12/11/2024
এই যে হুটহাট সবকিছু স্বাভাবিক থাকার পরেও অস্বস্তি অনুভব হয় এর কারণ টা তুমি। হাসতে হাসতে হাসির মাঝখানে হঠাৎ থেমে গিয়ে চুপ হয়ে যাওয়ার কারণ টা তুমি।
তোমার কথা মনে পড়লে কেমন যেনো এলোমেলো হয়ে যাই আমি৷ ভালো লাগে এই ভালো লাগার মধ্যে আবার আচমকা শূন্যতা অনুভব করি। তোমার নাম শুনলে এখনও চলতি অবস্থায় দাঁড়িয়ে পরি।
এই যে তোমাকে ঘিরে এতকিছু ঘটে, অথচ তুমি আমার জীবনের ছিটেফোঁটা তেও নেই। তুমি জানোই না তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কতবার কত ভুল পথে ঢুকে পরেছি। মস্তিষ্কে কত জ্যামজট লেগে আছে তুমি মানুষ টা ঘিরে, তুমি জানোই না।
আচ্ছা অসুবিধে নেই, এইসব নাহয় তোমার অজানাই থাকলো। কিন্তু তোমাকে কতটা ভালোবাসি তা নির্ঘাত তোমার জানা। এত ভালোবাসার পরেও কি তোমার কখনো "আমার" হতে মন চায়নি?