AR Heart

AR Heart অনুভবের আলতো ছোয়া �

23/09/2024

Cricket: Bangladesh 🇧🇩
Football: Brazil 🇧🇷
Club: Real Madrid 🤍

Now your turn

প্রিয় নাসির। আশা করি বাবা মাকে নিয়ে পরম করুনাময় আল্লাহর কাছে ভালো আছিস। জীবনের ভাল মন্দ সবকিছুই শেয়ার করতি। এই যেমন তোর ...
19/09/2024

প্রিয় নাসির।
আশা করি বাবা মাকে নিয়ে পরম করুনাময় আল্লাহর কাছে ভালো আছিস। জীবনের ভাল মন্দ সবকিছুই শেয়ার করতি। এই যেমন তোর বিয়ে করা, বাচ্চা হওয়া থেকে শুরু করে তোর বাবার রোড এক্সিডেন্টে মারা যাওয়ার কথা, তোর মায়ের অসুস্থতা এবং তার মারা যাওয়ার কথা। তোর ভাই তোফাজ্জলকে তোর সাথে পিরোজপুর এনে তোর সাথে রাখা। তার মটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা। একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক এবং তাকে না পেয়ে তার কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে ওঠার কথা। একপর্যায়ে তাকে সংশোধন এবং সুস্থ করে তোলার জন্য কত চেষ্টা, কত পরিশ্রম, কত অর্থব্যয় করেছিস। কিন্তু ভাইকে সুস্থ করার চেষ্টা, টেনশন আর নিজের পেশার প্রচন্ড চাপে নিজেই অসুস্থ হয়ে পড়লি। ধরা পড়লো লিভার ক্যান্সার। পরিবার সহ সহকর্মীরা মিলে শত চেষ্টা করেও তোকে বাচাতে পারলাম না। চলে গেলি আমাদের ছেড়ে পরম করুনাময় আল্লাহর কাছে। কিন্তু সুস্থ্য করে রেখে যেতে পারলিনা তোর প্রিয় ছোট ভাই তোফাজ্জলকে। কতই না চিন্তা করেছিস তাকে নিয়ে। তাই এই পৃথিবী হয়তো মনে করে একটা অসুস্থ ছেলে যার বাবা, মা, বড় ভাই কেউই নাই তার আর এই পৃথিবীতে থেকে কি লাভ। তাই তাকেও তোদের কাছে পাঠিয়ে দিয়েছে।। সবাই যাতে একসাথে থাকতে পারিস। তুই জেনে খুশি হবি যে, তোদের কাছে পাঠানোর আগে তোফাজ্জলকে কিন্তু পেট ভরে ভাত খাওয়ানো হয়েছিল।। ভাল থাকিস মা, বাবা এবং ছোট ভাই তোফাজ্জলকে নিয়ে।।। ক্ষমা করিস আমাদের।।
ইতি
তোর ব্যাচমেটরা।

26/12/2023

Wanna be your 🥺❤️‍🩹

06/12/2023

কি সুন্দর লাগছে দুজনকে! 🥺💖

06/12/2023

সফল ব্যক্তি খোঁজার এই যুগে আমার ভালোবাসা খোঁজা একটা মানুষ হোক 🖤🌸

লাভ বার্ডস : Rs Fahim Chowdhury & Swag Chacchi 🤵‍♂️👰

21/08/2023

আপনার প্রিয় মানুষকে অকারণেই বারবার নাম ধইরা ডাইকেন। তারে ফুল আইনা দিয়েন। তার জন্য চিঠি লেইখেন। তার অযৌক্তিক মন খারাপের কাহিনিও মন দিয়া শুইনেন। তারে বইলেন সে মেঘের মত হালকা, সে সোনার চেয়ে দামী। তারে বইলেন সে বৃষ্টির মত সব স্নিগ্ধ করে দেয়। অন্তত দিনে একবার হইলেও "ভালোবাসি" বইলেন। যা বলার আজকেই বইলেন, যা করার আজকেই কইরেন। এই পৃথিবীতে সারাক্ষণই নানারকম ঝড়; আর মানুষ সেইখানে শিমুল তুলার মতন। মানুষ কখন, কেমনে, কোথায় হারিয়ে যায়; বলা মুশকিল। হারানোর আগে মূল্য কইরেন।

17/05/2023

Sera ❤️‍🔥

01/05/2023

একজন দ্বীনদার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ নেয়ামত।
আর্থিকভাবে দরিদ্র হলেও শুধুমাত্র একজন পুন্যবতী স্ত্রীই পারে স্বামীকে বাদশার মতো ট্রিট করতে! আবার দেখতে যেমনই হোক একজন দ্বীনদার, মুওকি স্বামীই পারে তার স্ত্রীকে রানির মতো ট্রিট করতে।
রাসূল (সাঃ) ইরশাদ করেন, তোমাদের মধ্যে তারাই উওম যারা তাদের স্ত্রীদের জন্য উওম।🖤

আমার রুমেই সব গরম 🙂💔
14/04/2023

আমার রুমেই সব গরম 🙂💔

02/04/2023

কথায় কথা বাড়ে,
ভালোবাসায় বাড়ে ভালোবাসা ❤️😊

01/04/2023

আসলেই!
যেই মানুষটা এই পরিস্থিতে থাকে শুধুমাত্র সেই জানে এটা কতটা তীব্র যন্ত্রণা। 😊💔

01/04/2023

😊🥀

31/03/2023

টেনশন করা বাদ দাও, মুচকি হাসো, সামনে এগিয়ে যাও আর জীবনটাকে উপভোগ করো!😊🥀

31/03/2023

আমি কারো শখের কিংবা কাছের মানুষ না, আমাকে সহজেই ছেড়ে দেওয়া যায় 🥀😊

29/03/2023

অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্ত সবাই অপেক্ষা করে সেটা সত্য প্রমাণ করতে পারে না। 😊

Address


Alerts

Be the first to know and let us send you an email when AR Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share