Advocate Rafik Sikder & Associates

Advocate Rafik Sikder & Associates Sikder Associates is dedicated to empowering your voice & vision. Visit our website :
rafikulislamsikder.websites.co.in
or , massage us to learn more.

Whether you need, we're here to guide you every step of the way to your social growth and development.

আজকে একটা ঘটনা ঘটেছে। পৃথিবীর সর্বোচ্চ হাইস্পীড ট্রেনে করে বেইজিং থেকে গুয়াংজু আসছিলাম। দূরত্ব প্রায় ২ হাজার কিলোমিটার। ...
30/11/2024

আজকে একটা ঘটনা ঘটেছে। পৃথিবীর সর্বোচ্চ হাইস্পীড ট্রেনে করে বেইজিং থেকে গুয়াংজু আসছিলাম। দূরত্ব প্রায় ২ হাজার কিলোমিটার। সাড়ে ৭ ঘন্টার জার্নি।

আমার পাশের সিটে বসেছে একটা চাইনিজ মেয়ে। ট্রেন চলছে দূর্বার গতিতে। হঠাৎ মেয়েটা কি যেন খোজা আরম্ভ করলো। খুজতে খুজতে পুরাই তোলপার। সিট উল্টে, ফ্লোরে শুয়ে খুজতে থাকল। বুঝলাম গুরুত্বপূর্ণ কিছু হারিয়েছে।

আমাকে প্যাং পং করে কি যেন জিজ্ঞেস করল। চাইনিজরা ইংলিশ জানেনা। একদম ওয়ান টু পর্যন্ত জানে না।

তো মোবাইলে ট্রান্সলেটর ওপেন করে জিজ্ঞেস করলাম কি খুজছো? বলে ইয়ারফোন। মনে মনে গালি দিলাম। ফকিন্নির ফকিন্নি, একটা ইয়ারফোন এভাবে খুঁজতে হয়! আমি সিট ছেড়ে দাড়িয়ে গেলাম, সে খুজছে।

আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেড়িয়ে দেখি দরজার সামনে পুলিশ দাড়িয়ে আছে। আমাকে প্যং পং করে কি যেন জিজ্ঞেস করছে। ট্রান্সলেটর দিয়ে জিজ্ঞেস করলাম, টিকেট দেখাব? সে বলল না।

অমনি মেয়েটা দেখি দৌড়ে এদিকে আসছে। পুলিশকে বলছে, "ছেড়ে দেন ওসি সাহেব ছেড়ে দেন। ও গরীব হতে পারে, কিন্তু চোর না সে আমার ইয়ারফোন চুরি করেনি। এই যে ইয়ারফোন পেয়েছি।"

ততক্ষনে আমার মেজাজ তুঙ্গে। একটা ইয়ারফোনের জন্য পুলিশকে জানাতে হয়! মানে তোদের দেশেই ইয়ারফোন তৈরি হয়, সারা দুনিয়াতে এক্সপোর্ট করস। মানে সিরিয়াসলি!!!

সিটে গিয়ে অন্য দিকে তাকিয়ে বসে রইলাম। প্রেস্টিজে গভীরে লাগসে বিষয়টা। জীবনের কলঙ্কজনক অধ্যায়।

কিছুক্ষন পর আমাকে ডেকে ফোনটা দেখালো। ট্রান্সলেটরে লিখা, তোমাকে বিব্রত করার জন্য আমি দু:খিত।

যাক কিছুটা রক্ষা।এরপর আমাকে ব্যগ থেকে বিস্কুট টাইপ কিছু একটা দিলো। বলল, এটা আমাদের অঞ্চলের খুবই জনপ্রিয় খাবার। তোমাকে দিলাম।

এবার ঠিক আছে। শান্তি শান্তি লাগছে। ব্যকগ্রাউন্ড মিউজিক, চিরদিনই তুমি যে আমার। যুগে যুগে আমি তোমারই 😛

এরপর দেখি পাশের সিটের চাইনিজ ছেলেটাকেও বিস্কুট দিয়ে ক্ষমা চাইলো। পুলিশ দিয়ে ওই ছেলের বডি পর্যন্ত চেক করিয়েছে। আমি ওয়াশরুমে থাকায় চেক করতে পারেনি। ভাই, আমি ভিনদেশী মানুষ ঠিক আছে, তাই বলে নিজের দেশী ভাইকে চোর ভাববি!

একটু পর ট্রেন থামলো। জাংজুডং স্টেশনে মেয়েটা নেমে গেলো।

চাইনিজরা এমনিতে খুব ভালো। অনেক হেল্পফুল। ভাষা বুঝে না, কিন্তু যথেষ্ট ট্রাই করে। বিরক্ত হয় না।

এবার পাশে বসলো এক কানাডিয়ান ভদ্রলোক। সাথে তার মেয়ে। জীবন গতিময়। ট্রেন ৩৫০ কিমি গতিতে আবার ছুটতে আরম্ভ করল।

ভদ্রলোক চাইনিজ। কিন্তু ২০ বছর আগে দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছিল। কানাডার নাগরিকত্ব নিতে গিয়ে চায়নার নাগরিকত্ব হারিয়েছে। এখন আবার দেশে ফিরে এসে নাগরিকত্ব নেয়ার ট্রাই করছে। কারণ কানাডার অপার স্বাধীনতায় মেয়েকে মানুষ করতে পারছিলো না।

হোমওয়ার্ক না করলে কিছু বলা যায় না। স্কুলে টিচাররা শাসন করে না। তাই চায়নায় ফিরে মেয়েকে স্কুলে ভর্তি করে দিয়েছে।

কানাডায় ব্যাংকার হিসেবে কাজ করতো। এখন চায়নায় ইংরেজী বিষয়ের শিক্ষক।

এই প্রথম কোন চাইনিজের সাথে মন খুলে কথা বললাম। পুরো জার্নিতে অনেক্ষন আড্ডা হলো। কেউ একটু ইংরেজী বলতে পারলেই কেমন আপন আপন লাগে। বাংলাদেশকে ভালোই চিনে।

জিজ্ঞেস করলো, তোমাদের দেশে হাইস্পীড ট্রেন আছে?

মনে মনে বললাম, আমাদের ট্রেনের যে স্পীড, রকেটেরও এতো স্পীড নাই। আর টেসলা ছাড়াতো আমরা চড়িই না।

আমাকে উইচ্যাটে এড করলো। বলল, যদি বিজনেস করতে চাও আমাকে নক দিও। এখানে অনেক চীপ প্রাইসে ইলেক্ট্রনিকস পাবা। দেশে নিয়ে বিক্রি করবা।

লোকটার জ্ঞানের গভীরতা অনেক। ইলন মাস্ক থেকে শুরু করে ট্রাম্প, আমেরিকা, রাশিয়া অনেক বিষয়ে কথা হলো।

বলল, আমরা থ্রি ডাইমেনশন দেখি। কিন্তু ফোর্থ বা ফিফথ ডাইমেনশনও থাকতে পারে যা আমরা অনুধাবন করতে পারি না। সেখানে সৃষ্টিকর্তা অনেক কিছু আড়াল করে রেখেছেন হয়তো।

সর্বশেষ একটা কথা বলল, ভবিষ্যতে রিলিজিয়াস পার্সনরাই টিকে থাকবে। চায়না গত ২০ বছরে আশংকাজনক হারে জনসংখ্যা কমছে। সবাই নিজের লাইফ উপভোগ করতে চায়। কিন্তু রিলিজিয়াসরা একটা নিয়মের মধ্যে চলে।

তবে শিক্ষা ছাড়া রিলিজিয়াস ভয়ংকর। ডাক্তার ছুড়ি দিয়ে মানুষের পেট কেটে জীবন বাঁচায়, আবার টেরোরিস্ট ছুড়ি দিয়ে মানুষ মারে। রিলিজিয়নটা হলো ছুড়ির মতো। এডুকেশন থাকলে এই ছুড়ি দিয়ে তুমি মানুষকে হেল্প করবা। এডুকেশন না থাকলে ধর্মান্ধ হয়ে মানুষের ক্ষতি করবা।

-

চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চা...
29/11/2024

চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাওয়ার সময় হঠাৎ মাথায় আসলো যে এই চা চীনা শব্দ। আবার বিস্কুট ফরাসি শব্দ। বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ে যে চিনি ও পানি থাকে সেখানে চিনি চীনা অথচ পানি হিন্দি শব্দ। আবার চা ভর্তি পেয়ালাটা ফারসি কিন্তু কাপটা ইংরেজি শব্দ। এদিকে ইংরেজি শব্দটাই আবার পর্তুগিজ।😫🤪

চা চীনা হলেও কফি কিন্তু তুর্কি শব্দ। আবার কেক পাউরুটির কেক ইংরেজি, পাউরুটি পর্তুগীজ। 😃😄

একটু দামী খানাপিনায় যাই। আগেই বলে রাখি, খানাপিনা হিন্দী আর দাম গ্রীক। রেস্তোরাঁ বা ব্যুফেতে গিয়ে পিৎজা, বার্গার বা চকোলেট অর্ডার দেয়ার সময় কখনো কি খেয়াল করেছেন, রেস্তোরা আর ব্যুফে দুইটাই ফরাসী ভাষার, সাথে পিৎজাও। পিৎজাতে দেয়া মশলাটা আরবি। মশলাতে দেয়া মরিচটা ফারসি! 😵😖

বার্গার কিংবা চপ দুটোই আবার ইংরেজি। কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি। যে মেন্যু থেকে অর্ডার করছেন সেটা আবার ফরাসী।
ম্যানেজারকে নগদে টাকা দেয়ার সময় মাথায় রাখবেন, নগদ আরবি, আর ম্যানেজার ইতালিয়ান।
আর যদি দারোয়ান কে বকশিস দেন, দারোয়ান ও তার বকশিস দুটোই ফারসি।
😂🤓
এবার চলুন বাজারে, সবজি ফলমূল কিনতে। বাজারটা ফারসি, সবজিও। যে রাস্তা দিয়ে চলছেন সেটাও ফারসি। ফলমূলে আনারস পর্তুগিজ, আতা কিংবা বাতাবিলেবুও। লিচুটা আবার চীনা, তরমুজটা ফারসি, লেবুটা তুর্কী। পেয়ারা-কামরাঙা দুইটাই পর্তুগীজ। পেয়ারার রঙ সবুজটা কিন্তু ফারসি। 😃😛

ওজন করে আসল দাম দেয়ার সময় মাথায় রাখবেন ওজনটা আরবি, আসল শব্দটাও আসলে আরবি। তবে দাম কিন্তু গ্রীক, আগেই বলেছি।🤣😂

ধর্মকর্মেও একই অবস্থা। মসজিদ আরবি দরগাহ/ঈদগাহ ফারসি। গীর্জা কিন্তু পর্তুগীজ, সাথে গীর্জার পাদ্রীও। যিশু নিজেই পর্তুগীজ। কেয়াং এদিকে বর্মিজ, সাথে প্যাগোডা শব্দটা জাপানি। আর, মন্দিরের ঠাকুর হলেন তুর্কী। 😲😵

আর কি বাকি আছে? ও হ্যাঁ। কর্মস্থল! অফিস আদালতে বাবা, স্কুল কলেজে কিন্ডারগার্টেনে সন্তান। বাবা নিজে কিন্তু তুর্কী, যে অফিসে বসে আছেন সেটা ইংরেজি, তবে আদালত আরবি, আদালতের আইন ফারসি, তবে উকিল আরবি।🤩😃

ছেলে যে স্কুলে বা কলেজে পড়ে সেটা ইংরেজি, কিন্তু কিন্ডারগার্টেন আবার জার্মান! 🤠😃

স্কুলে পড়ানো বই কেতাব দুইটাই আরবি শব্দ। যে কাগজে এত পড়াশোনা সেটা ফারসি। তবে কলমটা আবার আরবি। রাবার পেনসিল কিন্তু আবার ইংরেজি!😲🤪

পুরোটা মনে না থাকলে অন্তত এটা মনে রাখবেন যে মন শব্দটা আরবি।🙏 ❤

শব্দের কেচ্ছা-কাহিনী এখানেই খতম। তবে কেচ্ছাটা আরবি, কাহিনীটা হিন্দি, উভয়ের খতমটা আরবিতে। মাফ চাইলাম না বা সরি বললাম না, কারণ মাফটা আরবি আর সরিটা ইংরেজি।

(সংগৃহীত)

゚viralシ

Address

Gani Mia Road (Tista Gate)
Tongi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 19:00 - 22:00
Wednesday 19:00 - 22:00
Thursday 19:00 - 22:00
Friday 17:00 - 23:00

Telephone

01911554315

Website

http://adrafikulislamsikder.link/

Alerts

Be the first to know and let us send you an email when Advocate Rafik Sikder & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Advocate Rafik Sikder & Associates:

Share

Nearby media companies


Other Digital creator in Tongi

Show All