Rongforing Entertainment

Rongforing Entertainment hay we are ( rong foring) team support this page & YouTube canal, we arw realised video every
10 day's latter

31/01/2025

যাদু দেখে যান 😁

জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো, তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবেনা।
31/01/2025

জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো, তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবেনা।

রিপন মিয়া / রিপন ভিডিওর পুনরুত্থান ও আমার কিছু কথারিপন মিয়ার নাম আমি প্রথম শুনি The Ajaira LTD. এর 'আমায় দিও কল' গানের ম...
30/01/2025

রিপন মিয়া / রিপন ভিডিওর পুনরুত্থান ও আমার কিছু কথা

রিপন মিয়ার নাম আমি প্রথম শুনি The Ajaira LTD. এর 'আমায় দিও কল' গানের মাধ্যমে। আজ থেকে প্রায় ৫ বছর আগের ২০২০ সালের এই গান তখন ট্রেন্ডে ফাটিয়ে দিচ্ছিল, এখন পর্যন্ত ভিউ প্রায় ৩০ মিলিয়ন।

আম গাছে আম ধরে
কুমড়ো ফলে চালে
দূর থেকে কিস দিলাম
তুলে নাও গালে
বন্ধু তুমি একা হলে
আমায় দিও ডাক
তোমার সাথে গল্প করবো
আমি সারা রাত।
আই লাবিউ।

এই দুই এক লাইনের কবিতাগুলো ছিল রিপন মিয়ার মূল হাতিয়ার তখনকার সময়ে।

২০২৪-২৫ এ এসে রিপন মিয়ার পুনরুত্থান হয়েছে। এতো ভালো মানের কামব্যাক বোধ হয় বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে নাই।

কেন এটা এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাস দেখলেই বুঝবেন। কেউ একজন ট্রেন্ড থেকে সরে ইরেলেভেন্ট হয়ে গেছে আর এর পর এইরকম দূর্দান্তভাবে ফেরত এসেছে এমন ঘটনা খুবই কম, তাও সেইম জনরার ভিডিওতে।

রিপন মিয়া নিজেকে অ্যাডাপ্ট করেছেন। এবার তাঁর মূল শক্তি ছিল শর্টস বা রিলস। উনার মাধ্যমেই বুঝেছি বাংলাদেশের মানুষ যেমন ল্যাম্বরগিনির পাশে দাঁড়িয়ে ভিডিও, দামি হোটেল বা রিসোর্টে দুই রাতের ভিডিও, এইরকম চাকচিক্যময় ভিডিও দেখে, তেমনি একদম সাধারণ একজন মানুষ শীতের সকালে উঠে দাঁত মাজছে ছাই দিয়ে, পিঠা খাচ্ছে, রাস্তার পাশে দাঁড়িয়ে বরইয়ের ভর্তা খাচ্ছে, এসব ভিডিও করেও যে ভিউজ আনা সম্ভব এটা রিপন মিয়া দেখিয়ে দিয়েছেন। তার সাথে এবার তিনি কোল্যাব করছেন অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। এস পি ক্রিয়েশন, রাফসান দ্য ছোটোভাই ইতোমধ্যে তার সাথে ভিডিও বানিয়ে ফেলেছে। শুধু শর্ট বা রিলেই থেমে থাকেন নি। ইউটিউবে লং ফরম্যাট ভিডিও ব্লগ বা ভ্লগও ছাড়ছেন খুবই প্রফেশনালি। বোঝা যায়, হয় তার সোশাল মিডিয়াকে বোঝার ব্রেন টা খুব ভালো অথবা তার আশে পাশে যারা আছেন তারা তাকে খুব ভালোভাবে গাইড করছেন।

যেসব কন্টেন্ট ক্রিয়েটর ক্রস ক্লাস পেনেট্রেশান করতে পারে তাদের আমি একটু আলাদা চোখে দেখি। ক্রস ক্লাস বলতে আপনি খুবই সাধারণ লোয়ার ক্লাস সিটিজেন কিন্তু আপনি যা করেন, আপনার কন্টেন্ট আপার ক্লাসের মানুষজনও দেখছে। তেমনি উল্টাটাও হতে পারে, আপার ক্লাসের মানুষের দৈনন্দিন জীবনের ভিডিও লোয়ার ক্লাসের মানুষজন দেখছে, যেটাই আসলে বেশী হয়, তবে রিপন মিয়া স্রোতের বিপরীতে খেলে দেখিয়ে দিয়েছেন।

রিপন মিয়ার পুনরুত্থান বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে একটা বিপ্লব হয়তো নাও হতে পারেন, তবে তিনি যা করে দেখিয়েছেন, সেটা সবার পক্ষে সম্ভব না।

এটাই বাস্তব। হা হা হা।

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
30/01/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়.....!

ভুল জায়গায় কখনোই তোমার মূল্যায়ন হবে না😑😑।
29/01/2025

ভুল জায়গায় কখনোই তোমার মূল্যায়ন হবে না😑😑।

ভাগ্যবান পুরুষ> রেখে যান ১৪ দিনের নতুন বউ, ১৬ বছর পর ফিরেও দেখেন ছেড়ে যায়নি🥰
28/01/2025

ভাগ্যবান পুরুষ>
রেখে যান ১৪ দিনের নতুন বউ, ১৬ বছর পর ফিরেও দেখেন ছেড়ে যায়নি🥰

ছবিটা আপনার মোবাইলে সেফ করে রাখতেপারেন, আপনার বাচ্চা ভাত না খেতে চাইলেতখন এই ছবি দেখিয়ে ভয় দেখিয়ে খাওয়াতেপারবেন...
28/01/2025

ছবিটা আপনার মোবাইলে সেফ করে রাখতে
পারেন, আপনার বাচ্চা ভাত না খেতে চাইলে
তখন এই ছবি দেখিয়ে ভয় দেখিয়ে খাওয়াতে
পারবেন...

বাচ্চারা কিছু পুষতে চাইলে হেল্প করুন। 'তুমি যে অমুক পালতে চাও! তোমাকে কে পালে?' টাইপ প্রশ্ন করে ডিমোরালাইজড করবেন না। যে...
27/01/2025

বাচ্চারা কিছু পুষতে চাইলে হেল্প করুন। 'তুমি যে অমুক পালতে চাও! তোমাকে কে পালে?' টাইপ প্রশ্ন করে ডিমোরালাইজড করবেন না। যে কোন পেট আপনার বাচ্চাকে আরো এম্পেথেটিক ও আরো মানুষ করে তুলবে!

বেইলি রোডে দরদাম করে ৫০ টাকায় মুরগীর ছাও কিনছে আরেক মুরগীর ছাও।

✍️গরিব কেন সারা জীবন গরিব থাকে? 🤔আয় সাধারণত তিন ধরনের হয়ে থাকে:1. একটিভ ইনকাম2. প্যাসিভ ইনকাম3. পোর্টফোলিও ইনকাম---✍️১. ...
27/01/2025

✍️গরিব কেন সারা জীবন গরিব থাকে? 🤔

আয় সাধারণত তিন ধরনের হয়ে থাকে:
1. একটিভ ইনকাম
2. প্যাসিভ ইনকাম
3. পোর্টফোলিও ইনকাম

---

✍️১. একটিভ ইনকাম

একটিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন: চাকরি, ব্যবসা, অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন, ততটুকু আয় করবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন, ততক্ষণ আয় হবে; কিন্তু যদি আপনি দোকানে না যান, তবে আয় হবে না।

এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয়। এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম, এবং বেশিরভাগ মানুষ একটিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ, চাকরি পাওয়া, মাসে নির্দিষ্ট স্যালারি পাওয়া, কিংবা ছোটখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন, ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ ১০-১২ ঘণ্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়।

যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অভিনেতা হোন না কেন, একটিভ ইনকামে আপনি সর্বোচ্চ কতটুকু আয় করতে পারেন? এর পরিমাণ নির্দিষ্ট, এবং এক সময় আপনি সেই সীমার মধ্যে আটকে পড়বেন। তাই, একটিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন-সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয়।

---

✍️২. প্যাসিভ ইনকাম

প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করেও উপার্জন করতে পারেন। অর্থাৎ, আপনি ঘুমাচ্ছেন, বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন, তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন। কারণ, প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো, এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করে আয় করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ (Cost Per Action) এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ।

প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময়, এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন।

এ কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকাম এর প্রতি আগ্রহী নয়, এবং তারা একটিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে, তারা কখনো অর্থ কষ্টে পড়েন না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই, যদি আপনি জীবনে সফল হতে চান, তবে একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন।

---

✍️৩. পোর্টফোলিও ইনকাম

পোর্টফোলিও ইনকাম হল সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে। যারা টাকা আছে, তারা সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন। এই ধরনের ইনকামের জন্য তাদের কোনও কঠোর পরিশ্রম করতে হয় না।

উদাহরণস্বরূপ, আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এছাড়া, আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন, যদিও আপনার কোনও সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই।

ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে অর্থ রাখেন। কারণ, ব্যাংকে টাকা রাখলে, আসল অর্থের মূল্য দিন দিন কমে যায়। অর্থাৎ, সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে। তবে, যদি আপনি সেই টাকা শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে বা কোনো ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন, তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন।

যারা পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয়, তারা হয়তো জানেন না যে বিনিয়োগের মাধ্যমে কীভাবে তারা তাদের সম্পদ বৃদ্ধি করতে পারেন।

---

২০-৮০ সিস্টেম এবং আপনার ভবিষ্যৎ

আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে, তাহলে আপনি হয়তো ২০-৮০ সিস্টেমে আটকে যাবেন। এই সিস্টেম অনুযায়ী, ২০% মানুষ ধনী হয়, এবং ৮০% মানুষ গরিব থাকে। পৃথিবীর সম্পদের বড় একটা অংশ ২০% মানুষের কাছে থাকে।

এই কারণে, আপনি যে প্রফেশনে আছেন না কেন, চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে। আপনি যদি শুধুমাত্র একটিভ ইনকামে আটকে থাকেন, তবে আপনার আয় এক সময় সীমাবদ্ধ হয়ে যাবে। আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে, আপনি সেই ৮০% মানুষের মধ্যে পড়ে যাবেন, যারা সারাজীবন অর্থ কষ্টে ভুগবে।

তাই, আজ থেকেই আপনার আয় বাড়ানোর পরিকল্পনা করুন এবং একটিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন।

আপনার ভবিষ্যত সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন।

---

উদাহরণ আরও কিছু:
- বই লেখা: আপনি যদি একটি বই লিখে প্রকাশ করেন, তবে প্রতি বিক্রির সাথে আপনাকে কিছু পরিমাণ আয় হবে, যা অবিরাম চলতে থাকবে।
- ইনভেস্টমেন্ট: আপনি যদি স্টক মার্কেট, রিয়েল এস্টেট অথবা কিপট (Crypto) মার্কেটে বিনিয়োগ করেন, তবে আপনি প্যাসিভ ইনকাম উপার্জন করতে পারবেন।
- অনলাইন কোর্স তৈরি করা: আপনি যদি কোনো বিশেষ বিষয়ে দক্ষ হন, তাহলে আপনি একটি অনলাইন কোর্স তৈরি করতে পারেন, যা মানুষ কিনে নেবে এবং আপনাকে অবিরাম আয় এনে দিবে।

সুতরাং, জীবনে সফল হতে এবং ধনী হতে হলে, একটিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন।

আপনি নামি দামি রেস্টুরেন্ট থেকে যেসব দামী খাবার অর্ডার করেন দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই সেইসব খাবার আপনার বাসায় পৌছে দে...
26/01/2025

আপনি নামি দামি রেস্টুরেন্ট থেকে যেসব দামী খাবার অর্ডার করেন দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোই সেইসব খাবার আপনার বাসায় পৌছে দেয়। আপনার এক অর্ডার পরিমান খাবারের টাকা আয় করতে তাদের হয় তো কয়েক দিন লেগে যায়।

প্রচন্ড দাবদাহে তারা খাবার নিয়ে এলে ফ্রিজে থাকা এক বোতল ঠান্ডা পানি দিতে পারেন। জয় হোক মানবতার।

- লাইফে শুধু এতটুকু বড় হতে চাই যাতে এদের পাশে দাড়াতে পারি!🙂
02/11/2024

- লাইফে শুধু এতটুকু বড় হতে চাই যাতে এদের পাশে দাড়াতে পারি!🙂

😊
24/10/2024

😊

প্রথম নিজেকে বদলাতে হবে -তার পর দেশ বদলানোর চেষ্টা করেন !শুধু রাজ*নীতি করলে -খাবেন কি ?রাজনীতি খাবেন ?দেশ খাবেন ?আগে শিক...
06/10/2024

প্রথম নিজেকে বদলাতে হবে -
তার পর দেশ বদলানোর চেষ্টা করেন !
শুধু রাজ*নীতি করলে -
খাবেন কি ?
রাজনীতি খাবেন ?
দেশ খাবেন ?
আগে শিক্ষিত হন ,
কাজ করেন ,
রাজ*নীতি আপনাকে ডাকবে |
ছাত্র অবস্থায় রাজনীতি করে
গাড়ী , ফ্লাট ও কোটি টাকার মালিক ?
টাকা কি আকাশ থাইকা পরে ?

18/09/2024

অসাধারণ একটা মূহুর্ত ছিলো ❤️❤️

আসসালামু আলাইকুম ❤️ সবাই কেমন- আছেন?
15/09/2024

আসসালামু আলাইকুম ❤️ সবাই কেমন- আছেন?

শীতের অগ্রিম শুভেচ্ছা! গরম আর ভাল্লাগেনা 🙄
14/09/2024

শীতের অগ্রিম শুভেচ্ছা! গরম আর ভাল্লাগেনা 🙄

জুম্মা মোবারক ❤️❤️
13/09/2024

জুম্মা মোবারক ❤️❤️

ভাই বড় ধন রক্তের বাঁধন ❤️❤️❤️
12/09/2024

ভাই বড় ধন রক্তের বাঁধন ❤️❤️❤️

Address

Thakurgaon
জিপলিখুন

Alerts

Be the first to know and let us send you an email when Rongforing Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rongforing Entertainment:

Videos

Share