের হিদায়াত দান করব। হে আমার বান্দারা! তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত। তোমরা আমার কাছে আহার্য চাও, আমি তোমাদের আহার করাব। হে আমার বান্দারা! তোমরা সবাই বস্ত্রহীন উলঙ্গ আমি যাকে পরিধান করাই সে ব্যতীত। তোমরা আমার কাছে পরিধেয় চাও, আমি তোমাদের পরিধান করাব। হে আমার বান্দারা! তোমরা রাতদিন গোনাহ করে থাক। আর আমিই সমস্ত অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কছে মাগফিরাত কামনা কর, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দারা! তোমরা কখনো আমার অনিষ্ট করার মত কিছু খুজে পাবে না যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তোমরা কখনো আমার উপকার করার মত কিছু খুজে পাবে না, যাতে আমি উপকৃত হতে পারি। হে আমার বান্দারা! তোমাদের প্রথম ব্যক্তি হতে তোমাদের শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ ও জ্বীন তোমাদের মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশী ভয় পায়, তোমরা সত্যই যদি তার মত হয়ে যাও তাতে আমার রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না। হে আমার বান্দারা! তোমাদের প্রথম, তোমাদের শেষ, তোমাদের সকল মানুষ, সকল জ্বিন তোমাদের মধ্যে যার অন্তর সবচাইতে পাপিষ্ঠ তার মত হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। হে আমার বান্দারা! তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষ ও জ্বীন যদি কোন বিস্তীর্ণমাঠে দাঁড়িয়ে সবাই আমার কাছে চাও আর আমি প্রত্যেক ব্যক্তির চাহিদা পূরণ করি তাহলে আমার কাছে যা আছে তাতে এর চাইতে বেশী ঘাটতি হবে না, যেমন কেউ সমুদ্রে একটি সুচ ডুবিয়ে দিলে যতটুকু ঘাটতি হয়। হে আমার বান্দারা! আমি তোমাদের আমলই তোমাদের জন্য সংরক্ষিত রাখি। এরপর পুরোপুরিভাবে তার বিনিময় দান করে থাকি। সুতরাং যে ব্যক্তি কোন কল্যাণ লাভ করে সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে তা ব্যতীত অন্য কিছু পায়, তবে সে যেন নিজকেই দোষারোপ করে। সাঈদ (রহঃ) বলেন, আবূ ইদরীস খাওলানী (রহঃ) যখন এই হাদীস বর্ণনা করতেন তখন তিনি দুহাটুর উপর ভর দিয়ে বসতেন। আবূ বকর ইবনু ইসহাক (রহঃ) ... সাঈদ ইবনু আবদুল আযীয (রহঃ) এই সনদে বর্ণনা করেন। তবে মারওয়ান তাদের মধ্যে অধিক পরিপূর্ন হাদীস বর্ণনা করেছেন। আবূ ইসহাক (রহঃ) বলেন, বিশর (রহঃ) এর পুত্রদ্বয় হাসান ও হুসায়ন এবং মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া বলেছেন, আমাদের কাছে আবূ মুসহির এই হাদীস বর্ণনা করেছেন ...... এই হাদিসটি পুরোপুরি উল্লেখ করেছেন। [Muslim:6338,IF-BD]

02/01/2024

ঊপার্জনে হালাল হারাম বিবেচনা না করা

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে। [Bukhari:2083]

02/01/2024
ভর্তি চলছে
30/11/2023

ভর্তি চলছে

আমার মনের ঘরেতে রেখেছি যারেদোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রেদোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রেআমার দয়াল নবীরে আমার মায...
14/11/2023

আমার মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে

আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে
আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে

মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম
ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম
মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম
ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম

হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে

আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে
মদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে
আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে
মদের নবী উসিলাতে আল্লাহ কবুল করে

সবার আগে বিচারের দিনে
সবার আগে বিচারের দিনে দেখা দিও রে

দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে

মনের ঘরেতে রেখেছি যারে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে

আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে
আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে
দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে

14/11/2023
14/11/2023
27/10/2023

জাহান্নামের বর্ণনা (কুরআন)

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِیْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَۃُ ۚۖ اُعِدَّتْ لِلْکٰفِرِیْنَ

১. যদি (এখন) তোমরা তা করতে না পার, অবশ্য তোমরা কখনোই তা করতে পারবে না; তাহলে ঐ আগুনকে ভয় কর, যার লাকড়ি হবে মানুষ ও পাথর এবং যা কাফিরদের জন্য তৈরি রাখা হয়েছে। (সূরা বাকারা-০২:২৪)

وَالَّذِیْنَ کَفَرُوْا وَکَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ

২. আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারা জাহান্নামি। সেখানে তারা চিরদিন থাকবে। (সূরা-বাকারা: ০২ঃ৩৯)

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَ اَهْلِیْكُمْ نَارًا وَّ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَۃُ عَلَیْهَا مَلٰٓئِکَۃٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعْصُوْنَ اللهَ مَاۤ اَمَرَهُمْ وَ یَفْعَلُوْنَ مَا یُؤْمَرُوْنَ

৩. হে ঐসব লোক, যারা ঈমান এনেছ! নিজেদেরকে ও আপন পরিবার-পরিজনকে ঐ আগুন থেকে বাঁচাও, যার লাকড়ি হবে মানুষ ও পাথর। এবং যার উপর এমন সব ফেরেশতা নিয়োগ করা হবে, যারা খুবই কর্কশ ও কঠোর; যারা কখনো আল্লাহর নাফরমানি করে না এবং যে হুকুমই তাদেরকে দেয়া হয় তা তারা পালন করে। (সূরা তাহরিম ৬৬ : ৬)

وَسِیْقَ الَّذِیْنَ کَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَ قَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَ یُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ قَالُوْا بَلٰی وَلٰکِنْ حَقَّتْ کَلِمَۃُ الْعَذَابِ عَلَی الْکٰفِرِیْنَ

৪. (এ ফয়সালার পর) যারা কুফরি করেছিল তাদেরকে দলে দলে দোজখের দিকে হাঁকিয়ে নেয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে তখন দোজখের দরজাগুলো খোলা হবে। দোজখের পাহারাদার তাদেরকে জিজ্ঞেস করবে, ‘তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে রাসূলগণ আসেননি, যারা তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছেন এবং এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে, একদিন তোমাদেরকে এ দিনটি দেখতে হবে? তারা জবাবে বলবে, হ্যাঁ, তারা এসেছিল। কিন্তু আজাবের ফয়সালা কাফিরদের উপর জারি হয়ে গেছে।’ (সূরা যুমার-৩৯ঃ৭১)

وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا- وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ-

আর কেহ আল্লাহ্ ও তাহার রাসূলের অবাধ্য হইলে এবং তাঁহার নির্ধারিত সীমালংঘন করিলে তিনি তাহাকে দোজখে নিক্ষেপ করিবেন ; সেখানে সে স্থায়ী হইবে এবং তাহার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে।
(সূরা নিসা, আয়াত:- ১৪)

وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ ؕ وَسَآءَتْ مَصِيْرًا

কাহারও নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মু'মিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরিয়া যায় সেদিকেই তাহাকে ফিরাইয়া দিব এবং জাহান্নামে তাহাকে দগ্ধ করিব, আর উহা কত মন্দ আবাস!
(সূরা: নিসা, আয়াতঃ ১১৫)

বিষয় সম্পর্কে জানতে আরও দেখুন সূরা বাকারা-৩৯,৫৬, সূরা নিসা-১৪,২৬,১১৫, সূরা আনয়াম-২৭-৩১, সূরা আরাফ-৩৬-৪১,৫০-৫১, সূরা কাহ্ফ-২৯, সূরা ত্বহা-৭৪, সূরা আহযাব-৬৪-৬৬, সূরা ফাতের-৩৬, সূরা মোমেন-৭১-৭২, সূরা যোখরুখ-৭৪-৭৬, সূরা মোহাম্মদ-১৫, সূরা মুলক-৬-১১, সূরা নাবা -২১-২৬, সূরা গশিয়াহ-৭,

♥️♥️ জাহান্নামের আলোচনা (হাদীস)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ نَبِىَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لاَ تَزَالُ جَهَنَّمُ تَقُوْلُ هَلْ مِنْ مَزِيْدٍ حَتّٰى يَضَعَ فِيْهَا رَبُّ الْعِزَّةِ تَبَارَكَ وَتَعَالٰى قَدَمَهٗ فَتَقُوْلُ قَطْ قَطْ وَعِزَّتِكَ وَ يُزْوَى بَعْضُهَا اِلٰى بَعْضٍ ـ (مُسْلِمٌ : بَابُ فِىْ شِدَّةِ حَرِّ نَارِ جَهَنَّمَ وَ بُعْرِهَا )

১. হযরত আনাস ইবনে মালেক "থেকে বর্ণিত, নবী করীম সাঃ বলেছেন, জাহান্নাম অনবরত বলতেই থাকবে আরো (অপরাধী) আছে কি ? এমনকি শেষ পর্যন্ত মহান আল্লাহ তায়ালা তার পা দ্বারা তাকে চেপে ধরবেন। অতঃপর জাহান্নাম বলবে, যথেষ্ট, যথেষ্ট। তোমার ইজ্জতের কসম! একাংশ অপরাংশকে নিবিষ্ট করে দিচ্ছে।
(মুসলিম ৫০৮৪)

عَنْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ وَ حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ ـ (اَحْمَدُ : مُسْنَدِ أَبِىْ هُرَيْرَةَ)

২. হযরত আবু হুরায়রা ” থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ বলেছেন, জাহান্নামকে লোভনীয় বস্তু দ্বারা আবৃত করে রাখা হয়েছে, আর জান্নাতকে আবৃত রাখা হয়েছে কষ্টকর কার্যদ্বারা।
(আহমাদ: মুসনাদে আবি হুরাইরা, ৭২১৬)

পবিত্র জুম্মা মোবারক
27/10/2023

পবিত্র জুম্মা মোবারক

16/09/2023

আল্লাহর রাসূল সঃ ৬৩ বছর পর্যন্ত ইসলাম প্রচার করছেন। আমরা সামান্য সময়োও ইসলাম প্রচার করতে পারি না কেন। তাহলে কেমন করে উম্মত দাবি করি।

দয়াময় পরম দয়ালু আল্লাহর নামেبِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِসূরা নম্বরঃ ১, আয়াত নম্বরঃ ১
19/07/2023

দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

সূরা নম্বরঃ ১, আয়াত নম্বরঃ ১

চাকরির বয়স পঁয়ত্রিশ হলে ক্ষতি কী?সালাহ উদ্দিন মাহমুদপ্রভাব সমাজ ও রাষ্ট্র পড়বে।এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও শুরু হয়...
16/07/2023

চাকরির বয়স পঁয়ত্রিশ হলে ক্ষতি কী?

সালাহ উদ্দিন মাহমুদ
প্রভাব সমাজ ও রাষ্ট্র পড়বে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আবারও শুরু হয়েছে আন্দোলন
ডাকরির বয়স ৩৫ বছর করার এ আন্দোলন বক্তাবরই হয়ে
আসছে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ তিন দফা দাবিতে এবারও শাহরাপ অবরোধ
করেছেন চাকরিপ্রত্যাশীরা। এ সময় তারাও প্রতিবাদ হিসেবে প্রতীকী সন্মাল ডিফেরেন। গত শনিবার রাজধানীর শাহব্বাণের সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন।
আগেও বিভিন্ন সময়ে মাঠে থেকেছেন শিক্ষার্থীরা। দাবি,
আশ্বাস ও পুলিশি বাধাসহ নানা কারণে এসব তান্দোলন
ভেস্তে গেছে। জাতীয় সংসদে এখন পর্যন্ত উঁচু করে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবি উত্থাপন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যাঞ্জিং কমিটি সুপারিশ করলেও তা বাবায়ন করা হয়।
"রুপরা দিন দিন হতাশ হয়ে পড়ছেন। বেকার যুবকের
সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। ফলে অসংখ্য
আবেদন
‘হতাশায়' সব শিক্ষা
করেও সরকারি চাকরি না পাওয়ার
সনদ পুড়িয়ে বা ছিঁড়ে ফেলার ঘটনাও
বাড়ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
হচ্ছেন। দুই-একটি প্রতিষ্ঠান থেকে নিয়ে তাদের চাকরিও
দিচ্ছে। তবে এটি তো সমাধানের পথ হাতে পারে না।
করার সময়োপযোগী সিদ্ধান্ত। এ কারণে আন্দোলন করছেন
ঢাকরিপ্রত্যাশীরা। তাদের চাকরির বয়স ৩৫ বছর পর্যন্ত
করার দাবি তোলা হচ্ছে।
মূল পাবিতে যাওয়ার আগে কয়েকটি ঘটনায় চোখ বুলিয়ে
নিই। ঢাকা কলেজের দর্শন বিভাগের প্রাক্তন ছাত্র আবদুস
সালাম (৩৬)। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন
রোডে একটি রেস্তোরায় নিজের সব সম আগুনে পোড়ান
তিনি। পরে মনাল পোড়ানো ছবি এবং ভিডিও নিজের
ফেসবুকে পোস্ট দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
(আমাদের সময়)।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে
ছাত্রজীবনে অর্জিত शর শিক্ষা সনদ পুড়িয়ে আলোচনায়
আসেন মুক্তা সুলতানা। কিশোরগঞ্জের কটিয়াদির এ তদশী
ঢাকার ইডেন কলেজ থেকে ২০১৯ সালে স্নাতক ডিগ্রি লাভ
করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে মুক্তাকে চাকরি দেন তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (একটি
অনলাইন)। দুফাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের
'এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট
ক্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার' প্রজেক্টে কনটেন্ট
ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার
পদে ঢাকাই দেওয়া হয়। বেতন ধরা হয় ৩৫ হাজার টাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে শিক্ষা
সনদ ছিড়ে ফেলেন নীলফামারীর বাদশা মিয়া। সম্প্রতি অকে
চারি দিয়েছে এসকেএম লিমিটেড (একটি অনলাইন)।
এসকেএম লিমিটেডের চেয়ারম্যান মুফতি সাইবুল ইসলাম
মোবাইল ফোনে যোগাযোগ করে বাদশা মিয়াকে চাকরির
প্রস্তাব দিলে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। গত ৬ জুন
ওই প্রতিষ্ঠানে এসে দেখা করে চাকরির বিষয়টি নিশ্চিত
করেন তিনি। ২০১৪ সালে নীলফামারী সরকারি কলেজ
থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক পাস করেন বাদশা মিয়া।
অর্থাভাবে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারেননি। এর আগে
২০০৭ সালে বিজ্ঞান বিভাগে দাখিল ও ২০০৯ সালে বিজ্ঞান
বিভাগে আলিম পাস করেন। প্রায় ২০টি সরকারি-বেসরকারি
প্রতিষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়েও চাকরি পাননি
এই তরুণ।
তিনটি ঘটনাই হতাশার। তাদের চাকরি পাওয়ায় আশার
আলো দেখা হচ্ছে না। কারণ বাংলাদেশে অনেকেই বোর
আছেন। এখন অন্যরা যদি মনে করেন আমারও চালুনির
বয়স চলে গেছে, আমিও সদস খুঁড়ে ফেলি, সামাজিক
যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিই। তা হলে কি সবার
সমস্যার সমাধান করা সম্ভব হবে? তখন এর নেতিবাচক
স্নাতক-ফাতকোত্তর শেষ করে বয়স ৩০ পেরিয়ে যাওয়া
চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও সাড়া
মিলছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চাকরিতে
প্রবেশের বয়স বৃদ্ধি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার
তবে করোনার কারণে চাকরিপ্রত্যাশীদের ক্ষতি এড়াতে
বয়সে ছাড় দেওয়া হচ্ছে। এখন দেশে সরব্বরি, আধা
সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে সাধারণ প্রার্থীদের
বয়সসীমা ৩০ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ৩২ বছর।
প্রতিযোগিতার এই সময়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে
চাকরির প্রস্তুতি নিতে বয়স ৩০ বছর পেরিয়ে যায়। কোনো
কোনো ক্ষেত্রে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে
সেশনজটের কারণে বয়সসীমা একেবারে শেষ পর্যায়ে চলে
আসে। এতে কাঙ্ক্ষিত চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে।
ফলে অনেকেই হতাশাগ্রস্ত হলো
করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সেশনটি তৈরি
হয়েছে। দীর্ঘ সময় চাকরির পরীক্ষা না হওয়াদা প্রতিযোগীর
সংখ্যাও বেড়েছে। আমার মনে হয়, চাকরিতে প্রবেশের
বয়স বৃদ্ধি করার ক্ষেত্রে দুটি বিষয় বাধা হয়ে দাঁড়িয়েছে
অবসরের বয়সসীমা ও মুক্তিযোদ্ধা কোটার বয়স। অবসরের
বয়স এমনিতেই বৃদ্ধি করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা কোটায়া
(সন্তান) অন্যদের চেয়ে দুই বছর বেশি পাওয়া যাচ্ছে। চাইলে
তাদের জন্য আরও বৃদ্ধি করা যায়। তা হলে অন্যদের কেন
বঞ্চিত করা হবে।
নাটক নয়, বাস্তবতার প্রতিফলন চাই। সনদ গুড়িয়ে চাকরি
নয়, সঠিক পদ্ধতিতেই গতি হোক। বছর বছর সরকারি
কর্মচারী-কর্মকর্তাদের বেতন বৃদ্ধি না করে অন্যের চাকরির
ব্যবস্থা করা জরুরি। প্রয়োজনে বেতন কাঠামোয় পরিবর্তন
এনে বেঁচে যাওয়া অর্থ দিয়ে ১০ লাখ বেকারকে অভিশাপ
থেকে মুক্ত করতে হবে। দেশে অনেক বেকার আছেন মাত্রা
মোটা বেতনের চাকরি চান না, শুধু একটি ভালো কাজের
সুযোগ চান। তাই চাকরির বয়সসীমা ৩৫ করলে আদতে
কোনো ক্ষতি হবে না, বরং দেশের জন্যই মঙ্গলজনক।
সালাহ উদ্দিন মাহমুদ সাংবাদিক ও গবেষক

15/07/2023

মহিষকান্দি সমাজকল্যাণ যুব সংঘ ও পাঠাগার এর উদ্যোগে আয়োজিত মরহুম সিদ্দিকুর রহমান তালুকদার (সাবেক মেম্বার কাকা) এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।
আলহামদুলিল্লাহ

Md Kawsar Islam
#মহিষকান্দি
ঝালকাঠি এন এস কামিল মাদরাসা

চেষ্টা করলে সবি সম্ভব:আলহামদুলিল্লাহ অনেক বড় একটা স্বপ্ন ছিলঅতঃপর ডান হলোআল্লাহকে অনেক অনেক ধন্যবাদ।আলহামদুলিল্লাহ আলহা...
22/02/2023

চেষ্টা করলে সবি সম্ভব:
আলহামদুলিল্লাহ

অনেক বড় একটা স্বপ্ন ছিল
অতঃপর ডান হলো

আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

মোঃ কাওছার ইসলাম

15/02/2023
15/02/2023
15/02/2023

হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর

মোঃ কাওছার ইসলাম

স্বপ্নগুলো দোলে দূর ইচ্ছেপুরের কোলে গল্পগুলো তোলে সুর কল্পলোকের ঢোলে।সুখের ধেনু হাসছে যেন সপ্ত রঙের খেলায়দুখের রেণু ভাসছ...
13/02/2023

স্বপ্নগুলো দোলে দূর ইচ্ছেপুরের কোলে
গল্পগুলো তোলে সুর কল্পলোকের ঢোলে।
সুখের ধেনু হাসছে যেন সপ্ত রঙের খেলায়
দুখের রেণু ভাসছে কেন তপ্ত জলের ভেলায়?

Md Kawsar Islam
kawsar.TV
Md Kawsar Islam
মোঃ কাওছার ইসলাম

10/02/2023
নিজের বাড়ির মসজিদে এলাকার যুব সমাজ নিয়ে আয়োজিত মাহফিলআলহামদুলিল্লাহ
10/02/2023

নিজের বাড়ির মসজিদে এলাকার যুব সমাজ নিয়ে আয়োজিত মাহফিল
আলহামদুলিল্লাহ

09/02/2023
06/02/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when Md Kawsar Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Kawsar Islam:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share