Digital marketing

Digital marketing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital marketing, Digital creator, thakurgaon, Thakurgaon.

16/06/2024

আপনি যখন ফেসবুকে পোস্ট করেন আপনার ভিডিও ভাইরাল বা মানুষ কেনো দেখছেনা । না দেখার কারণ কী?

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,আজ ১৪ই জুন, ২০২৪ ইং শুক্রবার ঠিক রাত ১০ঃ৩০ মিনিটে ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে Facebook M...
14/06/2024

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ ১৪ই জুন, ২০২৪ ইং শুক্রবার ঠিক রাত ১০ঃ৩০ মিনিটে ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে Facebook Marketing (PAID) নিয়ে একটি বিশেষ লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত লাইভ ক্লাসটি পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় Kaniz Fatema Maria ম্যাম। এই বিশেষ ক্লাসটিতে অবশ্যই সকলের অংশগ্রহণ একান্তকাম্য।

🔰 ফ্রিল্যান্সিং অত্যন্ত আকর্ষনীয় একটি পেশা। তরুন তরুনীরা দিন দিন ফ্রিল্যান্সিং পেশার প্রতি আগ্রহী হচ্ছেন। প্রত্যন্ত এলাক...
10/06/2024

🔰 ফ্রিল্যান্সিং অত্যন্ত আকর্ষনীয় একটি পেশা। তরুন তরুনীরা দিন দিন ফ্রিল্যান্সিং পেশার প্রতি আগ্রহী হচ্ছেন। প্রত্যন্ত এলাকায় ফ্রিল্যান্সিং করে কোটিপতি হবার ঘটনা যেমন প্রচুর আছে।❤
❤ তেমনি ব্যর্থ হয়ে ঝরে পড়ার ঘটনা ও কম নেই। না জেনে,বুঝে অনেকেই ফ্রিল্যান্সিং এসে ঝরে পড়ছেন। যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী,ফ্রিল্যান্সিং শিখেও কাজ পাচ্ছেন না,কিভাবে ফ্রিল্যান্সিংয়ের কোন কাজটা শিখলে ভালো হবে এমন সব তথ্য জানতে চান। অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের সাথে কথা বলতে চান তাদের জন্য থাকছে বিশেষ সুযোগ !! 🤗

🔰 সেরকমই একটি ওয়েবিনার হতে যাচ্ছে আজ ১০ জুন ২০২৪ ! ঠিক রাত ৮ টায়
জয়েন করতে ইনবক্সে মেসেজ করুন!
development

07/06/2024

আপনার ব্যবসা কে যদি দুই গুন বাড়াতে চান তাহলে ভিডিও টা আপনার জন্য

06/06/2024

একজন মানুকে চেনা যায় সে কতটা নিম্নবিত্ত মানুষদের সাথে গুট বিহেব দিচ্ছে বা ভালো বিহেব দিচ্ছে সেটার মধ্যেমে

সফল হতে চান?- সুযোগ গ্রহণ করতে  শিখুন✌️স্বপ্ন পূরণ করতে চান?- দীর্ঘমেয়াদী ধারাবাহিক কাজ করতে শিখুন👍ভালো ভাবে বাঁচতে চান?...
03/06/2024

সফল হতে চান?
- সুযোগ গ্রহণ করতে শিখুন✌️

স্বপ্ন পূরণ করতে চান?
- দীর্ঘমেয়াদী ধারাবাহিক কাজ করতে শিখুন👍

ভালো ভাবে বাঁচতে চান?
- নিজের ইচ্ছাকে মূল্যায়ন করুন🤷‍♂️

নিজের মত বাঁচতে চান?
- সমালোচনাকে হাসিমুখে এড়িয়ে চলুন🙏

হাসিমুখে চলতে চান?
- সর্বদা পজিটিভ থাকুন আর হতাশাকে বিদায় দিন 💪

কাজ সবাই করে.. কিন্তু কাজ তাদেরকেই সঠিক মূল্য দেয় যারা আত্মা থেকে ভালোবেসে নিজের কাজ করেন।
তাই বলা হয়...
ভালোবাসলে কাজ কথা বলে
না হলে কাজ পাছায় লাথি মারে 🙄?

চলুন একএকটা গল্পের মাধ্যমে শিক্ষা নিই....

তিনজন শ্রমিক ইট গাঁথছিলেন। একজন পথিক তারা কি করছেন জানতে চাইলেন?

প্রথমজন... দেখছেন না আমি মজুরির জন্য কাজ করছি🙂

দ্বিতীয়জন... দেখছেন না আমি ইট গাঁথছি🤔

তৃতীয়জন বললেন,আমি একটি সুন্দর সৌধ তৈরি করছি🥰

তিনজন একই কাজ করছেন,কিন্তু ভিন্ন ভিন্ন জবাব দিলেন।এটাই জীবনের প্রতি মুহূর্তের কাজের প্রতি দৃষ্টিভঙ্গী।তাই... দৃষ্টভঙ্গি বদলান জীবন বদলে যাবে😍

💻ফিউচার আইটি একটি সম্পূর্ণ নতুন  অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অফলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছে । 🛜যারা অনলাইনে স্বাচ্ছন্দ ব...
02/06/2024

💻ফিউচার আইটি একটি সম্পূর্ণ নতুন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অফলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছে ।
🛜যারা অনলাইনে স্বাচ্ছন্দ বোধ করেন না তারা এই কোর্সে এডমিশন নিয়ে ফিজিক্যালি এসে খুব সহজেই ক্লাসগুলো করার মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারেন এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন।
🎫🎫

31/05/2024

শপিফাই সিরিজের ৩য় ভিডিও
শপিফাই নিয়ে আপনি ফিউচার আইটির কোর্সে কি কি শিখবেন:
শপিফাই তে কিভাবে একাউন্ট খুলবো, কিভাবে প্রোডাক্ট কিভাবে আপলোড করবো এবং সেটআপ থেকে শুরু করে কাজ কিভাবে পাবো সেটা জানবো।

29/05/2024

শপিফাই সিরিজের ২য় ভিডিও

মার্কেটপ্লেসে শপিফাই এর চাহিদা কেমন চলুন জেনে নেই:
ফাইভার ও আপওয়ার্কের পাশাপাশি অন্যান্য মার্কেটপ্লেস সহ লোকালি ক্লাইন্টদেরও অনেক চাহিদা রয়েছে শপিফাই নিয়ে কারণ ই-কমার্সের সকল সুযোগ সুবিধা এই শপিফাই তে রয়েছে। তাই এই ভিডিও তে মার্কেটপ্লেসে শপিফাই নিয়ে কেমন কাজ আছে সেটাই আমরা জানতে পারবো।

25/05/2024

শপিফাই সিরিজের ১ম ভিডিও

শপিফাই কি চলুন জেনে নেই :
শপিফাই একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যা আপনাকে অনলাইনে স্টোর তৈরি, পরিচালনা এবং আপনার ব্যবসাকে বাড়াতে সহায়তা করে। এটি কানাডার অটোয়া ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি।

24/05/2024

আকর্ষনীয় ডিজিটাল মার্কেটিং ও ফ্রিলান্সিং ক্যারিয়ার কোর্স
🔰আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে থাকছেঃ
💯স্যোসাল মিডিয়া মার্কেটিং এন্ড সোস্যাল মিডিয়া
অপটিমাইজ উইথ এস ই ও
↪️যেমনঃ ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউভ, লিংক্ডইন,
টুইটার, পিন্টারেস্ট ইত্যাদি
↪️ফেইসবুক, ইনস্টাগ্রাম ও গুগল এড্স
↪️এস ই ও(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
↪️ক্যানভা ডিজাইন
↪️ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন
↪️ভিডিও এডিটিং(এডোবি প্রিমিয়ার প্রো-২০২৪)
↪️ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিলান্সার ডট কম, পিপল পার
আওয়ার ও অন্যান্য বড় বড় মার্কেটপ্লেস এ একাউন্ট
খোলা ও ক্লায়েন্ট হান্টিং করে কাজ নিয়ে আসা
↪️মার্কেটপ্লেস এবং স্যোসাল মিডিয়া সাইটগুলো থেকে
ক্লায়েন্ট বের করার পদ্ধতি
↪️ফ্রিলান্সিং গাইডলাইন
↪️কম্পিউটারে দূর্বলদের জন্য **শর্ত সাপেক্ষে** প্রতি
শ্রুক্রবার ক্লাসের ব্যবস্থা
💥আপনি কেন এই কোর্স টি করবেন💥
↪️ভবিষ্যত সময়গুলোতে আপনাকে মার্কেটে টিকে
থাকতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোন বিকল্প
নেই।
↪️যেহেতু ফ্রিলান্সিং হচ্ছে মুক্তপেশা এবং একজন
ফ্রিলান্সার হচ্ছে একজন মুক্তপেশাজীবি তাই আপনি
পেশাগতভাবে স্বাধীন হতে গেলে বর্তমানে এটির বিকল্প
নেই।
💥কাদের জন্য এই কোর্সটি গুরুত্বপূর্ন💥
↪️চাকুরীজীবি, ব্যবসায়ী, ছাত্র/ছাত্রী, গৃহিনী অথবা বেকার
আছেন সকলেই এই কোর্স টি করতে পারেন
🧨বেসিক বা সাধারন শিক্ষাগত জ্ঞান থাকলেই আপনি
কোর্সটি করার জন্য উপযুক্ত
কারন আমরা 💯বিশ্বাস করি, মানুষ সফল হয় তার ব্রেইনকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে আর এটাও বিশ্বাস করি যে, মানুষ তার স্বপ্নের সমান বড়।
💥বিশেষ সুবিধা💥
↪️আজীবন সাপোর্ট পাবেন এবং ভালোভাবে নিজের স্কিল

24/05/2024

ডিজিটাল মার্কেটিং সেক্টরে শপিফাই এর সম্ভাবনা নিয়ে খুব শীগ্রই সিরিজ ভিডিও আসতে যাচ্ছে। এই সিরিজ ভিডিও নিয়ে আমাদের সবার প্রিয় আবু বকর চৌধুরী স্যার থাকবেন আমাদের সাথে। তাই চোখ রাখুন আগামী সিরিজ ভিডিওতে।

👉কি চিন্তা করতেছেন🧑‍ আপনি কি আপনার ফেসবুক মনিটাইজেশন✅ ইনকাম করতে চান💲। তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন✅। কারণ আপনার অন...
18/05/2024

👉কি চিন্তা করতেছেন🧑
‍ আপনি কি আপনার ফেসবুক মনিটাইজেশন✅ ইনকাম করতে চান💲। তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন✅। কারণ আপনার অনেক ধৈর্য আছে, নিজের প্রতি বিশ্বাস আছে। আমি জানি আপনি একদিন সফল হবেন👈। যদি আপনি আপনার ফেসবুক পেইজ মনিটাইজেশন করে ইনকাম করতে চান তাহলে আমাকে ইনবক্সে করতে পারেন📩 ,,,ধন্যবাদ,,,

যারা ফেজবুক Page থেকে ইনকাম করতে চান নক দিবেন
17/05/2024

যারা ফেজবুক Page থেকে ইনকাম করতে চান নক দিবেন

••ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই, সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-_ফ্রীতে শিখতে চাও...
15/05/2024

••ফ্রিল্যান্সিং নিয়ে ধোঁকাবাজির শেষ নেই, সাধারণ মানুষ ধোঁকায় পড়ে কয়েকটি কারণে তার মধ্যে কিছু কারণ হলো:-

_ফ্রীতে শিখতে চাওয়া।
_ফ্রীতে কোর্স করানোর কথা বলা।
_৯৯ টাকা বা ২০০ টাকায় ফুল কোর্স।
_১০০০ থেকে ২০০০০ টাকায় আজীবন সাপোর্ট।
_ইনকাম করে তারপর কোর্স ফী দেওয়া।
_শুরু করলেই ইনকাম করা যায়।
_ সময় লাগে না। মাত্র ২ সপ্তাহ বা এক মাসে কোর্স শেষ করা।
_ ৩ মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়।

___এরকম হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি চিন্তা করেন তো একজন ডাক্তার, শিক্ষক অথবা ইঞ্জিনিয়ার হতে হলে তাকে কতটা পরিশ্রম এবং টাকা খরচ করতে হয়।তারপরে গিয়ে নিজেকে একটা অবস্থানে নিয়ে আসতে পারে।

__ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট করতে চান মাত্র ০০ টাকা। যারা একদম ফ্রিতে ফ্রিতে সব পেতে যাই দেখা যাই শেষে গিয়ে এই মানুষগুলোই ঠকে যায়।যাকে বলে সস্তার অবস্থা ভয়াবহ।

__ ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার। আর আপনি ভাবছেন ফ্রিতে ১ সপ্তাহে আপনি ফ্রিল্যান্সার হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন। এটা আপনাদের ভ্রান্ত ধারণা ছাড়া কিছুই নয়। একটা ভালো মানের স্কিল ডেভলপ কোর্স কমপক্ষে ৪-৫ মাস লাগে।

__তাই সঠিক জায়গায় ইনভেস্ট করে,সঠিকটা শিখুন,নিজের সময় এর মূল্য দিন। ফ্রি এর পিছনে পড়ে সময় নষ্ট করবেন না এবং প্রতারিত হবেন না।

নিজের প্রতি ইনভেস্ট করুন। জীবনের সবথেকে মূল্যবান ইনভেস্ট হলো নিজের উপর ইনভেস্ট করা।



10/05/2024

👩‍🏫ফ্রিল্যান্সিং কি? জানেন তো?
ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের অধীনে না থেকে, স্বাধীনভাবে বিভিন্ন কাজ করে আয় করেন। এই কাজগুলো সাধারণত ইন্টারনেটের মাধ্যমে করা হয়, তাই আপনি ঘরে বসেই বিশ্বের যেকোনো প্রান্তের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারেন। যার মধ্যে ডিজিটাল মার্কেটিং অন্যতম।

👉তাহলে চলুন জেনে নেই ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবা বাজারজাত করার প্রক্রিয়া। যা আপনার পণ্য ও সেবায় আগ্রহী এমন লোকেদের কাছে দ্রুত পৌঁছাতে সাহায্য করে। যেমন: সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO), সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,আজ ১০ই মে ২০২৪ইং রাত ১০ঃ৩০ মিনিটে ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে Google Tag Manager নিয়ে একট...
10/05/2024

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ ১০ই মে ২০২৪ইং রাত ১০ঃ৩০ মিনিটে ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে Google Tag Manager নিয়ে একটি বিশেষ লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত লাইভ ক্লাসটি পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় আতিক মো: আলাভী স্যার। এই বিশেষ ক্লাসটিতে অবশ্যই সকলের অংশগ্রহণ একান্তকাম্য।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ৭মে, ২০২৪ ইং মঙ্গলবার ঠিক রাত ১০ টায় ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে Fiverr with Problem...
07/05/2024

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ ৭মে, ২০২৪ ইং মঙ্গলবার ঠিক রাত ১০ টায় ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে Fiverr with Problem Solving নিয়ে একটি বিশেষ লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত লাইভ ক্লাসটি পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় মোঃ মাসুদ রানা স্যার। এই বিশেষ ক্লাসটিতে অবশ্যই সকলের অংশগ্রহণ একান্তকাম্য।

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং📱🛑আমরা অনেকেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার কথা শুনলে হাসি ঠাট্টা করি। কিন্তু চাইলে মোবাইল দি...
06/05/2024

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং📱

🛑আমরা অনেকেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার কথা শুনলে হাসি ঠাট্টা করি। কিন্তু চাইলে মোবাইল দিয়ে ও ফ্রিল্যান্সিং করা সম্ভব। 👈

✔️✔️আপনারা যারা ফেসবুক,মেসেন্জার,গেম, ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক ইউটিউব কে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে। এটাই মূলত ফ্রিল্যান্সিং।👈

🔇আর আমাদের অযুহাতের অভাব নাই।আমরা ডান হাত বাম হাত কে কাজে না লাগিয়ে অজুহাত কে কাজে লাগাই। আমার কি কম্পিউটার আছে, আমি কি ইংলিশ পারি, আমি তো গ্রামে থাকি,আমার নেট ভালো পায় না, আমি কি পারবো? নানান ধরনের অযুহাত। চেষ্টা করলে সব কাজই সহজ হয়। হ্যাঁ আপনিও পারবেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই শুরু করে দেন।



06/05/2024

গ্রাফিক্স ডিজাইন নিয়ে দূর হোক আপনার ভুল ধারণা। গড়ুন বেস্ট ক্যারিয়ার 💪

📩 Admission চলছে ফিউচার আইটির গ্রাফিক্স ডিজাইন (বেসিক টু এডভান্স) কোর্সে।

কোর্সে থাকছে -
✅ ২৭ টি লাইভ ক্লাস,
✅ ২০+ প্রজেক্ট,
✅ সাপোর্ট ক্লাস,
✅ Passive ইনকাম গাইডলাইন ও
✅ অনলাইন মার্কেটপ্লেস নিয়ে কমপ্লিট গাইডলাইন।

06/05/2024

লিঙ্কডইন মার্কেটিং হলো, লিঙ্কডইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার ব্যবসা, ব্র্যান্ড, বা ব্যক্তিগত ব্র্যান্ডকে প্রচার করার প্রক্রিয়া। লিঙ্কডইন বিশ্বের বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট, যেখানে ৮৩০ মিলিয়নেরও বেশি সদস্য রয়েছে।

লিঙ্কডইন মার্কেটিং আপনার ব্যবসা বা ব্যক্তিগত ব্র্যান্ডকে বৃদ্ধি করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে।
এই বিষয়ে দক্ষ হতে চাইলে যোগাযোগ করুন( 01766-539158)

06/05/2024

বেসিক এসইও শিখুন ১ মিনিটে!

এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন) হলো আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন (যেমন Google, Bing, Yahoo) -এর রেজাল্টে উপরে উঠানোর একটি প্রক্রিয়া। যা মূলত দুইটি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। একটি হলো অন পেইজ এসইও আর অন্যটি হলো অফ পেইজ এসইও।

💎অনেকের ই একটি কমন প্রশ্ন 🤔 ফ্রিল্যান্সিং কি..? কিভাবে শুরু করবো? ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!💸আমি কি ফ্রিল্যা...
06/05/2024

💎অনেকের ই একটি কমন প্রশ্ন 🤔

ফ্রিল্যান্সিং কি..?
কিভাবে শুরু করবো?
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!💸
আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ?🤔

1. ফ্রিল্যান্সিং কি..?

✊ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত বা স্বাধীনপেশা, আর যিনি ফ্রিল্যান্সিং করেন তিনি হলেন একজন 💎ফ্রিলান্সার💎।

যিনি বি​ভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা ( ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন) অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।

2. কিভাবে শুরু করবো?🤔

আমরা প্রত্যেকেই জানি কোনো একটা কাজ শুরু করতে গেলে আগে সেটা শিখতে হয়। এর ক্ষেত্রেও বিকল্প নেই। আমরা প্রথমে একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারি, তবে তার আগে যে এই বিষয়ে অভিজ্ঞ তার নিকট অবশ্যই পরামর্শ নিয়ে যেতে হবে।

3.ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!🤔

আমার প্রশ্ন তাদের প্রতি যে আপনি কতো টাকা আয় করতে চান! 🤔 ফ্রিল্যান্সিং সেক্টরে ততোই আয় করা সম্ভব।

কিন্তু তার জন্য একটা জিনিস অবশ্যই প্রয়োজন ⚡,
তা হলো আপনার পরিশ্রম আর ধৈয্য।

4. আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ? 🤔

ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যেই সেক্টরের কাজ কখনো শেষ হবে না, বরং প্রযুক্তি যতো উন্নত হচ্ছে ততোই এই সেক্টরের কাজ বেড়েই চলেছে 🔥(100% ক্যরিয়ার)।


🔥.

Address

Thakurgaon
Thakurgaon

Telephone

+8801766539158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital marketing:

Videos

Share



You may also like