Adventure Express

  • Home
  • Adventure Express

Adventure Express Here we upload various travel and tourism type blogs or informational posts.Stay Tuned with us.

আমরা বাংলাদেশ ক্রিকেট দলের বেহায়া সাপোর্টার।জীবনে প্রথম বাংলাদেশের জার্সি কিনলাম।আশা করি বাকি ম্যাচ গুলো আমরা নাটকীয় ভাব...
15/10/2023

আমরা বাংলাদেশ ক্রিকেট দলের বেহায়া সাপোর্টার।
জীবনে প্রথম বাংলাদেশের জার্সি কিনলাম।
আশা করি বাকি ম্যাচ গুলো আমরা নাটকীয় ভাবে জিতে যাবো।
আমাদের টার্গেট একটাই,
বিশ্বকাপ জিততে চাই।🥰

09/10/2023

নারায়ণগঞ্জ রুপগঞ্জ এলাকার কুলাদি গ্রামে অবস্থিত এই পার্কটি।গ্রামের বাড়ি পার্ক নিয়ে আমাদের এই ভিডিওটি তৈরি হয়েছে।
গ্রামের বাড়ি পার্কের গুগল লোকেশন: https://maps.app.goo.gl/bg9ZKDkVYJdksnqs8

নৌকা বাইচ,তুরাগ নদী।
16/09/2023

নৌকা বাইচ,তুরাগ নদী।

16/09/2023

নৌকা বাইচ

07/09/2023

আমি নাকি জলহস্তির মত সাতার কাটি🤣🤣🤣

ব্লগ আসছে.........চোখ রাখুন এডভেঞ্চার এক্সপ্রেস এর ফেইসবুক পেইজে এবং ইউটিউব চ্যানেলে।
06/09/2023

ব্লগ আসছে.........

চোখ রাখুন এডভেঞ্চার এক্সপ্রেস এর ফেইসবুক পেইজে এবং ইউটিউব চ্যানেলে।

05/09/2023

নতুন ব্লগ আসছে। তার আগে ছোট্ট একটি লাইভ নিয়ে আপনাদের সামনে চলে এলাম।

মানষিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত।একটু শান্তি দরকার।আমি জানি,প্রকৃতি আমায় খুব করে ডাকছে।কোথায় যাবো?কেউ ডাকো আমায়।তোমাদের যেক...
20/08/2023

মানষিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত।

একটু শান্তি দরকার।

আমি জানি,
প্রকৃতি আমায় খুব করে ডাকছে।

কোথায় যাবো?

কেউ ডাকো আমায়।
তোমাদের যেকোনো জেলায়।

16/12/2022

এডভেঞ্চার এক্সপ্রেস এর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা ❤️🇧🇩

04/12/2022

জোশ তো🥰😍

01/11/2022

get ready for reality 🤣🤣

26/10/2022

আপনার কোন ফ্রেন্ডকে এভাবে ট্যুরে নিয়ে চুবাইবেন?🤣🤣🤣

24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং-এ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্র তীরবর্তী এলাকাগুলো ০৭ (সাত) নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
ঘুর্ণিঝড় "সিত্রাং" মোকাবিলায় সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
ঢাকা সহ বিভিন্ন জেলায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সবাই সাবধানে চলাফেরা করুন।
খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না।
সবাই সাবধানে থাকুন।
আল্লাহকে বেশি বেশি স্বরণ করুন।

14/10/2022

Friday hangout ❤️

Send a message to learn more.

13/10/2022

Throwback 💪

10/10/2022

কত দূর?
কত পথ?
একা একা
ছুটে যাওয়া।

06/10/2022

প্রকৃতির মায়া যার মনে একবার গেথে গেছে,
তার কাছে পৃথিবীর সকল মায়া তুচ্ছ মনে হবে।❤️

Stay connected with Adventure Express
Love you all for supporting me.

আমি সুন্দরবনের খাঁটি মধু কখনো নিজ চোখে দেখি নাই।তবে আমার ঘরের বারান্দা থেকে মৌমাছি থেকে আগত খাটি মধু জীবনে প্রথমবার দেখল...
01/10/2022

আমি সুন্দরবনের খাঁটি মধু কখনো নিজ চোখে দেখি নাই।
তবে আমার ঘরের বারান্দা থেকে মৌমাছি থেকে আগত খাটি মধু জীবনে প্রথমবার দেখলাম।

সারাজীবন খাঁটি মধুর নাম শুনে শুধু ভেজাল মধুই খেয়ে গেলাম।

আজ প্রথম খাঁটি মধুর স্বাদ পেয়ে বুঝলাম,
খাঁটি জিনিসের কেন এত কদর বেশি।❤️❤️

সাবধান! ক্যানসার তৈরি করে যেসব খাবার! দেখুন হয়তো খেয়েই চলেছেন !!ক্যানসার তৈরি করে – মরণব্যাধি ক্যানসার। প্রতিরোধের উত্তম...
30/09/2022

সাবধান! ক্যানসার তৈরি করে যেসব খাবার! দেখুন হয়তো খেয়েই চলেছেন !!

ক্যানসার তৈরি করে – মরণব্যাধি ক্যানসার। প্রতিরোধের উত্তম চিকিৎসা। শরীরের অতি দ্রুত অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে ক্যানসার তৈরি হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অনেক খাবার ক্যানসারের ঝুঁকি কমায় এবং অনেক খাবার আবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়। যেসব খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায় তা নিজে জানুন এবং অন্যকে জানিয়ে সচেতন করে দিন।

১. আলুর চিপস :

চিপসের স্বাদ মচমচে করার জন্য কৃত্রিম রং, ফ্লেভার, ট্রান্স ফ্যাট ও প্রচুর লবণ মিশানো হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এটি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

২. ফ্রেঞ্চ ফ্রাই :

আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সময় উচ্চ তাপ ও তেলের সংস্পর্শে অ্যাক্রাইলেমাইড সৃষ্টি হয়ে ক্যানসার হয়।

৩. প্রক্রিয়াজাত মাংসের খাবার :

বেকন, হটডগ, মিডলোফ, সসেজ, বার্গার ইত্যাদি খাবারে সোডিয়াম নাইট্রেট থাকে। গবেষণায় দেখা গেছে, সোডিয়াম নাইট্রেটযুক্ত প্রক্রিয়াজাত মাংস মানবদেহে এন নাইট্রোসোতে পরিণত হয়ে ক্যানসার সৃষ্টি করে।

৪. সফট ড্রিংকস :

বাজারের কোমল পানীয়তে থাকে ক্ষতিকর রং, অতিরিক্ত সোডা ও কৃত্রিম চিনি। এটি রক্তে গ্লুকোজ বাড়িয়ে ইনসুলিন রেজিস্ট্যান্ট বাড়িয়ে মেটাবলিক সিনড্রোম ও ক্যানসার তৈরি করে। গবেষণায় দেখা গেছে, কোমল পানীয়তে ‘৪-মিথাইলমিডাজল’ নামের যে রং থাকে, এটি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

৫. কৃত্রিম চিনি :

কৃত্রিম চিনি অ্যাসপার্টের চিনির চেয়ে ১০ গুণ বেশি মিষ্টি এবং ক্যালোরি শূন্য। এটি ওজন নিয়ন্ত্রণে রাখে। তাই খুব জনপ্রিয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিতভাবে কৃত্রিম চিনি খেলে ব্রেইন ক্যানসার হতে পারে।

৬. অ্যালকোহল :

অতিরিক্ত অ্যালকোহল মানব দেহে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে অ্যাসিটেলডিহাইডে পরিণত হয়ে ডিএনএ ভেঙ্গে ক্যানসার তৈরি করে।

৭. গ্রিল, বারবিকিউ :

গ্রিল, বারবিকিউ এ ধরনের মাংসে উচ্চ তাপে হেটারোসাইক্লিক অ্যামাইন তৈরি হয়। এ থেকে ক্যানসার হতে পারে।

৮. বিষাক্ত কীটনাশক ও ক্যামিক্যাল যুক্ত ফলমূল :

আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ৩০ ভাগ কীটনাশক হচ্ছে কারসিনোজেন। এটি মানব দেহে কোনো না কোনো ক্যানসার তৈরি করে।

৯. খোলা বাজারের শরবত :

বাজারের শরবতে থাকে দূষিত পানি, বরফ ও ক্ষতিকর রং। এগুলো জন্ডিস, হেপাটাইটিস ও লিভার ক্যানসার সৃষ্টি করে।

১০. পুরোনো তেল :

পুরোনো তেল দিয়ে বারবার খাবার রান্না করলে ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে ডিএনএ কে ভেঙে ক্যানসার হতে পারে।
১১. তামাকজাত পণ্যঃ
বিড়ি,সিগারেট, জর্দা এগুলো সেবন ও ক্যান্সার এর কারণ।

#কালেক্টেড

বিআইডব্লিউটিএ ইকোপার্ক।উদ্বোধন শেষ হয়ে গেলেও এখনো জনসাধারণের জন্য চালু করা হয় নি। দ্বায়িত্বরত সিকিউরিটি গার্ডদের সাথে কথ...
22/09/2022

বিআইডব্লিউটিএ ইকোপার্ক।
উদ্বোধন শেষ হয়ে গেলেও এখনো জনসাধারণের জন্য চালু করা হয় নি।
দ্বায়িত্বরত সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলে জানা গেল আগামী মাসের প্রথম দিকে পার্কটি সর্ব সাধারনের জন্য চালু করে দেওয়া হবে।
পার্কের এন্ট্রি টিকেট এখনো নির্দিষ্ট কোনো অর্থ ধার্য করা হয়নি।
আশা করি আগামী মাসেই সকল ব্যবস্থাপনা চালু করে দেওয়া হবে।
আমাদের টংগীতে দৃষ্টিনন্দিত ইকোপার্কে আপনাদের সবাইকে আমন্ত্রন রইলো।

এই ছবিটিতে আপনারা একটি বিশেষ স্মৃতিচারন দেখতে পাচ্ছেন।আর সেটি হচ্ছে আমার মাথার সবুজ রং এর "ক্যাপ"।আমার এই ক্যাপটি খুবই প...
11/09/2022

এই ছবিটিতে আপনারা একটি বিশেষ স্মৃতিচারন দেখতে পাচ্ছেন।আর সেটি হচ্ছে আমার মাথার সবুজ রং এর "ক্যাপ"।
আমার এই ক্যাপটি খুবই প্রিয় ছিল।
সীতাকুণ্ড ট্রিপ আমার কাছে যতটা ভাল লেগেছিল, মনে হয় আমার ক্যাপটির আমার চেয়ে বেশি ভাল লেগেছিল।
তাই সীতাকুণ্ড থেকে আমি চলে আসলেও সে সীতাকুণ্ডতেই থেকে গেছে।
খুব মিস করি আমার ক্যাপটাকে।

জানি না কোথায় আছে! কেমন আছে! কার মাথায় সে আজ বিরাজ করছে রাজ মুকুটের ন্যায়।

হে প্রিয় "ক্যাপ" তুমি আমার হৃদয়ে আছো সব সময়।সীতাকুণ্ড ট্রিপ ভুলে গেলেও তোমায় ভুলতে পারবো না।💔

07/09/2022

মেঘনা গোমতি সেতু❤️

২০১৯ সালে প্রথম যখন সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়ে দেখলাম ৯৫% মুসলিম দেশে যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভীর লেগেই...
06/09/2022

২০১৯ সালে প্রথম যখন সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়ে দেখলাম ৯৫% মুসলিম দেশে যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভীর লেগেই থাকে।
এইরকম জায়গায় নামাজের কোনো ব্যবস্থা নেই তখন খুবই মনক্ষুন্ন হয়েছিলাম।
সূর্য দেখে দেখে নামাজ পড়তে হয়েছিল।
কিন্তু এখন সাজেক ভ্যালীতে নামাজ পরার সুবিধার্থে মসজিদ তৈরি হয়েছে কিছুদিন আগেই।
এবার সাজেকের পাশের কংলাক পাহাড়েও আরেকটি মসজিদ তৈরি হচ্ছে; আল-হাম-দু-লিল্লাহ।
যাদের উদ্যাগে এই মহান কাজটি সম্পন্ন হয়েছে তাদের প্রত্যেকের এই দান আল্লাহ কবুল করুন।
আমিন❤️
আমরা Adventure Express এর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই❤️

পিকচার #কালেক্টেড

03/09/2022

আজ তারকা মিলনমেলায় আমার কিছু প্রিয় ব্যক্তিবর্গদের সাথে দেখা হয়ে গেল।
আয়োজন করেছেঃThe Daily Star news portal.
OTT & Digital Content Award Show 2021.

Enayet Chowdhury ভাইয়া, Kaarina Kaisar আপু, StoryHead ব্রো, Keto Bhai এবং Masum Basher স্যার।
সবাইকে ধন্যবাদ❤️

01/09/2022

Middle of the knight at Puran Dhaka❤️

Please do like, comments & share.
Stay tune at Adventure Express for more exciting updates.
Thank You.

29/08/2022

Short video at Maruka Bridge ❤️

Welcome To Gazipur Tongi Maruka👍

মারুকা ব্রীজ হচ্ছে আমাদের এলাকার অঘোষিত একটি পর্যটন এলাকা।মানুষের সারাদিনের ক্লান্তিবোধ দুর করার মত একটি প্রাশান্তিময় জা...
27/08/2022

মারুকা ব্রীজ হচ্ছে আমাদের এলাকার অঘোষিত একটি পর্যটন এলাকা।মানুষের সারাদিনের ক্লান্তিবোধ দুর করার মত একটি প্রাশান্তিময় জায়গা হিসেবে গড়ে উঠেছে।প্রতিদিন ই অসংখ্য মানুষের সমাগম হয়ে থাকে এই স্থানটিতে।
আর যদি সরকারি বা সাপ্তাহিক ছূটি থাকে তাহলে প্রচুর মানুষের ঢল দেখা যায় এই স্থানটিতে।

এখানে আসলে আপনি যা যা দেখতে পাবেনঃ

একটি সু প্রশস্ত রাস্তা, যার দু পাশে বিশাল বড় এক বিলের সমাহার। একটি লোহার ব্রীজ, যা এই প্রশস্ত রাস্তাটিকে ভেদ করে দাঁড়িয়ে থেকে বিলের পানিকে প্রবাহ করার ব্যবস্থা করে দিয়েছে।
এখানে আসলে আপনি অনেক দূর দূর পর্যন্ত সবুজের সমাহার দেখতে পাবেন।
আর নীল আকাশ এর নীল রং দিয়ে যেন বিলের পানিকে করেছে সুসজ্জিত।
এখানকার নির্মল বাতাস আপনার হৃদয়কে করে তুলবে শীতল আর মনকে করে তুলবে প্রাণবন্ত।

আরো অনেক কিছু আছে যা শুধু এখানে আসলেই আপনি নিজ চোখে দেখে তৃপ্ত হতে পারবেন।

মারুকা ব্রীজ এলাকাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে ঘোষনা করার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিকট জোর দাবি জানাচ্ছি।🤝👍

25/08/2022

সীতাকুণ্ড ট্রিপ ২০২০❤️❤️

24/08/2022

Drop Drop ❤️

22/08/2022

Sylhet Rocks✌️❤️

21/08/2022

Pendulum effects ❤️ Rangamati
Tutorial
16 photos
3.9s
0.3s
0.3s
0.3s
0.3s
1.2s
0.6s
0.6s
0.7s
0.6s
0.6s
0.6s
0.6s
1.2s
0.6s
0.8s

Tag Adventure Express

17/08/2022

Boom🔥

16/08/2022

গতকাল (সোমবার)বুড়িগঙ্গা নদীতে একটুর জন্য ডুবে যাইনি।হয়তো আমরাও ব্রেকিং নিউজে চলে আসতাম🙃

গতকাল(সোমবার) সারাদিন সরকারি ছুটির দিন ছিল বিধায় পুরোনো এক বন্ধুর সাথে দেখা করতে দুপুর বেলা রওনা হয়েছিলাম মগবাজারের উদ্দ...
15/08/2022

গতকাল(সোমবার) সারাদিন সরকারি ছুটির দিন ছিল বিধায় পুরোনো এক বন্ধুর সাথে দেখা করতে দুপুর বেলা রওনা হয়েছিলাম মগবাজারের উদ্দেশ্যে।সেখান থেকে পুরান ঢাকা হয়ে বিভিন্ন স্থান ঘুরে আসলাম সারাদিন।
তবে বাসায় ফিরতে না ফিরতেই ফেসবুকে ঢুকে দেখি আমি ঠিক যতগুলো জায়গা দিয়ে চলাচল করেছি সেসব জায়গাগুলোতে মর্মান্তিক দুর্ঘটনার স্বিকার হয়েছে অনেকেই।

প্রথমে উত্তরার রাস্তায় ক্রেনের গার্ডার পরে নিহত ৫জন।

দ্বিতীয়ত বনানির রাস্তায় ট্রাক এর সাথে বাইক ধাক্কায় নিহত একজন।

তৃতীয়ত গুলিস্থানের এক বহুতল ভবন থেকে ছোট বড় সাইজের রড পথচারির মাথায় এসে পড়লো।তাতে ১৫ জনের মত পথচারি আহত হয়েছেন।

চতুর্থত পুরান ঢাকার চকবাজারে ফের অগ্নিকান্ডের মত মর্মান্তিক দুর্ঘটনা।

আল্লাহ সকলক আহতদের হেফাজত কর।আর নিহত সকলকে ক্ষমা করে জান্নার নসীব করো।আমিন

বাসায় ফেরার পথে উত্তরার রাস্তা সহ যতগুলো ফ্লাইওভার নির্মানাধীন কাজ চলছিল।সে সকল জায়গাগুলোতে দোয়া পড়তে পড়তে এসেছি।

আমি বাসায় এসে শুধু একটা কথাই বারবার ভাবছি।উক্ত সকল স্থানগুলো দিয়ে আজকে আমি যাতায়াত করেছি।কোনো টা তে হয়তো কিছুক্ষন আগে অথবা পরে।আল্লাহ আমাকে উক্ত দূর্ঘটনার হাত থেকে বাচিয়েছেন।

মৃত্যু আমাদের কতটা কাছে আমরা কেউ কখনো টের ও পাই না।

বারবার শুধু ভাবছিলাম।এতগুলা ঘটনা আজকের দিনে ঘটলো।তাও আবার সবগুলা স্থানে আমি হয়তো আগে নয়তো পরে উপস্থিত ছিলাম।
আলহামদুলিল্লাহ যে আমি বেচে ফিরেছি।

কিন্তু এভাবে দুর্ঘটনায় আর কত সড়ক দুর্ঘটনা আমাদের দেখতে হবে জানি না।

কিভাবে এত বড় একটি প্রকল্পের কাজ করার সময় কোনো রকমের নিরাপত্তাবিহীন ভাবে জনগনকে রাস্তায় পিষে মারে?

এর কি আদৌ সুষ্ঠু বিচার হবে না?

13/08/2022

ভোট দিন....
আপনি যদি অন্যদের দেশ পছন্দ করেন তবে লাভ রিএক্ট দিন,
আপনি যদি আমার দেশ পছন্দ করেন তবে আপনার কমেন্ট করুন।
এবং দয়া করে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না😊
ধন্যবাদ ❤️

Keep Voting......
If you like Others Country do the Love React,
If you like My Country than keep Your comment.
And Please Don't Forget To Share this Video😊
Thank You❤️

আমরা এডভেঞ্চার এক্সপ্রেসবাসী গভীরভাবে শোকাহত-চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে এসে, রেলগাড়ীর মুখোমুখি মাইক্রো...
29/07/2022

আমরা এডভেঞ্চার এক্সপ্রেসবাসী গভীরভাবে শোকাহত-
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে এসে, রেলগাড়ীর মুখোমুখি মাইক্রো গাড়ির সংঘর্ষে- এদের মধ্যে ১১জন নিহত, সকলের আত্মার মাগফিরাত কামনা করি।
এদের সকলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী।
একই সঙ্গে প্রাণ হারালো ১১ জন বন্ধু এর সাথে সাথে খালি হয়ে গেলো ১১ জন মায়ের বুক।😭

অনুগ্রহ করে সবার কাছে অনুরোধ করছি যারা ভ্রমন পিয়াসী তারা ভ্রমনের সময় সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন।একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

নিশ্চই অসম্ভব সুন্দর একটি জায়গা।এখানে দুরদুরান্ত থেকে শহরের কোলাহোল মুক্ত সময় কাটাতে মানুষ বেছে নেয় এই জায়গাটি।এখানেই যে...
22/07/2022

নিশ্চই অসম্ভব সুন্দর একটি জায়গা।
এখানে দুরদুরান্ত থেকে শহরের কোলাহোল মুক্ত সময় কাটাতে মানুষ বেছে নেয় এই জায়গাটি।
এখানেই যেন প্রানের স্পন্দন খুজে পায় শহুরে মানুষগুলো।
শুক্রবারের মত সরকারি ছুটির দিনগুলো শহুরে ব্যস্ত সময়কে পাশ কাটিয়ে চলে আসে প্রকৃতির নিশ্বাস নিতে।

এডভেঞ্চার এক্সপ্রেস এর পাশে থাকুন।এরকম নতুন নতুন প্রাকৃতিক পরিবেশের সাথে বারবার পরিচয় করিয়ে দিতে আমাকে উৎসাহিত করুন।
বেশি বেশি শেয়ার করুন।
আর সময় করে পরিবার নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়ুন প্রাকৃতিক পরিবেশে।

বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাচান,ভবিষ্যৎ প্রজন্মকে বাচান।❤️

আজ বিকেলটা যেন স্বর্গীয় রুপ ধারন করেছিল❤️
17/07/2022

আজ বিকেলটা যেন স্বর্গীয় রুপ ধারন করেছিল❤️

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর পরিবেশটা যেন অক্সিজেনের কারখানা।চারিদিক শুধু সবুজের সমাহার।সময় করে ঘুরে আসুন। গাজীপুর...
13/07/2022

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর পরিবেশটা যেন অক্সিজেনের কারখানা।
চারিদিক শুধু সবুজের সমাহার।
সময় করে ঘুরে আসুন। গাজীপুর এ অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট থেকে।

এরকম সব প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার দেখতে অবশ্যই এডভেঞ্চার এক্সপ্রেস পেইজ টি ফলো করুন।

আর বেশি বেশি লাইক, কমেন্ট শেয়ার করুন।

ভ্রমন করুন, দেশকে জানুন,দশকে জানান।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Adventure Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventure Express:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share