R H RAHI

R H RAHI The Official Page of Md. Rejaul Hafiz Rahi's Photography Page.
(2)

শুভ জন্মদিন প্রাণের ঠাকুরগাঁও 🇧🇩আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমায় বীর...
03/12/2023

শুভ জন্মদিন প্রাণের ঠাকুরগাঁও 🇧🇩
আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমায় বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় পাকিস্থানি হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধা ও সর্বস্থরের জনগণ ওই দিন ভোরে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে বাংলাদেশের পতাকা উড়ায়।

সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্যে অনেক অনেক শুভকামনা !! SSC Morning Batch 2024.Thakurgaon Govt. Girls' High School .বাচ্চা...
30/11/2023

সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্যে অনেক অনেক শুভকামনা !!
SSC Morning Batch 2024.
Thakurgaon Govt. Girls' High School .

বাচ্চালোগ দেরির জন্যে দুঃখিত :)

30/11/2023

সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্যে অনেক অনেক শুভকামনা !!

SSC Morning Batch 2024.
Thakurgaon Govt. Girls' High School .

ইশকুল এই ব্যাস্ত শহরে অপরিচিত ভিড়ে হঠাৎ মনে পড়ে যায় পুরোনো দিন - কত রঙ্গিন তাকে আটকে রাখি যায়ায় হয়তো আমরা বহুদূর ইশকুলের চৌকাঠ পেরিয়ে এখনও একই মানুষ - এখনও বন্ধু আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায় আর একটা দিন কাটুক না হয় সব ভুলে আয় আয় বন্ধুরা ফিরে আয় সবুজ মাঠের সোনালী ছায়ায় হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে পেছনে তাকালেই যেন এখনি ডাক দিবি খাতার মাঝে চোখ ফাকি দেয়া কত না কাটাকাটি অংক বাংলা ভূগোল ... ধুর ছাই কিছু মনে নাই শুধু মনে আছে খোলা হাসি আর গান এখনও একই মানুষ - এখনও বন্ধু আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায় আর একটা দিন কাটুক না হয় সব ভুলে আয় আয় বন্ধুরা ফিরে আয় সবুজ মাঠের সোনালী ছায়ায় হাসবো মোরা পরান খুলে সবাই মিলে যারা নেই আজ পাশে তোরা থাকবি বেঁচে সবসময় আমাদেরই পাশে আয় আয় বন্ধুরা ফিরে আয় আয় আয় বন্ধুরা ফিরে আয় - শৈশব কৈশোরের ঠিকানায় আর একটা দিন কাটুক না হয় সব ভুলে আয় আয় বন্ধুরা ফিরে আয় সবুজ মাঠের সোনালী ছায়ায় হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে আয় আয় বন্ধুরা ফিরে আয়..

Song credit - Arbovirus - School.

YouTube channel- ARBOVIRUS-TV

কাঞ্চন শ্রমিক অথবা প্রকৃতি প্রেমী যাই বলেন আমাদের যায় আসেনা 💚
27/11/2023

কাঞ্চন শ্রমিক অথবা প্রকৃতি প্রেমী যাই বলেন আমাদের যায় আসেনা 💚

এক বিশেষ কারণে আমার মডেল কে কিছুটা গলুমোলু দেখাচ্ছে , বলতে হবে কারণটা কি !!
25/11/2023

এক বিশেষ কারণে আমার মডেল কে কিছুটা গলুমোলু দেখাচ্ছে , বলতে হবে কারণটা কি !!

কাঞ্চন লাভার 🫡✌️💚🇧🇩
23/11/2023

কাঞ্চন লাভার 🫡✌️💚🇧🇩

💚💚💚
08/11/2023

💚💚💚



"We decided to follow them to try and trace the nest locations. Again, without imagining how difficult it would be, given the differences in our pace. A hornbill pair would fly past a mountain or hill in less than a minute; however, it would take us the entire day as we walked in the same direction the pair had flown in the morning."

Hornbill biologist Pooja Pawar gives us a glimpse of how one tracks hornbills in the wild! Join her on this bumpy ride.

📷 Dhanu Paran — The rare aerial casque-butting behaviour seen in Great Hornbills.

Click on the link to know more:
https://www.natureinfocus.in/western-ghats-on-the-edge/in-search-of-hornbill-nests-in-the-anamalai-hills

কাঞ্চন মন কাঞ্চন প্রহর এবং আমরা 🍀🌿💚
07/11/2023

কাঞ্চন মন কাঞ্চন প্রহর এবং আমরা 🍀🌿💚

ফুল নেবে না অশ্রুনেবে বন্ধু !!
01/11/2023

ফুল নেবে না অশ্রুনেবে বন্ধু !!

টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসব যেন শিকারিদের মিলন মেলা  🐟🐠🌿🛶🎣🎣🌿 🐟🐠পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায় সকালের কাঁচা রো...
31/10/2023

টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসব যেন শিকারিদের মিলন মেলা 🐟🐠🌿🛶🎣🎣🌿 🐟🐠
পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘায় সকালের কাঁচা রোদে চকচক করা অপরূপ সৌন্দর্য দেখা যায় টাঙ্গন ব্যারেজের ওপর থেকে।
প্রতিবছর শীতকালে পানি কমে গেলেও বর্ষাকালে টাঙ্গন পানিতে থৈ থৈ। ভরা মৌসুমে মৎস্য বিভাগের আওতায় টাঙ্গন নদীর ওপর নির্মিত টাঙ্গন ব্যারেজের প্লাবন ভূমিতে সরকারিভাবে মাছ অবমুক্ত করা হয়। তিন মাস পর ব্যারেজের গেট খুলে দিলে এখানে শুরু হয় পাঁচ দিনব্যাপী মাছধরার উৎসব। পঞ্চগড়, দিনাজপুর নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলার মাছ শিকারিরা এখানে এসে তাবু গেঁড়ে, কেউ কলাগাছের ভেলায় আবার কেউ নৌকা করে বিস্তির্ণ এলাকায় মাছ শিকার করেন। এতে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়।
ঠাকুরগাঁও শহর থেকে উত্তরে সেনুয়া নদীর ওপর হয়ে উত্তরে ১৯ কিলোমিটার গেলেই টাঙ্গন ব্যারেজ। বেবিটেক্সি, অটোবাইক ও মাইক্রোবাস নিয়ে সেখানে যাওয়া যায়। নদীর পানি আটকিয়ে উজানে সৃষ্টি হয় নয়নাভিরাম দৃশ্যের। বিভিন্ন অঞ্চলের লোকজন অবসরের অবসাদ কাটাতে ছুটে যান টাঙ্গন ব্যারেজ এলাকায়। ভ্যানে চড়ে কিংবা পায়ে হেঁটে উপভোগ করা যায় টাঙ্গন ব্যারেজ এলাকার অপরূপ সৌন্দর্য্য। এখানে সুন্দর ও নিরিবিলি একটি ডাকবাংলো রয়েছে।
টাঙ্গন নদী বাংলাদেশ-ভারতের মধ্য দিয়ে সমানভাবে প্রবাহিত। এটি একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। টাঙ্গন পুনর্ভবা নদীর একটি উপনদী। দু’দেশের পানি ভাগাভাগি নিয়ন্ত্রণে নির্মাণ করা হয়েছে টাঙ্গন ব্যারেজ। বর্ষা মৌসুমে এই ব্যারেজ এলাকা ভ্রমণ পিপাসুদের দৃষ্টি কাড়ছে। প্রাকৃতিক সৌন্দর্যের এক ভিন্ন রূপ ছড়িয়ে আছে ব্যারেজ এলাকায়। অবশ্য শীতকালেও এক ভিন্ন রূপ পায় টাঙ্গন ব্যারেজ পর্যকটদের কাছে।
টাঙ্গন ব্যারেজ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের চাপাতি গ্রামে অবস্থিত, যার বাস্তবায়ন ১৯৮৪-১৯৮৫ সালে শুরু হয় এবং ১৯৯২-১৯৯৩ সালে এর কাজ শেষ হয়। প্রকল্পটির উদ্দেশ্য ছিল, ওই এলাকার আমন মৌসুমে সেচ সুবিধা প্রদান। প্রকল্প আওতাভুক্ত জমি ৬০৭০ হেক্টর ও সেচ যোগ্য জমি ৪৪৫০ হেক্টর। ব্যারেজের পানি নির্গমন ক্ষমতা প্রতি সেকেন্ডে ২৮৭ ঘনমিটার।

প্রতিবছরের ন্যায় এবারও গত রাতে বাঁধের গেট খুলে দেয়ায় শুরু হয় এ মাছ ধরার মহোৎসব। যাতে যোগ দিতে শুধু আশেপাশের গ্রামের নয়, আসেন জেলার বিভিন্ন এলাকার এমনকি পার্শ্ববর্তী জেলার হাজার হাজার মানুষ। তাদের মধ্যে মাছ ধরতে দিনব্যাপী ব্যস্ত ছিলেন নানান বয়সের নারী-পুরুষ ও শিশু। বাদ যাননি বৃদ্ধ-বৃদ্ধারাও।
কারও হাতে পলো, কারও হাতে ছাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল। কেউবা ছোট নৌকায়, কেউবা কলা গাছের ভেলায় চড়ে ছুড়ে দিচ্ছেন পানিতে। যাদের মাছ ধরার সরঞ্জাম ছিলনা, বসে ছিলেন না তারাও। খালি হাত দিয়েই ব্যস্ত ছিলেন কাঁদার মাঝে মাছ খোঁজার কাজে।আর এসব দৃশ্য দেখে আনন্দে মাতোয়ারা হচ্ছিলেন নদীর তীরে ভীড় জমানো নানান বয়সের হাজার হাজার মানুষ। তাদের অনেকেই আবার মাঝে মাঝে একসাথে চিৎকার দিয়ে উৎসাহ দিচ্ছেলেন মাছ শিকারিদের।
তাদের পাশাপাশি পেশাদার জেলেরাও মাছ শিকার করে বাঁধ এলাকাতেই বসিয়েছিলেন টাটকা মাছ বিক্রির পসরা সাজিয়ে। অনেকে সেখানে গিয়েছিলেন অল্প দামে সেই মাছ কেনার আশায়। শুধু মাছের দোকান নয়, সেখানে বসেছিল নানান স্বাদের, নানান রঙের খাবারের দোকানও। সবার ভিড়ে ও ব্যস্ততায় পুরো এলাকা উৎসবে পরিণত হয়। আর এত মানুষের ভীড়ের সুযোগ নিয়ে অনেক বিক্রেতা মাছের দাম হাঁকিয়েছেন ইচ্ছেমত, মাছের বাজারের তুলনায় এই স্থানগুলোতে মাছের দাম বাড়াবাড়ি বেশি থাকে, তবে এখানে মানুষ শখেই মাছ কেনে !!
📸 R H Rahi 30/10/2023 Thakurgaon, Bangladesh.



নর/নারির ছবি তোলার অভিজ্ঞতা আমার বরাবরই কম,সব সময় বন্য প্রাণী পাখি এসবেরই ছবি তোলার অভিজ্ঞতা হয়েছে। বউয়ের বায়না শুনে...
15/10/2023

নর/নারির ছবি তোলার অভিজ্ঞতা আমার বরাবরই কম,
সব সময় বন্য প্রাণী পাখি এসবেরই ছবি তোলার অভিজ্ঞতা হয়েছে। বউয়ের বায়না শুনে তার কয়েকটা ছবি তুলেছিলাম , সেই ছবিগুলোর মধ্যেই একটা হলো এটা !!

Address

Hazipara
Thakurgaon
5100

Telephone

+8801719001122

Website

Alerts

Be the first to know and let us send you an email when R H RAHI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R H RAHI:

Videos

Share

Category


Other Video Creators in Thakurgaon

Show All