Department fo Botany CCR & Job Preparation

  • Home
  • Department fo Botany CCR & Job Preparation

Department fo Botany CCR & Job Preparation Love is Power
you always love you father,mother and your family.

প্রাইমারির এডমিট কার্ড ডাউনলোড
02/12/2023

প্রাইমারির এডমিট কার্ড ডাউনলোড

18/11/2023
অনার্স প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্ট এর  রুটিন একসাথে।
22/09/2023

অনার্স প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্ট এর রুটিন একসাথে।

 #কোন সারের কি কাজ:আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে ...
27/07/2023

#কোন সারের কি কাজ:
আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে জানি আবার জানি না, এমনকি জানার চেষ্টাও করিনা। কিন্তু ভাল ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরী। নিচে কোন প্রকার রাসায়নিক সারের কি কাজ তা সংক্ষেপে তুলে ধরলাম।

#ইউরিয়াঃ
ইউরিয়া সার গাছের ডালপালা, কান্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে। এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে।

#টিএসপিঃ
টিএসপি, ডিএপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে।

#পটাশঃ
এমপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ যা শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে। এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। এই সার গাছের খরা সহিঞ্চুতা বাড়ায়, গাছকে মজবুত করে।

#জিপসামঃ
জিপসাম সারের মধ্যে থাকা সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে। এই সার প্রোটিন প্রস্তুতিতে অংশ গ্রহণ করে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন ও কো-এনজাইমের উপাদান তৈরিতে ব্যবহৃত হয়।

#জিংক_সালফেটঃ
জিংক সালফেটের জিংক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে।

#বোরাক্সঃ
বোরাক্সের বোরন ফলের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে।

26/07/2023

For M2:
অনিবার্য কারণবশত: মলিকুলার জেনেটিক্স (৩১৩০০৭) কোর্সের পরীক্ষাটি আগামী ০১/০৮/২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হবে।

17/07/2023

হারবাল খা বেডা🤣

সর্পগন্ধাRauvolfia serpentinaFamily. Apocynaceae এর মূল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়
22/06/2023

সর্পগন্ধা
Rauvolfia serpentina
Family. Apocynaceae
এর মূল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়

19/06/2023

বট,
পাকুড়,
অশ্বত্থ কি একই গাছ? বিস্তারিত কমেন্টে দেয়া হলো

18/06/2023

অ্যামিবা তে কোন ধরণের কোষ বিভাজন দেখা যায়?

16/06/2023

৭ জন লোক ৭ দিনে ৭ বিঘা জমির ধান কাটতে পারে।
তাহলে ১ জন লোক কত দিনে ১ বিঘা জমি কাটবে?

নাম? বৈজ্ঞানিক নাম বলুন? না পারলে আগামীকাল কমেন্টে দেয়া হবে
04/06/2023

নাম?
বৈজ্ঞানিক নাম বলুন? না পারলে আগামীকাল কমেন্টে দেয়া হবে

গাছের নাম হাতিশুঁড় ঔষধি গুণে ভরপুর : নামটা শুনে অন্যরকম মনে হয়- গাছের নাম হাতিশুঁড়। পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে...
30/05/2023

গাছের নাম হাতিশুঁড় ঔষধি গুণে ভরপুর :

নামটা শুনে অন্যরকম মনে হয়- গাছের নাম হাতিশুঁড়। পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।

বৈজ্ঞানিক নাম Heliotropium indicum এবং ইংরেজিতে ‘Indian heliotrope’ বলে। হাতিশুঁড়ি, হাতিশুণ্ডি, হস্তীশুণ্ডী, শ্রীহস্তিনী, মহাশুণ্ডী ইত্যাদি স্থানীয় নামেও পরিচিত। হাতিশুঁড় Boraginaceae পরিবারের অর্ন্তভুক্ত। সারা বছরই ফুল ফোটে তবে বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায়। গর্ভাশয় চারখন্ডিত। ফল ও বীজ ছোট। এই উদ্ভিদে ইনডিসিন, পাইরোলিজিডিন এলকালয়েড্স ও হেলিওট্রিন নামক নানারকম জৈব উপদান পাওয়া যায়। পাতা খসখসে, একের বিপরীত অন্য পাতাটির অবস্থান। ডালের নিচের দিকের পাতা বড়, পত্রবৃন্ত লম্বা। বড় পাতাগুলো দেখতে বর্শার ফলার মতো। পাতাগুলো আঙুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায়।

যেসব কাজে লাগে হাতিশুর গাছ
✓ বিষাক্ত কোনো পোকার কামড়ে শরীরের কোনো স্থান ফুলে গেলে এবং সে স্থানে জ্বালাপোড়া হলে এ উদ্ভিদের পাতা বেটে এর রস লাগালে উপকার পাওয়া যায়।

✓ আঘাতজনিত ফোলায়- পাতা বেটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যথা কমে যায়।

✓ ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে বা বাগী ফোলা অর্থাৎ উরু ও তলপেটের মাঝখানে, কুচকির ডান ও বাম দিকে যেকোনো দিক ফুলে গেলে এ গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা ও ব্যথা কমে যায়।

✓ দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

✓ কোন কারনে চোখ টকটকে লাল হলে, কড় কড় করছে- মনে হচ্ছে বালি পড়েছে। এমনটা হলে হাতিশুঁড় গাছের পাতার রস অব্যর্থ ওষুধ।

✓ সর্দি লাগলে এই হাতিশুড়ের পাতা ছেচে দুই চামচ পরিমাণ রস খেলে সর্দি ভাল হবে।

✓ একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

✓ টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

✓ দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

✓ দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

✓ ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

😥
28/05/2023

😥

20/05/2023

এসো নবীন দলে দলে,,, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছায়াতলে,,, অনার্সে ভয় নাই,, বোটানি বিভাগে প্যারা নাই,, ☺️
লিপিষ্টিক সাবজেক্ট
লেডিস সাবজেক্ট

20/05/2023

নবীন বোটানিদের কারমাইকেলে শুভেচ্ছা ও স্বাগতম।

17/03/2023

উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা অনার্স বা মাস্টার্স করেছেন তারা উত্তর দিয়ে যাবেন - এগুলো প্রায় ভাইভাতে আসে। দেখি কতজন উত্তর দিতে পারেন
১. ব্যাকটেরিয়ার ৫ টি উদাহরন & এর দ্বারা সৃষ্ট উদ্ভিদের ৫ টি রোগের নাম লিখুন।
২. ছত্রাক এর ৫ টি উদাহরণ & এর দ্বারা সৃষ্ট কয়েকটি উদ্ভিদের রোগের নাম লিখুন।
৩.শৈবালের ৫ টি উদাহরণ দিন & এর দ্বারা সৃষ্ট কয়েকটি উদ্ভিদের রোগের নাম লিখুন।
৪.শৈবাল এবং ছত্রাক পার্থক্য।

শৈবালের বৈশিষ্ট্য :১. শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ।২. এরা সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী। শৈবালে কখনও ...
16/03/2023

শৈবালের বৈশিষ্ট্য :

১. শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ।

২. এরা সুকেন্দ্রিক, এককোষী বা বহুকোষী। শৈবালে কখনও সত্যিকার মূল, কাণ্ড ও পাতা সৃষ্টি হয়না। এরা সমাঙ্গদেহী বা থ্যালয়েড।

৩. এদের দেহে ভাস্কুলার টিস্যু নেই I এদের জননাঙ্গ এককোষী, বহুকোষী হলে তা কোনো বন্ধ্যা কোষাবরণ দিয়ে বেষ্টিত নয়।

৪. এদের স্পোরান্জিয়া (রেণুথলি) সর্বদাই এককোষী।

৫. এদের জাইগোট স্ত্রীজননাঙ্গে থাকা অবস্থায় কখনও বহুকোষী ভ্রূণে পরিণত হয় না।

৬. শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত

Example : volvox. Chara.Nostoc.Spirogyra. Green Algae

ফার্ন হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হলো ফার্ন। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূ...
15/03/2023

ফার্ন হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ হলো ফার্ন। এদের দেহ সপুষ্পক উদ্ভিদের মতো মূল,কান্ড ও পাতায় বিভক্ত। এদের ফুল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে।ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে আরেকটি কার্যকরী গাছ হচ্ছে ফার্ন। এই গাছটি অন্যান্য কেমিক্যালের চেয়ে ফরমালডিহাইড দূর করতে বেশি শক্তিশালী। বিশেষ করে কাঠের আসবাবপত্রে থাকা ফরমালডিহাইড দূর করতে এই গাছ খুবই কার্যকরী। এছাড়াও ক্ষতিকর কেমিকেল জাইলিন ও টলুইন দূর করতেও ফার্ন বিশেষ ভূমিকা রাখে।
ভিন্ন ভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মাটিতে থাকা নানা রকম বিষাক্ত পদার্থ যেমন মার্কারি কিংবা আর্সেনিক দূর করতেও এই গাছ বেশ উপকারী। এই গাছ বড় হয় খুব তাড়াতাড়ি। অপুষ্পক এই উদ্ভিদ ঘরের দেয়ালে ঝুলিয়ে কিংবা বারান্দায় রাখা যায়। একটু ভাল আলো বাতাস পেলে ফার্ন গাছ খুবই দ্রুত শাখা প্রশাখা বিস্তার করে তোলে।

08/03/2023

আল্লাহু আকবার🥰

07/03/2023

আবু দাউদ, কিতাবুস সুন্নাহ, তিরমিযী, কিতাবুল ঈমান, ইবন মাজাহ, কিতাবুল ফিতান।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহীহ হাদীসের[1] মাধ্যমে সংবাদ দিয়েছেন যে, ইয়াহূদীরা ৭১ দলে বিভক্ত হয়েছে, নাসারারা বিভক্ত হয়েছে ৭২ দলে, আর এ উম্মাতে মুহাম্মাদী বিভক্ত হবে ৭৩ দলে। একটি দল ব্যতীত সমস্ত দলই জাহান্নামে প্রবেশ করবে। এটি হলো সেই দল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীগণের সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত থাকবে।

৪০০পদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশপদের নামঃ কার্যসহকারী- ৪০০ জন,
07/03/2023

৪০০পদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ
পদের নামঃ কার্যসহকারী- ৪০০ জন,

26/02/2023

হালায় কামটা করলো কি 😁

24/02/2023

💪💪💪

23/02/2023

😢

20/02/2023

👎👎🤐

20/02/2023

এরকম ক্রিটিভিটি শেয়ার না করে পারলাম না 🥰💪

19/02/2023

🥰

19/02/2023

sabbas sabbas

Address


Telephone

+8801761911432

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department fo Botany CCR & Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Department fo Botany CCR & Job Preparation:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share