05/04/2023
যে জিনিসগুলো গুগলের রেঙ্কিং এ আপনাকে উঠতে দেয় না বা সার্চ ইঞ্জিনকে নেগেটিভ ভাবে প্রভাবিত করে বা আপনাকে টপ থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। এসইও ফ্যাক্টস!
--
সার্চ ইঞ্জিন বা গুগলে আপনার সাইটটিকে অপ্টিমাইজ বা রেঙ্কিং এ টপ পজিশনে আনার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। যা গুগলেকে নেগেটিভ ভাবে প্রভাবিত করে বা গুগল ক্রলিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বা আপনার সাইটটিকে নেগেটিভ মার্কিং করতে বাধ্য করে সেগুলো হলো:
--
১. অনেক কন্টেন্ট কিন্তু অর্থবহ নয় বা বাজে কন্টেন্ট
২. অনেক পুরাতন কন্টেন্ট
৩. ইউজার ফ্রেন্ডলি না যা বাউন্স রেট বাড়ায় (একজন ইউজার আপনার সাইটে ঢুকে সেকেন্ডের মধ্যে বের হয়ে গেলে তাকে বাউন্স রেট বলে)
৪. ৪০৪ এরর / ৫০২ পেজ
৫. খুবই পুওর ইন্টারনাল লিংকিং বা এক্সটার্নাল লিংক
৬. নো-ফলো ইন্টারনাল লিংকিং
৭. নো ইন্ডেক্সড পেজেস
৮. রোবটস.টেক্সট তে আপনার ব্লগ বা আর্টিকেল টিকে যদি ব্লক করে রাখেন
৯. রেংক পাওয়া কন্টেন্ট এর ভিতরে নতুন আপডেট বা পরিবর্তন
১০. ট্যাকনিকাল ইস্যু / কোড ইস্যু / লোডিং ইস্যু
১১. লোকাল ব্যাকলিংকস
১২. কম্পিটিটর আপনার থেকে বেস্ট কন্টেন্ট নিয়ে আসলে
১৩. গুগল এলগোরিদম এর পরিবর্তন ইত্যাদি আরো অনেক কিছু।...
Digital Aid by Tayab Munsi