গাজীপুর

গাজীপুর SHOHAG

পাশের ছবিটা অনেকেই দেখেছেন। ওর নাম রাতুল , গত ১৯ জুলাই শুক্রবার উত্তরায় প্রচন্ড গোলাগুলির সময় সাহস করে পুলিশের সাথে মিউচ...
26/12/2024

পাশের ছবিটা অনেকেই দেখেছেন। ওর নাম রাতুল , গত ১৯ জুলাই শুক্রবার উত্তরায় প্রচন্ড গোলাগুলির সময় সাহস করে পুলিশের সাথে মিউচুয়াল করার জন্য সামনে আগায় , কথার এক সময় পুলিশ ওর বেল্ট ধরে সাইডে টান দেয় , যেতে না চাইলে পেটে গুলি ঠেকিয়ে গুলি করে , ঝাজড়া হয়ে যায় পেট এবং কিডনি।

টানা ৬ ঘন্টা অপারেশন এবং কয়েকমাস এর চিকিৎসার পর এখন একটু স্টাবল হয় সে। পুরোপুরি সুস্থ না। দিনে ২ টা ইনজেকশন নেয় এবং চিকিৎসা না পেলে একটি কিডনি অচল হয়ে যাবে। এদিকে চিকিৎসার প্রচুর অর্থ ব্যয় সামাল দিতে লোন করে এই ফুড কার্ট দিয়েছে রাতুল।

আশাকরি সবাই ওর ফুড কার্ট এ আসবেন , এতে করে উৎসাহ পাবে রাতুল , হয়তো একটু ফিনানশিয়ালি স্টাবল হতে পারবে।।

লোকেশন -
রোড ২৮/ সেক্টর ৭ / উত্তরা
( উত্তরা হাই স্কুলের সাথে )

টঙ্গী আব্দুল্লাহপুর লোহার ব্রীজ ভেঙে গেছে, ঐদিক দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছেনা।(ফ্লাইওভারের নীচের রাস্তা)... তাই সবাই...
21/12/2024

টঙ্গী আব্দুল্লাহপুর লোহার ব্রীজ ভেঙে গেছে, ঐদিক দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছেনা।

(ফ্লাইওভারের নীচের রাস্তা)...

তাই সবাই হাতে সময় নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন...

21/12/2024

টঙ্গী এবং আব্দুল্লাহপুর সংযোগ নিচের লোহার ব্রিজ একটি ট্রাক সহ কিছুক্ষণ আগে ভেঙ্গে নদীতে পড়েছে।

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/12/2024

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

প্রথমবারের মতন টঙ্গী গাজীপুর থেকে জাতীয় দলের ডাক পেল আমাদের গাজীপুরের ছেলে রিপন মন্ডল।
12/12/2024

প্রথমবারের মতন টঙ্গী গাজীপুর থেকে জাতীয় দলের ডাক পেল আমাদের গাজীপুরের ছেলে রিপন মন্ডল।

11/12/2024
11/12/2024

গাজীপুরের গ্রামে বিয়ে

Akhand Gazipur :D
11/12/2024

Akhand Gazipur :D

আজ চালু হয়েছে এয়ারপোর্ট থেকে শিববাড়ী বি আর টির স্পেশাল গাড়ি । যেটা মেইন রাস্তার মাঝের নির্দিষ্ট লেন দিয়ে চলবে। মাত্র ৪০ ...
03/12/2024

আজ চালু হয়েছে এয়ারপোর্ট থেকে শিববাড়ী বি আর টির স্পেশাল গাড়ি । যেটা মেইন রাস্তার মাঝের নির্দিষ্ট লেন দিয়ে চলবে। মাত্র ৪০ মিনিটে।
এসি গাড়ির ভাড়া মাত্র ৭০ টাকা। বিস্তারিত নোটিস এর ছবিতে দেখুন।

কর্মের মাধ্যমে সফলতা অন্বেষণ করো, কোন কাজ ছোট নয়।
28/11/2024

কর্মের মাধ্যমে সফলতা অন্বেষণ করো, কোন কাজ ছোট নয়।

27/11/2024

টংগী ইজতেমার ময়দান
প্রস্তুত কার্যক্রম শুরু...

প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই ফুলের নাম কি?
22/11/2024

প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই ফুলের নাম কি?

Address

Tongi

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

গাজীপুর

গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা । মোগল - বৃটিশ - পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প কারখানাসহ দেশের তৈরী পোষাক শিল্পের বিরাট অংশ। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়।