Thakurgaon Crash & Confession

Thakurgaon Crash & Confession Send Your Message To Us. We Will Send It To Your Loved One's
অনুমতি ব্যতীত মেয়েদের ছবি tcc' তে কোনভাবেই
গ্রহণযোগ্য নয়। �

30/01/2024

যে মানুষটিকে তুমি পছন্দ কর দেখবে কোন না কোন ভাবে মানুষটির প্রতি তুমি ডিপেন্ডেন্ট হয়ে গেছো। তার দিকে তাকিয়ে এমন অনেক কষ্ট তুমি সহ্য করে গেছো যে কষ্টটা তোমার ছিল না। অনেক সুখ তুমি গায়ে মাখো নি যে সুখটা তোমার ছিল।
এই ইমোশন সাইকেলটি এক পর্যায় তোমাকে তোমার কাছ থেকে কেড়ে নিবে। অন্যএকজন মানুষের উপর নির্ভর করবে, তুমি ভাল থাকবে নাকি খারপ।
মানুষটি চলে গেলে তুমি কিংকর্তব্যবিমুঢ় পাগলের মত ঝড়ের রাতে কাঁদবে ; কেননা মানুষটি সাথে করে তোমার একটা অস্তিত্ব নিয়ে চলে গেছে। সে চলে যাবার সাথে সাথে তোমার যে অংশটা তার প্রতি ডিপেন্ডেন্ট ছিল সেই অংশটাও নিয়ে গেছে।
তোমার আশে পাশের প্রাপ্তি গুলো তোমাকে আর আনন্দ দিবে না কেননা তাকে বাদ দিয়ে তুমি সুখ বোধ করতে না। সে নেই। সুখও নেই।
তোমার নিজেকে লোহার মত মনে হবে। আঘাতে লোহারা মচকায় না; সহ্য করতে না পারলে একদম ভেঙ্গে দু টুকরা হয়ে যায়। তোমার এক টুকরো নিজের কাছে। অন্যটি তার কাছে।
মানুষকে ভালবাসবে, খবরদার ডিপেন্ডেন্ট হবে না। মানুষ গুলা শেষমেশ তোমার সাথে নাও থাকতে পারে। পৃথিবীতে যে মানুষটা কোনদিন তোমাকে ছেড়ে যাবে না সেই মানুষটাকে দেখতে চাইলে আয়নার সামনে এসে দাড়াও ! চার্লি চেপলিন ঠিকই তো বলেছেন, তুমি কাঁদলে আয়নার মানুষটা কখনোই হাসবে না।

30/01/2024

মানুষ ঠিক কতটুকু ভালোবাসলে বা ডেডিকেটেড হলে সর্ম্পকের মিলন বা বিয়ে অবধি দেখা পায় সেটা আমার খুব একটা জানা নেই,কিন্তু আমি এমন অনেকেই দেখেছি ৮/৯ বছরের চেনা জানা এবং সম্পর্ক থাকার পরেও বিয়ে অবধি যেতে যেতে ব্রেকআপ হয়ে যায়, আবার দিনে ১৫ ঘন্টা পরিশ্রম করেও লাইফের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি। সেটা সর্ম্পক বা পড়াশোনা হোক কিংবা চাকরির ক্ষেত্রে হোক।
আবার এমন অনেকেই দেখেছি ৩ মাসের পরিচয় বিয়ে অবধি চলে যেতে, আবার কেউ কেউ সকাল ১০টায় ঘুম থেকে ওঠে চা'য়ের চুমুকে চুমুকে রেজাল্ট করছে ফাস্ট ক্লাস, কেউ আবার চাকরি কোনটা রেখে কোনটাই যাবে এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে।
এখানে প্রকৃতির ইশারা বড়ই রহস্যময়, ডেডিকেশন,ভালোবাসা, পরিশ্রম অনেক সময় সহায় হয় না।
ক্লাসের সবচেয়ে বেয়াদব ছেলেটাও দিব্যি সংসার করে যাচ্ছে, ক্লাসের সবচেয়ে ভদ্র মেয়েটা ইতিপর্বে দুইবার ডিভোর্স হয়ে গেল।
মানুষের প্রাপ্তির জায়গাটা সব সময় অপরিপূর্ণ থাকে।
সব সময়ই আপনি এফোর্টস দিলেই যে আউটপুট ভাল পাবেন তেমনটা নয়।
মানুষের কিছু সমীকরণ তকদিরে থাকে যা কেবল সৃষ্টিকর্তাই যোজন বিয়োজন সংযোজন ও অপসারণ করতে পারে।
সত্যি বলতে জীবনের মৌলিক ক্ষেত্রগুলোতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেফ তাকদীর।।🧡
-মুহাম্মদ আরাফাত রহমান

Address

Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when Thakurgaon Crash & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category