31/07/2023
ফ্রিল্যান্সিং কি ? (What Is Freelancing)
সোজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং এমন একটি আলাদা মাধ্যম বা উপায়, যার দ্বারা আপনারা অনলাইন কাজ করে টাকা আয় করতে পারবেন। এমনিতে, একটি চাকরি করা ব্যক্তিকে সকাল ১০ থেকে বিকেল ৬ অব্দি অফিসে গিয়ে কাজ করতেই হবে।
কিন্তু, freelancing এর মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর থাকেন। তাই, ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা।
ফ্রিল্যান্সিং মানে কি ?
ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব ?
কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করবো ?
আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো ?
যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই,কোন ফ্রিল্যান্সিং কোর্স করতে হবে ?
আজ, ইন্টারনেট এবং এর ব্যবহার প্রায় সব জায়গায় হচ্ছে। এবং, freelancing এর কাজ করার জন্য,প্রথম জিনিস যেটা আপনার লাগবে, সেটা হলো “Internet“.
কারণ, নিজের জন্য কাজ খোঁজার থেকে আরম্ভ করে, কাজটি তৈরি করে আপনার ক্লায়েন্ট (client)কে জমা দেয়া, সবটাই ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলিতে গিয়ে, আপনার করতে হবে।
তাছাড়া, এই মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার প্রচুর নতুন নতুন কাজ বা প্রজেক্টস (projects) এর প্রয়োজন হবে।
তার জন্য আপনাকে, নিজের কাজ বা দক্ষতার (skills) প্রচার বা মার্কেটিং ইন্টারনেটের দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (platform) গুলিতে গিয়ে কাজ করতে হবে। যেমন, social media websites, social media groups, freelancing Marketplace, facebook marketing. instragram. Youtube.ইত্যাদি ।