HEY ADIT

HEY ADIT Entertainment and emotion both

12/01/2025

বিভিন্ন খাবারের সাথে সালাদ গুলো একটু দেখে খাওয়ার অনুরোধ রইলো 🙏🙏 এ পরিস্থিতিতে পড়ার পর ২ দিন অসুস্থ ছিলাম 💔 উত্তরা জমজম টাওয়ারের সাথে মুসলিম রেস্টুরেন্টের এই অবস্থা🖕🖕 যদিও উনাদের খাবারের টেস্ট ভালো আগে কখনো এমন হয় নাই তবে এই ব্যাপারগুলো খেয়াল রাখা উচিৎ ✅

01/12/2024

চারপাশে প্রচণ্ডরকম ঘৃণার ছড়াছড়ি। ব্যক্তি, জাতি, দেশ কিছুই বাদ যাচ্ছে না। চারদিকে কেবলই ঘৃণার চর্চা। ভালোবাসার এত আকাল কেন!

01/12/2024

ডিসেম্বর এসেছে কিন্তু আমাদের জীবন থেকে যে ডিসেম্বর হারিয়েছি সে ডিসেম্বর আর আসেনি!🖤🌸

I'm Fine
01/12/2024

I'm Fine

29/11/2024

আমি কারো আক্ষেপও না।
আমি কারো অপেক্ষাও না।

29/11/2024

এক্সাম শেষে একটু প্রোগ্রামে গেছিলাম এখন আমি নিজেই কনফিউজ কার ডান্স দেখবো 😅

27/11/2024

- মানুষকে মানুষ অসুন্দর বানায়,
- সৃষ্টিকর্তা নয় 😊

এই রান্নাটা মায়ের হাতের শেষ রান্না।মা স্টোক করার একটু আগে মাছ ভোনা করেছিলেন আমার জন্য। বড় চাচিকে বলছিলেন আমার ছেলে এসে ভ...
27/11/2024

এই রান্নাটা মায়ের হাতের শেষ রান্না।
মা স্টোক করার একটু আগে মাছ ভোনা করেছিলেন আমার জন্য। বড় চাচিকে বলছিলেন আমার ছেলে এসে ভাত খাবে। তাঁর জন্য মাছ ভোনা করি। বড় চাচি রান্নায় সহযোগিতা করেছেন। রান্না শেষে মা অপেক্ষা করছেন আমি আসার পর একসাথে ভাত খাবেন। খাটের উপর শুয়েছিলেন। হঠাৎ মাথায় প্রেসার বাড়ছে৷ উঠে বসা ছিলেন। এমন সময় বসা থেকে মাটিতে লুটিয়ে পড়েন। ছোট্ট ৬ বছরের ভাগনি একটা ঘরে ছিলো। ছোট্ট বোন আমার দ্বিতীয় বোনের বাড়ি ছিলো। ভাগনি দরজা খোলে চিৎকার করলো। বাড়ির সবাই এসে মাটি থেকে তুললো। তখন মা বলছেন আমার ছেলে কই? তাড়াতাড়ি খবর দেও। আমার কাছে সংবাদ গেলো। তাড়াতাড়ি চলে আসলাম।

এসে মায়ের পরিস্থিতি দেখে ডাক্তারে নিতে প্রস্তুত হলাম। তখন মা একটু একটু ইশারায় বড় চাচিকে বললেন আমার ছেলেকে আগে ভাত দাও। এই শেষ কথা। আমি না খেয়ে মাকে নিয়ে রওয়ানা হলাম মেডিক্যাল। রাস্তায় ইশারায় কথা হলো। মেডিক্যাল নিয়ে যাওয়ার পর মা চিরতরে চলে গেলেন😭 এইমাত্র মায়ের মৃত্যুর ইতিহাস 😭😭

মায়ের হাতের এই রান্নাটা ফ্রিজে ছিলো। একটু আগে বড় চাচি বের করে দিলেন🥹 মায়ের কলিজা ছিড়া ছেলে ছিলাম আমি 😭

আমার মায়ের জন্য একটু দোয়া করুন৷ প্লিজ ভিক্ষা চাই🤲

কোনো এক অভাগা ভাইয়ের লেখা😓

27/11/2024

বন্ধুকে আনতে এয়ারপোর্টে যাওয়ার সময় বাসে একটা ছেলে আমার পাশে বসলো। খেয়াল করে দেখলাম ছেলেটা বাহিরের দিকে তাকিয়ে ছিলো। একটু খেয়াল করে দেখি ছেলেটি কান্না করছে। নিজেকে কন্ট্রোল না করতে পেরে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই আপনার।

উনি বলতে চাচ্ছিলো নাহ, অনেক জোর করলাম উনি বললো,, আজকে আমি বিদেশে চলে যাচ্ছি একটু পর আমার ফ্লাইট,, তারপর আমি বললাম ছেলেদের বিদেশ তো স্বাভাবিক এতে কান্না করার কি আছে তারপর ছেলেটা বললো
আমি আমার মরা মা কে বাড়িতে রেখে এসেছি!

আমার বের হওয়া ৪০ মিনিট আগে আমার মা মা&রা গেছে স্টোক করে। আর আমার বাবার এতো আহামরি টাকা নেই যে আজকের টিকিট টা কেনসেল করে দিয়ে আরেক দিন যাবো! তারপর আমি আসতে চায়নি আমাকে জোড় করে পাঠিয়ে দিয়েছে সবাই।

23/01/2024

Gopal Bhar of Bangladesh😂

2 ঘণ্টায় কিভাবে 6 ঘণ্টা ঘুমাবো?
27/12/2023

2 ঘণ্টায় কিভাবে 6 ঘণ্টা ঘুমাবো?

05/08/2022
05/08/2022

প্রিয়জনের শূন্য'তার চেয়েও
কারেন্টের শূন্যতা বেশি প‍্যা'রা দিচ্ছে!🙂

05/08/2022

'ফ্রেন্ড সার্কেলে' এমন একটা ফ্রেন্ড থাকে, যে খুউউউউব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারে!' কারো মন খা'রা'প থাকলে স'হ‍্য করতে পারেনা, যত প্রকার আজাইরা কথা আছে সেগুলো বলে সবার ম'ন ভালো করে দেয়!' 🙂

কিন্তু জানেন কিহ! সেইইইই মানুষ টার ওও ম'ন খা'রা'প হয়, ভীষণ একা লাগে!' আফসোস সেইই বেচারা কাউকে পাশে পায় না!'🙂💔

05/08/2022

~~~পুরুষ মাত্রই প্রতিষ্ঠিত হতে হবে!

রিক্ত-শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না,কিন্তু ভেঙে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও থাকায় না!!ii😒

05/08/2022

ভালোবাসার জন্য অনেক টাকার দরকার!! 🥺🖤

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when HEY ADIT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HEY ADIT:

Videos

Share