Mk lifestyle & blog

Mk lifestyle & blog Page About "Mk lifestyle & blog"
(21)

 ুভ_সকাল।👇🌸☕
19/12/2024

ুভ_সকাল।👇🌸☕

জীবন & জীবিকা। 👇
18/12/2024

জীবন & জীবিকা। 👇

আসসালামু আলাইকুম।
17/12/2024

আসসালামু আলাইকুম।

12/12/2024

হয় ভাত খা, নয়তো মাইর খা,,,,😔

02/12/2024

সঠিক উত্তর দিতে পারলে ☕ খাওয়াবো।😊

শুভ রাত্রি। 🛌
01/12/2024

শুভ রাত্রি। 🛌

এক চোখা হয়ে অনেক  ক/ষ্টে আছি।😥
01/12/2024

এক চোখা হয়ে অনেক ক/ষ্টে আছি।😥

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
25/11/2024

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?

এই দুনিয়ায় কেউ পারফেক্টলি সুখি নয়,সবার জীবনে কষ্ট আছে,অতীত আছে।কেউ প্রকাশ করে আবার কেউ কষ্ট বুকে চাপা দিয়ে সবার সামনে হা...
22/11/2024

এই দুনিয়ায় কেউ পারফেক্টলি সুখি নয়,সবার জীবনে কষ্ট আছে,অতীত আছে।কেউ প্রকাশ করে আবার কেউ কষ্ট বুকে চাপা দিয়ে সবার সামনে হাসি মুখে চলে....

17/11/2024

কেউ একজন বলেছিলো-
আপনাকে ভীষন ভালোবাসি !!!

আমি বলেছিলামঃ-
কেন ???

সে বলেছিলো-
আপনার চোখ দুটো সুন্দর ,,আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন,,আপনার ঠোঁটের নিচের কালো তিল টা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি ।

আমি বুজেছিলাম-
এটা তার ভালোবাসা না-
এটা তার ভালোলাগা-
তাই তাকে আর ভালোবাসা হলো না ।

একজনকে একটা-
গোলাপ দিয়ে বলেছিলাম "ভালোবাসি" ।
তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম ।
সে বলেছিলো-
গোলাপ টা শুকিয়ে গেছে-
গন্ধহীনা হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিছি ।

আমি বুজেছিলাম-
সে সৌন্দর্যের প্রতীক ।
সৌন্দর্য নষ্ট হয়ে গেলে-
সে গোলাপের মতো-
আমাকেও ছুড়ে ফেলে দিবে ।
তাই তাকেও আর ভালোবাসা হয়নি ।

আর একজন এসেছিল-
সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিলো অসিম ।

কিন্তু কিছুদিন-
যেতে না যেতে ই বাড়লো তার অবহেলা ।

আমি বুজেছিলামঃ-
সে নতুনে মুগ্ধ ।
একটু পুরানো হলে-
তার আর আগের মতো ভালো লাগে না ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

জীবনে-
ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে, সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো ।

সে জীবনে আসলে-
আপনার সৌন্দর্য কে নয়-
আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে ।
তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না ।

আপনার দেওয়া গোলাপটা-
শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পর ও-
যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাজে ।

ঠিক যেমন আপনাকে সারাজীবন-
হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারাজীবন 🌿🌿🌿

(কুড়িয়ে পাওয়া জীবনের কথা)

এটার মানে বুঝতে পারছি না, কেউ কি জানেন?
15/11/2024

এটার মানে বুঝতে পারছি না, কেউ কি জানেন?

09/11/2024

দেশে জনসংখ্যা বেড়েছে কিন্তু মানুষ বাড়েনি, বেড়েছে মানুষ রুপি মু'খোশ।

ক্লে দিয়ে বানিয়েছি।বলুন তো কেমন হয়েছে?
09/11/2024

ক্লে দিয়ে বানিয়েছি।বলুন তো কেমন হয়েছে?

05/11/2024

তুমি হয়তো বহুদূর তবু
তোমার কথার সুর --
দেখো বাড়ছে আমার বেসুরো জীবনে;
তুমি কোথায় নিরুদ্দেশ
তবু তোমায় ছোঁয়ার রেশ
আমার একলা জীবন মুহূর্তরা জানে...

22/10/2024
বাবার রাজপুত্র। ❤️❤️
21/10/2024

বাবার রাজপুত্র। ❤️❤️

"ধাক্কা" এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে।🙂
21/10/2024

"ধাক্কা" এমন একটা জিনিস, যত খাবে তত শিখবে।🙂

শুভ দুপুর।
08/10/2024

শুভ দুপুর।

Address

Thakurgaon
5110

Telephone

+8801721010063

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mk lifestyle & blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share