Md Naim Hosen

Md Naim Hosen ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে”
---বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)

04/06/2024

আপনার জেলার বিখ্যাত একজন মানুষের নাম বলুন যাকে সবাই চেনে,,??

02/06/2024
কথা কি ঠিক,,??                         ゚
30/05/2024

কথা কি ঠিক,,??




















আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন,,
29/05/2024

আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন,,

খানিকটা প্রকাশ করি বাকিটা ব্যক্তিগত.....!       এতোটুকুই চেনো আমায় যতটুকু প্রকাশিত ,,💔💔
14/04/2024

খানিকটা প্রকাশ করি বাকিটা ব্যক্তিগত.....!
এতোটুকুই চেনো আমায় যতটুকু প্রকাশিত ,,💔💔

14/04/2024

পহেলা বৈশাখ

পালন করা

মুসলমানদের জন্য

হারাম!

রাসূলুল্লাহ (সাঃ) বলেন, 'যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি • (কিয়ামতের দিন) তাদের অন্তর্ভুক্ত হবে' (আবুদাউদ, মিশকাত হা/৪৩৪৭)

03/04/2024

আসসালামু আলাইকুম
আমারও ব্যাক করলাম আমার ফেসবুক পেইজে,, 🥰🥰

টাইমলাইনে রেখে দিতে পারেন।মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়। ব্যাটেল জুইস একটা তারা আছে, যা স...
25/02/2024

টাইমলাইনে রেখে দিতে পারেন।

মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।
গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্বনবী( সা.) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো

কবরের বাহিরটা শুধুই পৃথিবী,কিন্তুু ভিতরটা শুধুই আফসোস আর আযাব”- ইমাম ইবনুল কাইয়্যুম (রহ.)[কিতাবুর রুহ, ৯৫]
11/02/2024

কবরের বাহিরটা শুধুই পৃথিবী,
কিন্তুু ভিতরটা শুধুই আফসোস আর আযাব”

- ইমাম ইবনুল কাইয়্যুম (রহ.)
[কিতাবুর রুহ, ৯৫]

Alhamdulillah ❤️
11/02/2024

Alhamdulillah ❤️

রসুলুল্লাহ (সাঃ) বলেছেন- "আমি যা জানি তোমরা যদি তা জানতে,তহলে খুব অল্পই হাসতে এবং খুব বেশি কাঁদতে।"(সহিহ বুখারী : ৬৪৮৫)
10/02/2024

রসুলুল্লাহ (সাঃ) বলেছেন-

"আমি যা জানি তোমরা যদি তা জানতে,
তহলে খুব অল্পই হাসতে এবং খুব বেশি কাঁদতে।"

(সহিহ বুখারী : ৬৪৮৫)

আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
07/02/2024

আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।

06/02/2024

রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়।

_______ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

04/02/2024

@ ঈমানের চেয়ে উত্তম ........
কোনো ধন দৌলত নেই @
" আলহামদুলিল্লাহ....।

Alhamdulillah ❤️
04/02/2024

Alhamdulillah ❤️



04/02/2024

🤲মৃত্যু টা যেনো নামাজে হয়🤲
🤲দিন টা যেনো শুক্রবার হয়🤲
🤲মাস টা যেনো রমজান হয়🤲
🤲স্থান টা যেনো জায়নামাজে হয়🤲
🤲শরীল টা যেনো পবিত্রতা হয়🤲
🤲সময় টা যেনো ফজর হয়🤲
🤲 কালেমা টা যেনো নসিব হয় 🤲
🤲আল্লাহ সবার এই আশা টা যেনো পুরণ হয়🤲
🤲🤲🤲আমিন🤲🤲🤲




আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...!ফজর- ২ x ৩৬৫ দিন    = ৭৩০ রাকাআতযােহর- ৪ x ৩৬৫ দিন    = ১৪৬০ রাকাআতআসর- ৪x ৩৬৫ দিন     =...
03/02/2024

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...!
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে
ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... 🤲🤲🤲আমিন।🤲🤲🤲

01/02/2024

★জীবন চলার পথে কথা গুলো কাজে লাগবে---
১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে,
টের পাবেন না।
-
২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে মটরসাইকেল কিংবা গাড়িতে করে এসে হ্যাচকা টান দেবে।
-
৩. রাস্তায় কিছু খাবেন না, কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন অথবা প্যাকেটজাত কিছু খান।
পাশের যাত্রী কিছু দিলে খান না, তাতে কি?
হয়তো যে পানি বা ডাব কিনলেন, বা
অন্যকিছু তাতেই থাকতে পারে ঔষধ।
-
৪. ট্রেন জার্নিতে দরজার পাশে, দুই বগির পাশে দাড়াবেন না। কিংবা যতোই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতোই রোমান্টিক লাগুক, যে গ্যাং গুলো ছিনতাই করে, তারা খুবই নির্দয় এবং বেপরোয়া। অনেক
যাত্রীর লাশ পাওয়া যায় সারাদেশের ট্রেন লাইনের আশেপাশে। বেশিরভাগই বেওয়ারিশ হিসেবে দাফন
করে ফেলা হয়।
-
৫. কপাল খারাপ হলে ছিনত্যাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন। কি করবেন ? ছিনতাইকারী বেশ কয়েকজন। আপনি একা, চারপাশে কেউ নেই। আপনাকে ঘেরাও করে রেখেছে। আপনার পকেটে দামী ফোন। এসবক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা। কারণ যারা ছিনতাইকারী তাদের বেশিরভাগই নেশাগ্রস্থ।
আপনার জীবনের দাম পৃথিবীর যেকোনো দামী ফোনের চেয়েও অনেক বেশি।
-
৬. বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন। হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং।
দেখবেন আপনাদের নিয়ে নানান রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছেই আপনাকে উত্তেজিত করে একটা
ঝামেলায় বাধাতে।
এতে ওদের লাভ, সেটা
কিরকম ?
ধরাযাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করেছে বলে আপনি পাল্টা কিছু বললেন বা করলেন। এই পেয়ে
গেলো সুযোগ। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে। যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনেই নানান
রকমভাবে জেরা করবে। তারপর বিচারে আপনাকেই দোষী বানিয়ে দেবে।
অত:পর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানা
বাবদ টাকা পয়সা কিংবা দামী ঘড়ি, ফোন অথবা ল্যাপটপটা রেখে দেবে। তাই এসব জায়গায় কথা বাড়ানো
মানেই ঝামেলা ডেকে আনা। আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন।

৭. ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন। সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়তে যাবেন না। বাসস্টপে বা ট্রেন স্টেশনেই অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেস্ট মানুষ থাকবে তখন বের হন।

৮. ট্রেন স্টেশনে বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরেছেন। মাথায় করে পৌঁছেব দেয়ার নামে আপনার কাছ থেকে চাদার মতো
৪০০-৫০০ টাকা খসিয়ে ছাড়বে কুলিরা। তাই সাবধানে থাকুন,
দরদাম করে তারপর কুলি ঠিক করুন।

৯. নিউমার্কেট বা নীলক্ষেতের মত জায়গায় কেনা কাটা করতে গেলে খুবই সাবধান। কৌতুহলের
বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও
এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন এখানে মেজাজ দেখিয়ে লাভ নাই, এখানকার দোকানীরা সংঘবদ্ধ হয়ে কাজ করে।

১০. বাসে উঠলে প্যান্টের পিছনের পকেটে মোবাইল, মানিব্যাগ এসব কিছু রাখা নিরাপদ না।
দেখবেন ভিড়ের মাঝে বাসে ওঠতেছেন যে কেউ টান মেরে নিয়ে যেতে পারে টের ও পাবেন না। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন।

১১. বাণিজ্যমেলা, চিড়িয়াখানা, চন্দ্রিমা উদ্যান কিংবা শিশুপার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিংগাড়া কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে ৪০০-৫০০টাকার বিল ধরিয়ে
দেবে আপনাকে।

১২. রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনত্যাইকারী ধরলেতো কথাই নেই। এমনকি ‌( কিছু বিপদগামী)পুলিশ ( সক‌লেই নয় )ধরলেও বিপদ। যতই নির্দোষ হন, পুলিশ যদি বুঝতে না চায়
আর আপনাকে আটকে রাখার নিয়ত যদি থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না।

১৩. বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক
বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ‘ট্রিপ’ নিচ্ছে। খুব অল্প ভাড়ায় আপনাকে পৌছে দেবার কথা বলবে। আপনি উঠবেন না। মেয়ে
হলেতো আরো আগে না।

১৪. রাস্তায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ ভদ্রবেশি কেউ এসে, সে হতে পারে ছেলে বা মেয়ে বা বয়ষ্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো।
বললো, উনার কোন একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিতে হবে কাউকে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, দেখবেন পরক্ষণেই হুট
করে বাইকে উঠে হাওয়া।

১৫. সাথে সবসময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন। বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দূর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন, তখন যারা
উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবার পরিজনকে জানাতে পারবে।

১৬. নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইলে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেও
পারবেন না।
সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক
থাকুন, চোখ কান খোলা রাখুন।
মনে রাখবেন, দোয়া পড়ে বাহির হবেন।

আপনার নিরাপত্তা আপনারই হাতে।
এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।

নিজে সতর্ক ও সচেতন থাকুন এবং অন্যকেও সতর্ক ও সচেতন করুন।

শিক্ষা ও তথ্য কেন্দ্র

- রাসূল (সাঃ) বলেছেন,আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে,অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে...
31/01/2024

- রাসূল (সাঃ) বলেছেন,
আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,
যে আমার কোনো হাদিস শুনেছে,
অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে!🌸
❤️
[ আবু দাউদ : ৫১৫ ]

29/01/2024

ফা'ইন্নামা আল'উসরি ইউসরা •••

. ♥ নিশ্চই কষ্টের সাথেই~
রয়েছে স্বস্তি ~🥰🥰

29/01/2024

এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।”

___বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)

28/01/2024

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা..

... (হযরত আলী রাঃ)

28/01/2024

–তুমি সাজো আল্লাহর জন্য–!!😊
–আল্লাহ জান্নাত সাজাবে তোমার জন্য–🤲🌺
–আলহামদুলিল্লাহ,,🤲

28/01/2024

একটা পাঙ্গাশ মাছ🦈
মা কাটলো,বউ ধুইলো, বোন রান্না করলো
এখন তরকারিতে মাছের আঁইশ পাওয়া গেলে
দোষটা কার..?

হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে ,,,,যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে -- ইবনুল খাতীব
24/01/2024

হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে ,,,,যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে
-- ইবনুল খাতীব

21/01/2024

কুল মাখলুক আল্লাহ তায়ালা
তোমার দয়ার দান
তুমি সবার স্রষ্টা পালক
সর্বশক্তিমান ।
বাদশাকে কর নিমিশে ফকির
ফকিরকে করো ধরার আমির
জীবিতাকে তুমি করেছো মৃত
মৃতকে দিয়েছো প্রাণ ।
--কবি সাবির আহমেদ চৌধুরী

আলহামদুলিল্লাহ দীর্ঘ ১০ বছর পরে মুক্ত শায়েখ মুফতী জসিম উদ্দিন রাহমানী হাফিঃ
21/01/2024

আলহামদুলিল্লাহ
দীর্ঘ ১০ বছর পরে মুক্ত শায়েখ মুফতী জসিম উদ্দিন রাহমানী হাফিঃ

Porda kora foroj
19/01/2024

Porda kora foroj



19/01/2024

মিষ্টি শুরে তিলাওয়াত



Address

Baliadangi
Thakurgaon
5140

Telephone

+8801310392313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Naim Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Naim Hosen:

Videos

Share



You may also like