28/06/2023
ইউটিউবিং শিখি সুন্দর ক্যারিয়ার গড়ি 😊
--অনেকেই আছেন ইউটিউব স্যানেল খুলেছেন, কিন্তু স্যানেল এ সাবসক্রাইবার ও ভিউ বৃদ্বি পায় না। আবার আপনার মতই আরেকজনের স্যানেলে সাবসক্রাইবার এবং ভিউজ ভরপুর, তার কারন কী? তার কারন হলো আপনার স্যানেলটি সঠিকভাবে খোলা হয়নি, এবং স্যানেল এর সেটিংস সঠিক ভাবে করা হয়নি। যারা প্রোফেশনালি ইউটিউব স্যানেল এর কোর্স করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে নিচের কাজগুলো শিখিয়ে দিবো, যা শিখে আপনি নিজেই সফল হবেন এবং নিজে নিজে ইউটিউব এর যাবতীয় কাজ করতে পারবেন। 😊
আমি কোর্স এ যা যা শিখাই ❤
১. সঠিক নিয়মে জিমেইল খোলা. এবং জিমেইল ভেরিফাইড করা।
২. মাদার স্যানেল খোলা এবং মাদার স্যানেল থেকে ব্রান্ডিং স্যানেল খোলা বর্তমান নিয়মে।
৩.ইউটিউব এর সকল সেটিংস
৪. প্লে লিস্ট তৈরি এবং ওয়ার্টার মার্ক সেটআপ করা
৫. একাধিক ভাষা সংযোজন করা
৬. ভিডিও ট্রেলার
৭. ইউটিউব স্যানেল ভেরিফাই
৮. ইউটিউব স্যানেল এর নিজস্ব কি ওয়ার্ড
৯. ব্যানার, লুঘু, থাবনেল তৈরি করা
১০. ব্যানার লুঘু, থাবনেল এস. ই. ও করা
১১. ভিডিও এস ই ও এবং কি ওয়ার্ড রিসার্চ
১২. সঠিক নিয়মে ট্যাগ বসানো।
১৩. ভিডিওর টাইটেল এর রেং রেট
১৪. গুগল এলগরিদম এ স্যানেল কী ওয়ার্ড সংযোজন করা
১৫.ভিডিও এডিটিং সহজ নিয়মে
১৬.সর্বশেষে স্যানেল মনিটাইজেশন এর সকল ধাপ।
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
একটি সঠিক ও সুন্দর নিয়মে ইউটিউব স্যানেল খোলা হলে ইউটিউব এলগরিদম অটোমেটিক ভিউয়ারসদের রিকমন্ডেড করবে 😊
ফোন এবং ল্যাপটপ উভয় দিয়েই একটি প্রোফেশনাল ইউটিউব স্যানেল নিয়ন্ত্রণ করা যায়।
সবার জন্য শুভকামনা রইলো 🙂
নোট: কেউ চাইলে স্বল্প মূল্যে নতুন যাবতীয় সেটিংস সহ স্যানেল ক্রয় করতে পারবেন, ব্যান্ডিং ও মাদার স্যানেল একত্রে দেয়া হবে।