Padma24.com

Padma24.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Padma24.com, News & Media Website, RAJBARI-7700, .

গাজার স্কুলে ইসরাইলি হামলা, নিহত ২৭গাজায় জাতিসঙ্ঘের একটি স্কুলে বৃহস্পতিবার ইসরাইল বিমান হামলা করেছে, যাতে শত শত বাস্তুচ...
06/06/2024

গাজার স্কুলে ইসরাইলি হামলা, নিহত ২৭
গাজায় জাতিসঙ্ঘের একটি স্কুলে বৃহস্পতিবার ইসরাইল বিমান হামলা করেছে, যাতে শত শত বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়ে ছিল। স্থানীয় কর্মকর্তারা বলছেন, মধ্য গাজার দিকে অবস্থিত এই স্কুলে হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা জাতিসঙ্ঘের যে স্কুলে হামলা করেছে সেটি ‘হামাসের কম্পাউন্ড’ হিসেবে গড়ে উঠেছিল।
স্থানীয় সাংবাদিকরা বলেন, একটা ইসরাইলি যুদ্ধবিমান থেকে নুসেইরাত শরণার্থী শিবিরে স্কুলটির ওপরের তলার শ্রেণিকক্ষে দু’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
হামাসের মিডিয়া অফিস ইসরাইলের এ হামলাকে ‘বেপরোয়া হত্যাকাণ্ড’ বলে অভিযুক্ত করছে। অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত ও আহতদের সরিয়ে পাশের হাসপাতালে নেয়ার চেষ্টা করে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত ক্লাসরুম ও মর্গের সামনে পড়ে থাকা লাশের সারি দেখা গেছে।
অপর একটি ভিডিওতে হামলায় আহত এক নারী চিৎকার করে বলেন, ‘অনেক যুদ্ধ হয়েছে, আমরা অসংখ্যবার উচ্ছেদ হয়েছি। আমার সন্তানেরা যখন ঘুমাচ্ছিল তখন তারা তাদের হত্যা করেছে।’
ইসরাইল যে দাবি করেছে, ওই স্কুলে হামাসের অবস্থান ছিল, সেটিকে নাকচ করে দিয়েছেন হামাস মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল-আল-থাওয়াবটা।
তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘দখলদাররা এসব মিথ্যাও বানানো গল্প ব্যবহার করে, তারা অসংখ্য উচ্ছেদ হওয়া লোকের সাথে যে নিষ্ঠুর অপরাধ করেছে সেটিকে সঠিক প্রমাণ করতে চায়।’
ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান একটি ‘সুনির্দিষ্ট হামলা চালিয়েছে নুসেইরাত এলাকায় জাতিসঙ্ঘের একটি স্কুলের আড়ালে থাকা হামাস কম্পাউন্ডের ওপর।’
বিবৃতিতে বলা হয় যে তারা ওই সব হামাস ও ইসলামিক জিহাদের ‘সন্ত্রাসীদের’ মেরেছে যারা দক্ষিণ ইসরাইলে গত ৭ অক্টোবর হামলায় অংশ নিয়ে ১২০০ লোককে হত্যা করে ও ২৫০ জনকে বন্দী করে নিয়ে যায়।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এরপর থেকে ইসরাইলের হামলায় গাজায় কমপক্ষে ৩৬ হাজার ৫৮০ জন মারা গিয়েছে।
আইডিএফ জানায় যে তারা বিমান হামলার আগে যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল।
তারা বলেছে, ‘যাতে নিরীহ বেসামরিক লোকদের ক্ষতি না হয়।’
এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল এবং গাজার কেন্দ্রস্থলে দেইর আল-বালাহ শহরের ওপরে ‘অপারেশনাল নিয়ন্ত্রণ’ নিয়েছে এবং সেখানে অসংখ্য ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া যায়।
সেখানকার অধিবাসীরা তীব্র বোমাবর্ষণের কথা জানিয়েছে এবং দাতব্য সংস্থা মেদেসিন্স সান্স ফ্রন্তিয়েরেস (এমএসএফ) বলেছে, মঙ্গলবার থেকে কমপক্ষে ৭০টি লাশ-যাদের বেশিভাগই নারী ও শিশু-একটি স্থানীয় হাসপাতালে আনা হয়েছে।
এমএসএফ বলেছে, তাদের চিকিৎসা দল গাজার কেন্দ্রস্থলে টিকে থাকা একমাত্র কার্যকরী স্বাস্থ্যসেবা সুবিধা সম্বলিত দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালের পরিস্থিতি ‘কল্পনাতীত’ হিসেবে বর্ণনা করেছে।
সূত্র : বিবিসি

01/06/2024

রাম রাজত্ব কী? রাম রাজত্ব হলো ভারতীয় পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীতে প্রতিষ্ঠিত একটি প্রাচীন রাজত্বের বিষয়। এটি ভা...

বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব
01/06/2024

বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে তিন পর্যায়ের যে প্রস্তাব দিয়েছেন সেটাকে ফিলিস্তিনি ...

দুই সপ্তাহে গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুত ৯ লাখ ফিলিস্তিনিগাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইলি...
21/05/2024

দুই সপ্তাহে গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুত ৯ লাখ ফিলিস্তিনি

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এ কারণে প্রাণে বাঁচতে ওই অঞ্চলসহ অন্য এলাকা থেকে ৯ লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘের মানবিক কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৬ মে থেকে রাফাহ শহরের পূর্বাঞ্চল ও গাজার উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে প্রায় ৯ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসঙ্ঘ আরো জানিয়েছে, ইসরাইলের সামরিক অভিযানের মধ্যে গত দুই সপ্তাহে গাজার জনসংখ্যার ৪০ শতাংশ বা ৯ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, ‘বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতিই আমাদের একমাত্র আশা।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইল গাজায় গণহত্যা শুরু করে, যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৫৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও ৭৯ হাজার ৬৫২ ফিলিস্তিনি।
সূত্র : আল-জাজিরা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। দ...
20/05/2024

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ছবি: এপি, ৫ জানুয়ারি, ২০২৪

রাজবাড়ী সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে ৩ কর্মচারী ভরসা রাজবাড়ী জেলার একমাত্র সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। খা...
18/05/2024

রাজবাড়ী সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে ৩ কর্মচারী ভরসা

রাজবাড়ী জেলার একমাত্র সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। খামারটিতে মুরগির পালন ও প্রজননের সেড, প্রশাসনিক ও আবাসিক ভবন রয়েছে। বেশির ভাগই জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। খামারটির আধুনিকায়ন প্রকল্প গ্রহণের জন্য আশার আলো দেখলেও তা বন্ধ রয়েছে। বর্তমানে খামারটিতে ১৪জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৪জন থাকলেও একজন রয়েছেন পেষণে। ফলে ৩জন দিয়েই চলছে কোন রকম।

জানা যায়, ১৯৮২ সালে রাজবাড়ী জেলা শহরের প্রাণ কেন্দ্র মহাসড়কের পাশে ভবানীপুর মৌজায় ৯বিঘা জমির উপর ৪টি শেড দিয়ে প্রতিষ্ঠিত হয়। সরকারি এ খামারে প্রশাসনিক ভবন, ব্যবস্থাপকের বাসভবন, অতিথি কক্ষ, বিক্রয় কেন্দ্রসহ রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের একাধিক আবাসিক ভবন। সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের নামে এ বাসষ্ট্যান্ডের নাম হয়েছে ‘মুরগি ফার্ম’।

একাধিক ক্ষুদ্র খামারী বলেন, রাজবাড়ীতে একটি সরকারি হাঁস-মুরগির খামার রয়েছে। এ খামারের এলাকাবাসী ও খামারিদের আগে অনেক উপকারে আসে। কিন্তু দীর্ঘদিন মেরামত না হওয়ায় মাঝে মাঝেই উৎপাদন বন্ধ হয়ে যায়। এ কারণে খামারটি উন্নয়ন করে আধুনিকায়ন করা প্রয়োজন। তাহলে জেলার ডিম ও মাংসের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

রাজবাড়ী সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার কার্যালয় সূত্রে জানা গেছে, এ খামারটিতে ১৪টি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে পোল্টি টেকনিশিয়ান একজন, গার্ড ১জন, ইলেক্ট্রিশিয়ান ১জন কর্মরত আছেন। তবে পোল্টি এ্যাটেনডেন্ট ১জন পদায়ন থাকলেও তিনি পেষণে পিরোজপুরের কাউখালীতে কর্মরত রয়েছে। শুন্য রয়েছে খামার ব্যবস্থাপক, পোল্টি টেকনিশিয়ান একজন, এফএ (ফডার) একজন, অফিস সহকারী একজন, পোল্টি এ্যাটেনডেন্ট একজন, নৈশ প্রহরী একজন, এমএলএসএস একজন, সুইপার একজন।
ভারপ্রাপ্ত খামার ব্যবস্থাপক ও রাজবাড়ী কৃত্রিম প্রজননের উপ-পরিচালক ডা. কামাল বাসার বলেন, ১৯৮২ সালে জেলায় এ হাঁস-মুরগির খামারটি স্থাপন করা হয়। তবে পুরাতন মডেল সেডগুলো বিকল হয়ে গেছে। সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারটি আধুনিকায়ন করার জন্য ২৭ কোটি টাকার একটি চাহিদা পাঠানো হয়েছে। আধুনিকায়ন কাজ হলে এখানে হ্যাচারীও করা হবে। তখন জেলার ডিম ও মাংসের চাহিদা পূরন করা সম্ভব হবে। আশা করছি দ্রুতই এ কাজ হবে।

তিনি আরও বলেন, ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বর্তমান ৩জন কর্মচারী দিয়ে খামারটি পরিচালনা করা হচ্ছে। শুন্য পদ পুরণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি প্রেরণ করেছি। আশা করছি দ্রুতই জনবল সংকট নিরসন হবে। এরপরও আমাদের উৎপাদন অব্যাহত রয়েছে।

রাজবাড়ী জেলায় ভান্ডারিয়া মাদরাসা দাখিল পরীক্ষায় এবারও শীর্ষেরাজবাড়ী জেলার ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা এবারও দাখি...
13/05/2024

রাজবাড়ী জেলায় ভান্ডারিয়া মাদরাসা দাখিল পরীক্ষায় এবারও শীর্ষে

রাজবাড়ী জেলার ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা এবারও দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে। এ মাদরাসা থেকে ৬৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬ জন
জিপিএ-৫, ৩৫ জন জিপিএ-৪, ৪ জন জিপিএ-৩.৫০, ৮ জন জিপিএ-৩, ১ জন
জিপিএ-২ সহ ৬৪জন পাস করেছে। রাজবাড়ী কেন্দ্রে ২৯ জন জিপিএ-৫ পেয়েছে।

এ প্রতিষ্ঠান দাখিল পরীক্ষায় ২০১৪ সালে ঢাকা বিভাগের মধ্যে ১৬তম, ২০১৩ সালে সারাদেশে ১৩তম, ২০১২ সালে ঢাকা বিভাগে ৯ম ও সারাদেশে ২৬ তম, ২০১১ সালে জেডিসি পরীক্ষায় ঢাকা বিভাগে ১৩ তম ও সারাদেশে ২৭ তম স্থান অর্জন করেছিল।

ভান্ডারিয়া দরবার শরীফের পীর ও ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির বলেন, মহান আল্লাহর
বিশেষ রহমত, ছাত্রদের কঠোর সাধনা, শিক্ষকবৃন্দের নিষ্ঠার সাথে পাঠদান এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় এ সাফল্যের মূল কারণ। তিনি সকলকে
মোবারকবাদ জানিয়ে দোয়া কামনা করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনশিক্ষা ও সম্পদে এগিয়ে আজাদ, আয় বাড়ছে সাধনেররাজবাড়ী প্রতিনিধিরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্...
11/05/2024

উপজেলা পরিষদ নির্বাচন
শিক্ষা ও সম্পদে এগিয়ে আজাদ, আয় বাড়ছে সাধনের
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দুই নেতা। এদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও সম্পদে এগিয়ে আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ। তিনি এইচএসসি পাস। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের এহসানুল হাকিম সাধন নিজেকে স্ব-শিক্ষিত দাবি করেছেন। আয় ও সম্পদও বাড়ছে তার।

বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীর জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়।

আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ চার মেয়াদে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। অপরদিকে মোটরসাইকেল প্রতীকের এহসানুল হাকিম সাধন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই।

২০২৪ সালের দাখিলকৃত হলফনামায় আবুল কালাম আজাদ উল্লেখ করেছেন তার সম্পদ রয়েছে ৬৮ লাখ ৫ হাজার টাকার ও পৈতৃক সূত্রে প্রাপ্ত ৭ একর জমি। তার ও নির্ভরশীলদের আয় ৫ লাখ ৫৪ হাজার টাকা। ব্যাংক ঋণ আড়াই লাখ টাকা। একটি মামলা রয়েছে, যা হাইকোর্টে রিভিশন করা।

২০১৯ সালের নির্বাচনে তার দাখিলকৃত হলফনামা অনুযায়ী সম্পদ ছিল ৫৭ লাখ ৫৮ হাজার টাকা। তার ও নির্ভরশীলদের আয় ৪ লাখ ১০ হাজার টাকা। ব্যাংক ঋণ ২ লাখ ৪০ হাজার টাকা ছিল। একটি মামলায় হাইকোর্ট থেকে খালাসপ্রাপ্ত। সম্পদ বেড়েছে ১০ লাখ ৪৭ হাজার টাকা। তার ও নির্ভরশীলদের আয় বেড়েছে ১ লাখ ৪৪ হাজার টাকা। ব্যাংক ঋণ বেড়েছে ১০ হাজার টাকা।

২০২৪ সালের দাখিলকৃত হলফনামা অনুযায়ী এহসানুল হাকিম সাধনের সম্পদ রয়েছে ৫৩ লাখ ৫০ হাজার টাকার। জমি ১ একর ৫৭ শতাংশ। ব্যবসা থেকে আয় ৮ লাখ ৩৬ হাজার ৬৬৬ টাকা। ২০১৯ সালের দাখিলকৃত হলফনামায় তার সম্পদ ৩৩ লাখ ৭৪ হাজার টাকার। ব্যবসা থেকে আয় ১৩ লাখ ৫০ হাজার টাকা। সম্পদ বেড়েছে ১৯ লাখ ৭৬ হাজার টাকার। আয় বেড়েছে ৫ লাখ ১৩ হাজার ৩৩৪ টাকা। তবে দ্বিতীয় বিয়ে করেছেন বলে জনশ্রুতি রয়েছে। ২য় স্ত্রী সরকারি চাকরি করলেও তার আয়ের হিসাব উল্লেখ করেননি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ (আনারস) এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের চাচাতো ভাই মো. এহছানুল হাকিম (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বদিরউজ্জামান মোল্যা (উড়োজাহাজ), মতিয়ার রহমান (টিউবয়েল), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ রায় (চশমা), উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (টিয়াপাখি), বর্তমান ভাইস চেয়ারম্যান ও বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (তালা), উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ (মাইক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার (ফুটবল), বর্তমান ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম (হাঁস), সাবেক ইউপি সদস্য কোহিনুর সেলিম (কলস)।

এলাকাবাসী জানান, মো. এহছানুল হাকিম বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তাকে সাধারণ ক্ষমা করে দলে নেওয়া হয়।

উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬২৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৭৮৫ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৮৩৮ জন।

রাজবাড়ীর মাঠে মাঠে এখন পাকা ধান। কিছুদিনের মধ্যেই শুরু হবে ধানকাটা উৎসব।
07/05/2024

রাজবাড়ীর মাঠে মাঠে এখন পাকা ধান। কিছুদিনের মধ্যেই শুরু হবে ধানকাটা উৎসব।

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ দপ্তর
04/05/2024

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ দপ্তর

নানা নাটকীয়তার পর মুক্তি পেলেন মাওলানা মামুনুল হকগতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত নানা নাটকীয়তার পর অবশেষে কারাগার থেকে ...
03/05/2024

নানা নাটকীয়তার পর মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক

গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত নানা নাটকীয়তার পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাওলানা মামুনুল হক।

শুক্রবার বেলা ১১টার দিকে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানিয়েছেন।

পাশাপাশি তার মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার ভাগিনা ও জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষক মাওলানা ইহসানুল হক।

তিনি লিখেছেন, ‘ইবনে শাইখুল হাদীস মুক্ত পৃথিবীতে। আলহামদুলিল্লাহ।’

একইসাথে মাওলানা মামুনুল হকের ছেলে মাওলানা যিমামুল হকও তার বাবার ‍মুক্তির বিষয়টি ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন। এই নিউজে ব্যবহৃত ছবিটি শেয়ার করে মাওলানা যিমাম ‍লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

এর কিছুক্ষণ পর তিনি একটি ভিডিও-ও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে- স্বজনদের সাথে কারাফটক থেকে বেরিয়ে আসছেন মাওলানা মামুনুল হক।

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ দিন যাবত বন্দী হিসেবে ছিলেন। অবশেষে শুক্রবার বেলা ১১টার কিছু্ক্ষণ আগে তার মুক্তি হলো।

এদিকে, গতরাত ১১টার দিকেই তার মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কারাফটকে ভক্তদের অধিক ভীড় থাকার কারণে তার মুক্তি বিলম্বিত হয়।

রাজবাড়ী পাংশা সরকারি কলেজ
27/04/2024

রাজবাড়ী পাংশা সরকারি কলেজ

রাজবাড়ী পৌরসভার ভবানীপুর তিন রাস্তার মোড়
25/04/2024

রাজবাড়ী পৌরসভার ভবানীপুর তিন রাস্তার মোড়

রাজবাড়ী গফট হাই স্কুল, রাজবাড়ী
23/04/2024

রাজবাড়ী গফট হাই স্কুল, রাজবাড়ী

রাজবাড়ী ভবানীপুর কবরস্থান পুকুর ঘাট। গেছেন কখনো?
21/04/2024

রাজবাড়ী ভবানীপুর কবরস্থান পুকুর ঘাট। গেছেন কখনো?

রাজবাড়ী ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
20/04/2024

রাজবাড়ী ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাজবাড়ী রহিমুন্নেছা সিনিয়র কওমি মাদ্রাসা
19/04/2024

রাজবাড়ী রহিমুন্নেছা সিনিয়র কওমি মাদ্রাসা

রাজবাড়ী মুরগীর ফার্ম
18/04/2024

রাজবাড়ী মুরগীর ফার্ম

রাজবাড়ী জেলা কারাগার 'রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ'
17/04/2024

রাজবাড়ী জেলা কারাগার
'রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ'

রাজবাড়ী জেলা বিএনপির অফিস
16/04/2024

রাজবাড়ী জেলা বিএনপির অফিস

পৌর ভূমি অফিস ঘাস বাজার, রাজবাড়ী১৫/০৪/২৪
15/04/2024

পৌর ভূমি অফিস
ঘাস বাজার, রাজবাড়ী
১৫/০৪/২৪

বটতলা, নতুনবাজার, রাজবাড়ী ১৫ এপ্রিল ২০২৪
15/04/2024

বটতলা, নতুনবাজার, রাজবাড়ী
১৫ এপ্রিল ২০২৪

রেলস্টেশন জামে মসজিদ, বেলগাছি, রাজবাড়ী
15/04/2024

রেলস্টেশন জামে মসজিদ, বেলগাছি, রাজবাড়ী

রাজবাড়ী পান্না চত্ত্বরে ঈদ আলোকসজ্জা
14/04/2024

রাজবাড়ী পান্না চত্ত্বরে ঈদ আলোকসজ্জা

রাজবাড়ী বেলগাছি রেলস্টেশন
14/04/2024

রাজবাড়ী বেলগাছি রেলস্টেশন

রাজবাড়ী পৌরসভাঈদ আলোকসজ্জা
13/04/2024

রাজবাড়ী পৌরসভা
ঈদ আলোকসজ্জা

মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য সাতটি কেন্দ্র স্থাপন করা হয়
25/03/2024

মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য সাতটি কেন্দ্র স্থাপন করা হয়

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতভাবে ঢাকা ও অন্যান্য শহরে নিরস্ত্র বাঙালিদের ওপর নির্মম গ.....

সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন, অভ্যন্তরীণ হস্তক্ষেপ, অর্থনৈতিক প্রভাব
25/03/2024

সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন, অভ্যন্তরীণ হস্তক্ষেপ, অর্থনৈতিক প্রভাব

বাংলাদেশে ‘ভারতীয় পণ্য বয়কট’ আন্দোলন হচ্ছে ২০২৪ সালে শুরু হওয়া এক সামাজিক-রাজনৈতিক আন্দোলন। আন্দোলনের উদ্দেশ্...

চকবাজারে কেমিক্যালের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিটরাজধানীর চকবাজারের ইসলামবাগে কেমিক্যাল গুদামে আগুন লেগেছে। আগু...
22/03/2024

চকবাজারে কেমিক্যালের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর চকবাজারের ইসলামবাগে কেমিক্যাল গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শুক্রবার (২৩ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চকবাজারের ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে রাত সাড়ে ৩টায়। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর একে একে সাতটি ইউনিট পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বছরের শুরুতেই বাড়লো এলপিজির দামভোক্তাপর্যায়ে বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হ...
02/01/2024

বছরের শুরুতেই বাড়লো এলপিজির দাম

ভোক্তাপর্যায়ে বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে।
এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

Address

RAJBARI-7700

Alerts

Be the first to know and let us send you an email when Padma24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Padma24.com:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share