Timebangla24

Timebangla24 সত্যের সন্ধানে অবিচল... ... ... Inbox plz �
(18)

ঠাকুরগাও বিমানবন্দরের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ উদ্বোধন করা হলো। ধন্যবাদ সিভিল এভিয়েশন অথোরিটিকে। ২২/০৫/২০২৪
24/05/2024

ঠাকুরগাও বিমানবন্দরের বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ উদ্বোধন করা হলো।

ধন্যবাদ সিভিল এভিয়েশন অথোরিটিকে।
২২/০৫/২০২৪

দোকানদার বললো " একটা মুরগি কেনার মুরদ নাই, শার্ট-প্যান্ট পরে ভাব দেখাইতে আইছে! "ভদ্রলোকের নাম মোরশেদ আলম (৪৫)। তার বাসায...
20/03/2024

দোকানদার বললো " একটা মুরগি কেনার মুরদ নাই, শার্ট-প্যান্ট পরে ভাব দেখাইতে আইছে! "

ভদ্রলোকের নাম মোরশেদ আলম (৪৫)। তার বাসায় চাল, তেল শেষ। একটা মুরগিও নিতে হবে। তাই ঢাকার নাজিরাবাজারে গেলেন সদাই করতে। দোকানদার পোলট্রি মুরগির কেজি চাইলো ২৩০ টাকা। তিনি বললেন, গত সপ্তাহেও তো ২০০ টাকা ছিল। দাম কমিয়ে রাখুন। দোকানদার বললো,

" দাম প্রতিদিনই বাড়ে। কমাতে পারবো না। আরও দু-এক দোকান দেখেন একই দাম "

তখন মোরশেদ বললেন " আচ্ছা ঠিক আছে এক কেজির একটা মুরগি দাও "

তখন দোকানদার বললো " এক কেজির কোনো মুরগি নেই। সব দেড় কেজির ওপরে "

মোরশেদ বললেন "ভাই, একটু দেখেন এক কেজি পাওয়া যায় কি না "

দোকানদার দুই-তিনটা মেপে তাকে বললো " এক কেজি ৪০০ গ্রাম আছে "

মোরশেদ তখন বলেন " তাহলে থাক "

দোকানদার তখন বলে উঠলো " একটা মুরগি কেনার মুরদ নাই, শার্ট-প্যান্ট পরে ভাব দেখাইতে আইছে! "

বাজারে নিত্যপণ্যের দামে নাভিশ্বাসের সঙ্গে মধ্যবিত্তের কপালে জুটছে এমনই অপমান-কটূকথা। এই অপমান-অপদস্থ হওয়ার পরম্পরা চলতে থাকবে, এটা সবকিছুতে আমাদের চুপ থাকার জরিমানাই হয়তো।

(ঘটনাটি আজ প্রকাশিত একটি নিউজ থেকে উদ্ধৃত)

ভারত হারালো ঠাকুরগাঁওয়ের মেয়ে----------------------------আজকেও ঠাকুরগাঁওয়ে সাগরিকার গোলে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ...
05/02/2024

ভারত হারালো ঠাকুরগাঁওয়ের মেয়ে
----------------------------
আজকেও ঠাকুরগাঁওয়ে সাগরিকার গোলে ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ!

গত শুক্রবার অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে সাগরিকা করেছেন জোড়া গোল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে জেতানোয় বড় ভূমিকা রেখেছেন সে।

সাগরিকা হলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলামের হাতে গড়া নারী খেলোয়াড়।

২০২৪ সাফ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় ৪টি দেশ। যথাক্রমে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান।

খেলায় সাগরিকা ছাড়াও বাংলাদেশ দলের মূল একাদশে থেকে সহ অধিনায়কত্ব করেন আমাদের এলাকা রাণীশংকৈল রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিরর আরেক নারী খেলোয়াড় স্বপ্না রাণী।

#বয়কটভারত
#ভারত
#ফুটবল
#রাঙ্গাটুঙ্গি

আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে। দক্ষিন এশি...
05/02/2024

আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।

দক্ষিন এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যাবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যাবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয় তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহারের সকল অর্থ পায় ভারত।

মুল কারন হল ,জিয়ার আমলে ১৯৮০ সালে শাহা জালাল বিমান বন্দরে একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে। এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যাবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।

মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে মানে ছয় বছর আগে ঢাকা ও চট্টগ্রামের জন্যে নতুন দুটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারনেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যাবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভারা গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারর উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি পরে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।

চট্টগ্রামের রাডারটি চালু হলে ভারতের আয়ে ঘাটতি দেখা দিবে এইটা আগে চিন্তা করলে অন্তত ছয় বছর আগে এত টাকা দিয়ে রাডারটি কেনার প্রয়োজন ছিল না৷ ভারত মন খারাপ করবে বা ভারতের সুই সমতুল্য স্বার্থে লাগে এমন কাজ তো আর আমাদের পক্ষে সম্ভব না। দেশ জাহান্নামে যাক, বান্দে মাতারামই আসল চেতনা বাংলাদেশের।

সোর্স: https://jamuna.tv/news/514052

22/01/2024





- টার্গেট এখন 'মুসলিম মেয়েরা।সাম্প্রদায়িক উস্কানী নয়; মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য।বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্...
18/01/2024

- টার্গেট এখন 'মুসলিম মেয়েরা।
সাম্প্রদায়িক উস্কানী নয়; মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য।

বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে। বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, ধর্ষণ পরকীয়া।

এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই৷ উদার মনমানসিকতার নামে বর্তমান সময়ে তরুন প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়ছে ভিন্ন ধর্মের লোকদের সাথে।

মেয়েটার সহপাঠী অমুসলিম। শুরুটা বন্ধত্ব দিয়ে। ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার।

ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েয করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দ্বীনে ফিরতে চাই ৷
আপনি ভাবছেন এতে মন্দ কী? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে!

- কী নির্বোধ বোকা আপনি? বান্দা তার রব'এর কাছে আসবে৷ তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না?

আপনার ইসলাম অন্য পুরুষের সাথে কথা বলা জায়েয করেনি। আপনার শুরুটাই তো অবৈধ।

আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালে লাগে না৷ সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ সে যদি প্রকৃত পক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়; তবে তাকে আপনি নয়; বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন।

আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন; সেখানে অনেক পুরুষ আছে। অনেক আলেম আছে, সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে ?
বুঝে নিন নিশ্চিত এখানেও কোনে ষড়যন্ত্র আছে, তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা_

ভারতে লাভ জিহাদ নিয়ে বেশ বিতর্ক চলছে ৷
হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের বিয়ে করে ধর্ম পরিবর্তন করছে৷ এটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না৷ তাই তারাও বসে নেই। আবিষ্কার করেছে ভিন্ন পথ। তাদের টার্গেট এখন মুসলিম মেয়েরা। তাদের জীবন নরক বানানো৷ মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না তারা সেটা জানে৷ তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত।

হে উম্মার বোনেরা!

তোমার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েয নেই। হোক সে মুসলিম কিংবা অমুসলিম।

এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী। তেমন করেই টার্গেটে রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা।

- আমাদের দায়িত্ব বলে দেওয়া,সাবধান করা।
- বাকি সিদ্ধান্ত আপনার। ⭐⭐⭐

❝ইয়া আল্লাহ...আমাদের এজাতীয় কঠিন ফেতনা-ফাসাদ থেকে হেফাজত করুন।

17/01/2024

অবশেষে গ্রে** প্তার হলো ৬০ বছরের মোসতাক ও ১৮ বছরের সেই মেয়ে৷

07/01/2024

লাইনে দাড়াইছে ছবি তোলার জন্য 🤣🤣

07/01/2024

বাংলাদেশেই সব সম্ভব ভাই 😬

07/01/2024

সোনার বাংলাদেশটা শেষ 😔

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️ ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, ...
05/01/2024

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।
, ,

পাগলের হাতে দা দেওয়ার মতো হয়েছে😆 কারণ ঐ অঞ্চলের মানুষ এখনও পুরোপুরি সভ্য হয়নি 🙄
04/12/2023

পাগলের হাতে দা দেওয়ার মতো হয়েছে😆 কারণ ঐ অঞ্চলের মানুষ এখনও পুরোপুরি সভ্য হয়নি 🙄

গত রাত ১ টার সময় পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক অমরখানা চাওয়াই সেতুর নিকট তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি নিয়ন্ত্রণ হ...
03/12/2023

গত রাত ১ টার সময় পঞ্চগড় মুক্তাঞ্চল পার্ক
অমরখানা চাওয়াই সেতুর নিকট তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তেঁতুলিয়া উপজেলার সাবেক স্থানীয় প্রকৌশলী আবু সাঈদ নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউএনওসহ আহত ৩ জন।

02/12/2023

এবার দেখুন শিক্ষকদের
নতুন কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ।

গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য ❤️🌸
28/11/2023

গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য ❤️🌸

27/11/2023

আমি জিপিএ 5 পেয়েছি এর ইংরেজি বলতে পারে না।

বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো Bajaj Pulsar N250.দাম নির্ধারণ করা হয়েছে ৩৩৯,৯৯৯ টাকা মাত্র।
27/11/2023

বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো Bajaj Pulsar N250.
দাম নির্ধারণ করা হয়েছে ৩৩৯,৯৯৯ টাকা মাত্র।

27/11/2023

আজব এক গাড়ি আসতেছে ১৪২ চাকার গাড়ি এটা ভাই।

বাহ্
27/11/2023

বাহ্

26/11/2023

😭😭😭

এটা হচ্ছে বাংলাদেশের 🇧🇩 ভিসা।আপনারা অনেকেই হয়তো আগে দেখেননি।
25/11/2023

এটা হচ্ছে বাংলাদেশের 🇧🇩 ভিসা।
আপনারা অনেকেই হয়তো আগে দেখেননি।

দরিদ্র ট্রাকচালক কে অর্থ দিয়ে সাহায্য করছে এক পুলিশ ভাই 🙃মানবতা এখনো বেঁচে আছে 🫡
13/11/2023

দরিদ্র ট্রাকচালক কে অর্থ দিয়ে সাহায্য করছে এক পুলিশ ভাই 🙃
মানবতা এখনো বেঁচে আছে 🫡

আমরা সেই সমাজে আছি, যেখানে টিকটকারের সামনে ডজন খানেক মাইক্রোফোন থাকে💔 সাক্ষাৎকার নেয়ার লাইন পড়ে থাকে💔
13/11/2023

আমরা সেই সমাজে আছি, যেখানে টিকটকারের সামনে ডজন খানেক মাইক্রোফোন থাকে💔 সাক্ষাৎকার নেয়ার লাইন পড়ে থাকে💔

কি রেখে কার কাছে গেলি ভাই। ☕
13/11/2023

কি রেখে কার কাছে গেলি ভাই। ☕

মানে পিস একটা ভাই 😁
12/11/2023

মানে পিস একটা ভাই 😁

12/11/2023

পুলিশের অভিজান রংপুর চিকলি পার্ক

12/11/2023

মারাত্মক অ্যাক্সিডেন্ট।
এই জন্যই 4V রাইডারদের ছাপরি ড্রাইভার বলা হয়।


১০ টাকা মাত্র, ১০ টাকা মাত্র  🤪😄
11/11/2023

১০ টাকা মাত্র, ১০ টাকা মাত্র 🤪😄

ভালোবাসার ৩ বছরের সংসার জীবনের ইতি!💔জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের। তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে কর...
10/11/2023

ভালোবাসার ৩ বছরের সংসার জীবনের ইতি!💔

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের। তিন বছর আগে ধুমধাম করে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন তিনি।

বৃহস্পতিবার (৯ নভেস্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছেন রাফসান নিজেই। এই উপস্থাপক তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সানিয়া এশার সঙ্গের ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।

স্ট্যাটাসে রাফসান লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তা-ভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। 🙂

ঠাকুরগাঁও এর ভেলাজানে রোড এক্সিডেন্টে এই দুজন মারা গেছে কারো পরিচিত হলে দয়া করে তাদের পরিবারকে জানাবেন 😭😢😓
29/10/2021

ঠাকুরগাঁও এর ভেলাজানে রোড এক্সিডেন্টে এই দুজন মারা গেছে কারো পরিচিত হলে দয়া করে তাদের পরিবারকে জানাবেন 😭😢😓

Address

R:2, H:4
Thakurgaon
5100

Alerts

Be the first to know and let us send you an email when Timebangla24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Timebangla24:

Videos

Share



You may also like