Md Arif Hossan

Md Arif Hossan I am a professional Digital Marketing

 #সুযোগের জন্য অপেক্ষা করবেন না। এটি তৈরি করুন।  #সফলতা Eveyone
07/06/2024

#সুযোগের জন্য অপেক্ষা করবেন না। এটি তৈরি করুন।

#সফলতা
Eveyone

জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, আত্মবিশ্বাস আর জেদ। #আত্নবিশ্বাস  #জেদ
27/05/2024

জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, আত্মবিশ্বাস আর জেদ।

#আত্নবিশ্বাস
#জেদ

জীবনের সবকিছু চাওয়ার মাত্র পাওয়ার নামেই সুখী না। কিছু কিছু না পাওয়ার পরেঝ তা হাসিমুখে মেনে নেই নিতে পারার নামে সুখ। #...
12/05/2024

জীবনের সবকিছু চাওয়ার মাত্র পাওয়ার নামেই সুখী না।

কিছু কিছু না পাওয়ার পরেঝ তা হাসিমুখে মেনে নেই নিতে পারার নামে সুখ।

#হতাশা

Everyone
Eveyone

জানিনা সফল কতদূর,,, কিন্তু একদিন না একদিন সফল হবে। ইনশাআল্লাহEveyone
29/04/2024

জানিনা সফল কতদূর,,, কিন্তু একদিন না একদিন সফল হবে। ইনশাআল্লাহ
Eveyone

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
28/04/2024

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

ফ্রিল্যান্সিং কি??? ফ্রিল্যান্সিং মূলত মুক্তপেশা!যেটা সকল বয়সের মানুষই করতে পারে...আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ফ্র...
08/01/2024

ফ্রিল্যান্সিং কি???

ফ্রিল্যান্সিং মূলত মুক্তপেশা!

যেটা সকল বয়সের মানুষই করতে পারে...
আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন এবং যদি আপনি চান তাহলে ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নিয়েও আপনি সফল হতে পারেন!💥

আমি এবং আমরা বিশ্বাস করি, দক্ষ হলে কাজের অভাব হয় না!

শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়েই আপনি হতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার, আমাদের অঙ্গিকার আপনাকে দক্ষ হিসেবে গড়ে তুলে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার



"ফ্রিল্যান্সাররা পাবেন আইডি কার্ড!!আলহামদুলিল্লাহ 😇🥰😍✅খুব শীঘ্রই ফ্রিল্যান্সাররা পেতে যাচ্ছেন সরকারিভাবে আইডি কার্ড। যে ...
21/12/2023

"ফ্রিল্যান্সাররা পাবেন আইডি কার্ড!!
আলহামদুলিল্লাহ 😇🥰😍
✅খুব শীঘ্রই ফ্রিল্যান্সাররা পেতে যাচ্ছেন সরকারিভাবে আইডি কার্ড। যে আইডি কার্ডে থাকবে ফ্রিল্যান্সার হওয়ার পেশাগত পরিচয় এবং ক্ষমতা।
ফ্রিল্যান্সাররা প্রচুর টাকা ইনকাম করেন কিন্তু তা একদিনে বা একসপ্তাহে হয় নি।এর পেছনে থাকে বহু রাত জাগা এবং নিরলস পরিশ্রম। একজন ফ্রিল্যান্সারের ইনকাম অবশ্যই একজন ১ম শ্রেণী কর্মকর্তার বেতনের চাইতে কয়েকগুণ বেশি।
✅কিন্তু এই অর্থ শুধু সে নিজের জন্যই আয় করে না বরং দেশের অর্থনীতিতে বিরাট একটা অবদান রাখছে।একজন ফ্রিল্যান্সারের আয়ের সিংহভাগই হচ্ছে বৈদেশিক মুদ্রা যা দেশের অর্থনীতিতে বিরাট এক অবদান।
✅অবশেষে সেই সুদিন আসতে চলেছে যখন মানুষ ফ্রিল্যান্সিং কেও আর দশটা পেশার মতো স্বাভাবিক ভাববে।

07/12/2023

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশার মধ্যে একটি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং পেশা হলো স্বাধীন পেশা। সহজ ভাবে বলা যায় যে কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। আপনি তাহলে এখন বেকার কেন আছে তাহলে এক্ষুনি ফ্রিল্যান্সিং করা শুরু করুন নিজের ক্যারিয়ারকে গড়ে তুলুন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী সাজেস্ট করছে চাকরি নয় ফ্রিল্যান্সার হও অতএব চাকরির পিছনে না ছুটে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখুন।


#ফ্রিল্যান্সিং
#ফ্রিল্যান্সিং_করুন_নিজের_ক্যারিয়ার_করুন

জীবনে চলার পথে আমাদের অনেক সময়ই ব্যর্থ হতে হয় প্রত্যেক কাজে আমরা সফল হতে পারি না। জীবনে প্রত্যেকটা মানুষেরই অনেক কিছুই...
28/11/2023

জীবনে চলার পথে আমাদের অনেক সময়ই ব্যর্থ হতে হয় প্রত্যেক কাজে আমরা সফল হতে পারি না। জীবনে প্রত্যেকটা মানুষেরই অনেক কিছুই চাওয়া থাকে কিন্তু সবকিছুই তারা পায় না ব্যর্থ হয়ে যায়। কিছু ক্ষেত্রে ব্যর্থ হওয়া আমাদের মেনে নিতে হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়ে গেলে তখন সে ব্যর্থ হওয়া কাজ থেকে আপনাকে নতুন করে আবার শুরু করতে হবে। যদি আপনি ব্যর্থতার পরে নতুন করে আবার শুরু করেন তাহলে এই জীবনের সফলতা আনতে পারবেন। এই পৃথিবীতে আজ পর্যন্ত যারা সফল হয়েছেন তারা একবার হলেও ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পরেই এই পৃথিবীতে তারা সফল। তাই জীবনে একবার ব্যর্থ হয়ে গেলে ভেঙে পড়বেন না ব্যর্থ হওয়ার পর সফলতা আসবেই।



Eveyone

27/11/2023
Freelancing শুরু করার সর্বপ্রথম ধাপ হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় বেছে নেওয়া! মনে রাখবেন, ফ্রিল্যান্সিং হচ্ছে একটি জব সেক্টর...
16/11/2023

Freelancing শুরু করার সর্বপ্রথম ধাপ হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় বেছে নেওয়া! মনে রাখবেন, ফ্রিল্যান্সিং হচ্ছে একটি জব সেক্টর। আর একটি জব সেক্টরে অনেক ধরনের কাজ থাকে।

আপনি যদি শিক্ষকতা পেশার দিকে তাকান তাহলে দেখতে পাবেন, আমাদের স্কুল কলেজে বিভিন্ন বিষয়ের শিক্ষক থাকেন। যিনি physics বা পদার্থবিজ্ঞনের শিক্ষক, তিনি শুধু physics পড়ান, যিনি chemistry বা রসায়নের শিক্ষক, তিনি রসায়ন পড়ান। একই ভাবেঃ

ICT এর শিক্ষক ICT পড়ান।
Math বা অংক এর শিক্ষক অংক করান
English এর স্যার English পড়ান।
Accounting এর শিক্ষক শুধুমাত্র accounting পড়ান, ইত্যাদি।
অর্থাৎ একজন শিক্ষক তিনি ওই একটি বিষয়ে বেশ দক্ষ আর তাই তিনি ওই একটি বিষয় পড়িয়ে থাকেন। একই ভাবে মার্কেটপ্লেসে কাজের ক্ষেত্রেও আপনাকে একটি নির্দিষ্ট কাজ বেছে নিতে হবে। মার্কেটপ্লেসে চাহিদা আছে এমন কতগুলো সেক্টর হচ্ছেঃ

Digital Marketing – ডিজিটাল মার্কেটিং (অনলাইনে যত ধরনের মার্কেটিং আছে সবগুলোকে মিলিয়ে বলা হয় ডিজিটাল মার্কেটিং)
Affiliate Marketing – এফিলিয়েট মার্কেটিং
CPA marketing – সিপিএ মার্কেটিং
SEO – এসইও
Web Development – ওয়েব ডেভেলপমেন্ট
Graphics Design – গ্রাফিক্স ডিজাইন
Content writing – কন্টেন্ট রাইটিং
Video editing – ভিডিও এডিটিং
Data Entry – ডাটা এন্ট্রি
Virtual assistant – ভার্চুয়াল এসিস্টেন্ট, ইত্যাদি

Address

Shibganj
Thakurgaon
5102

Telephone

+8801762617629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Arif Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Arif Hossan:

Videos

Share



You may also like