ShahiN

ShahiN Wellcome To My Personal Blog. Here I share my opinion about myself and other activities that I like.

30/06/2023
12/06/2023

The Amazing Power of Your Mind


08/06/2023

একটি শ্রেষ্ট দোআ __ সূরা ফুরকান ৬১ -৭৭


Be original and don’t be afraid to stand out. Never downplay your capabilities. Everybody won’t believe in you and every...
23/10/2020

Be original and don’t be afraid to stand out. Never downplay your capabilities. Everybody won’t believe in you and everybody won’t rejoice with you, and that’s quite alright. Self-motivation, self-love, and self-determination will guide you through. ALWAYS believe in yourself because that’s what truly matters most.

Wishing Eid Mubarak to all Muslims around the world and may the blessings of Allah b with u today, tomorrow and always!M...
31/07/2020

Wishing Eid Mubarak to all Muslims around the world and may the blessings of Allah b with u today, tomorrow and always!
May Allah keep u and your family and friends safe and happy!!

30/07/2020

সবাই কে পড়ার জন্য অনুরোদ করছি।

স্বামীর বাধ্যগত স্ত্রী, স্বামী বিদেশ যাওয়ার সময় বলে গেল। আমি দেশে না আশা পর্যন্ত বাড়ির বাহিরে যাবে না। কিছুদিন পরে খবর আসলো তার বাবা অনেক অসুস্ত, কিন্তু তিনি দেখতে যাইনি। তার কিছুদিন পরে খবর আসলো তার বাবা মারা গেছেন, তার পরেও তিনি শেষ দেখা দেখতে যাননি। কয়েক মাস পরে তার স্বামী বিদেশ থেকে দেশে ফিরলো, তার স্বামী কে সব কিছু বললো। এবং স্বামী সহ স্ত্রী তার বাবার বাড়ি গেল। এবং তার বাবা সে রাতে স্বপ্ন দেখায়া বললো। মা তোর কারনে আমি আজ বেহেশতের অনাবিল সুখে আছি। হাদিসের কথা অনুসারে স্বামীর অনুমিতি ছারা ফকির কে ১ টাকা ভিক্ষা দেওয়া যাবে না। আজ আমরা দেখছী কতো স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে যে যেখনে পাচ্ছে ঘুরে বেড়ায়, টাকা পয়সা, ধন সম্পদ ভোগ বিলাস করে। তাই আমি আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি সকল মা, বোনদের বোঝার তোহফিক দান করুন।
আমিন

লেখাটি সংগ্রহিত...

severe flood area look over by boat with friends...
25/07/2020

severe flood area look over by boat with friends...

23/07/2020

সৌভাগ্যবান সেই স্বামী,
যাঁর স্ত্রীর মাঝে এই ৪টি গুণ আছে--

স্বামীর জীবনকে সুখসমৃদ্ধিতে ভরিয়ে তোলার ক্ষেত্রে এক জন স্ত্রীর ভূমিকা অত্যন্ত গু‌রুত্বপূর্ণ। আমাদের প্রাচীন উপমহাদেশের শাস্ত্রে স্ত্রীর গুণ এবং অপগুণের বর্ণনা দেওয়া হয়েছে।

বলা হয়েছে, স্ত্রীর মধ্যে যদি বিশেষ চারটি গুণ থাকে, তা হলে তার স্বামীকে ভাগ্যবান বলে মনে করা যেতে পারে। কোন কোন গুণ? আসুন, জেনে নিই:

১. গৃহকর্মনিপুণা: বলা হচ্ছে, যে বধূ ঘরের কাজকর্মে অত্যন্ত দক্ষ হাতে সামলাতে পারেন, সেই ঘরে সর্বদা সুখ বিরাজ করে। সেই স্ত্রী সমাজ-সংসারে বিশেষ সম্মান লাভ করেন, এবং তার স্বামীর জীবনও সুখে পরিপূর্ণ হয়ে ওঠে।

২. স্বামীর নির্দেশ পালনকারিনী: যে স্ত্রী স্বামীর প্রতিটি কথা মেনে চলেন, সেই স্বামীকে সৌভাগ্যবান মনে করা উচিত। স্ত্রীর কর্তব্য, স্বামীর প্রতিটি আদেশ পালন করে চলা।

৩. নতুন পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন যিনি: যে স্ত্রী বিবাহের পরে স্বামীর পরিবারকে নিজের পরিবার বলে মনে করেন, স্বামীর পরিবারের সমম্ত রীতিনীতিকে অক্ষরে অক্ষরে পালন করে চলেন, তিনিই গুণবতী স্ত্রী। তার স্বামী সত্যিই ভাগ্যবান।

৪. যিনি মিষ্টভাষী: বলা হচ্ছে, যে পত্নী মিষ্টি ভাষায় কথা বলেন, তিনি বিশেষ গুণের অধিকারিণী। তার স্বামীও বিশেষ সৌভাগ্যবান|

বিজ্ঞপ্তি২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির আবেদন।  #ভর্তির আবেদন শুরু হবে ০৯-০৮-২০২০ ইং তারিখ।
21/07/2020

বিজ্ঞপ্তি
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে online এর মাধ্যমে ভর্তির আবেদন।

#ভর্তির আবেদন শুরু হবে ০৯-০৮-২০২০ ইং তারিখ।

" দিন নাই, রাত নাই। যখন তখন মানুষের বিপদে জীবন বাজী রেখে সাড়া দেয় যারা। আমার চোখে প্রকৃত মানবসেবক এবং মহানায়ক তারা।
20/07/2020

" দিন নাই, রাত নাই। যখন তখন মানুষের বিপদে জীবন বাজী রেখে সাড়া দেয় যারা। আমার চোখে প্রকৃত মানবসেবক এবং মহানায়ক তারা।

20/06/2020

#বাবা মানে শত আদরের অফুরন্ত ভালোবাসার ভান্ডার যা কখনো শেষ হয় না,❤
#বাবা মানে ভয় পাচ্ছিছ কেন আমি তো আছি, 🌸
#বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা,😍
#বাবা মানে প্রথম বিশ্বাস করতে শেখা,🙂
#বাবা মানে নিজে কষ্ট করে সন্তানের ভবিষ্যৎ গড়ার,
#বাবা মানে সত পরিশ্রম করে হাসি মুখে ঘরে ফিরে সকলের মুখে হাসি ফোটানো, ☺
#বাবা মানে শত অভাবের পরেও সন্তানের চাহিদা পূরণ করা,🙂
#বাবা এমনই একজন মানুষ যার ঋণ সারাজীবন চেষ্টা করলেও পূরণ করতে পারবেন না,😓

#সালাম_জানাই_হাজার_বার #বাবা_তোমায়।🤝

১ লা জুলাই ২০২০ হতে কার্যকর হবে....
20/06/2020

১ লা জুলাই ২০২০ হতে কার্যকর হবে....

যারা এই মাস্ক কে kn95 মনে করে নিশ্চিন্তে ব্যবহার করছেন তাদের জন্য এক বালতি সমবেদনা ............
11/06/2020

যারা এই মাস্ক কে kn95 মনে করে নিশ্চিন্তে ব্যবহার করছেন তাদের জন্য এক বালতি সমবেদনা ............

05/06/2020

রক্ত, রক্তসঞ্চালন , হৃদপিণ্ড

১।রক্ত ক্ষারীয়
২। রক্ত এক ধরণের তরল যোজক কলা
৩। পূর্ণবয়স্ক মানুষের দেহে ৫-৬ লিটার রক্ত থাকে।
৪। মানুষের দেহের ওজনের ৮% রক্ত থাকে।
৫।রক্তের উপাদান ২টি রক্তরস ও রক্তকণিকা । রক্তের মধ্যে রক্তরস ৫৫% , রক্তকণিক ৪৫%।
৬।রক্তের তরল অংশকে > প্লাজমা ।
৭। রক্তের প্রোটিন >> ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন , অ্যালবুমিন, প্রোথ্রম্বিন ।
৮। রক্তের প্রতিরক্ষা মূলক দ্রবাদি >> অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনন।
৯।রক্তের অম্ল-ক্ষারের ভারসাম্য রক্ষা করে >> রক্তরস।
১০। রক্তকণিকা কয় প্রকার? ৩প্রকার। ১.লোহিত কণিকা (RBC).২শ্বেত কণিকা(WBC) ৩. অনুচক্রিকা
১১। লোহিতকণিকা কোথায় সঞ্চিত থাকে? প্লিহায় ।
১২। পূর্ণ বয়স্ক পুরুষ দেহে প্রতি ঘন মিলিলিটারে ৪.৫-৫.৫লাখ লোহিত কণিকা থাকে।
১৩। সবচেয়ে বেশি লোহিত কণিকা থাকে >> ভ্রণে >> ৮০-৯০লাখ ।
১৪। কিসের কারণে রক্ত লাল হয় ? হিমোগ্লোবিনের।
১৫। কোন প্রক্রিয়ায় শ্বেত কণিকা জীবানু ধ্বংস করে ‘?- ফ্যাগোসাইটোসিস।
১৬।কোথায় শ্বেত কণিকা বেশি পাওয়া যায় ?- শিশু ও অসুস্থ মানবদেহে।
১৭। শ্বেত কণিকা কয় প্রকার ? দুিই প্রকার। যথা ১.অ্যাগ্রানুসাইট, ২. গ্রানালোসাইট।
১৮।এলার্জি প্রতিরোধ করে কে?- হিস্টামিন
১৯। রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয় >> হেপারিন।
২০। রক্তকে জমাট ও রক্ত ক্ষরণে বাঁধা দেয় >> অনুচক্রিকা ।
২১। রক্ত জমাট বাঁধার জন্য দায়ী >> ক্যালসিয়াম আয়ন ও ভিটামিন কে।
২২। রক্তের বিভিন্ন প্রকার কণিকার আয়ু
১। লোহিত কণিকা >> ১২০দিন
২। শ্বেত কণিকা >>১-১৫দিন
৩। অনুচক্রিকা >> ৫-১০দিন।

২৩। রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা

১। পলিসাইথিমিয়া--- লোহিত কণিকার সংখ্যা বৃদ্ধি হলে
২। অ্যানিমিয়া --- লোহিত কণিকার পরিমাণ কমে গেলে ।
৩। লিউকোমিয়া ---শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে । যদি ৫০,০০০-১,০০০,০০০ হয় তাহলে তাকে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার বলে।
৪। লিউকোসাইটোসিস --- শ্বেত কণিকার পরিমাণ স্বাভাবিক থেকে ২০, ০০০- ৩০, ০০০ হয় তখন লিউকোসাইটোসিস হয় । নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদি রোগে এ অবস্থা হয় ।
৫। পারপুরা--- ডেঙ্গজ্বর হলে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে
৬। থ্রম্বোসাইটোসিস ---স্বাভাবিকে তুলনায় অনুচক্রিকার পরিমাণ বেশি হলে রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাধাকে থ্রম্বোসিস বলে।
৭। থ্যালাসিমিয়া --- রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা সৃষ্টি হয়।
রক্তের গ্রুপ

২৪। রক্তের গ্রুপ কে আবিষ্কার করে?
- কার্ল ল্যান্ডস্টেইনার (১৯০০সালে )
২৫। সিরাম কি? >> রক্ত জমাট বাধার পর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ বা খড়ের রঙের মতো এক স্বচ্ছ রস নি:সৃতহয় তাকে সিরাম বলে।
২৫। প্রধানত কয় ধরণের রক্তের গ্রুপ পাওয়া যায় >?
চার ধরণের । যথা : এ, বি , এবি, ও (A, B , AB, O)
২৬। সর্বজনীন গ্রহীতা রক্তের গ্রুপ কে?
-AB,
২৬। সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কে?
-O
২৭। কোন রক্তের গ্রুপের অ্যান্টিবডি নাই
--AB,
২৮। কোন রক্তের গ্রুপের অ্যান্টিজেন নাই ?
---O
২৯।Rh ফ্যাক্টর কি?
- রেসাস নামক বানরের লোহিত রক্তকণিকায় অবস্থিত একধরণের অ্যাগ্লুটিনোজেন।
৩০।সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ?
-Rh ফ্যাক্টর
৩১।মানুষের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
- ৪
৩২।যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃদপিন্ড থেকে দেহের বিন্নি অংশে বাহিন হয় তাকে কি বলে?
- ধমনি
৩৩। যেসব রক্তনালির মাধ্যমে সাধারণত কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃদপিন্ডে বহন করে তাকে কি বলে?
- শিরা ।
৩৪। ধমনি ও শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তরবিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত সূক্ষ্ণ রক্তনালি জালকের বিন্যস্ত থাকে , সেগুলোকে কি বলে?
-কৈশিকজালিকা
৩৫ ।হৃদপিন্ডের সংকোচনকে কি বলে ?
- সিস্টোল
৩৬। হৃদপিণ্ডের প্রসারণ কি বলে ?
-ডায়াস্টোল
৩৭। হার্ট-বিটের স্বাভাবিক গতি
একজন সুস্থ্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতি মিনিটে >> ৬০-১০০ বার
শিশুদের ক্ষেত্রে >> ১০০-১৪০ বার।
৩৮। একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?
-- ১৪০/৯০
৩৯। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের সিস্টোলিক চাপ পারদ স্তম্ভে>> ১১০-১৪০ মিলিমিটার
৪০।একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ডায়াস্টোলিক চাপ পারদ স্তম্ভে>> ৬০-৯০ মিলিমিটার
৪১। উচ্চরক্তচাপ কত?
- সিস্টোলিক ১৬০ এর বেশি আর ডায়াস্টোলিক ৯৫ এর বেশি।
৪২।উচ্চরক্তচাপ প্রতিরোধে কত ঘণ্টা ঘুমাতে হয় ?
- ৭-৮ঘণ্টা
৪৩ । হৃদপিণ্ডের স্পন্দন প্রবাহ উত্পাদন ত্রুটিপূর্ণ হলে বা উত্পন্ন প্রবাহ সঠিকপথে পরিবাহিত না হলে তাকে কি বলে?
- হার্ট বরক বা হাট অবরোধ
৪৪। হৃদপিণ্ডের করোনারি ধমনি কোন কারণে বন্ধ হয়ে গেলে হৃদপেশির রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে যে রোগ সৃষ্টি হয় তাকে কি বলে ?
- হ্যার্ট অ্যাটাক
৪৫।রক্তে কোন প্রকার কোলেস্টরল থাকা ক্ষতিকর ?
LDL
৪৬। রক্তে কোলেস্টরল এর স্বাভাবিক পরিমাণ কত?
-100-200mg/dl
47.মানবদেহের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত ?
-৮০-১২০mg/dl এর বেশি হলে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়।

 #করোনাকাল হয়তো বেশ কিছুদিন আমাদের কষ্ট দেবে। অথচ কাজ বন্ধ থাকবে না।  আবার সবাই কিন্তু অসুস্থও হবে না। তাহলে এর সাথে মান...
30/05/2020

#করোনাকাল হয়তো বেশ কিছুদিন আমাদের কষ্ট দেবে। অথচ কাজ বন্ধ থাকবে না। আবার সবাই কিন্তু অসুস্থও হবে না। তাহলে এর সাথে মানিয়ে বেঁচে থাকার উপায়?
করোনাকালে ভালো থাকতে হলে এই পদক্ষেপগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। ৪টি উপায়ে আপনি ভাইরাস প্রতিরোধ করতে পারেন।

১) শারীরিক দূরত্ব : এটি কিন্তু এখন ৬ ফুট। ৩ ফুট নয়। সেরা পদ্ধতি ।

২) হাত ধোয়া/পরিষ্কার করা : যদি আপনি বাইরে যান। বারবার (সাবান সবচেয়ে ভাল) ২০ সেকেন্ড ধরে । এছাড়া অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার দিয়ে।

৩) হাঁচি-কাশির শিষ্টাচার : কাশি টিস্যু বা কনুইতে।

৪) মাস্ক : বাইরে থাকাকালীন যে কোনো কাপড়ের মুখোশ, স্কার্ফ, বোরখা কম-বেশি প্রতিরক্ষামূলক। আপনি যদি আরো ভাল মানের ব্যবহার করতে চান তবে সার্জিক্যাল মাস্ক । কখনোই N95 বা FFP2 না। এগুলি শ্বাসকষ্ট প্রদানকারী এবং কষ্টদায়ক। চিকিৎসক ছাড়া এটি আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে ।

#এখন অফিসে যেহেতু যেতেই হবে তাহলে ভয় না পেয়ে ভালো থাকবার চেষ্টা করুন । #নিয়মের মধ্যে চলুন-

✅বাড়ি থেকে অফিস বা জরুরি কাজ ছাড়া বের হবেন না। মাস্ক পরে নিন, পকেটে স্যানিটাইজার এবং একটি আবর্জনা ফেলার জন্য ব্যাগ নিন।

✅গ্লাভস না পরাই ভালো। এটি আপনাকে হাত পরিষ্কার আছে এরকম একটি ভুল বার্তা দিতে পারে।

✅চশমা/রোদ চশমা ব্যবহার করতে পারেন ।

✅বেল্ট / ঘড়ি ব্যবহার বন্ধ করুন। মোবাইলের ঘড়ি ব্যবহার করুন।

✅ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কারের জন্য হেক্সিসল আর মোবাইল/ অন্যান্য ডিভাইস সমূহ পরিষ্কারের জন্য আলকোহল ওয়াইপস ব্যবহার করতে পারেন (Alcohol pad:স্যালাইন দেয়ার জন্য হাসপাতালে যা ব্যবহার করে)

✅ভাইরাস আপনার কাপড় সংক্রমন করেছে কিনা তা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। চেষ্টা করুন ফুলহাতা জামা পরতে। যদি ভাইরাস কাপড়ের মধ্যে পড়েও এটি বেশিক্ষণ থাকে না। তবে এটি প্লাস্টিক এবং ষ্টেইনলেস ষ্টীলে ৩ দিন এবং কার্ডবোর্ডে ১ দিনের কম থাকতে পারে। সুতরাং এগুলিকে স্পর্শ করা এড়িয়ে চলুন।

✅জুতো নিয়ে চিন্তা করবেন না। জুতো বাসার বাইরে রাখুন।

✅যে কোনো মুদি সামগ্রী, ফলমূল, মাংস এবং মাছ ইত্যাদি সাধারণত নিরাপদ । খাবারের আইটেম নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। পানিতে ধুয়ে ফেলাই যথেষ্ট । বেশি সমস্যা মনে হলে ৩ দিন বারান্দায় খালি বালতিতে রেখে দিন।

✅আপনার গাড়ির দরজা, লিফটের বোতাম এবং ডোর নব/হ্যান্ডেল/কম্পিউটার/ল্যাপটপ/মাউস(এইগুলোতে ভাইরাস সংক্রমন হওয়ার সম্ভাবনা বেশি) পরিষ্কার করুন নিয়মিত।

✅সংবাদপত্র বা অন্যান্য কাগজ নিয়ে চিন্তা করবেন না। (টেনশন হলে ইস্ত্রি (IRON) করে ফেলুন)। টাকাও ইস্ত্রি করে ফেলুন।টাকায় হাত দিলে অবশ্যই হাত পরিষ্কার করুন।

✅বাইরে থেকে এসে সব কাপড় ধুয়ে গোসল করার চেষ্টা করুন । অবশ্য তাই বলে ঠান্ডা যেন না লাগে লক্ষ্য রাখুন। ঠান্ডা পানি কখনই খাবেন না।

#অফিসের_জন্য:
♦️গনপরিবহন/ কমনগাড়ি পারতপক্ষে পরিহার করুন। হাঁটুন অথবা সাইকেল/নিজের পরিবহন ব্যবহারের চেষ্টা করুন।
♦️গনপরিবহনে/অফিসে ভুলেও মাস্ক খুলবেন না । এখানে বারবার হাত পরিষ্কার করুন। হেক্সিসল বা সাবান পানিতে।
♦️অফিসের একটি শিডিউল করুন। প্রতিদিন প্রত্যেকের উপস্থিতি পরিহার করুন। প্রতিষ্ঠানের মালিক হিসেবে আপনার নিজের বাঁচার স্বার্থে!
♦️আপনার পরিবেশটি যথারীতি পরিষ্কার রাখুন (ব্লিচিং পাউডার ৪ চামচ ১ লিটারে বা লাইজল (LYSOL: ১ ছিপি চার লিটার পানিতে)দিয়ে)। সবসময় লাইজল/ ব্লিচিং- পানি মিশিয়ে প্রস্তুত রাখুন।
♦️মনে রাখবেন আপনার ড্রাইভার বা ক্লিনার সুস্থ নাও থাকতে পারেন। নিজে ড্রাইভ করুন, অফিসে টয়লেট নিজে পরিষ্কার করুন।
♦️ডেস্ক পরিষ্কার করে বসুন। মাস্ক ছাড়া/ হাত ধোয়া ছাড়া অফিসে প্রবেশ নিষিদ্ধ করুন।
♦️প্রতিবার অতিথি বিদায় করে ডেস্ক পরিষ্কার করুন হেক্সিসল বা ব্লিচিং পানি দিয়ে। ব্লিচিং পানিতে ডেস্ক নষ্ট হবে, আপনি বাঁচবেন!
♦️অফিস রুমের দরজা জানালা খোলা রাখুন। অন্ততঃ আধঘন্টার জন্যে কয়েকবার। এসি ওয়ালা বদ্ধ ঘরে ভাইরাস বেশিদিন বাঁচে।
♦️কমনস্পেস বা মিটিংরুম/কমন বাথরুম যথাসম্ভব পরিহার করুন। প্রয়োজনে ব্যবহারের আগে হেক্সিসল/ সাবান দিয়ে কল, দরজার হাতল,লাইজল দিয়ে কমোড/ফ্লোর নিজে পরিষ্কার করে নিন।
♦️মিটিং পরিহার করুন ।
♦️দলবদ্ধ না হয়ে একাকী নিজের ডেস্কে খাবার খান।
♦️অফিসে টিস্যু পেপার রাখুন। মুখে চুলকানী হলে হাত না দিয়ে টিস্যু পেপার ব্যবহার করুন।
♦️প্লেট গ্লাস নিজে সাবান দিয়ে পরিষ্কার করুন। নিজের বাড়িতে তৈরি খাবার অফিসে নেবার চেষ্টা করুন। সম্ভব না হলে অফিসে রান্না করা গরম খাবারের ব্যবস্থা করুন। অফিসে সালাদ/কাঁচা সব্জি/ফল পরিহার করুন।
♦️সভাকক্ষে/অফিসে কার্পেট সরিয়ে ফেলুন। সম্ভব হলে এসি এরিয়ে চলুন।
♦️অফিসে চা/ কফি/নাস্তা পরিহার করুন।
♦️অফিসে কেউ অসুস্থ হলে সহমর্মিতা দেখান। সবাইকে অসুস্থ হবার খবর আগেই জানাতে বলুন। মনে রাখবেন মিথ্যা বললে আপনিই বিপদে পরবেন। সহমর্মিতা না দেখালে কর্মীরা মিথ্যা বলতে পারেন।

🎗পুষ্টিকর খাবার গ্রহণ করুন। তবে অত্যধিক খাবেন না (মনে রাখবেন - উপবাস সুরক্ষা বৃদ্ধি করে)। ফলমূল, ভিটামিন সি, ডি ও জিংক সমৃদ্ধ খাবার খান এবং রাতে ৮ ঘন্টা ঘুমান। এগুলি আপনার সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে যা ভাইরাস থেকে আপনাকে সুরক্ষায় সহায়তা করতে পারে।
🎗COVID-19 বিষয়ে বিভিন্ন ভূঁইফোড় তথ্য নিয়ে চিন্তিত কিংবা ভয় পাবেন না। টিভিতে আপডেট দেখার দরকার নাই।
🎗পরিবারকে সময় দিন, ফেসবুক না। আপনার সন্তানের সাথে খেলুন।
🎗 হাসি আনন্দে থাকুন এবং মজা করুন মাঝে মাঝে (সবসময় নয়)। সামাজিক মাধ্যমে মজা/আনন্দ করুন, বন্ধুদের বা আত্মীয়জনের সাথে।
🎗সহমর্মি হন । করোনাকাল কতদিন থাকবে কেউ জানে না। আপনি যে বিপদে পরবেন না একথা কিন্তু কেউ বলতে পারবে না!

করোনা থেকে মুক্তি বাংলাদেশের স্বপ্ন । এই স্বপ্ন অটুট রাখুন। নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন।💞💞💞...Collected....

24/05/2020

সবাইকে অগ্রিম
ঈদের শুভেচ্ছা
ঈদ
মোবারক 🌙🔭

23/05/2020

সম্প্রতি বহুল ব্যবহৃত ইংরেজী শব্দঃ

01. Corona → পুষ্পমুকুট।
02. Quarantine → সংঙ্গনিরোধ।
03. Home quarantine → বাড়িতে সংগনিরোধ।
04. Isolation → বিচ্ছিন্নকরণ।
05. Hand Sanitiser → হাতকে ক্ষতিকারক ভাইরাস ও ব্যাক্টেরিয়া থেকে মুক্ত রাখার তরল পদার্থ।
06. Mask → মুখোশ।
07. Gloves → মোজা।
08. PPE → Personal protective Equipment (ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী)।
09. Locked Down → অবরুদ্ধ।
10. Ventilator→ শ্বাসযন্ত্র।
11. Social distance → সামাজিক দূরত্ব।.......❤.........

করোনা ভাইরাস কোভিড ১৯ ঝুঁকি পরীক্ষাhttps://livecoronatest.com/
22/05/2020

করোনা ভাইরাস কোভিড ১৯ ঝুঁকি পরীক্ষা

https://livecoronatest.com/

এই টুলটির সাহায্যে আপনি কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত কি’না, তা নিজেই মূল্যায়ন করতে পারবেন। এমনক.....

22/05/2020

বাড়িতে ঈদের জামাআত
শরীয়ত কী বলে?
----------------------------------

ঈদের নামায ঈদগাহে গিয়ে আদায় করা সুন্নাত। বিনা প্রয়োজনে ঈদগাহে না গিয়ে মাসজিদে বা অন্য কোনো জায়গায় ঈদের নামায পড়া সুন্নত পরিপন্থী হওয়ায় অনুচিত। তবে ওযর থাকলে যেকোনো জায়গাতেই ঈদের নামায আদায় করা যায়। বাড়িতে বা অফিসেও আদায় করা যাবে। ঈদের নামাযের শর্তগুলো জুমার নামাযের মতোই। বাড়িতে জুমার নামায আদায় সংক্রান্ত আমার পূর্বের একটি পোস্ট লক্ষ্য করা যেতে পারে।

ফতহুল কদীরে উল্লেখ করা হয়েছে:

السنة ان يخرج الامام الى الجبانة ويستخلف من يصلي بالضعفاء في المصر بناء على ان صلاة العيد في موضعين جائزة بالاتفاق
(ফাতহুল কাদীর ২/৬৯)

ফাতাওয়ায়ে মাহমুদিয়ায় উল্লেখ আছে:

عیدین کیلئے عیدگاہ ہونا ضروری نہیں، جنگل،باغ اور میدان میں جہاں مناسب سمجھیں ادا کرے
(ফতাওয়ায়ে মাহমুদিয়া ১৪/২৩৮)

ঈদের নামাযের জন্য জামাআত শর্ত। তাই ইমাম ব্যতীত কমপক্ষে তিনজন মুসল্লী হলে ঈদের নামায জামাআতে আদায় করা যাবে। ‌১ম রাকাতের পূর্বে ও ২য় রাকাতের পরের অতিরিক্ত তাকবীরগুলো সহ যথা নিয়মে দুই রাকাত ঈদের নামায আদায় করবে। নামাযের পরে খুতবা দিবে‌। ঈদের নামাযের পর খুতবা সুন্নাত। কিন্তু জুমার নামাযের পূর্বের খুতবা ওয়াজিব।

কেহ সরকারি নিষেধাজ্ঞা বা অন্য কোনো কারণে জামাআতের সাথে ঈদের নামায আদায় করতে না পারলে, ঈদের নামাযের কাজা হিসেবে নয় বরং নফল হিসেবে বাড়িতে দুই বা চার রাকআত নামায আদায় করতে পারবে। সেই ক্ষেত্রে অতিরিক্ত তাকবীর বা খুতবা লাগবে না। যেহেতু এটা ঈদের নামায নয়, তার কাজাও নয়। বরং ঈদের নামায ফউত হওয়াতে তার পরিবর্তে, নফল নামায।

ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহীহুল বুখারী ১/১৩৪- এ উল্লেখ করেন,
اذا فاته العيد يصلي ركعتين.

ঈদের নামায না পেলে দুই রাকআত (নফল নামায) পড়বে।

عن الشعبي قال: قال عبد الله بن مسعود: من فاتته العيد فليصل اربعا رواه الطبراني في الكبير ورجاله ثقات

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু তা'আলা আনহু বলেন, যে ঈদের নামায পেল না, সে চার রাকআত নামায (নফল হিসেবে) পড়বে।
(মাজমাউয যাওয়ায়েদ: ১/২২৩)

---------------------Collected----------------------

বি:দ্র: এ বিষয়ে আরো জানতে ইচ্ছা থাকলে অন্য যে কোনো বিজ্ঞ মুফতীর কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন।

20/05/2020

Listening to this lecture will change your life (Invite people to Islam without giving them the Fatwa of Kafir).
Noman Ali Khan - নোমান আলী খান
(ইসলামী বক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা, বাইয়িনাহ ইনস্টিটিউট)

আজ বিকাল ৪ ঘটিকা হতে গাইবান্ধা জেলার সকল মার্কেট বন্ধ থাকবে।নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকান ব্যতীত।
18/05/2020

আজ বিকাল ৪ ঘটিকা হতে গাইবান্ধা জেলার সকল মার্কেট বন্ধ থাকবে।নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধের দোকান ব্যতীত।

17/05/2020

Address


Telephone

+8801902332541

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShahiN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShahiN:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share