ইভ্যালি , ই-কমার্স , আমাদের আবেগ | E-Business Live
আমরা কখন অ্যামাজন, আলিবাবা পাবো না ।
আমরা বাঙ্গালীরা কাউ কে উঠতে দেই না ।
বাণিজ্য মন্ত্রনালয় কিংবা বাংলাদেশ ব্যাংক নিজেরা কি ঠিক আছে ??
এই কথাগুলা বলার আগে একবার ঠাণ্ডা মাথায় ভাবুন ।
৫ জুলাই শুরু হচ্ছে বস্ত্র ও প্লাস্টিকের প্রথম অনলাইন প্রদর্শনী | E-Business Live
করোনার বাস্তবতায় আগামী ৫ জুলাই থেকে দেশে প্রথমবারের মতো শুরু হবে অনলাইনে বস্ত্র এবং প্লাস্টিকপণ্য ও মেশিনারিজের আন্তর্জাতিক প্রদর্শনী (আইপিএফ)।
চারদিন দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশ, চীন, ভারত, ইথিওপিয়া, হংকং, জাপান, মালয়েশিয়াসহ ১৯টি দেশের ৪৮৩ প্রতিষ্ঠান। তার মধ্যে বাংলাদেশের ৭৩টি প্রতিষ্ঠান থাকবে।
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে গুগল, অ্যামাজন | E-Business Live
এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত সব আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট দেয়ার পাশাপাশি বছর শেষে মোট টার্নওভারের রিটার্ন দেবে কোম্পানি দুটি।
বাংলাদেশে ব্যবসার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) নিয়েছে বিশ্বের অন্যতম বড় দুই টেক-জায়ান্ট গুগল ও অ্যামাজন।
নন-রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান হিসাবে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত সপ্তাহে এ দুটি প্রতিষ্ঠানকে বিআইএন দেয়া হয়েছে।
এর ফলে ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস স্থাপনের প্রক্রিয়া এগোনোর পাশাপাশি ফেসবুক, ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের পথ তৈরি হলো মনে করছেন এনবিআর কর্মকর্তারা।
আমাদের সাথে যুক্ত হতে পারেন
facebook - https://www.facebook.com/EbusinessLive24
Linkedin - https://www.linkedin.com/company/ebusinesslive
Facebook Group - https://www.facebook.com/groups/eBusinessscholar
৬০ মিনিট উইথ স্কলার । পর্ব: ৪২
স্টার্ট আপ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজিত বিশেষ শিক্ষণীয় প্রোগ্রাম "৬০ মিনিট উইথ স্কলার"।
পর্ব: ৪১
অতিথি: আনিকা নওশীন ঐশী টিনটিন
ওউনার এন্ড ফাউন্ডার, ট্রিট ফ্রম টিনটিন
ওউনার এন্ড ফাউন্ডার, টি এফ টি ফাউন্ডেশন
৬০ মিনিট উইথ স্কলার । পর্ব: ৪১
স্টার্ট আপ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজিত বিশেষ শিক্ষণীয় প্রোগ্রাম "৬০ মিনিট উইথ স্কলার"।
পর্ব: ৪১
অতিথি: হুরায়রা শিশির
ম্যারেজ এন্ড রিলেশনশিপ কন্সাল্টট্যান্ট
ফাউন্ডার, বাটারফ্লাই ম্যাট্রিমনিয়াল
৬০ মিনিট উইথ স্কলার । পর্ব: ৪০
স্টার্ট আপ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজিত বিশেষ শিক্ষণীয় প্রোগ্রাম "৬০ মিনিট উইথ স্কলার"।
পর্ব: ৪০
অতিথি: মোঃমোস্তাফিজুর রহমান খাঁন
স্বত্বাধিকারী, সুরমা শপ
৬০ মিনিট উইথ স্কলার । পর্ব: ৩৮
স্টার্ট আপ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আয়োজিত বিশেষ শিক্ষণীয় প্রোগ্রাম "৬০ মিনিট উইথ স্কলার"।
পর্ব: ৩৮
অতিথি: জাকির হোসেন
ফাউন্ডার, বিডিশপ কম
ECommerce Policy Conference I Session-01 I Shomi Kaiser
ECommerce Policy Conference I Session-01 I Shomi Kaiser
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ভার্চুয়ালি আয়োজন করেছে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’।
১১ এপ্রিল রবিবার সকাল ১১ টায় পলিসি কনফারেন্স এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি।
এবং অনুষ্ঠানের প্রথম পলিসি সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে কী নোট উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের WTO সেল এর মহাপরিচালক জনাব হাফিজুর রহমান।
#ecommerce #news #ebusiness #onlinebusiness #Online #Shomikaiser
ECommerce Policy Conference (Session-01)
ECommerce Policy Conference (Session-01)
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ভার্চুয়ালি আয়োজন করেছে ‘রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স ২০২১’।
১১ এপ্রিল রবিবার সকাল ১১ টায় পলিসি কনফারেন্স এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপি।
এবং অনুষ্ঠানের প্রথম পলিসি সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে কী নোট উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের WTO সেল এর মহাপরিচালক জনাব হাফিজুর রহমান।
#ecommerce #news #ebusiness #onlinebusiness #Online
#eCab #policy #conference ##freelancing #ict
বিশ্বে প্রবৃদ্ধির উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশের ই-কমার্স - জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের ই-কমার্স এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়েছে। প্রবৃদ্ধির একটা উদাহরণ হয়ে আছে। এটা সম্ভব হয়েছে ই-ক্যাবের সম্মিলিত প্রচেষ্টা এবং এই সেক্টরের কর্মীদের একনিষ্ঠ পরিশ্রমের কারণে। ই-ক্যাব একটি নবীন সংগঠন হয়েও তাদের কর্মতৎপরতা এবংআপদকালীন সময়ে সেবা দিয়ে সক্ষমতা ও দক্ষতার পরিচয়ে দিয়ে আইসিটি সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠনে পরিণত হয়েছে।
ই-কমার্স দিবস ২০২১ উপলক্ষ্যে বৃহস্প্রতিবার (৭ এপ্রিল) রাতে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব আয়োজিত ‘‘ ই-কমার্স ফর লিভিং’’ ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইকমার্স সেবা আজ অপরিহার্য প্রয়োজনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর এই ইকমার্সের সঙ্গে ডাক বিভাগের সক্ষমতাকে একত্রিত করলে গ্রামীণ ইকমার্সের ব্যাপ্তি আরো বাড়ানো সম্ভব বলেও মনে করেন তিনি।
বুধবার (৭ এপ্রিল) রাতে ইকমার্স দিবস উপলক্ষে আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৭ এপ্রিল ইকমার্স দিবস হিসেবে ঘোষণার দাবিতে ২০১৫ সাল থেকে দিনটিকে ইকমার্স দিবস হিসেবে উদযাপন করে আসছে ইকমার্স ব্যবসায়ীদের সংগঠন ই- ক্যাব।
‘‘ই-কমার্স ফর লিভিং" শিরোনামে বুধবারের সভায় ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
ই-কমার্স দিবস ২০২১ | E-commerce day 2021 | E-business Live
ই-কমার্স দিবস ২০২১ উপলক্ষ্যে ৭ এপ্রিল, বুধবার ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘‘ ই-কমার্স ফর লিভিং’’ শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করে।
ই-ক্যাবের প্রেসিডেন্ট জনাব শমী কায়সারের সভাপতিত্বে রাত ৮টায় অনুষ্ঠিত এই সভায় সম্মানিত অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহম্মেদ পলক এমপি ও ই-ক্যাবের উপদেষ্ঠা নাহিম রাজ্জাক এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, আমদানী ও রফতানী অনু-বিভাগের প্রধান জনাব এএইচএম শফিকুজ্জামান, ডিজিটাল কমার্স সেল এর প্রধান জনাব হাফিজুর রহমান এবং বিএফটিআই-এর অ্যাক্টিং সিইও ওবায়দুল আজম।
এবারের ই-কমার্স দিবসের প্রতিপাদ্য ‘‘ঘরে থাকাই নিরাপদ-ইকমার্সই ভবিষ্যৎ’’।
করোনাকালে ই-ক্যাবের কর্মপরিকল্পনা | ঘরে থাকাই নিরাপদ, ই-কমার্সই ভবিষ্যৎ | E-Business Live
৮ এপ্রিল, বৃহস্প্রতিবার ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে বেলা ১২টায় করোনাকালীন সময়ে ই-কমার্স ব্যবসার বিভিন্ন দিক ও ই-ক্যাবের পক্ষ থেকে গৃহিত বিভিন্ন পদক্ষেপ এতে তুলে ধরা বলা হয় গত এক বছরে দেশের ই-কমার্স খাতে গড় প্রবৃদ্ধি হয়েছে ৭০ শতাংশ। তবে নিত্য পণ্য বিপননে এই প্রবৃদ্ধির হার ছিলো ৩০০ শতাংশ। আর এই মাধ্যমে বার্ষিক লেনদেন হয়েছে ১৬ হাজার কোটি টাকা। একই ভাবে ই-কমার্সে ডিজিটাল লেনদেন ১০ শতাংশ বেড়ে মোট লেনদেনের ১৫ শতাংশই হচ্ছে ডিজিটালি।
এই খাতকে সুসংহত করতে শিগগিরি দুইটি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ই-ক্যাব। গত ৭ এপ্রিল ছিল ই-কমার্স দিবস। এবারের ই-কমার্
ই-ক্যাব এর আবেদনের প্রেক্ষিতে রাত ১২ টা পর্যন্ত ই-কমার্সের পণ্য ডেলিভারি চলমান রাখা যাবে
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের সময় সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ই-কমার্সের পণ্য ডেলিভারি চলমান রাখার নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (৬ এপ্রিল) অনলাইন পণ্য ক্রয়-বিক্রয়কে উৎসাহিত করতে এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এর আগে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এর পক্ষ থেকে এ বিষয়ে আবেদন করা হয়েছিল।
ফেসবুক হ্যাকারদের কবলে | E-business Live
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৫৩৩ মিলিয়ন বা ৫৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর প্রায় সব তথ্যই একটি হ্যাকিং ফোরামে প্রকাশ করে দেয়া হয়৷ সেখানে ১০৬ টি দেশের ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে বলে জানা গেছে৷ ৫৩ কোটি ৩০ লাখের মধ্যে তিন কোটি ২০ লাখ যুক্তরাষ্ট্রের, এক কোটি ১০ লাখ যুক্তরাজ্যের, ৬০ লাখ ভারতের এবং ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জন বাংলাদেশের৷
আপনার ফেসবুকের তথ্য চুরি হয়েছে কি না, জানবেন যেভাবে - https://haveibeenpwned.com/
সাউথইস্ট ব্যাংকের ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ | E-business Live
সাউথইস্ট ব্যাংক লিমিটেড তার গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ অ্যাপের। বাংলাদেশ ব্যাংকের ই-কেওয়াইসি (KYC) গাইডলাইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র এবং বায়োমেট্রিক তথ্য (ফেসিয়াল ও আঙুলের ছাপ) যাচাইয়ের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যই সাউথইস্ট ব্যাংক লিমিটেড এ অ্যাপ চালু করলো।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ‘এক্সপ্রেস ই-অ্যাকাউন্ট’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
যাত্রীকে সেবা না দেওয়া ১১ লাখ ডলার জরিমানা উবারকে | E-Business Live
“না ভাই, ওই দিকে যাবো না।” অথবা, “আমার তো ডেস্টিনেশন (গন্তব্য) অন্যদিকে দেওয়া, আমি বাতিল করে দিচ্ছি”, উবারে রাইড খোঁজার বেলায় এ জাতীয় কথা শোনেননি এমন যাত্রী সম্ভবত পাওয়া কঠিন। এমনই এক দৃষ্টি প্রতিবন্ধী যাত্রীকে মার্কিন উবার চালকরা ফিরিয়ে দিয়েছিলেন ১৪ বার। এর ফলও পেয়েছে প্রতিষ্ঠানটি।
ক্যারিয়ার ইন ই-কমার্স | E-Business Live | Career in E-Commerce
দেশের ই-কমার্স খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত হলো ‘ইভ্যালি প্রেজেন্টস ক্যারিয়ার ইন ই-কমার্স’ অনুষ্ঠান। তারুণ্যনির্ভর সংগঠন ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর উদ্যোগে এবং দেশিয় ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
শনিবার (২৭ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দুই শতাধিক শিক্ষার্থী ও ই-কমার্স খাতের পেশাজীবীদের নিয়ে অনুষ্ঠান আয়োজিত হয়। এই আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল- ক্রমবর্ধমান ই-কমার্স সেক্টরে চাকরির সুযোগ, সম্ভাবনা এবং ই-কমার্সে চাকরি করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা।
লকডাউনে ই-কমার্সের জন্য ই-ক্যাবের পদক্ষেপ | E-business Live
বাংলাদেশ সরকার কোভিড ১৯ মহামারি মোকাবেলা করার লক্ষে সারাদেশে লকডাউন ঘোষণা করে । এই লকডাউনে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ থাকবে , আজ এক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে সরকার জানিয়েছে কি কি খোলা থাকবে এবং কি কি বন্ধ থাকবে। ই-কমার্স তথ্য অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং অনলাইনে ফুড ডেলিভারি ব্যাপারে গুরুত্ব দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শপিং মলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে তবে দোকান সমুহ পাইকারি ও খুচরা পণ্য অনলাইনে ক্রয় বিক্রয় করতে পারবে এবং রেস্টুরেন্ট গুলোর শুধু বিক্রয় / সরবরাহ ( takeaway / online ) করতে পারবে।
#E_business_live #e_cab #loackdown #E_commerce
বাংলাদেশে আকাশপথে পণ্য ডেলিভারি সেবা চালু | E-Business Live
লজিস্টিক ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ নতুন কিছু সেবা উদ্বোধন উপলক্ষে ডটলাইনস বাংলাদেশ লিমিটেড ১৫ ফেব্রুয়ারি ২০২০ রাজধানীর বেস্ট ওয়েস্টার্ন লা ভিঞ্চি হোটেলে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ইকুরিয়ার তাদের নতুন লোগোও উন্মোচন করে।
অনলাইন পণ্য ট্র্যাকিংভিত্তিক কুরিয়ার কোম্পানি ই-কুরিয়ার দেশের মধ্যে আকাশপথে পণ্য পরিবহন সেবা শুরু করেছে । এই সেবা চালুর মাধ্যমে যেকোনো পণ্য দেশের অভ্যন্তরে অল্প সময়ের মধ্যে পরিবহন করা যাবে। এতে সর্বনিম্ন খরচ পড়বে তিন শ টাকা।