فلق-Falaq

فلق-Falaq লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

- আমার মায়ায় কারো পৃথিবীআটকে যায়নি...!!💔😥- মানুষের" কাছে যত বেশি আশা করবা,ততো বেশি কষ্ট পাবা...!!🙁🖤- মানুষ হচ্ছে সব চাইত...
11/02/2024

- আমার মায়ায় কারো পৃথিবী
আটকে যায়নি...!!💔😥

- মানুষের" কাছে যত বেশি আশা করবা,
ততো বেশি কষ্ট পাবা...!!🙁🖤

- মানুষ হচ্ছে সব চাইতে বড় বেইমান"
যার কাছে যত বেশি আশা রাখবা
সে তোমাকে ততো বেশি
ভাঙ্গবে...!!💔😥

12/01/2024

হতাশ হবেন না, চাইতে থাকুন & আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন,আল্লাহ চাইলে দিতে কতক্ষণ!🌸

এই যে মন ভাঙে। হৃদয় কাঁদে ক্ষণে ক্ষণে। এ মনে জমা কত ব্যথা- জানে শুধু হৃদয়ের রব জানে।-আদিব সালেহ
10/01/2024

এই যে মন ভাঙে। হৃদয় কাঁদে ক্ষণে ক্ষণে। এ মনে জমা কত ব্যথা- জানে শুধু হৃদয়ের রব জানে।

-আদিব সালেহ

তুমি তার কে.!?যার বিয়োগে ঘুমের অভাবে তোমার মইরা গেছে চোখ; তার বুকেও কি ঘুমাইতে গেলে দাউদাউ কইরা জ্বইলা ওঠে তোমারে হারানো...
04/01/2024

তুমি তার কে.!?

যার বিয়োগে ঘুমের অভাবে তোমার মইরা গেছে চোখ;
তার বুকেও কি ঘুমাইতে গেলে দাউদাউ কইরা জ্বইলা ওঠে তোমারে হারানোর শোক?

-আরিফ হুসাইন

03/01/2024

-একজন বিশ্বস্ত যত্নশীল মানুষ 'ফুলের চেয়েও বেশি সুন্দর হয়🖤🌼দিনশেষে অনেকেই বলে আমি তোমাকে পছন্দ করি, ভালবাসি, তোমার হতে চাই!আফসোস কেউ বলে নাহ, আমাকে বিশ্বাস করতে পারো।আমি বিশ্বাসের মূল্যায়ন করতে জানি!তোমার অতীত নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই!আমি অতীত নিয়ে নয় বর্তমান আর ভবিষ্যতে বিশ্বাসী! তোমার চোখের পানি নয় মুখের হাসির কারন হতে চাই! দুনিয়াতে বিশ্বাসী লোকের বড়ই অভাব!'🖤

28/12/2023

"এই পৃথিবীর ব্যাথা যদি তোমায় ক্লান্ত করে দেয়, তবে দুঃখ করো না। কেননা এমনটা হতে পারে যে আল্লাহ্ তোমার (ব্যাকুল) কণ্ঠ শুনতে চান, তোমার দু'আর মাধ্যমে। তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও সিজদাতে আর ভুলে যাও তা। এবং মনে রেখো- আল্লাহ্ কখনোই ভুলে যান না।"

~~ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ।।

এই যুগে কেউ যদি একবার বুঝে যায় যে আপনি তারে ম্যালা ভালোবাসেন।সে যাই করুক আপনি তাকে ছেড়ে যাবেন না,তাইলেই খেলা খতম।সে ম্যা...
27/12/2023

এই যুগে কেউ যদি একবার বুঝে যায় যে আপনি তারে ম্যালা ভালোবাসেন।সে যাই করুক আপনি তাকে ছেড়ে যাবেন না,তাইলেই খেলা খতম।

সে ম্যালা ব্যস্ত হয়ে যাবে,তার উপর কত হাজার মানুষ ডেইলি ক্রাশ খায়,সে কত বড় দয়া করে আপনার সাথে আছে এইসব কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে।নয়ত এমন ইগনোর করবে যে আপনি অবাক হয়ে ভাবতে বসবেন," হায় হায়,এই মানুষটাই না কয়দিন আগে আমার জন্য পা'গল পা'গল ছিল!"💔🌸

আসলেই কি এমন টা হয়!,🙂

22/12/2023

___ আমার অসুস্থতার বাহানায়,
যদি তুমি আমার গা ছুয়ে দাও,
"তবে আমি চাই আমার ভীষণ করে জ্বর হোক"

___ আমার নিঃশ্বাস আটকে আটকে এলে,
যদি আমার জন্য তোমার চোখে ব্যাকুলতা আসে,
"তবে আমার নিঃশ্বাস আটকে আসুক"

___ আমার শেষযাত্রা দেখে,
যদি তোমার চোখের কোণে আমার জন্য জল আসে,
"তবে আমার জীবনের শেষ দিনটা শীঘ্রই আসুক"

___ আমার একটাই চাওয়া-
এই পৃথিবী ছেড়ে আমার যাওয়ার বাহানায়,
যদি আমি একদিনের জন্য তোমার ভাবনার খোরাক হই
_________ তবে তাই হোক......♡

মানুষের উপর জোড়  খাটাতে নেই -----না বন্ধুত্বে,না ভালোবাসায় ,না অন্য কোনো সম্পর্কে;💔--কেউ ছেড়ে যেতে চাইলে-- আটকে রাখার চে...
20/12/2023

মানুষের উপর জোড় খাটাতে নেই -----
না বন্ধুত্বে,না ভালোবাসায় ,না অন্য কোনো সম্পর্কে;💔

--কেউ ছেড়ে যেতে চাইলে-- আটকে রাখার চেষ্টা করতে নেই---🙂

আমাদের ভালো থাকার জন্য মানুষের Care নয়
______"আল্লাহই যথেষ্ট" _____💙🥀

12/12/2023

ভালোভাষা আর ভালোবাসা দিয়ে যাদেরকে সিক্ত রাখতে আপ্রাণ চেষ্টা চালাই, দিনশেষে চোখে আঙুল দিয়ে তারাই দেখিয়ে দেয় 'কোনো ভালোবাসাই স্বার্থের ঊর্ধ্বে নয়'।

©️

আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও,যে তোমার অতীতে পাওয়া আঘাত চেনে। যে জানে, তুমি এখন মানুষকে বিশ্বাস করতে ঠিক কতটা...
10/12/2023

আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও,যে তোমার অতীতে পাওয়া আঘাত চেনে।
যে জানে, তুমি এখন মানুষকে বিশ্বাস করতে ঠিক কতটা ভয় পাও এবং তারপরেও সে তোমাকে রোজ বিশ্বাস করায় যে এবারে তুমি ভুল মানুষকে বিশ্বাস করোনি।
আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও, যে প্রতিবার তোমাদের দেখা হলে আনন্দে ঝলমল করে ওঠে।
তারপর তোমার দিকে বোকার মত ফেল ফেল করে তাকিয়ে থাকে।
আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও, যার কাছে তুমি সব বলতে পারো যার কাছে তোমার কিছু লুকাতে হয় না।
তোমায় বোঝে, জাজ করে না।
আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও, যে তোমার খারাপেও আগলে রাখে, তোমার খুতেও হাত ধরে থাকে।
তোমার বাচ্চামিতে বিভোর থাকে, তোমার বুকে মাথা রেখে আশ্বস্ত করে, তোমায় শান্তি দেয়।
আমি চাই তুমি এমন একজন মানুষকে খুঁজে পাও, যে তোমায় যত্নে রাখে, অবহেলা করে না, অসম্মান করে না।☺️
©️

09/12/2023

বেদ্বীন ছেলেকে বিয়ে করবোনা বলে নাকচ করায় আব্বা আম্মারে তালাক দেওয়ার হুমকি দিলেন। আম্মা শুধু ফ্যালফ্যাল কইরা তাকাইয়া রইলেন। আব্বার এমন কথা আম্মা এই বয়সে আইসা শুনবেন কল্পনা ও করেন নাই। সেইদিন রাইতে আম্মা আমার দুইডা হাত জরাইয়া ধইরা কান্না কইরা বললো,
দেখ মা বিয়া তো একদিন না একদিন বসতেই হইবো। এই ছেলের তো মেলা টেহা তুই সুখী হইবি। মা তুই রাজি হইয়া যা।

আম্মার কথা শুইনা আমার কলিজা শুকাইয়া গেলো। কি কন আম্মা এডি?

আম্মা আমার থুতনি ধইরা কইলেন,
তোর ভালা হইবো দেহিস।

কতো কল্পনা জল্পনা করছিলাম আমার একজন দ্বীনদার স্বামী হইবো। যার সাথে আমি জান্নাতে যাইবো। যে আমারে দ্বীন শিখাইবো...। আমি বললাম,

টাকা পয়সাই কি সব আম্মা? সুখ কিনলাম টাকা দিয়া মানসিক শান্তি আনমু কি দিয়া আম্মা? আমার যে একজন দ্বীনদার তাকওয়াপূর্ণ জীবনসঙ্গী চাই।

আমার মাথায় হাত বুলাইয়া আম্মা শুধাইলো,
বিয়ার পরে নিজের মুতোন কইরা বানাইয়া নেইছ।

আমি হালকা হাসলাম। আম্মা আমার কাছে আব্বার কথাটা গোপন রাখছে কিন্ত আম্মাতো জানেন না কথাটা আমি শুনছি। আব্বা যে আমারেও থ্রেট দিলেন কথাখান বইলা । ছোট ভাইটার দিকে চোখ পড়তেই দেখলাম সে আম্মার কোলে মাথা দিয়া শুইয়া আছে। মায়া হইলো খুউব। একবার মনে হইলো না কইরা দিই কিন্তু পড়ে ভাবলাম এমন স্বার্থপর আমি হইতে পারুমনা। নিজের ভাগ্যরে দুষী কইরা আম্মারে কইলাম,

আমি রাজি আম্মা। আপনারা ব্যবস্থা করেন। আম্মার মুখের হাসি জ্বলজ্বল করছে। তিনি মনে হয় হাতে আসমান পাইছেন। আমার আঙ্গার হওয়া ভিতরখান আম্মা চোখের দিকে তাকালেই বুঝতো।

বিয়া হইলো ঘটা কইরা।আব্বার মুখে রাইজ্যজয়ের হাসি। প্রথম রাইতেই স্বামীর কথায় বুইঝা গেলাম এই সংসারে আমার বহু লড়াই কইরা ভাত খাইতে হইবো। মনটা আমার হুহু কইরা কাইন্দা উঠলো। আমি কি এতোই ফেলনা ছিলাম আব্বা? প্রশ্নখানা মনের ভিত্রে গাইথা রইলো। এক আকাশসম অভিমান জমা হইলো পিঞ্জরায়। জানালার গিরিল ধইরা আসমান দেহি। আম্মা আমনে তো কইছিলেন বিয়ার পরে তোর লাহাইন বানাইয়া নেইছ। আম্মাগো আপনার মাইয়া ভালা নাই আম্মা। উল্টা এই স্বামী সংসার যে আমার দ্বীন কাইরা নিলোগো আম্মা। নিজের মানুষটারে যেইদিন বুঝাইতে গেলাম নেশা ছাড়ো, পরকীয়া জিনা ছাড়ো।দুহাই লাগি দ্বীনের পথে ফিরা আইয়া তওবা করো। সেইদিন মানুষটার মাইর খাইয়া জ্ঞান হারাইলাম। হুশ ফিরা নিজেরে আম্মার কোলে দেইখা হাউমাউ কইরা কাঁদলাম।

কি হইতো আম্মা আমারে একটা দ্বীনদার মানুষের লগে বিয়া দিলে?গরীব হইতো তাতে কি আম্মা মানুষটা তো আমারে ভালোবাসতো, ভালোরাখতে পারতো?শান্তিয়ে দুইডা মোটা চাইলের ভাত নুন দিয়া খাইতে পারতাম। আম্মাগো প্রথম প্রথম কষ্ট হইতো অনে যে আমার কান্না আসেনা, সালাতে আনন্দ পাইনা। কেমন জানি পাগল পাগল লাগে আম্মা।আমি আর বাঁচুম না আম্মা আমারে নিয়া যাও। সবকিছুই উল্টা হইলো। ভরা বৈঠকে স্বামীর পা ধইরা মাফ চাইলাম। ঘৃণায় গা রিরি করে উঠলো। মন আমার বিষাদের বিষে ক্ষত হইলো। গভীর সেই ক্ষতো। কেটে গেলো আট আটটা মাস। তিন মাসের পোয়াতি হইলাম। সব কষ্ট গইল্লা পানি হইলো। নিজের মতোন কথা বলার সঙ্গী হইবো। আমি তারে বুঝাইলাম,

আমার সবুটুকুন ইচ্ছা তোরে দিয়া পূরণ করুম ইনশাআল্লাহ। আমার কাইড়া নেওয়া দ্বীন তোর হোক। আমি তোরে মাদরাসায় পড়াইমু। আমার মতোন কফালপুড়া তোরে বানামুনা। নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা সেদিন শ্বাশুড়িরে কইলাম,
আম্মা আপনার পোলারে এইবার কোননা একটু সংসারে মনোযোগী হইতে?
শুনো মাইয়ার কতা? তোমারে বিয়া করাইয়া আনছি ক্যান? ফাউ ফাউ ঘাড়ের উপর তো চাপাই নাই। কেমন বউ গো তুমি বিয়ার আটমাসেও পারোনাই স্বামীরে ভালা বানাইতা?
নির্বাক তাকিয়ে রইলাম। আম্মা এতে আমার তো কোনো দোষ নাই?
কি বলতে চাইতাছো বউমা আমার ছেলেরে আমি মানু করতে পারিনাই? ছোডু মুহে কতো বড় কতা? আসুক আজকে আমার ছেলে।
কি কন আম্মা? আপনারে আমি এডি কহন কইলাম?

সেইদিন রাইতে মানুষটা আমারে জনমের মাইর মারে। সে ভুইলা গেলো আমার গর্ভে তারই সন্তান। তার চোখে নিজের সর্বনাশ দেখলাম। বুঝলাম এ যাত্রায় আমার আর রক্ষা নাই। আমার সুদিন কি আর আইবোনা? টের পেলাম তরল রক্ত তরতর করে ঘর ভাইসা স্রোত হইলো। চোখ নিভু নিভু। আমার চোখে ভীষণ তৃষ্ণা জুড়ায় বে কী কইরা? আমার বাচ্চাটা যে দুনিয়ায় আসার আগেই তার মায়ের ইতি ঘটছে। গলা ফাটাইয়া বলতে ইচ্ছা করছে,

আম্মা আপনি কি সেই ভয়ানক আয়াতের কথা জানেননা? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তো নিজেই আল কুরআনে বলেছেন,

[২৮:৫৬] আল কাসাস

إِنَّكَ لا تَهدي مَن أَحبَبتَ وَلكِنَّ اللَّهَ يَهدي مَن يَشاءُ وَهُوَ أَعلَمُ بِالمُهتَدينَ

নিশ্চয় তুমি যাকে ভালবাস তাকে তুমি হিদায়াত দিতে পারবে না; বরং আল্লাহই যাকে ইচ্ছা হিদায়াত দেন। আর হিদায়াতপ্রাপ্তদের ব্যাপারে তিনি ভাল জানেন।

আব্বা আপনার নামে নালিশ দিলাম আল্লাহর কাছে। আমার মৃত্যুর খবর শুইনা যেমন কইরা আপনাদের কলিজা ফাইটা যাইবো? আর আমার সন্তান? তাকে দেখার আক্ষেপ আমার জনম রইবো? আব্বা আমি হারাইলে কি টাকা দিয়া আরেকটা আমিরে আনতে পারবেন? পারবেন না আব্বা পারবেন না? মৃত্যুকে আলিঙ্গন করলাম আব্বা। আপনারে আমি ক্ষমা করুম না? কথাগুলো মস্তিষ্ক জুইরা ঠোঁট দুইটা তিরতির কইরা কাপছে। আমি স্পষ্টত দেখলাম আমার মানুষটার চোখে মুখে বিষাদ। শেষ বারের মতোন হাত বাড়াইলাম তাকে আলিঙ্গন করার। অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করিলাম। আমি শুনলাম তার গগনবিদারী চিৎকার। খুব করে বলতে ইচ্ছে করছিলো,ডায়েরির একটা পৃষ্ঠায় শুধু তোমাকেই উৎসর্গ করা। দুটি লাইন তুমি আমারে ফিরাইয়া দেও,,

"আমায় তুমি কুড়াইয়া নিয়ো
হারাইয়া যাওয়ার আগে! "

#অনুগল্প
#উৎসর্গ
#লেখিকা : শ্যা ম ল তা ( ছদ্মনাম)

শেষ মেষ আবার এমন টাই কপালে থাকবে না তো ইয়া আমার রব
হয় একজন দ্বীনদ্বার জিবন সাথি দিও না হয় মৃত্যুর সাথে দেখা করাইও 😭

06/12/2023

ভালোবেসে মানুষ কতকিছুই না করে!! মানুষ মানুষকে ভালোবেসে কষ্ট পায়,আঘাতে হৃদয় ভেঙে যায়,বিশ্বাস ফুরোয় অথচ রব..!! রবকে ভালোবাসলেই আর কোনো দুখ কাউকে ছুঁয়ে যায়না,ইবাদাতে শান্তি মেলে!!
আল্লাহকে ভালোবেসে কেউ কখনো ঠকেনি।

অভিশাপ না দিলেও "রুহের হায়!" বলে একটা কথা আছে! যাকে কোরআনের ভাষায় বলে "ফিকারহ্" কারো ক্ষতি করে ভুলে গেলেও প্রকৃতি ভুলে ন...
23/11/2023

অভিশাপ না দিলেও "রুহের হায়!" বলে একটা কথা আছে! যাকে কোরআনের ভাষায় বলে "ফিকারহ্" কারো ক্ষতি করে ভুলে গেলেও প্রকৃতি ভুলে না! প্রকৃতি ক্ষমা করে না! কষ্ট থেকে আসা এক একটা দীর্ঘশ্বাস এর "হায়!" আপনার পিছু কখনোই ছাড়বে নাহ!!

আর আল্লাহ্'র জন্য আপনার কাছে ঠকে যাওয়া রুহটা যেদিন আল্লাহ্'র কাছে জিতে যাবে, সেদিন আপনি তাঁর নিকট পরাজিত হবেন, হেরে যাবেন। আল্লাহ্ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন নাহ!!
আল্লাহ্ কাউকে ঠকান না!
©️

20/11/2023

অভিমান....
মেনে নেওয়া মানে একমত হওয়া নয়।
আমরা যা কিছু মেনে নেই তার --
কিছুটা বাধ্য হয়ে
কিছুটা অভিমানে
কিছুটা রাগের বশে
আর কিছুটা মায়ায় পড়ে
এরমধ্যে হতভাগা হলো অভিমানে মেনে নেওয়া। কেননা মানুষ মায়াদয়া কিছুটা তো বোঝে, রাগ বোঝে, বাধ্য হওয়াও বোঝে, কিন্তু অভিমান বোঝে না। সে ভাবে অভিমান মানে হলো অপরাগতা, কিচ্ছু করার নেই এজন্য মেনে নেওয়া। অথচ অভিমান মানে হলো মেনে নেওয়ার সবচেয়ে নিঃস্বার্থ অপশন। অভিমান মানে হলো একমত না হয়েও কেউ কষ্ট পাবে ভেবে তার কথা মেনে নেওয়া।

- কুড়িয়ে পাওয়া 🌸

19/11/2023

'রব' ছাড়া আর কাকে বিশ্বাস করা যায় চোখ বন্ধ করে!
'রব' ছাড়া আর কার কাছে নিজের দুঃখ কষ্ট, মনের গোপন কথা বলা যায় নির্ভয়ে!
'রব' ছাড়া আর কাকে নিজের একদম আপন ভাববেন!
'রব' ছাড়া আর কার উপর ভরসা করা যায়!
'রব' ছাড়া কাকে ভালোবাসবেন নিজের সবটা উজাড় করে!

দিনশেষে এই মরিচীকাময় দুনিয়ার সবকিছু মিথ্যা আর ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ সবকিছু।
দুনিয়ার সামান্য দাসের প্রতি ভালোবাসা দেখাবেন তো খুব বাজেভাবে ঠকে যাবেন।
©️

19/11/2023

জীবনসঙ্গীর প্রতি যে কখনো যত্নবান হতে পারেনি,ভালোবেসে বুকে আগলে রাখতে জানেনি সে নিশ্চিতভাবে হতভাগা।তার এই দূর্ভাগা জীবনে না সে সফল মানুষ হতে পারে,আর না খুঁজে পায় ভরসার কোনো হাত💜
©️

18/11/2023

ব্যাপারটা বয়সের নয় ব্যাপারটা অভিজ্ঞতার! আমি ঠিকই ধরে ফেলতে পারি আমার কাছের মানুষও কত সুন্দর করে আমাকে মিথ্যে বলতে পারে! ধরে ফেলতে পারি মিথ্যে অজুহাত, চিনে ফেলি ভালো মানুষীর মুখোশ! স্বার্থ ফুরোলে কে আমাকে ছুঁড়ে ফেলবে,কে ভুলে যাবে আমার অস্তিত্ব সামান্য নামটুকুও,কে থাকার জন্য এসেছে,কে জোর করে সুসম্পর্ক ধরে রাখছে,কে আমার ক্ষতি চায়,কে ফেক সিম্প্যাথি দেখায় সবটাই!

অথচ এইসবকিছু বোঝার পরেও আমি থাকি নীরব। আমার দেখতে ভালো লাগে নাম দেওয়া সুসম্পর্কের সাজানো অভিনয়,সাজানো মিথ্যে কথা,ভালো মানুষীর মুখোশ!

যাঁরা চালাকি করে তাঁরা ভাবে আমি কিছু বুঝি না,একদম বোকা!
আসলেই বোকা,আমার যে আপনাদের প্রতি কোনো অভিযোগ নেই! অভিনয় টা চালিয়ে যাবেন এভাবেই.........

©️

18/11/2023

কাউকে কখনো এতটাও আঘাত করোনা যে, সে কাঁদতে কাঁদতে তার রবের সামনে কেবলমাত্র তোমার নামটা বলতেই দন্ডায়মান হয়! কোনো মানুষকে ভয়ংকরভাবে অপমান করোনা,কষ্ট দিওনা যে সে সেজদাহতে লুটিয়ে তার আল্লাহকে সমস্ত দুঃখ বলে দিতে বাধ্য হয়…
আর যদি করোই তবে মনে রেখ সব জমা থাকবে এবং বহুগুনে তোমারই কাছে ফেরত আসবে ইনশাআল্লাহ্..

যারা দুঃখ পেয়েছো,একটু সবর করো-তোমার রব তোমার কাছেই আছেন।

#সংগৃহীত

18/11/2023

মিথ্যে আশায় অপেক্ষা, ভুল জায়গায় সেক্রিফাইস, খুব করে চাওয়া অপ্রাপ্তি, মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট, অঝোরো অশ্রু ঝরা, খুব করে মন খারাপ হওয়া

এসবের জন্য খুব মায়া হয় নিজের প্রতি🌸
©️

17/11/2023

জীবন যাতদিন আছে,কষ্ট সাথে থাকবে, হতাশ হবে না, নিরাশ হবে না 🖤

16/11/2023

আমি সহজে সরে যাই না।থাকলে আমি আমার সবটুকু দিয়ে থাকি। কারোর অনেক কিছুতে খারাপ লাগলেও নিজেকে বোঝাই যে আমার কেউই নিখুঁত নই,ভুল তো সবারই হয়। আবার সুযোগ দিই এবং থেকে যাই। অসংখ্য , লক্ষ বার ক্ষমায়, অন্তহীন দাঁড়ি কমায় থেকে যাই। হারিয়ে যাই না।কিন্তু আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুস্কর হয়ে ওঠে। চাইলে এই পৃথিবীর ৭৫০ কোটি মানুষের মধ্যে ৭৪৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার জনকে খুঁজে পাবে।কিন্তু আমায় পবে না!
©️

16/11/2023

আমার রব ! যাদের হৃদয় গুলো দুনিয়ার সাথে জুড়ে আছে,তাদের প্রতি আমাকে বিতৃষ্ণ করে তুলুন।
আর যাদের অন্তর জুড়ে আছে আখিরাতের সাথে,আমার অন্তরটাকেও সেসব অন্তরের সাথে জুড়ে দেন❤️
কথা:- আরিফ আজাদ

কাউকে ঘৃণা করুন, কিন্তু এমন আঘাত দিবেন না যেন অশ্রু গুলো অদৃশ্য ভাবে ঝরে যায়!❝কাঁচ ভাঙ্গার আওয়াজ দ্রুতই মিলিয়ে যায়। কাঁচ...
16/11/2023

কাউকে ঘৃণা করুন, কিন্তু এমন আঘাত দিবেন না যেন অশ্রু গুলো অদৃশ্য ভাবে ঝরে যায়!

❝কাঁচ ভাঙ্গার আওয়াজ দ্রুতই মিলিয়ে যায়। কাঁচের ভাঙ্গা টুকরো থেকে যায়। অসাবধানে ধরলে জখম করে। কথার ধ্বনিও মিলিয়ে যায়, আঘাতটুকু থেকে যায়। অন্যকে সুখি করা আবশ্যক নয়, কষ্ট না দেয়া আবশ্যক।❞

–শাইখ আতিক উল্লাহ

Pic Collected

15/11/2023

প্রতিনিয়ত ঠকে যাচ্ছেন তাই না?
আপনি ঠকে যান তবুও আপনার দ্বারা যেন অন্য কেউ প্রতারিত না হয়। অন্তত আপনি আপনার রবের কাছে সৎ থাকুন।

যারা ঠকায়, যারা প্রতারণা করে, বিশ্বাস করুন কিয়ামতের দিন তাদের কর্মফলই তাদের জন্য কঠিন হয়ে পড়বে।

আল্লাহ তা’আলা বলেন,
নিশ্চয়ই আপনার রবের পাকড়াও বড়ই কঠিন।

-----সূরা বুরুজ: ১২

15/11/2023

আপনার মুহাব্বাত কি শর্তযুক্ত?🌻

আমাদের ওলিমার পরের দিন সকাল বেলাই তিনি তার ল্যাপটপে একটি গজল ছাড়লেন। আমি সফরের প্রস্তুতিতে মগ্ন ছিলাম তাই প্রথমে খেয়াল করিনি। তিনি এটা লক্ষ্য করে আমাকে বললেন – “এটা আমি তোমার জন্য চালিয়েছি”। গজলের কথা গুলো ছিল,

مجھے تم سے محبت ہے اگر ایماں کو تم چاہو + اگر بارود کی خشبواور قرآں کوتم چاہو

“তোমার সাথে আমার মুহাব্বত থাকবে যদি তুমি ঈমান চাও, যদি বারুদের সুগন্ধি এবং কুরআনকে চাও।”

আমি প্রশ্ন করলাম – “আপনার মুহাব্বত শর্তযুক্ত”? তখন তিনি নরম কিন্তু অত্যন্ত গাম্ভির্যের সাথে উত্তর দিলেন –“হ্যাঁ”। অর্থাৎ বিবাহের উদ্দেশ্য উভয়ের দিক থেকে স্পষ্ট ছিল। আলহামদুলিল্লাহ।

শহীদ উস্তাদ আহমাদ ফারুক রহিমাহুল্লাহ’র মুহতারামা স্ত্রী’র ঈমানদীপ্ত স্মৃতিচারণ।

#সংগৃহীত

13/11/2023

যেদিন প্রথম শুনেছি আপনি মিষ্টি পছন্দ করতেন, সেদিন থেকে আমিও মিষ্টি পছন্দ করতে শুরু করেছি।
খেতে বসলে লাউয়ের তরকারি সামনে আসলেই আপনার কথা আমার মনে পড়ে যায়। তরকারি থেকে আপনার খুঁজে খুঁজে লাউ খাওয়ার দৃশ্য আমি আপনার পাশে বসা সাহাবি হয়ে কল্পনা করি।
রাতের আকাশের জ্বলজ্বল করা ভরা চাঁদটাকে দেখলে আপনার কথাই আমার সর্বপ্রথম মনে পড়ে।
সাহাবী জাবির ইবনে সামুরা হতে ইচ্ছে করে আমার।
জাবিরের মত আমিও একবার আপনার দিকে তাকাতাম, একবার চাঁদের দিকে। একবার আপনার দিকে একবার চাঁদের দিকে। আবার। বারবার। তারপর আমি সিদ্ধান্ত নিতাম,
চাঁদের অপেক্ষা আপনিই উজ্জ্বল।
আপনি চাঁদের চেয়ে সুন্দর।
মদীনার অলিগলিতে যখন হাঁটি, আমার সব ভাবনা আপনাকে নিয়ে আমি যেন আপনাকে হন্যে হয়ে খুঁজি। এপথ দিয়ে আপনি হয়তো হেঁটেছেন, ওপথ দিয়ে হেঁটেছেন। এখানে বসেছেন, ওখানে দাঁড়িয়েছেন।
আমি এক মুঠো পাথুরে বালি হাতে নিই পরম মমতায়, হয়তো হাঁটার সময় কোন একটা বালিকণা আপনার ছোঁয়া পেয়েছে।
একদিন আপনার আদরের কণ্যা ফাতিমা আপনার জন্য কিছু রুটি নিয়ে আসলেন। আপনি সেগুলো তৃপ্তি করে খেলেন।
তারপর কণ্যাকে জানালেন,
"আজ তিনদিন পর তোমার পিতার পেটে কিছু পড়লো।"
আহ্! সীরাতে এটা যখন পড়ি
কান্না ধরে রাখতে পারিনা হে প্রিয় নাবী।
আপনার জন্য আমার পিতামাতা কুরবান।
আপনাকে ভালোবাসি কতটা তা জানিনা। তবে
সীরাহ পড়তে গিয়ে "আপনি যুদ্ধের ময়দানে আহত হয়েছেন, আপনি না খেয়ে থেকেছেন"
এগুলো পড়লেই আমার চোখে পানি আসে। আমি ফুঁপিয়ে কাঁদি।
যখন সীরাহ্‌তে যখন আপনার উপর অত্যাচারের বর্ণনা আসে তখন আমার সর্বাঙ্গে জ্বলা ক্রোধের আগুন আমাকে অস্থির করে তোলে!
শুধুমাত্র 'আপনি কেঁদেছিলেন' এতটুকু শব্দগাঁথুনিতে আমার নিজের কান্নার হেঁচকি বন্ধ করা কঠিন হয়ে পড়ে!
আপনার কষ্টের কথা পড়তে গিয়ে সাড়ে চৌদ্দশত বছর পর একটা ছেলে কাঁদছে,
ফিরিশতারা কি এগুলো বলে আপনার কাছে?
আপনি কি জানতে চান আমার নাম?
যখন কারো ব্যাপারে শুনি, অমুক খুব সুন্দর। তখন মনে পড়ে আম্মাজান আয়িশাহ্ রাদ্বিয়াল্লাহু আনহার সেই কথা
"ওও মিশরের নারীরা! তোমরা যদি আমার স্বামী আল্লাহর রাসূল মুহাম্মাদকে দেখতে তাহলে হাতের আঙুলের বদলে নিজেদের কলিজাটাই কেটে ফেলতে!"
না জানি আপনি কতটা সুন্দর ছিলেন, ইয়া রাসুলাল্লাহ ﷺ!
কিন্তু, এই অধমের তুচ্ছ চোখ দুনিয়ার সব দেখতে পেলেও আপনাকে দেখার সৌভাগ্য সে পায় নি।
ইয়া রাসুলাল্লাহ ﷺ! যখন মনে পড়ে আপনাকে এত ভালোবেসেও একটিবার আপনাকে দেখার তাওফিক আমার হয়নি, শুধুমাত্র একটাবার আপনার অমায়িক অতুলনীয় কণ্ঠের আওয়াজ আমার কানে পৌঁছায়নি, এই গোটা দুনিয়ায় আমার প্রায় সবকিছু থাকলেও শুধুমাত্র আপনি নেই; তখন এই সম্পূর্ণ পৃথিবীটাকেই আমার গোরস্থান বলে মনে হয়।
একবার মসজিদে নববীতে- বিতিরের সালাতের দোয়ায় ইমাম বলেছিলেন,
ইয়া আল্লাহ্! আপনি আপনার হাবীবের মসজিদে আমাদের যেভাবে একত্রিত করেছেন, জান্নাতুল ফিরদাউসেও আপনার হাবীবের সাথে আমাদের একত্রিত করে দিন।
ওয়াল্ল-হি!
আপনার সাক্ষাত পাবার কথা শুনেই আমার শরীরে শিহরণ বয়ে গিয়েছিল। আমি হেঁচকি দিয়ে কেঁদে উঠেছিলাম। আমার চোখ অঝোরে অশ্রু ঝড়িয়েছিল।
ওও হ্যাঁ!
যখন এই অধমের জিহ্বা থেকে আপনার নামে দরূদ উচ্চারিত হয় আপনি কি শুনতে পান?
দূর থেকে আপনাকে পাঠানো সালাম কি ফিরিশতারা আমার নাম বলে আপনার কাছে পৌঁছে দেয়?
আপনার রওদ্বায় দাঁড়িয়ে যখন সালাম দিই। আপনি কি আমার সালাম শুনে আমার দিকে তাকান?
সেই চির অম্লান মুচকি হাসির সাথে আমার সালামের জওয়াব দেন?
যেদিন প্রথম জেনেছি আপনার পছন্দের রঙ সবুজ, সেদিন থেকেই আমি সবুজকে আঁকড়ে ধরেছি।
যখন আমি কারোর সঙ্গে মুসাফাহার জন্য হাত বাড়াই তখন মনে পড়ে, আপনার হাত রেশমের ন্যায় এতো কোমল ছিল যে, কেউই সহজে আপনার হাত ছাড়তে চাইতো না! যখন শরীরে আতর লাগাতে যাই তখন মনে পড়ে আপনি সুগন্ধি কতটা পছন্দ করতেন!
যখন প্রথম শুনেছি আপনার মুখে সবসময় মুচকি হাসি লেগে থাকতো, তখন থেকেই আমি মুচকি হাসিকে নিজের সঙ্গী বানিয়ে নিয়েছি।
প্রচন্ড খারাপ লাগলে যখন আকাশের দিকে তাকাই, তখন আকাশ পানে আপনার তাকিয়ে থাকার প্রতিচ্ছবিই প্রথম আমার অন্তরে ভেসে ওঠে।
আচ্ছা, ইয়া রাসুলাল্লাহ ﷺ!
এটাকেই কি প্রেম বলে? ভালোবাসার মানে কি তবে এটাই? যা আমি আপনার প্রতি অনুভব করি?
এতটুকুকে সম্বল বানিয়েই কী আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো,
"আমি নিঃস্ব! আমার কাছে কিচ্ছু নেই গো আমার রব্ব!
শুধু তোমার আর তোমার রাসূলের প্রতি ভালোবাসা আছে।
আর তা নিয়েই আমি এখানে চলে এসেছি।"
বি আবি ওয়া উম্মী ইয়া রসূলাল্ল-হ্!
সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম!

~মাহ্দী ফয়সাল

13/11/2023

দিনশেষে একটি কথাই চূড়ান্ত সত্য- আমার হিসাব আমাকেই দিতে হবে। আমার কবরের আযাব আমাকেই ভোগ করতে হবে। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে অন্যের ভুল-ত্রুটি নিয়ে চিন্তা করার সময় আসলেই নেই।
:
খুব বেশী বেশী আত্মসমালোচনা করা দরকার। একটু চিন্তা করা দরকার, উম্মাহর ভালোর জন্য আমার সামান্য পরিমাণ প্রচেষ্টা আছে কি? নাকি আমরা শুধু ওই সকল ভাইদের ভুল ধরতে ধরতেই সময় শেষ করছি যারা তাদের জীবনকেই উৎসর্গ করে দিচ্ছেন উম্মাহর স্বার্থে? ইত্তাকুল্লাহ! ভিন্ন মানহাযের কোন ব্যক্তিও তাঁর ইখলাসের কারণে আল্লাহর কাছে উত্তম প্রতিদান পেতে পারেন, এটি যেন আমরা ভুলে না যাই।
©️

Alhamdulillah 🖤
12/11/2023

Alhamdulillah 🖤

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when فلق-Falaq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like