12/11/2025
রাতটা ছিল পূর্ণিমার। ছাদের কিনারে দাঁড়িয়ে মেঘলা তাকিয়ে থাকে আকাশের দিকে।
আজকাল মেঘলার কাছে সবকিছুই ভালোলাগে।
হঠাৎ পেছন থেকে রুদ্রর কণ্ঠ—“আজও কি শুধু চাঁদকেই দেখবে?” মেঘলা ঘুরে তাকিয়ে হেসে ফেলল, “তুমি তো চাঁদের মতোই, মাঝে মাঝে আসো, আবার হারিয়ে যাও।”
রুদ্র চুপ করে এগিয়ে এসে তার হাত ধরল। “এইবার হারাব না, মেঘলা। তোমার হাতটা যদি ধরতে পারি, তাহলে প্রতিটা পূর্ণিমায় তোমাকে দেখতে পাব।”
হাওয়া ছুঁয়ে গেল তাদের মুখে, দুজনেই কিছুক্ষণ চুপ। দূরে পেঁচানো শহরের আলোয় তাদের ছায়া মিশে গেল এক হয়ে। মেঘলা ধীরে বলল, “ভালোবাসা হয়তো এইভাবেই হয়—কথায় নয়, চুপচাপ পাশে থাকা এক আলোর মতো।”
রুদ্র হাসল, আঙুলে মেঘলার চুলের একগুচ্ছ জড়িয়ে নিল। সেই মুহূর্তে সময় থেমে গেল, শুধু বাতাস জানল—এই দুজন মানুষ আজ চাঁদের আলোয় চিরকালের প্রতিজ্ঞা লিখে ফেলেছে