Shuvo

Shuvo প্রতিটি মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হবে,এপারে নয়তো ওপারে ! Shuvo Ahmed 's official Page

19/12/2024

ব্যাথা প্রকাশ করার পরেও তুমি ব্যাথা দিলে, এই কথা আমি বলবো কাকে...🥲

শীতের সকালে হাটতে গিয়ে টং দোকানের এক কাপ চা অন্য রকমের তৃপ্তি!  🖤🌸
12/12/2024

শীতের সকালে হাটতে গিয়ে টং দোকানের এক কাপ চা অন্য রকমের তৃপ্তি! 🖤🌸

পাকিস্তানি নাটক ভালো লাগার প্রথম কারণ এখানে রোমান্টিক সিন দেখানোর নাম করে কোনো অশ্লীলতা দেখানো হয় না ❤️ প্রতিনিয়ত সালা...
07/12/2024

পাকিস্তানি নাটক ভালো লাগার প্রথম কারণ এখানে রোমান্টিক সিন দেখানোর নাম করে কোনো অশ্লীলতা দেখানো হয় না ❤️ প্রতিনিয়ত সালাম দেওয়া নেওয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলা এই ছোট ছোট বিষয় গুলা অনেক বেশি ভালো লাগে 😊
ওদের ড্রেসিং এর দিকটাও অনেক বেশি ভালো লাগে। গল্পের প্রতিটি বিষয় মার্জিত ভাবে উপস্থাপন করা হয়।
সবথেকে বড় বিষয় পরিবারের সাথে বসে নাটক দেখলেও কোনো অস্বস্তি বোধ হয় না।

03/12/2024

"আমরা সকলকেই বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়। সেটা আমরা কখনো মেনে নিবো না, মানতে দিবো না।"

বেগম খালেদা জিয়া।




02/12/2024

রাগের মাথায় মায়ের মন ভে**ঙেছি বহুবার, কই মা তো ছেড়ে যায়নি।

কখনো দুঃখ ভালোবাসি নাই মানুষকে ভালবাসছি, অথচ আজীবন মানুষ নয় দুঃখই সঙ্গ দিল!😄🖤
02/12/2024

কখনো দুঃখ ভালোবাসি নাই মানুষকে ভালবাসছি, অথচ আজীবন মানুষ নয় দুঃখই সঙ্গ দিল!😄🖤

ভে'ঙে চুর'মার হওয়া আমিটা কে কেউ কখনো সামলাতে আসেনি..!💔
01/12/2024

ভে'ঙে চুর'মার হওয়া আমিটা কে কেউ কখনো সামলাতে আসেনি..!💔

30/11/2024

সব ক্ষত কি আসলে শুকায়?
সময় কি আসলেই সব ঠিক করে?
আমার কাছে মনে হয় সময় কেবল আমাদের ধৈর্যশীল হতে শেখায়, আমরা আরো বেশি সহনশীল হই।
ব্যথা ব্যথার জায়গায়ই থাকে।
একটা সময় পর আমরা কেবল চিৎকার করা বন্ধ করে দেই।
এতটুকুই!❤️‍🩹

27/11/2024

জীবনের প্রথম কোনো প্র`ভুর link বের হতে দেখলাম!🫣

একটা মানুষের শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়া বেশি প্রয়োজন, মেধাবীর চেয়ে মানুষ হওয়া বেশি প্রয়োজন!যেটা আসলে তোর মধ্যে নে...
26/11/2024

একটা মানুষের শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়া বেশি প্রয়োজন, মেধাবীর চেয়ে মানুষ হওয়া বেশি প্রয়োজন!
যেটা আসলে তোর মধ্যে নেই।😏

25/11/2024

একজন কৃষ্ণাঙ্গ মহিলার মতামত হলো অধিকাংশ দক্ষিণ আফ্রিকান ষ্টুপিড।নিজ দেশের জনগণকে কেন ষ্টুপিড বললো শুনুন।

Mr,President Cyril Ramaphosa South African Government

24/11/2024

একদিকে দোকান রেজিষ্ট্রেশন কর অন্যদিকে এইভাবে লুট কর।এরাই হলো দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ।আমরা যতই দোকান রেজিস্ট্রেশন করিনা কেন আগামীর বাস্তবতা হলো এটাই। সুতারং লোকেশনে কিংবা গ্রামে যারা আছেন আপাতত মাল কিনা বন্ধ করুন, অতিরিক্ত মালামাল সরিয়ে ফেলুন।

22/11/2024

বিশ্বাস করেন রাতে একলা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে পানি চলে এসেছে।😊

21/11/2024

জোহানেসবার্গের বিভিন্ন জায়গায় দোকান রেজিষ্ট্রেশন করতে গিয়ে এইভাবে অপমান করে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশীদের।

Cyril Ramaphosa South African Government

20/11/2024

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় দোকানদারি ব্যবসা অনেক কঠিন হয়ে যাবে।গ্রামেগঞ্জে থাকা একেবারেই কঠিন হবে।ব্যবসা করতে গেলেই ৫মিলিয়ন রেন্ড বৈধভাবে ইনভেস্ট দেখানোর প্রস্তাব উঠেছে।এছাড়া এ্যাসাইলম, পারমিট সহ নানা জটিলতা আছেই।
সবমিলিয়ে সরকার নিজেই ধোয়াশার মধ্যে রয়েছে। কারণ হোম এফেয়ার্স সহ সকল ডিপার্টমেন্ট ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে।তবে সব মতামত গুলো আমাদের বিপক্ষে।
রেজিষ্ট্রেশন করলেই ঝামেলা শেষ তা কিন্তু নয়,রেজিষ্ট্রেশন করা মানে আমাদের সকল ইনফরমেশন সরকারের ডাটাবেইজে জমা হওয়া।এরপর ডাটাবেইজ থেকে তথ্য নিয়ে সিরিয়াল অনুযায়ী যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবেন প্রতিটি দোকানে।তখন দোকানের ফিটনেসের উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যত কি হবে।

আল্লাহ ভরসা।

20/11/2024

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় দোকান রেজিষ্ট্রেশন করতে গিয়ে স্হানীয় কৃষ্ণাঙ্গ কমিউনিটির বাঁধার সম্মুখীন হচ্ছে বাংলাদেশী সহ সকল অভিবাসীরা।

Friday,May Allah remove all your pain and accept all your silent prayers...🤲🙏
15/11/2024

Friday,
May Allah remove all your pain and accept all your silent prayers...🤲🙏

Address


Telephone

0744038062

Website

https://www.facebook.com/profile.php?id=100006324644628

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuvo:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share