Haiat Chowdhury

Haiat Chowdhury Assalamualaikum. Thank you for visiting my page. All kind of educational, Entertainment & tech videos

30/11/2024

A life without suffering is a life without happiness.

জীবন সিনেমার মতো নাকি, সিনেমা জীবনের মতো কিছুই বুঝতেছি না। আল্লাহ আমাদের সহায় হোন!
23/08/2024

জীবন সিনেমার মতো নাকি, সিনেমা জীবনের মতো কিছুই বুঝতেছি না। আল্লাহ আমাদের সহায় হোন!

10/08/2024
08/08/2024

কারো দোকান থেকে যদি একটা চকলেটও অন্যায়ভাবে নেন, কারো ঘরের এক টুকরো সুতাও যদি অন্যায়ভাবে নেন, কারো ঘরের একটা ইট অন্যায় ভাবে ভাঙ্গেন মনে রাখবেন— কিয়ামতের দিন ঐ ক্ষতিগ্রস্থ ব্যাক্তি আপনাকে আটকালে, আল্লাহ কিন্তু উদ্ধার করবেন না।

05/08/2024

লাহিড়ী বাসী এক হউ, একসাথে প্রতিরোধ গড়ে তুলো, কারা এই অপরিচিত মুখ গুলো যারা লাহিড়ীতে লুটপাট চালাচ্ছে। লাহিড়ী হাটে এমন তান্ডব চলবে এটা কখোনই হবার ছিল না। লাহিড়ী বাসীর সাহায্য কামনা করছি। লাহিড়ীতে এমন দৃশ্য দেখানোর জন্য কি তাহলে 2য় বারের মতো দেশ স্বাধীন করা হলো।

05/08/2024

লাহিড়ী বাজারের মসজিদ গুলোতে ঘোষনা দেওয়া হোক লাহিড়ীতে যেন কোন প্রকার তান্ড না চলে এবং ধর্মীয় কোন উপাসনালয়ে আক্রমন করা না হয়।

05/08/2024

ছাত্রজনতাকে আমি অনুরোধ করছি সকল বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বকদের পক্ষ থেকে যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করে এই মুহুর্ত থেকেই।

বার্তা প্রেরক—

ছাত্র সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

05/08/2024

লাহিড়ী বাসির কাছে আমার বিনীত অনুরোধ লাহিড়ীতে আর কোন প্রকার লুটপাট চালাবেন না এবং অন্য কাউকে লুটপাট চালাতেও দিবেন না। লাহিড়ী বাসী আমরা সবাই এখানে আমাদের পরিবারের মত। লাহিড়ী বাজারে ৩টা ইউনিয়নের মানুষ একত্রিত হয়। যারা কোন কোন ভাবে আমাদের আপনজন। অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যক্তিগত ভাগে কেউ আক্রমন করবেন। তাদের ধর্মীয় উপাসনালয় কেউ নষ্ট করবেন না। এগুলো রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা অন্যায় ভাবে কারো ক্ষতি না করি। কারো সম্পদ লুপপাট না করি। দয়া করে সবাই শান্ত হন।

আলহামদুলিল্লাহ্
18/07/2024

আলহামদুলিল্লাহ্

17/07/2024

A new morning will come,
insha-Allah.

15/07/2024

কাউকে দুর্বল ভাবাটা ঠিক হবে না।

15/07/2024

মেধার যেহেতু মূল্য নাই,
বন্ধ থাকুক লেখাপড়া
অন্ধ থাকুক জাতি।
আগামীতে দেশ চালাবে
মুক্তিযোদ্ধার নাতী।

14/07/2024
14/07/2024

ভাই আপনি কে???

03/07/2024

সময় ফুরিয়ে যাচ্ছে বেলা শেষে বাড়ছে দায়িত্ব

19/06/2024

কে হবে winer ..😃😃😃😃

Address

Thakurgaon
5141

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haiat Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Haiat Chowdhury:

Videos

Share