#আন্তর্জাতিক_দিবস_সমূহ__________ #পর্ব__১৩৪_____
#৩টি_ফজিলত_পূর্ণ_হবে_আত্মীয়তার_সম্পর্ক_বজায়_রাখলে__
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ইসলামি শরিয়তে একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করাকে কোনো গুণাহই মনে করা হয় না। ইহকালে ঐক্য ও সমঝোতা সৃষ্টি এবং পরকালে জান্নাত লাভের সর্বোত্তম উপায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। নিচে আত্মীয়তা রক্ষার কয়েকটি ফজিলত আলোচনা করা হলো।
১.#গুনাহ_মাফ_হয়: আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.) - র কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আমি একটি বড় গুণাহ করে ফেলেছি। সুতরাং, আমার জন্য কি তওবা করার সুযোগ আছে?’ রাসুলুল্লাহ (সা.) তাকে জিজ্ঞাসা করেন, ‘তোমার কি মা আছে?’ সে বলল, ‘নেই।’ রাসুলুল্লাহ (সা.) তাকে আবার জিজ্ঞাসা করলেন, ‘তোমার কি খালা আছে?’ সে বলল, ‘জি হ্যাঁ।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘অতঃপর তার সঙ্গেই ভালো ব্যবহার করবে।’ (
#আন্তর্জাতিক_দিবস_সমূহ__________
##আন্তর্জাতিক_দিবস_______
#পর্ব_____০৯________
১• বিশ্ব শিশু ক্যান্সার দিবস - ২৫ জানুয়ারি√
২• আন্তর্জাতিক শুল্ক দিবস - ২৬ জানুয়ারি√
৩• বিশ্ব জলাভূমি দিবস - ২ ফেব্রুয়ারী√
৪• বিশ্ব ক্যান্সার দিবস - ৪ ফেব্রুয়ারী√
৫• বিশ্ব ভালোবাসা দিবস - ১৪ ফেব্রুয়ারী ×
৬• বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস - ২০ ফেব্রুয়ারী√
৭• আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২১ ফেব্রুয়ারী√
৮• বিশ্ব স্কাউট দিবস - ২২ ফেব্রুয়ারী√
৯• আল কুদস দিবস - ২৪ ফেব্রুয়ারী√
১০• আন্তর্জাতিক নারী দিবস - ৮ মার্চ√
#আমার নতুন Page: 𝑪𝑩𝑬𝑷 𝑶𝑩𝑬𝑳𝑨𝒀 𝑺𝑪𝑯𝑶𝑶𝑳 Follow on রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
#My page link: আমার Page link নিচে 👇 (কপি করে পেস্ট করতে পারবেন)
https://www.facebook.com/profile.phpid=61557700717937&mibextid=ZbWKwL
✅ 𝙊𝘽𝙀𝙇𝘼𝙔 𝙎𝘾𝙃𝙊𝙊𝙇 𝘾𝙊𝙉𝙎𝙀𝙍𝙑𝘼𝙏𝙊𝙍 (𝙊𝙎𝘾) সংগ্রহশালা
#𝑹𝒆𝒂𝒅 𝒎𝒐𝒓𝒆, 𝒍𝒆𝒂𝒓𝒏 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒐 𝒃𝒆 𝒘𝒊𝒔𝒆
#Please, 𝙇𝙞𝙠𝙚, 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝘁 & 𝙎𝙝𝙖𝙧𝙚 𝒕o 𝑓𝑜𝑙𝑙𝑜𝑤 𝑚𝑦 𝐹𝑏, 𝐹𝑏 𝑝𝑎𝑔𝑒
#কাউকে অতীতের পাপ নিয়ে খোটা দিও না ! সে হয়তো তওবা করে মহান আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে কিংবা আল্লাহর প্রিয় বান্দা হয়েছে যা তোমার চর্ম চক্ষুর অগোচর !!
#যখন কারো সাথে কথা বলব নিজেকে সংযত রেখে কথা বলব, আর ভাববো তিনি হয়তো কোনো না কোনো বিষয়ে আমার চেয়ে বেশি জানেন। অর্থাৎ সর্বদা নিজেকে ছোট ভাববো।
#আমার নতুন Page: 𝑪𝑩𝑬𝑷 𝑶𝑩𝑬𝑳𝑨𝒀 𝑺𝑪𝑯𝑶𝑶𝑳 Follow on রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
#My page link: আমার Page link নিচে 👇
https://www.facebook.com/profile.phpid=61557700717937&mibextid=ZbWKwL
✅𝙊𝘽𝙀𝙇𝘼𝙔 𝙎𝘾𝙃𝙊𝙊𝙇 𝘾𝙊𝙉𝙎𝙀𝙍𝙑𝘼𝙏𝙊𝙍 (𝙊𝙎𝘾) সংগ্রহশালা
𝑹𝒆𝒂𝒅 𝒎𝒐𝒓𝒆, 𝒍𝒆𝒂𝒓𝒏 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒐 𝒃𝒆 𝒘𝒊𝒔𝒆
Please, 𝙇𝙞𝙠𝙚, 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝘁 & 𝙎𝙝𝙖𝙧𝙚 𝒕𝒐 𝑓𝑜𝑙𝑙𝑜𝑤 𝑚𝑦 𝐹𝑏, 𝐹𝑏 𝑝𝑎𝑔𝑒
#viralfbpost #enjoythemoment
#মাথাব্যাথা_ও_ঘুম_
দুইটা সমস্যায় আজাদ ভাই অনেক দিন যাবত ভুগছেন।
#একঃ মাথাব্যথা ।
#দুইঃ রাতে ঘুম কম হওয়া।
আজাদ ভাই সেলস এর চাকরি করেন, সারাদিন ঢাকার অনেক জায়গায় যাওয়া-আসা করতে হয়। রাতের বেলা বাসায় ফিরতেই খুব মাথাব্যাথা করতে থাকে। তাছাড়া ঘুমও আসতে চায় না! অনেক রাত পর্যন্ত জেগে থাকার পর সামান্য ঘুম হয়, আর সকালে উঠেই বেড়িয়ে পড়েন জীবিকার সংগ্রামে। এই সমস্যা থেকে বাঁচার জন্য অনেক ঔষধ খেয়েছেন তিনি। খুব একটা ফল হয়নি। বরং ঔষধের সাইড ইফেক্টে আরও নানান জটিলতায় ভুগছেন এখন।
তবে আশার কথা হচ্ছে- আজাদ ভাই কিছু দিন আগে একজন বিদেশী স্বাস্থ্যবিদের সাথে সাক্ষাত করে এই সমস্যার একটা সহজ সমাধান পেয়েছেন। এখন আর তেমন মাথাব্যথা করে না তার, রাতে ঘুমও ভালো হয়! আজাদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম- কীভাবে এই দীর্ঘদিনের জটিলতা দূর হলো আপনার? উত্তরে আজাদ ভাই হাসলেন খুব সুন্দর করে। তারপর আমাকে
#আপনি_কি_অস্বস্তিতে_ভুগছেন_?
খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলি। যার ফলে দেখা দেয় নানা ধরণের সমস্যা। যে কোন উৎসবের আনন্দের সাথে যে ব্যপারটি আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেটা হচ্ছে খাওয়া-দাওয়া। আর যদি সেই উৎসবটি হয় কোরবানির ঈদের মত কোন উৎসব তাহলে তো কথাই নেই। এই সময় বেশি খাওয়ার দাওয়ার প্রবণতা আমাদের মধ্যে খুব বেশি দেখা যায়। সবার বাসাতেই বেশ ভালো খাবারের আয়োজন থাকে। কিন্তু যত যাই হোক আমাদের স্বাস্থ্যের কথা খেয়াল রেখেই আমাদের খাওয়া উচিৎ। কিন্তু আমরা অনেকেই আছি যারা খাবার দেখলে আর নিজেকে সামলে রাখতে পারি না। তাই বেশি খাওয়ার পরিণতি হিসেবে আমাদের ভূগতে হয় নানা ধরণের শারীরিক সমস্যায়। তাই অতিরিক্ত খাওয়ার অপরকারিতা বলে শেষ করা যাবে না।
কিন্তু আমরা যদি কোন কারণে বেশি খেয়েই ফেলি তাহলে কি হবে? চি