Imran Hossen Farabi

  • Home
  • Imran Hossen Farabi

Imran Hossen Farabi Helping Dentists get more Implants and Invisalign patients. Want More Patients? DM Me to Get Help! Do you want more patients for your dental procedure?

and Looking to take your business to the next level? Would you like
to have a worry-free Google Ads Campaign/ Facebook and Instagram/ Bing Ads that
bring you more leads and Appointments? Then you are in the right place. I will make it happen following these steps:

✔️ Try to Build an Attractive Landing page.
✔️ Make sure the audience is interested in booking an appointment!
✔️ Setup and Optimize

d Facebook and Instagram ads for Maximum ROI
✔️ Setup Google Ads Campaign / Bing Ads for Maximum ROI
✔️ Optimize Campaign and Keep you Updated About progress and Result
✔️ Make sure we Follow Google, Facebook, Bing policy for the best result
✔️ Honest, Reliable, and Friendly
✔️ Take care of Your Business as my own. Always my focus is real results. I have got expertise and experience to do right and move your business in the right direction and Get Maximum Patients. Here is some information about me.

✔️ Certified Google Ads Specialist
✔️ Google Display Advertising
✔️ YouTube Ads
✔️ Facebook Ads Expert
✔️ Instagram Ads Manager
✔️ Bing Search and Tiktok Ads
✔️ Social Media Marketing Expert
✔️ Result and ROI oriented Marketing

Before You Hire me to prove my Expertise and Experience, I'm offering you a Facebook Ads, Google Ads, and Bing Ads audit. so you have no risk of losing your money. I review campaigns and Missed Opportunities, identify areas for fix and improvement, and suggest steps to improve your Campaign performance for the best Result. Best regard
Imran Hossen Farabi
Email 👉 [email protected]

High-ROI Dental Marketing Strategies to Thrive in 2022 Have you planned your dental marketing strategy for 2022?If not, ...
09/05/2022

High-ROI Dental Marketing Strategies to Thrive in 2022
Have you planned your dental marketing strategy for 2022?
If not, it’s time to put those marketing hats on and get started.
Now:
Your patients are craving for connection and don’t want to be bombarded with cheesy sales tactics.
So use your marketing strategy as a channel to communicate and build relationships with current and new patients.
How? Want to know more? Comment Below "More"

03/03/2022

"If you don't build your own dreams someone will hire you to build theirs."

03/03/2022
03/03/2022

03/02/2022

জায়েদ খাঁন একজন নির্ভেজাল লোক। পীরজাদা একজন নিষ্পাপ মানুষ। আপনি যদি এ মেসেজটি ১০জনকে পেরন করেন তাহলে স্বপ্নে পরিমনিতে দেখতে পাবেন। যদি অবিশ্বাস করেন -তাহলে ময়ুরীকে দেখতে পাবেন।
এক লোক এ মেসেজটি অস্বীকার করেছিল -সে স্বপ্নে হিরো আলমকে দেখতে পেয়েছে।
(C)

03/02/2022

দেশে
করোনার টিকা পেয়েছেন
সোয়া ১৬ কোটি মানুষ।তবুও,করোনার অজুহাতে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ।এটা বেস ইন্টারেস্টিং 😂😂😂😂

26/01/2022

সবার NID-র ছবিটাই আসল ছবি।
বাকি গুলো তো ফিল্টার, স্ন্যাপ চ্যাট !
😂🤣
বিয়ে করার সময় NID-র ছবি দেখেই বিয়ে করা উচিৎ। তখন বুঝা যাবে "daddy's princess" নাকি "পাশের বাড়ির জরিনা" !🐸

24/01/2022

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your business.

- And your job does not know the circumstances of your life and your home.
- Your friends, loved ones and loved ones will not understand the size of the new and old responsibilities that are above you.

- And your partner is always waiting for love and support from you, and he will not understand the amount of pressure you go through no matter how much you talk and explain to him

In conclusion, no one feels about you but yourself.. No one will understand what you're going through and don't appreciate.

Keep going .. Struggle .. Killer ..

GOD is best helper 🤲

24/01/2022

স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের কবি সাহিত্যিকদের, চৌদ্দ গুষ্টির নাম মুখস্থ করানো হয়, কবি সাহিত্যিকদের সারাজীবন কাহিনী মুখস্থ করানো হয়, আমার কাছে বিষয়টা একদম ফালতু মনে হয়।

ফালতু মনে হওয়ার ৩ টি কারণ।

১. এগুলো বাস্তব জীবনে তেমন কাজে আসেনা।

২. তাদের ব্যাক্তি জীবন থেকে তেমন কিছু শিখার নেই, বেশিরভাগ কবি সাহিত্যিক ছিলেন লুচু টাইপের, এই লুচু টাইপ মানুষদের বাচ্চাদের কাছে মহান মানুষ হিসেবে তুলে ধরা হয়, অথচ কিছুদিন পর এরা যখন তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানবে তখন জাস্ট গালি দিবে।

৩. এই ডাটা গুলো প্রতি বছর মুখস্থ করিয়ে জাস্ট সময় নষ্ট করা হয়, চিন্তা করেন ক্লাস ৪ থেকে দ্বাদশ পর্যন্ত একজন স্টুডেন্ট রবীন্দ্রনাথের সব ডাটা মুখস্থ করে অথচ এইচএসসি পাশের পর বেশিরভাগ স্টুডেন্ট রবীন্দ্রনাথের জন্মসাল বলতে পারে না, তাহলে এই ৮ বছর হাজারবার এগুলো মুখস্থ করে কি লাভ হলো? আর ভুলে যাওয়াতে কি লস হলো? যদি প্রয়োজন হয় তাহলে এটা গুগলে সার্চ করলেই তো হলো। ( রবীন্দ্রনাথের নাম এখানে জাস্ট উদাহরণ হিসেবে ব্যাবহার করেছি)

বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা যতোদিন বাস্তবমুখী করা না হবে ততোদিন আমরা বুদ্ধিজীবী পাবো না, আমরা পাবো, চাটুকার, তেলবাজ, যারা ক্ষমতার জন্য বেহায়া হবে, যারা পদের জন্য সন্তান তুল্য ছাত্রের বুকে গুলি করার হুকুম দিবে।

সমস্যা শেকড়ে, আপনি আগা কাটলে হবে না।

24/01/2022

দেশের সবচেয়ে অস্বাস্থ্যকর এবং
মূর্খ মানুষরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়!
তারা সেফটি মেইনটেইন করতে পারে না!
বাকি মেলা, কনসার্ট, বাজার, গার্মেন্টস, নির্বাচন , অফিস আদালত সবাই পারে!😅

অফিস, কলকারখানা, বাণিজ্য মেলা, বইমেলা- সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ বন্...
24/01/2022

অফিস, কলকারখানা, বাণিজ্য মেলা, বইমেলা- সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ বন্ধ করতে সরকার এত তৎপর কেন? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত বাতিল করে দ্রুততম সময়ে স্কুল, কলেজ খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।✊

24/01/2022

চারটা বিবাহ করবো। চার বউয়ের একটাকে বানাবো ডাক্তার, তারপর বিসিএস দেওয়ায়ে হেলথ ক্যাডার। দুই নাম্বার বিয়াটা করবো এক আর্মি অফিসার দেখে। এই বউয়ের সরকারি বাসায় আমি আর চার বউ থাকবো, এইটা গুরুত্বপূর্ণ!! কেউ জিজ্ঞেস করলে ভাবসাব নিয়ে বলবো, ক্যান্টনমেন্টে থাকি!!

তিন নাম্বারটাকে আইন পড়ায়া জুডিশিয়ারিতে ঢুকায়া দেব, উকিল জাস্টিস এইসবের দরকার আছে জীবনে। আর চার নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরে ভার্সিটি পাশ করায়া বিসিএস পুলিশ বানাবো। ব্যস, কোটা কমপ্লিট!!

এরপরে জীবনে শুধু সুখ আর সুখ!!

ফ্রিলান্সিং এর রক্তচোষা ছারপোকাদের গল্পঃছারপোকা, পরজীবী প্রাণী, বড় বড় প্রাণীদের রক্ত চুষে খায়। সহজে ধ্বংস করা যায় না। সম...
23/01/2022

ফ্রিলান্সিং এর রক্তচোষা ছারপোকাদের গল্পঃ
ছারপোকা, পরজীবী প্রাণী, বড় বড় প্রাণীদের রক্ত চুষে খায়। সহজে ধ্বংস করা যায় না। সময় মত ব্যাবস্থা না নিলে, এরা রক্ত চুষতে চুষতে সেই প্রাণীর মৃত্যুর কারন পর্যন্ত হতে পারে। ঠিক তেমনি ভাবে ফ্রিলান্সিং সেক্টরেও অনেক রক্তচোষা আছে, যারা প্রতিনিয়ত এই সেক্টরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছে। যারা এই সেক্টরে পুরাতন আছেন তারা এসব ভাল করেই জানেন। কিন্তু যারা একেবারেই নতুন বা শুরু করতে যাচ্ছেন তারা হয়ত জানেন না। মুলত তাদের সবাধান করার জন্য এই পোষ্ট। তা হলে শুরু করা যাক।
বিডারঃ
এই প্রজাতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান Upwork যখন ওডেস্ক ছিল তখন একই একাউন্ট থেকে, বিশেষ টেকনিক খাটিয়ে হাজার হাজার জবে বিড করা যেত। এই বিডারদের কাজ ছিল প্রতিনিয়ত বিড করে কাজ নামানো। সেটা যেভাবেই হোক। এক অফিসে বসে ৮/১০টা পিসিতে সারাদিন বিড করার ঘটনাও দেখেছি। এই মার্কেটপ্লেস আমাদের জন্য এত কঠিন হবার পিছনে এই স্পামারদের বিরাট ভুমিকা আছে। Upwork এ বিড সিস্টেম কঠোর এবং পেইড হবার পর এরা মুলত বিলুপ্ত হয়ে গেছে।
একাউন্ট এপ্রুভারঃ
এরা এখন খুব সক্রিয়। এরা Upwork এ একাউন্ট এপ্রুভ করে দেয়ার নাম করে টাকা নিয়ে থাকে। এদের ব্যাবসা এতটাই রমরমা যে, ফেসবুক বুস্টীং করে এরা লোক জোগাড় করে। ৫০০ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। মুলত কান্ট্রি এবং ক্যাটাগরি চেঞ্জ করে এরা একাউন্ট এম্প্রুভ করায়। যেটা আপনিও সহজেই পারবেন। এর পরে ছাগল প্রজাতির মানুষদের কাছে বিক্রি করে। এসব একাউন্ট খুব বেশিদিন টেকে না। মনে রাখতে হবে একাউন্ট যেভাবে এপ্রুভ হোক না কেন, আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতেই হবে। আর তখনই খাবেন ধরা।
গিগ লাইকারঃ
এই প্রজাতি ইদানীং বের হয়েছে, এরা আপনার গিগ ৫০০/১০০০ এই রকম হিসেবে ফেবারিট করে দেবে। বিনিময়ে মোটা অংকের টাকা নেবে। অনেকেই মনে করেন, গিগ বেশি বেশি ফেবারিট হলে কাজ বেশি আসে। এটা পুরাপুরি ভুল ধারণা। বরং এদের কাছ থেকে এই ধরনের সার্ভিস কিনলে আপনার একাউণ্ট হারাতে পারেন। আমার কাছের একজনের কাছে এক ট্রেনিং সেন্টারের মালিক দাবী করেছিল যে তার নাকি ২৩০০+ একটিভ ফাইভার প্রফাইল আছে। তবে একটা ঘরে ৩৩টা পিসিতে ৩৩টা ফাইভার একাউন্ট চালায় এমন পাবলিকের গল্প আমি নিজে শুনেছি। এরা কিভাবে কি করে সেটা কেউ জেনে থাকলে একটু কমেন্টে জানান।
চোষা মজিদঃ
রক্তচোষা মজিদ প্রকৃতির কিছু পাবলিক আছে, এরা মার্কেটপ্লেস থেকে কাজ নামিয়ে, সাধারণ পাবলিকদের দিয়ে প্রায় বিনামুল্যে কাজ করিয়ে নেয়। অনেক সময় ফুটো পয়সাও দেয় না। এই ধরনের "রক্তচোষা মজিদেরা" বিভিন্ন গ্রুপে জব পোষ্ট করে তাদের এই অনৈতিক কাজ করে যাচ্ছে। নতুনেরা এদের কাছ থেকে সাবধান। আগ্রিম না নিয়ে কখনো কাজ করবেন না।
গিগারঃ
এটা নতুন প্রজাতি। এরা আপনাকে গিগ বানিয়ে দেবে বিনিময়ে টাকা নেবে। আমি বেশ কিছু পাবলিক দেখেছি যারা এই সার্ভিস দেয়। আমার কথা হচ্ছে যে বান্দা গিগ বানাতে পারে না সে কিসের ফ্রিলান্সিং করবে 🙂 এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। কাজেই এই ভুল কেউ করবেন না। এছাড়া কিছু ট্রেনিং সেন্টার আছে যারা কিছু লোকই নিয়োগ দেয় গিগ তৈরি করার জন্য। তাদের সারাদিনের কাজ হচ্ছে বসে বসে কপি অন্যের গিগ কপি পেস্ট করে পাবলিশ করা। শুনেছি গিগে কোন অর্ডার আসলে তার একটা কমিশন পায়। আগেই বলেছি শত শত ফাইভার একাউন্ট চালায় এমন অনেক ট্রেনিং সেন্টার আছে। তারাই মুলত এই কাজ করে। কিন্তু তাদের কাজের পদ্ধতি এখনো অজানা। কেউ জেনে থাকলে কমেন্ট করবেন।
রিভিউ বিক্রেতাঃ
এরা অনেক পুরাতন এবং শক্তিশালী প্রজাতি। এরা মার্কেটপ্লেসে রিভিউ বিক্রি করে। Fiverr এ ইদানীং কাজ কমে যাওয়াতে এদের চাহিদা বেড়ে গেছে। কিছু ইউটীউবার নতুনদের মধ্যে এই ধারণা তৈরি করেছে যে রিভিউ না কিনলে নতুন একাউন্ট দাড়াবে না। ফলে রিভিউ কেনা বেচার মার্কেট এখন অনেক রমরমা। আমি বলব যাদের ফ্রিলান্সিং এর শুরু, এই ধরনের অনৈতিক কাজ দিয়ে, তাদের দ্বারা আর যাই হোক ভাল কিছু হতে পারে না। আর মনে রাখতে হবে Fiverr আমাদের থেকে অনেক বেশি চালাক। এসব থেকে দূরে থাকাই ভাল।
একাউণ্ট খাদকঃ
এই প্রজাতির কাজ হচ্ছে অন্যের একাউন্ট খেয়ে দেয়া। ব্যাক্তিগত আক্রোশ বশত বা ঈর্ষার বশবর্তী হয়ে এই কাজ করে। আমি এই ধরনের গ্রুপ দেখেছিলাম যারা টাকার বিনিময়ে এই কাজ করে। মুলত টারগেটেড প্রোফাইলে ৫/৬ টা বায়ার প্রোফাইল থেকে অর্ডার করে। এর পরে সেলারের সাথে ঝামেলা করে, সাপোর্টে রিপোর্ট করে রিফান্ড নিয়ে নেয় এবং একাউণ্ট ব্যান করায়। এছাড়া গিগের ইমেজ অন্য কোথাও আপলোড দিয়ে, সেই ইমেজ নিজের দাবি করে, সাপোর্টে রিপোর্ট করে গিগ ডিলিট করায়, এমনও দেখেছি। এছাড়া বট ইউজ করে গিগে হাজার হাজার ক্লিক ভিউ করিয়ে সহজেই যে কোন প্রোফাইলের বারোটা বাজানো যায়। যেসব আবাল শ্রেণীর সেলার নিজের ফেসবুক প্রোফাইল এবং যত্র তত্র গিগ শেয়ার দিয়ে বেড়ান এবং যত্রতত্র ডলারের স্ক্রিনশট দিয়ে বেড়ান, তারা সাবধান হয়ে যান।
ট্রেনিং সেন্টারঃ
ফ্রিল্যনাসিং মার্কেটগুলোর বিশেষ করে Fiverr এর বারোটা বাজানোর পিছনে এদের ভুমিকা সব থেকে বেশি। ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা এইসব ট্রেনিং সেন্টার ফ্রিলান্সার বানাক বা না বানাক, দেশে গাধা গরু প্রডাকশনে বিশাল ভুমিকা রাখছে। এসের সম্পর্কে বলার কিছু নেই। মার্কেটপ্লেস থেকে ১ ডলার ইনকাম না করেও সফল ভাবে ট্রেনিং সেন্টার চালাচ্ছে, বাড়ি গাড়ি করেছে, এমন বহু পাবলিক আছে। তবে আশার কথা হচ্ছে দেশে অনেক ভাল ভাল ট্রেনিং সেন্টার ইন্সটিটিউট এবং অনলাইন লার্নিং প্লাটফর্ম গড়ে উঠেছে, ভাল ফিডব্যাক দেখে তাদের কাছ থেকে শিখতে পারেন।
দরবেশ বাবাঃ
চারিদিকে এখন ফ্রিল্যনাসিং দরবেশ বাবাদের ছড়াছড়ি। এদের কাছে আছে সিক্রেট টিপস। আর সাফল্যের ১০০% গ্যারান্টি। এরা সব বিষয়ে অভিজ্ঞ। সিক্রেট গ্রুপে খুলে, ভিডিও টিউটোরিয়াল বা সার্ভিস বিক্রি করে কোটি কোটি টাকা এরা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয়। বেশ কিছুদিন পরে আবার নতুন করে শুরু করে। ভুক্তভুগিদের কিছু করার থাকে না, চোখের পানি ফেলা ছাড়া। এই ধরনের প্রচুর ঘটনা জানি। লিখতে গেলে মহাভারত হয়ে যাবে। তাই আমি বলব এদের থেকে ১০০ হাত দূরে থাকবেন। বেশি গুগল সার্চ করা শেখেন। নেটে সব দেয়া আছে। দরবেশ বাবার কাছে যেয়ে প্রতারিত হবার কোন দরকার নেই।
ডলার ব্যাপারীঃ
ফ্রিল্যান্সিং করেন আর এদের চেনেন না এমনটা হতেই পারে না। শুনলে অবাক হবেন যে এরা আবার নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসাবে দাবি করে। এই সব ডলার ব্যাপারীরা মুলত ফ্রিল্যান্সারদের কাছ থেকে একটু বেশি দামে ডলার কিনে, চড়া দামে বিক্রি করে থাকে। মুলত যারা অনলাইন জুয়া খেলে, এরাই মুলত তাদের প্রধান ক্রেতা। IPL, BPL বেটীং সহ বেটীং করার জন্য শত শত এপস চালু হয়েছে। আমাদের গ্রামেই অনেকে এর সাথে জড়িত। প্রতিদিন প্রায় ১২লক্ষ টাকার বেটীং লেনদেন করে এমন পাবলিক আমাদের এলাকাতেই আছে। আমার কথা হচ্ছে আপনি হালাল ভাবে কস্ট করে মারকেটপ্লেস থেকে ইনকাম করে, সামান্য কিছু লাভের আশায় সেটা এসব বাটপাড়দের কাছে বিক্রি করে দিচ্ছেন হারাম কাজের জন্য। বিষয়টা দুঃখজনক। শুধু তাই না ডলার কেনাবেচার জন্য রীতিমত বড় বড় গ্যংগ্রুপ গড়ে উঠেছে। ডলার বিক্রি করার জন্য এরা নিদিষ্ট এলাকায় আসতে বলে। টাকা নিয়ে গেলেই ধরা। মারধোর করে সব কেড়ে নেবে। আপনি চাইলেও আইনের আশ্রয় নিতে পারবেন না, কারন ডলার কেনাবেচা করা এদেশে অবৈধ। গাজিপুরের দিকে এক বড় ডলার গ্যাং গ্রুপের গল্প শুনেছিলাম। যাদের পাল্লায় পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছে। কাজেই সাবধান।
ভন্ড ফ্রিল্যান্সার ইউটিউবারঃ
ফ্রিলান্সিং মার্কেটপ্লেস বিশেষ করে Fiverr এর বারোটা বাজাবার পিছনে ট্রেনিং সেন্টারের পরে সব থেকে বড় ভুমিকা এইসব ফ্রিলান্সার নামধারী ইউটীউবারদের। নিজেদের ভিডিওতে লাইক ভিউ বাড়াতে বিভিন্ন চটকদার হেডলাইন দিয়ে এরা ভিডিও ছাড়ে। দেশে ফ্রিলান্সার নামধারী স্পামার মুলত এরাই তৈরি করেছে। বিভিন্ন ভুল তথ্য দিয়ে মানুষদের বিভ্রান্ত করছে। দেখার কেউ নেই।

এর বাহিরেও আর কোন প্রজাতির ছারপোকাদের কথা জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। সবার উপকারের জন্য পোষ্টে এড করে দেয়া যাবে।

পরিশেষে একটা কথাই বলব, যারা একেবারে নতুন ফ্রিলান্সিং এ আসতে চাচ্ছেন তারা নিদিষ্ট একটা বিষয়ে ভাল করে শিখে, এর পরে মারকেটপ্লেসে আসেন। আশা করা যায় ভাল কিছু হবে। দুষ্ট লোকের মিথ্যে কথায় প্রতারিত হবে না। যাচাই বাছাই করুন। নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান। আশা করি আপনি সফল হবেন।
ধন্যবাদ!

(আমার পূর্বের লেখার পরিমার্জিত সংস্করণ, সবাইকে সাবধান করার জন্য আবারো পাবলিশ করা হল। লেখাটি আমার ব্যাক্তিগত ব্লগে পূর্বপ্রকাশিত)
Golam Kamruzzaman

22/01/2022

মহামারি মোকাবিলায় প্রথম ধাক্কাটা কেন বারবার শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আসছে?

ব্যাংক, অফিস-আদালত, গণপরিবহন, পর্যটনকেন্দ্র, সিনেমা হল, শপিং মল সবকিছুই খোলা। এমনকি ‘সগৌরবে’ চলছে বাণিজ্য মেলা ও বিপিএলও। সবখানে হাজার হাজার মানুষের ঢল। যেন কোথাও করোনা নেই।

করোনা ঢুকে বসে আছে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ার-টেবিলের নিচে, শিক্ষার্থীদের ব্যাগের ভেতর বা পরীক্ষার খাতার ভেতর!

Tip: Only connect with people whom you know or want to know. Sending generic requests to random people on LinkedIn can b...
21/01/2022

Tip: Only connect with people whom you know or want to know. Sending generic requests to random people on LinkedIn can backfire. If enough people who receive your connection request indicate that they don’t know you, then you could be banned.

21/01/2022

শিক্ষার্থীরা যত নীরবতা পালন করবে,রাষ্ট্র নায়করা ইচ্ছে মতো শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দিবে । তারা ক্ষমতার চেয়ে মানবতাকে কখনো বড়ো করে দেখনেন না,যদিও মুখে দেশ প্রেমে শ্রেষ্ঠ।

১৪দিনে কিন্তু করোনা বিদায় নিবে না।সময় এরা বাড়াবেই।

তাই শিক্ষার্থীদের মৌলিক অধিকার, তাদের ছিনিয়ে নেওয়ার মতো মনমানসিকতার প্রস্তুত হওয়া উচিত।এটা একটা দেশের জন্য গর্ব।

গার্মেন্টসে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হলে,শিক্ষাপ্রতিষ্ঠানে কেন নয়?জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিলাম।

21/01/2022

"People don't buy by the product,
they buy emotion,
they buy experience! "

10/01/2022

"পিপল ডোন্ট বাই দ্যা প্রোডাক্ট,
দে বাই ইমোশন,
দে বাই এক্সপেরিয়েন্স!"

২০২০ সালের আমি!💗
10/01/2022

২০২০ সালের আমি!💗

Address


3700

Alerts

Be the first to know and let us send you an email when Imran Hossen Farabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Hossen Farabi:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share