Mahabub Pathan

Mahabub Pathan Hi guys!welcome to my page. I'm here to Entertain you.keep loving, keep support.

19/07/2024

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশে আজ নেটওয়ার্ক বিচ্ছিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন কোটা আন্দোলনের জন্য যেসব ভাই-বোনেরা দুনিয়া থেকে চলে গেছে তাদের রুহের মাগফেরাত কামনা করতেছি এবং যারা ফিল্ডে আছে তাদের জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি পবিত্র জুমার দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস থেকে আমরা সকল ভাই বোনেরা আপনাদের জন্য দোয়া করতেছি জাযাকাল্লাহ খায়ের।

10/04/2024
05/10/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Send a message to learn more

26/09/2023

.pathan 443 Followers, 395 Following, 1182 Likes - Watch awesome short videos created by Mahabub Pathan

12/09/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুডবাই বাংলাদেশ

Send a message to learn more

28/08/2023

Environment

Dxn black cumin  কালোজিরা বা কালঞ্জি বীজ স্বাস্থ্যকর জীবনের জন্য প্রকৃতির আশীর্বাদ হিসাবে পরিচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ স...
17/05/2022

Dxn black cumin

কালোজিরা বা কালঞ্জি বীজ স্বাস্থ্যকর জীবনের জন্য প্রকৃতির আশীর্বাদ হিসাবে পরিচিত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্রিয় গঠন হল নাইজেলিয়ন যা থাইমোকুইনোনের উপাদান যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা অ্যান্টিপাইরেটিক, ডাইজেস্ট্যান্ট, শক্তি প্রদান এবং স্বাদ উন্নত করার জন্য কার্যকরী এবং চোখের জন্যও ভাল।

কালোজিরার উপকারিতা

অ্যান্টি-ব্যাকটেরিয়াল

ছত্রাক বিরোধী

হাঁপানি বিরোধী

সাইনাস, হাঁচি এবং নাকের মতো অ্যালার্জির জন্য সাহায্য করে
চুলকানি

হার্ট যত্ন প্রচার

কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে

রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে

স্বাস্থ্যকর চুল এবং চোখের জন্য সাহায্য করে

     #রোগ_প্রতিরোধে_স্পিরুলিনার উপকারিতা ও গুনাবলীঃ★ ৬০-৬৩% উদ্ভিজ্জ আমিষ স্পিরুলিনায় আছে যা কিনা মাংসের চাইতে ৩-৪ গুণ ...
17/04/2022



#রোগ_প্রতিরোধে_স্পিরুলিনার উপকারিতা ও গুনাবলীঃ

★ ৬০-৬৩% উদ্ভিজ্জ আমিষ স্পিরুলিনায় আছে যা কিনা মাংসের চাইতে ৩-৪ গুণ বেশি।
★ স্পিরুলিনায় অধিক পরিমানে প্রোটিন, ভিটামিন, লৌহ ও একাধিক খণিজ পদার্থ থাকে।
★ সাধারন খাবার হিসেবে এটি খাওয়া যাবে প্রতিদিন।
★ মুল্যবান ভেষজ হিসেবে দেশে-বিদেশে স্পিরুলিনার প্রচুর চাহিদা রয়েছে।
★ স্পিরুলিনা দেহের শক্তি যোগায় প্রচুর পরিমাণে।
★ সাইক্লিস্ট ও অ্যাথলেটিকসদের জন্য স্পিরুল পুষ্টিহীনতা, রক্তশূন্যতা, রাতকানা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আলসার, বাত, হেপাটাইটিস ও ক্লান্তি দূর হবে।
★ স্পিরুলিনার প্রায় অর্ধেকটাই আমিষ।
★ দিনে মাত্র ১০ গ্রাম স্পিরুলিনা খেয়ে দৈনিক আমিষ চাহিদার ৭০% মেটানো সম্ভব।
★ পেশিকলা গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে স্পিরুলিনা । এছাড়াও এটি শরীর থেকে বের করে দেয় দিনের পর দিন জমে ওঠা ক্ষতিকর সব টক্সিন।
★ এটি পরিশ্রম করার ক্ষমতা বাড়ায় এবং শরীরের ওজনও রাখে নিয়ন্ত্রনে।
★ সবুজ শ্যাওলাতে ৬০% এর মত সব ভেজিটেবলের প্রোটিন আছে।
★ প্রোটিন যুক্ত খাবার যেমন মাছ, মাংস, দুধ বা ডিমর চাহিদা স্পিরুলিনা পুরুন করতে পারে।

★গর্ভবতী_মহিলাদের জন্য স্পিরুলিনার উপকারিতাঃ
গর্ভবতী মহিলাদের জন্য এটা বেশ কাজের। গর্ভবতী মহিলাদের আয়রনের অভাব পুরুন করার জন্য ডাক্তার সাধারণত লিভার খাবারের পরামর্শ দেন। স্পিরুলিনা লিভারের অপোজিট হিসাবে কাজ করে। বাচ্চাদের সবসময় সব পুষ্টি খাবার দেয়া সম্ভব হয়ে উঠে না বা সব খাবার বাচ্চারা খেতেও চায় না। পুষ্টি সমস্যা পুরুনে স্পিরুলিনা এক্ষেত্রে ভালো ভুমিকা রাখতে পারে।

★ স্তন ক্যান্সার থেকে রক্ষা করে:
স্পিরুলিনা ক্যান্সার হওয়া থেকে শরীরকে রক্ষা করে। স্পিরুলিনার নীল-সবুজ রঙ এটা ক্যান্সা্রের কোষ ধ্বংস করতে সক্ষম হয়। স্পিরুলিনা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট নামক সেলেনিয়াম সমৃদ্ধ। গবেষণায় দেখা গেছে স্পিরুলিনা স্তন ক্যান্সার চিকিৎসা কার্যকর প্রমাণিত দেখানো হয়েছে।

★ ওজন কমাতে সাহায্য করে।
স্পিরুলিনা প্রোটিন, ক্ষুধা কম রাখে এবং আপনার শরীরের স্তূপাকার চর্বিকে নিরাময় করে। তাই এটা ব্যায়াম এর সঙ্গে মিলিত কোন ওজন কমানোর খাদ্যের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ খাবার।
-us

  🍁২৪ টা হারবাল খাবারের সমন্বয়ে তৈরী খাবার।এর মাঝে আছে ইসুবগুলের ভুষি, ভুট্টার গুড়া,৬ প্রকার ঔষধি  মাশরুম,ননি পাতা, স্পি...
17/03/2022



🍁২৪ টা হারবাল খাবারের সমন্বয়ে তৈরী খাবার।
এর মাঝে আছে ইসুবগুলের ভুষি, ভুট্টার গুড়া,৬ প্রকার ঔষধি মাশরুম,
ননি পাতা, স্পিরুলিনা, লবঙ্গ সহ আরো অনেক খাবার।

উপকারিতা সমূহ নিম্নরূপ:

🔸 শরীরের চর্বি কমাবে।
🔸 পেট পরিষ্কার করবে।
🔸 শরীরের ওজন কমবে।
🔹 পায়খানা পরিষ্কার করবে।
🔹 কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে।
🔸 মেয়েদের পিরিয়ড/রজচক্র/ঋতুস্রাব নিয়মিত করবে।
🔹শরীরের গ্রোথ বাড়াতে সহায়তা করবে।
🔸 শরীরে শক্তি জোগাবে।
🔹 নিয়মিত পস্রাব,পায়খানা হবে।
🔸 জমে থাকা চর্বি দূর করে শরীরকে হালকা রাখবে।

✅✅খাবারের নিয়ম:

প্রতিদিন সকালে এক(০১) চা চামচ মাইকোভিজি পাউডার
এক (০১)গ্লাস জলের/পানির সাথে মিশিয়ে খাবেন।
তারপর দুই(০২) গ্লাস ফ্রেশ জল/পানি পান করুন।

🗣️🗣️খাওয়ার পর হাঁটা হাঁটি করবেন।
এতে পেটে চাপ পরে
পস্রাব,পায়খানা ভালো হবে ও শরীর থেকে টক্সিন(জৈব বিষ) বের হবে।

✔️✔️ ডিক্সন এর পণ্য কোনো ঔষধ নয়।
কিন্তু, ঔষধি গুণাগুণ সম্পন্ন।

❇️সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে গঠিত মাশরুম পণ্য।
✳️সকল বয়সের লোকেরা আমাদের কোম্পানির পণ্য
ব্যবহার করতে পারেন। কোনো অসুবিধা নেই।
✳️কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

☘️ডিএক্সন এর পণ্য সম্পূর্ণ হালাল সার্টিফাইড।
☘️বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) কর্তৃক অনুমোদিত।
☘️বিএসটিআই(BSTI) কর্তৃক অনুমোদিত।

👉👉পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে ও অর্ডার করতে
ইনবক্সে যোগাযোগ করুন। 👈👈

সারা দিনের আদ্রতা রুক্ষতা আমাদের মুখের্যাস জমায় ফেসফেস করে,*আমাদের মুখ আসতে আসতে কালো হয়ে আসে যা আমাদের এলোভেরার এই নাইট...
26/02/2022

সারা দিনের আদ্রতা রুক্ষতা আমাদের মুখের্যাস জমায় ফেসফেস করে,
*আমাদের মুখ আসতে আসতে কালো হয়ে আসে যা আমাদের এলোভেরার এই নাইট ক্রিম দূর করে ফেস কে কালো হওয়া থেকে বাচাই মুখের উজ্জ্বলতা বাড়াই সেই সাথে মুখের মসৃনতা এনে দেই।
*মুখে ভিটামিন ই দেয় বলি রেখার হাত থেকে বাচাই এতে বয়সের ছাপ বোঝা যাই না।
*প্রতিদিন আমাদের গ্যানোঝি সাবান দিয়ে ফেইয়াল করার পর এই ক্রিম ব্যবহারে মুখের উজ্জ্বলতাই শুধু বাড়ে না বরং মুখের দাগ দূর হই।
* এই ক্রিম রাতে ঘুমানোর আগে মুখ পরিস্কার করে লাগালে ভাল রেজাল্ট আসে আর মুখের দাগের জায়গায় মেসেজ করলে আস্তে আস্তে দাগ দূর হই।
# আদ্রতা রুক্ষতার হাত থেকে বাচায়
# কালো দাগ থেকে বাচায়
# স্কিনের খসখসা দূর করে স্কিন গ্লো করে
# ভিটামিন যোগায়
# স্কিনের উজ্জলতা বাড়ায়
# বলিরেখার হাত থেকে বাচায় তাই বয়সের ছাপ কম পড়ে
# স্কিন সফট করে।

(বিশেষভাবে মুখের ব্রণ এবং দাগের জন্য কার্যকারী)
অর্ডার করতে ইনবক্স

  অনেকেই চুল ঝড়ে যাওয়ার পর সেই জায়গায় নতুন চুল গজানো নিয়ে সবাই চিন্তায় থাকেন।স্ক্যাল্পে চুলের যে গোড়া রয়েছে সেখানে একেকট...
20/02/2022


অনেকেই চুল ঝড়ে যাওয়ার পর সেই জায়গায় নতুন চুল গজানো নিয়ে সবাই চিন্তায় থাকেন।
স্ক্যাল্পে চুলের যে গোড়া রয়েছে সেখানে একেকটি চুলের গোড়ায় ৬টি চুলের তেউর থাকে। যদি একটি চুল ঝড়ে যায় সেখানে ভয় পাওয়ার কিছু নেই কারন সেখানে বাকি আরো ৫টি তেউর থাকে।

আপনি যদি সে লোম কূপ পরিষ্কার করে দিতে পারেন তাহলে নতুন করে আবার চুল গজানোর সুযোগ পাবে।

আমাদের DXN এর তিনটি পন্য একত্রে সংমিশ্রণ করে আপনি যদি মাথার স্ক্যাল্পে একটা প্রলেপ দিতে পারেন তাহলে ইতিপূর্বে যে কেমিক্যাল/ রাসায়নিক সংমিশ্রণে দ্রব্য সামগ্রী ব্যবহার করেছেন সেগুলোর চর্বি লোম কূপে গিয়ে একটা ব্লক সৃষ্টি করে ফলে নতুন চুল গজাতে পারে না। তাই সেই লোমকূপ যদি পরিষ্কার করে দেয়া যায় তবে নতুন চুল গজানোর যে তেউর রয়েছে তা এক ধরনের আশার আলো সৃষ্টি করতে পারে।

স্ক্যাল্পের ব্লক দূর করতে আমাদের লাগবে---

*Ganozhi Toothpaste
*Ganozhi shampoo
*Gano Massage Oil

অামরা বাজার থেকে যে সকল টুথপেষ্ট কিনে এনে ব্যাবহার করছি,,তা কি কি উপাদান দিয়ে তৈরী হয় তা অাপনার একজন সচেতন মানুষ হিসেবে ...
18/10/2021

অামরা বাজার থেকে যে সকল টুথপেষ্ট কিনে এনে ব্যাবহার করছি,,তা কি কি উপাদান দিয়ে তৈরী হয় তা অাপনার একজন সচেতন মানুষ হিসেবে জানা দরকার---

>} ফ্লোরাইড--যা ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি ঝুকি

>} হাইড্রোজেন অক্সাইড,,এক প্রকার বিষ--

>} পটাশিয়াম নাইট্রেড--এইটাও এক ধরনের ভয়ানক বিষ,,যা দিয়ে ইদুর মারার ঔষধ বানানো হয়,,এক চামচ খাইলে অাপনি মারাও যেতে পারেন,,

>} প্রিজারভেটিব--মানবদেহের ক্ষতিকর

>} সেকারিন--এইটাও মানবদেহের ক্ষতিকর

>} কালার বা রং-- এইটাও মানবদেহের ক্ষতিকর--

অার DXN.বা গ্যানোজি টুথপেস্ট কি উপাদান তৈরী হয়,,তা অাপনার জানা দরকার,,

>] ভেজিটেবল জেল
>] গ্যানোডারমা মাশরুম
>] অর্গানিক ম্যানথল
>] পানি---

এইবার অাপনিই সিদ্ধান্ত নিন,,কি করবেন ? কোনটা ব্যাবহার করবেন ?

# Ganozhi_toothpaste

চুল পড়া বন্ধ করার ৭ ঘরোয়া উপায়মেথিআধা কাপ নারকেল তেলে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ...
16/10/2021

চুল পড়া বন্ধ করার ৭ ঘরোয়া উপায়
মেথি
আধা কাপ নারকেল তেলে ১ চা চামচ মেথি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল
সপ্তাহে দুইদিন অ্যালোভেরা জেল লাগান চুলে। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি ঝলমলে হবে চুল।

মেহেদি ও সরিষার তেল
২৫০ মিলি সরিষার তেলে ২০টি মেহেদি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পুGanoji_Shampoo দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন এই তেল।

পেঁয়াজের রস
চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস ভীষণ কার্যকর। পেঁয়াজের রস সরাসরি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ঝাঁঝালো গন্ধ দূর করতে চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

ডিমের কুসুম ও মধু
ডিমের কুসুম ফেটিয়ে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তেল
কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন ম্যাসাজ করুন চুলে। আগে গরম করে নেবেন সামান্য। ম্যাসাজ শেষে গরম তোয়ালে দিয়ে জড়িয়ে নিন চুল। ১৫ মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও ১০ মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল, জিরা ও মধু
১/৪ কাপ অলিভ অয়েলে ১ চা চামচ জিরা ভিজিয়ে রাখুন ৫ ঘণ্টা। এরপর মিশ্রণটি ছেঁকে তেল আলাদা করে নিন। তেলে খানিকটা মধু মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে কাজ হবে দ্রুত।
Herbal products
Shampoo and oil.

DXN Tongibari

Address

Tongibari Munshigonj
Tongibari

Alerts

Be the first to know and let us send you an email when Mahabub Pathan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahabub Pathan:

Videos

Share


Other Digital creator in Tongibari

Show All