INEWS 24

INEWS 24 ইসলামের সকল ঐতিহাসিক ঘটনাবলি এবং ইসলাম সম্পর্কীত গুরুত্বপূর্ণ সকল বিষয়ে জানতে চোখ রাখুন iNews24 পেজএ।

26/09/2023

হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর (রঃ)
সুন্দরী নারী কিংবা হাজার হাজার স্বর্ণমুদ্রা
কোনো কিছুই যার মনকে আকৃষ্ট করতে পারেনি!!

13/09/2023

পৃথিবীর শেষ প্রান্ত কোথায়..? সেখানে কি আছে..?

কখনো কি মনে প্রশ্ন জেগেছে, আমাদের এই পৃথিবীর শেষ কোথায়? বা আসলেই পৃথিবীর কোনো শেষ আছে কিনা?

একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে কতক্ষন সময় লাগতে পারে?

অনেকেই হয়তো ভাবতে পারেন পুরো পৃথিবী পাড়ি দিতে একজন মানুষের সারা জীবন কেটে যাবে।
আসলে ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না।

অদ্ভুত সত্য হচ্ছে পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই।

বরং অসীম এই মহাবিশ্বের প্রতিটি জায়গা দখল করে রাখছে তারকারাজির দল।
এর ব্যাখ্যা দুইভাবে দেওয়া যেতে পারে,

প্রথমত, আমরা মহাবিশ্বের যতটুকু অংশ দেখতে পাই তা সমতল ও অভিন্ন। অভিন্ন মানে হলো নক্ষত্রপুঞ্জ,বা তারকারাজিরা, একই মাত্রায় সংকুচিত বা প্রসারিত হচ্ছে। জ্যামিতিকভাবে এটা বলা যায় যে, এই সমান্তরাল মহাবিশ্ব আসলে বাকানো বা মোড়ানো না। সুতরাং এর এক প্রান্ত আরেক প্রান্তকে যুক্ত করছে, যা আমাদের দৃষ্টিসীমার ভিতরে বা সসীম। এর আরেকটি কারণ হচ্ছে মহাবিশ্ব অনেকগুলো জিনিসের ভরের সমষ্টি। চাঁদ, তারকারাজি,গ্রহপুঞ্জ সবকিছুর সামষ্টিক ভরই হচ্ছে আমাদের মহাবিশ্ব।
সবার ভর যদি কয়েকবার মাপা হয়,
প্রতিবার একই ভর পাওয়া যাবে।

দ্বিতীয়ত, যেহেতু আমরা বলছি পৃথিবী সমতল ও অভিন্ন, কাজেই এর প্রতিটি প্রান্ত একইরকম।

অর্থাৎ প্রতিটি অংশ একই রকম সমতল।
এইভাবে চিন্তা করলে পৃথিবীর আসলে কোনো শেষ প্রান্ত নেই। আমরা যেখানেই যাবো একই জায়গায় আবার ফিরে আসবো। যা আমাদের মেনে নিতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে।
কিন্তু এটাই সত‍্য..!

🔴 কোনো একটা মহাকাশযানে চড়ে যদি মহাবিশ্বের দিকে সোজা যাত্রা কর, তাহলে কোনোদিনও এর শেষ দেয়াল বা বাউন্ডারি খুজে পাওয়া যাবে না।

এখন প্রশ্ন আসতে পারে, যদি এই বিশাল পৃথিবী বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়, তাহলে এর কোনো শেষ প্রান্ত কেন থাকবেনা..?
যদি একটি সসীম বিন্দু অবস্থা থেকে পৃথিবী সৃষ্টি হয়, তাহলে এর শেষটাও তো সসীম হওয়ার কথা ছিল।

আসলে বিষয়টা হচ্ছে, বিগ ব্যাং কিন্তু শুধুমাত্র পৃথিবীর একটি অংশে হয়নি। বরং সব জায়গায় একসাথে ঘটেছে। এবং বিগ ব্যাং এর পর পৃথিবীর সবজায়গায় এর বেতার তরঙ্গের রশ্নি ছড়িয়ে ছিটিয়ে আছে। যেগুলো ক্রমাগত নিজেরাই বিকিরণ করছে। আসলে তারা নিজেরাই প্রসারিত হচ্ছে ক্রমাগত।

আমরা যদি মহাবিশ্বের বাইরে একটি সরলরেখা ধরে ক্রমাগত সোজা হাটতে থাকি তাহলেও কিন্তু আমাদের কখনোই শেষ প্রান্তে পৌঁছানো সম্ভব না।

বরং আমরা যে জায়গা থেকে হাটা শুরু করেছিলাম সে জায়গাতেই আবার ফিরে আসবো।

🔴 একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বুঝতে পারি। ধরা যাক ছোট একটি পিপঁড়াকে একটি ফুটবলের উপর হাটতে দেয়া হলো এবং বলা হলো ফুটবলটির শেষ সীমানা খুজে বের করতে। পিপঁড়াটি কিন্তু কোনোভাবেই ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করতে পারবেনা। কারণ গোলাকার জিনিসের কোনো শেষ সীমানা থাকেনা।

বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও নোবেলবিজয়ী স্টিভেন ওয়েনবার্গের ভাষায়, সৌরজগত বা তারকাগুলো প্রসারিত হচ্ছে না। মহাবিশ্ব নিজেও প্রসারিত হচ্ছে না। বরং তারকাগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। মহাবিশ্ব আসলে একই সাথে সসীম ও অসীম। যা মেনে নেওয়া আমদের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয়।

জীববিজ্ঞানী জেবিএস হাল্ডেন একবার মজা করে বলেছিলেন, মহাবিশ্ব নিয়ে আসলে আমরা যতোটুকু ভাবি, মহাবিশ্ব তার থেকেও বেশি অস্বাভাবিক। আমরা যতোটুকু কল্পনা করি, তার থেকেও অনেক বেশি জটিল।

🔴 মহাবিশ্বের বক্রতা নিয়ে আমরা একটি উদাহরণ দেখতে পারি। ধরা যাক একটি লোক সমতল কোনো জায়গায় বাস করে। এখন আমরা যদি তাকে আমাদের পৃথিবীর উপর নিয়ে এসে তাকে সোজা হেটে শেষ প্রান্তে যেতে বলি তাহলে কিন্তু সে কোনোদিনও শেষ প্রান্তে পৌছাতে পারবে না। বরং হেটে আবার আগের জায়গাতেই ফেরত আসবে। লোকটা এক্ষেত্রে দ্বিধাগ্রস্ত থাকবে।

আমরা হচ্ছি আরও উঁচুমাত্রার মহাবিশ্বের সেই সমতল ভূমির দ্বিধাগ্রস্ত লোকটির মতো। আমাদের জন্য পৃথিবীর কোনো শেষ প্রান্ত নেই। অর্থাৎ আমরা কখনোই বলতে পারবো না পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে। ঠিক একই ভাবে এটাও বলতে পারবো না যে পৃথিবীর শুরু বা কেন্দ্র কোথায়। আমাদের জন্য মহাবিশ্ব ততোদূর লম্বা যতোদূর পর্যন্ত আলো এই মহাবিশ্বকে দৃশ্যমান করে রেখেছে। আলো তার সর্বোচ্চ গতি দিয়ে যতোটুটু পৌঁছাতে পারছে আমরা শুধু ততোটুকুই দেখতে পাচ্ছি। সেই হিসেবে আমাদের দৃষ্টিসীমার মধ্যে এই পৃথিবীর শেষ সীমা আছে। কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে যা আমরা দেখতে পাই না, অর্থাৎ পুরো বিশ্বের কোনো শেষ প্রান্ত নেই। এই বিশ্ব লক্ষ লক্ষ মাইল পর্যন্ত বিস্তৃত যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু তারপরের অংশে কি আছে তা হয়তো আমাদের অজানাই থেকে যাবে।

31/08/2023

প্রকৃতির মায়ায় একবার যে পড়ে
সে'ই জানে এ মায়া কত কঠিন!
না ঘরে মন থাকে, না কাজে মন লাগে!! মন শুধু ঘুরিঘুরি করে... 🥰🥰

29/08/2023

গুলিয়াখালি সমুদ্র তীরে চমৎকার একটা দিন। গান আড্ডা আর নৌকা ভ্রমন। সব মিলিয়ে অসাধারণ একটা সময়।

24/08/2023

মক্কা ও জেদ্দায় প্রবল ঝড় এবং বজ্রপাত। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা।

20/08/2023

সরকার'কে কড়া হুশিয়ারী দিলেন ইসলামী আন্দোলনের নেতা।

19/08/2023

চলমান পরিস্থিতি নিয়ে বোমা ফাটালেন "ববি হাজ্জাজ"
ফেস দ্যা পিপলের লাইভে যা বললেন ববি হাজ্জাজ।

18/08/2023

ভিখারিদের কোলে থাকা বাচ্চারা কেনো সবসময় ঘুমিয়ে থাকে! এর পেছনে রয়েছে গা শিউরে উঠা ভয়ানক রহস্য! জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও।

17/08/2023

ভিখারিদের কোলে থাকা বাচ্চারা কেনো সবসময় ঘুমিয়ে থাকে!

17/08/2023

হার্ড লাইনে জামাত-শিবির। রাতেই বিক্ষোভ মিছিল শুরু ঢাকার রাজপথে।

16/08/2023
16/08/2023

সাঈদী সাহেবের লাশের গাড়িকে লক্ষ করে জুতা ছুঁড়েছিল এই বর্বর। ফলে ক্ষুব্ধ জনতা একটু হালকার-উপর ঝাপসা দিয়া দিছে।

16/08/2023

পিরোজপুরবাসীর আতিথেয়তায় মুগ্ধ সাঈদী সাহেবের জানাজায় আগত মুসল্লিরা।

15/08/2023

সাঈদী সাহেবের জানাজায় অংশগ্রহণ করতে ঢাকায় সাধারণ জনতার ঢল।
আর অনেকের জানাজায় লোক'ই খুঁজে পাওয়া যায়না।

15/08/2023

সাঈদী সাহেবের সাথে একি জেলে থাকা এই যুবক যে চাঞ্চল্যকর তথ্য দিলেন।

09/08/2023

রাসূল সঃ যেভাবে জ্বীন জাতিদের ইসলামের দাওয়াত দিয়েছিলেন।

31/07/2023

হযরত লোকমান হাকিম এর নিজ ছেলেকে দেয়া ১০টি চমৎকার উপদেশ। যা আপনার জীবন বদলে দিবে।

28/07/2023

জান্নাতীরা কতদিন জান্নাতে থাকতে পারবে!! এবং কার জান্নাত কেমন হবে, জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন!

21/07/2023

হত্যাকারী এক মুসলিম যুবক ও সাহাবী আবু জর গিফারীর জানিমদারীর ঈমান জাগানিয়া ঘটনা।

20/07/2023

ইয়াজুজ মা'জুজ কারা? কোথায় তাদের বসবাস?? কখন তারা আবার পৃথিবীতে আসবে!!?

19/07/2023

হযরত ওমর রাঃ ও একজন ন্যায়পরায়ণ বিচারকের চমৎকার কাহিনী।

16/07/2023

ইহুদীরা যেভাবে রাসূল সঃ এর লাশ চুরির ষড়যন্ত্র করেছিল।

09/07/2023

ইমাম আহমাদ ইবনে হাম্বল ও একজন নেককার রুটিওয়ালার চমৎকার একটি ঘটনা।

07/07/2023

সোলাইমান আঃ ও পিপিলীকার বিস্ময়কর ঘটনা। কিভাবে সোলাইমান আঃ পিপিলীকার সাথে কথা বলতেন!

04/07/2023

কুর'আনে বর্ণিত রানী বিলকিস ও সোলাইমান আঃ এর ঐতিহাসিক ঘটনা।

01/07/2023

বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যার কথা মাছে'রাও শুনতো।

30/06/2023

কৃপন কারুন যেভাবে তার বিশাল ধনভাণ্ডার'সহ মাটির সাথে মিশে গেলো।

28/06/2023

স্বপ্নে আদেশ পেয়ে, ১৫ বছর প্রধান পাদ্রীর দায়িত্বে থাকা ব্যাক্তিটি তার লক্ষাধিক ভক্তসহ হয়ে গেলেন মুসলিম।

25/06/2023

বাদশাহ হারুনুর রশিদ ও বাহলুল পাগলের চমৎকার শিক্ষনীয় একটি ঘটনা।

23/06/2023

কোরবানির গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন-উত্তর। যা জানা সকল কোরবানি-দাতার জন্য জরুরী।

আসলেই তাই...
19/06/2023

আসলেই তাই...

17/06/2023

মৃত্যুর ১০০ বছর পর পুনরায় জীবিত হলেন আল্লাহ তা'আলার একজন নবী। যিনি ছিলেন বনী ইসরাঈল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

14/06/2023

হযরত মূসা আঃ এর সাথে খিযির আঃ এর অলৌকিক সাক্ষাৎ ! কে বেশি জ্ঞানী ছিলো!! দেখুন ভিডিওতে।

14/06/2023

কোথা থেকে দেখেন আমার ভিডিওগুলো ?
🙂

10/06/2023

আল্লাহ তা'আলার বিস্ময়কর এক সৃষ্টি ঊট। যে সকল বৈশিষ্টের কারনে অন্যসব প্রাণীর চেয়ে আলাদা ঊট।

09/06/2023

বিশ্বের সবচেয়ে রহস্যময় ও গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জ।

05/06/2023

মূসা আঃ এর অলৌকিক ও রহস্যময় সেই সিন্ধুক। এখন কোথায় আছে! জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

ইনশাআল্লাহ
04/06/2023

ইনশাআল্লাহ

04/06/2023

পিতা ইব্রাহীম আঃ এর হাতে পুত্র ইসমাঈলের কুরবানির করুন ইতিহাস ||

03/06/2023

রুটি আর সরকার দুই'টাই মাঝেমাঝে উল্টানো দরকার!
রুটি না উল্টালে পুড়ে যায়
আর সরকার না পাল্টালে জনগণ পুড়ে যায়।

Address


Telephone

+8801836088691

Website

Alerts

Be the first to know and let us send you an email when INEWS 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to INEWS 24:

Share

Nearby media companies