Anjuman Ara Hase

Anjuman Ara Hase I am a Certified Digital Marketer

15/07/2024
21/07/2023

ব্যক্তিত্বকে আকর্ষণীয় ও সুন্দর করতে এই ২০ টি নিয়ম মেনে চলুন:-
১. আগে সালাম দেওয়ার চেষ্টা করুন।
২. হাসি, মুখে কথা বলুন। দুঃখ কষ্ট চেপে রেখে মুখের হাসি ধরে রাখর চেষ্টা করুন।
৩. বেশি শুনবেন, কম বলবেন।
৪. তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না।
৫. ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিন বা দুঃখ প্রকাশ করুন।
৬. অকারণে বেশি হাসি, তামাশা, ঠাট্টা মশকরা করবেন না।
৭. ধীরে ধীরে বুঝিয়ে কতা বলুন।
৮. আগে অন্যের কথা শুনুন, তারপর নিজে বলুন।
৯. কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। মনে রাখবেন তর্কে জিতা নয় তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ।
১০. কারো কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার চেষ্টা করবেন না।
১১. ধৈর্য্য ধরুন, রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
১২. কেউ ভুল করলে ক্ষমা করুন , অন্যের দোষ ঢেকে রাখুন। সব সময় মানুষের প্রতি সুধারনা রাখা উচিত।
১৩. ছোট বড় সবাইকে সম্মান করুন।
১৪. কথা দিয়ে কথা রাখুন।
১৫. পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন, সম্ভব হলে সুবাসিত রাখার চেষ্টা করবেন।
১৬. পারলে খাওয়ান, কারো কাছে কখনো জোর করে খাবেন না।
১৭. খাবার সামনে এলে আগে অন্যকে খাওয়ার সুযোগ দিন। সুযোগ সুবিধা নিজে না নিয়ে অন্যদের দিয়ে দিন।
১৮. মুখ ও শরীর দুর্গন্ধমুক্ত রাখুন, নিজেকে পরিচ্ছন্ন পরিপাটি রাখুন।
১৯. চরিত্র ও নৈতিকতা উন্নত রাখুন। নিজের অপারগতার কথা কাউকে জানাবেন না। প্রার্থনায় সেজদায় শুধু আল্লাহকে বলুন।
২০. আচার ব্যবহারে বিনয়, ভদ্রতা বজায় রাখুন

ইনশাআল্লাহ ব্যক্তিত্ববান বলে গন্য হবেন। মানুষের শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা পাবেন।।।

আসুন আজকে আমরা জানি👈👈ফ্রিল্যান্সিং কি? কিভাবে করবো? এবং কেন করবো।সংক্ষিপ্ত ভাবে⬇️➡️ মুলত ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি পে...
18/07/2023

আসুন আজকে আমরা জানি👈👈
ফ্রিল্যান্সিং কি? কিভাবে করবো? এবং কেন করবো।

সংক্ষিপ্ত ভাবে⬇️
➡️ মুলত ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি পেশা যেখানে লেপটপ অথবা ডেক্সটপ এবং ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্যন করতে পারবেন। এটি সাধারণত চাকরির থেকে ভিন্ন। আপনার ইচ্ছা হলেই কাজ করতে পারবেন আবার ইচ্ছা হলেই কাজের বিরতি নিয়ে পারবেন, সবকিছুই আপনার উপর নির্ভর করবে। তবে থাকতে হবে কিছু দক্ষতা, ফ্রিল্যান্সিং এর অনেক গুলো বিষয় রয়েছে যেমনঃ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি এগুলোর মধ্যে অনেক গুলো টপিক রয়েছে এক এক করে অন্য সময় আলোচনা করবো।
তার পাশাপাশি আপনার ধারনা থাকতে হবে মার্কেটপ্লেস সম্পর্কে (যেখানে আপনি কাজ করবেন) এবং পেমেন্ট মেথড সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা নিয়ে কাজে নামতে হবে।

কেন করা দরকারঃ এটা পড়ালেখার ও কোনো চাকরি বা ব্যবসার পাশাপাশি করা সম্ভব, এটি করার জন্য বড় কোন অফিসের প্রয়োজন নেই। খুব সহজে ঘরে বসে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে কাজ করা সম্ভব শুধু ভালো নেট কানেকশন এবং ইলেক্ট্রিসিটি কানেকশন থাকলেই চলবে। তাছাড়া বর্তমানে আমাদের দেশে প্রতিবছর বেকারত্ব সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তাই আমার বসে না থেকে স্কিল ডেভলপমেন্ট করে কাজ করতে পারি।।
আসুন আমরা বেকার না হয়ে স্কিল ডেভলপমেন্ট করি, এবং দক্ষ জনশক্তি তৈরি করি।

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjuman Ara Hase posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share