Birol dinajpur

Birol dinajpur বিরল ছবি

08/12/2023

আগামী ১৪ তারিখ বিরলে আগের শিরোনামহীনের জনপ্রিয় তারকা তুহিন বর্তমান ব্যান্ড দল "আভাস" আসছে দশর্ক মাতাতে...
ধন্যবাদ জননেতা Khalid Mahmud Chowdhury এম,পি

মসজিদে যখন সবাই একই সেন্ডল নিয়ে যায়  তখন আমার কনটা বোঝাই যায় না।😜😜😜😜😈😈
04/12/2023

মসজিদে যখন সবাই একই সেন্ডল নিয়ে যায় তখন আমার কনটা বোঝাই যায় না।😜😜😜😜😈😈

হ্যাঁ ভাই যারা  ছোটবেলায় এই অবস্থায় ঢিল মারছিলেন তারা আজও  সিঙ্গেল। আর সিঙ্গেল থাকার ফলে তেমন হাঁস খাওয়া হয় না। তবে আপনা...
04/12/2023

হ্যাঁ ভাই যারা ছোটবেলায় এই অবস্থায় ঢিল মারছিলেন তারা আজও সিঙ্গেল।

আর সিঙ্গেল থাকার ফলে তেমন হাঁস খাওয়া হয় না। তবে আপনারা চিন্তা করবেন না। আপনি শুধু নিয়ে রান্না করবেন।

তাজা খবর তাজা খবরদিনাজপুর জেলার বিরল থানার নাড়াবাড়ি অঞ্চলে একটি কুষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে । সরকারি ভাবে রাস্তা ...
27/11/2023

তাজা খবর তাজা খবর

দিনাজপুর জেলার বিরল থানার নাড়াবাড়ি অঞ্চলে একটি কুষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে । সরকারি ভাবে রাস্তা নির্মাণের জন্য পুকুরের মাটি খনন করার সময় এই মূর্তিটি পাওয়া গেছে । সময় ১২: ২০ দুপুর বেলা । তারিখ : ২৭ / ১১/২০২৩

26/11/2023
সেরাদের সেরা Khalid Mahmud Chowdhury mp মহোদয়
22/11/2023

সেরাদের সেরা Khalid Mahmud Chowdhury mp মহোদয়

তেঘরা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ  মহসিন ফুটবল একাদশ মাধববাটী  গোলরক্ষক বাপ্পি কে নগদ ৩০০০ টা...
21/11/2023

তেঘরা ফুটবল টুর্নামেন্ট ২০২৩
আজকের খেলার ম্যান অফ দ্যা ম্যাচ মহসিন ফুটবল একাদশ মাধববাটী গোলরক্ষক বাপ্পি কে নগদ ৩০০০ টাকা তুলে দিলেন প্রধান অতিথি, জনাব এ্যাড: রবিউল ইসলাম রবি যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বিরল উপজেলা শাখা ও সদস্য দিনাজপুর জেলা আওয়ামী লীগ, পিপি দিনাজপুর জজ কোর্ট,
উপস্থিত আছেন জনাব মো:জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ২ নং ফরক্কাবাদ ইউনিয়ন শাখা.

কমলা বাগান পরিদর্শনে কিছু সময়।রামপুর,বিরল,দিনাজপুর।
19/11/2023

কমলা বাগান পরিদর্শনে কিছু সময়।
রামপুর,বিরল,দিনাজপুর।

পাঁচজন আসামির মধ্যে দুই আসামি গ্রেফতার,  দিনাজপুর চিরিরবন্দরের আলোচিত ২০ বছর বয়সী তরুনীকে গণধর্ষণ মামলায় ধর্ষণের সাথে সর...
19/11/2023

পাঁচজন আসামির মধ্যে দুই আসামি গ্রেফতার, দিনাজপুর চিরিরবন্দরের আলোচিত ২০ বছর বয়সী তরুনীকে গণধর্ষণ মামলায় ধর্ষণের সাথে সরাসরি জড়িত দুই ধর্ষককে আল আমিন (২৬) ও রুবেল ইসলামকে (৩০) গ্রেফতারে করেছে পুলিশ ।

দিনাজপুরে ব্যারিস্টার সুমনের খেলা দেখতে জনতার উপচে পড়া ভিড়..আজ ১৮ নভেম্বর রোজ শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে খেলতে যায় তার ...
18/11/2023

দিনাজপুরে ব্যারিস্টার সুমনের খেলা দেখতে জনতার উপচে পড়া ভিড়..

আজ ১৮ নভেম্বর রোজ শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে খেলতে যায় তার দল। এদিন তাদের প্রতিপক্ষ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমিকে ১-০ ব্যবধানে পরাজিত করে তার দল।

খেলা দেখতে দুপুর থেকেই আশপাশের এলাকা থেকে মানুষ আসতে থাকে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। দর্শকের উপচে পড়া ভিড়ের কারণে অনেকে আশপাশের ভবনের ছাদ, দেয়াল ও গাছের ডালে বসে খেলা উপভোগ করেন।

খেলা শেষে ভক্ত সমর্থকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার সুমন। এ সময় দর্শকদের অনুরোধে তোলেন সেলফিও।

দিনাজপুর /Birol Dinajpur

আলহামদুলিল্লাহ।
16/11/2023

আলহামদুলিল্লাহ।

বিরল উপজেলার সর্বপ্রথম প্রিন্ট প্রত্রিকা সাপ্তাহিক "বিরল কন্ঠ" ইতিহাস কখনো বিলুপ্ত হয়ে যায়না।
28/09/2023

বিরল উপজেলার সর্বপ্রথম প্রিন্ট প্রত্রিকা
সাপ্তাহিক "বিরল কন্ঠ"
ইতিহাস কখনো বিলুপ্ত হয়ে যায়না।

ভয়াবহ বৃষ্টিতে দিনাজপুর শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং বাড়ীঘর তলিয়ে গেছে। এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে এবং পরিস্থিতী খুব খারাপ ...
24/09/2023

ভয়াবহ বৃষ্টিতে দিনাজপুর শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং বাড়ীঘর তলিয়ে গেছে। এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে এবং পরিস্থিতী খুব খারাপ হচ্ছে।

দিনাজপুরে টানা বৃষ্টিতে  রাস্তায় ও ফাঁকা জায়গায় পানি জমতে শুরু করেছে! ছবি: সংগৃহীত দিনাজপুর / Birol dinajpur
24/09/2023

দিনাজপুরে টানা বৃষ্টিতে রাস্তায় ও ফাঁকা জায়গায় পানি জমতে শুরু করেছে!

ছবি: সংগৃহীত
দিনাজপুর / Birol dinajpur

ঘাসের রাজা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারএই ঘাসে যেমন প্রোটিন তেমন ফলন। গরু ও ছাগলের অত্যন্ত পছন্দের একটি ঘাস।
22/09/2023

ঘাসের রাজা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার
এই ঘাসে যেমন প্রোটিন তেমন ফলন। গরু ও ছাগলের অত্যন্ত পছন্দের একটি ঘাস।

যে সব কথায় আল্লাহ নারাজ হনঃ১. গালাগালি করা।২. হিংসা করা।৩. বাসায় মেহমান দেখে বিরক্ত হওয়া।৪. আজানের সময় কথা বলা আর কা...
22/09/2023

যে সব কথায় আল্লাহ নারাজ হনঃ

১. গালাগালি করা।
২. হিংসা করা।
৩. বাসায় মেহমান দেখে বিরক্ত হওয়া।
৪. আজানের সময় কথা বলা আর কাজ করা।
৫. মা বাবার উপর কথা বলা।
৬. দাঁড়িয়ে পানি পান করা।

বাংলাদেশ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সময় সূচি
18/09/2023

বাংলাদেশ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সময় সূচি

বিরল মাঠ
11/09/2023

বিরল মাঠ

দিনাজপুর রামসাগর
09/09/2023

দিনাজপুর রামসাগর

শনিবার ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিরলেবিরল উপজেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। আজ শুক্রবার ...
09/09/2023

শনিবার ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিরলে

বিরল উপজেলার বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। আজ শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সর্বত্র মাইকিং করে প্রচার করেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিস কর্তৃপক্ষ।

আগামীকাল শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ লাইনের উপরে অবাঞ্ছিত গাছপালার ডাল কর্তনের জন্য উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে বলে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য বিষয়টি মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়। তবে নির্দিষ্ট কোন কোন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেটা জানা সম্ভব হয়নি। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিরল জোনাল অফিস কর্তৃপক্ষ।

কোন  ফুল
08/09/2023

কোন ফুল

বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যুউপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু ম...
08/09/2023

বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু

উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু মিয়া (২৯) একজনের মৃত্যু হয়েছে। নিহত রাজু মিয়া বিষ্ণুপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আফছার আলী জানান, আজ শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে নিত্যদিনের মত আজও সকালে অটোরিকশা চার্জ থেকে খোলার সময় হাত প্লাগের মধ্যে চলে যায়। সেখানেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় রাজু মিয়া।

এরপর তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজু মিয়াকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

@বিরলের সংবাদ

দয়াকরে ২ মিনিট সময় নিয়ে পড়ুন। চরম লেভেলের বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে👇আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যা...
08/09/2023

দয়াকরে ২ মিনিট সময় নিয়ে পড়ুন। চরম লেভেলের বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে👇

আমার এক বন্ধু বিশাল শিল্পপতি। ১০ টার উপর ফ্যাক্টরি, শত কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই। সারাদিন ব্যাস্ত দুনিয়ার পেছনে। একদিন তাঁর অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তাঁর এক কর্মচারী আসল। তার কোন কারণে কিছু টাকার দরকার। সে ইনিয়ে বিনিয়ে বলল, সে অত্যন্ত অভাবি ব্যক্তি, তাঁকে সাহায্য করার জন্য।

আমার বন্ধু হেসে বলল ''যদি অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে আমার চেয়ে অভাবি আর কেউ নেই। আমরা একটু থতমত হয়ে গেলাম। আমি বললাম 'আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তার বেশি আছে।'

সে বলল তোদের একটা গল্প শুনাই। তাহলেই আমার অভাবের রহস্য বুঝবি।
এক বিশাল ব্যবসায়ি, তাঁর সবই আছে খালি শান্তি নেই। খালি হাহাকার আর টেনশান। চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখল তাঁর অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাচ্ছে।

সে পিয়নকে দেকে বলল এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ, তোমার মনে কি কোন দুঃখ নেই, কোন হতাশা নেই?।

পিয়ন বলে না, হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তাদিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালই চলে যায়। আল্লাহর রহমতে কোন অভাব নেই।
ব্যবসাইতো আরো টেনশানে পড়ে গেলেন। ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আর ওই লোককে আমি সামান্য কয়টা বেতন দেই, সে আছে মহা সুখে, এর রহ্স্যটা কি?

ম্যানেজার বলল , রহস্য বললে বুঝবেননা। সত্যই যদি বুঝতে চান তাহলে, ওই পিয়নকে প্রমোশান দিয়ে একটা বড় পোস্টে দিন। আর তাঁকে ১০ লক্ষ টাকা দিয়ে দিন। এরপর দেখুন।

ব্যবসায়ি তাই করল। এতোগুলো টাকা, আর এতবড় চাকরি, পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি। যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায়না। কলিগরা কি মনে করবে।

প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় এপার্টমেন্টে উঠলো। দেখল, বিল্ডিং এর সবাই সন্তানকে বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হল। কিছুদিন পড় বউ ঘ্যনঘ্যন শুরু করলো সবার বাসায় কত দামি আসবাব, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিচ্ছু নেই। ওগুলোও কিনতে হোল। এরপর শুরু হোল বাচ্চার প্রাইভেট টিউশান, নানা রকম দাবি দাবা। আগে ঈদে একজোড়া জুতা পেয়েই সবাই কত খুশি হত, আর এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই।

যেহেতু সে এখন বড় চাকরি করে , পরিবারের সবার তাঁর কাছে প্রত্যশাও অনেক। সাধ্যমত চেষ্টা করে, তাও সবার চাহিদা মেটাতে পারেনা। আত্মীয় স্বজন বন্ধু গন তাঁকে অহংকারি ভেবে দুরে সরে গেলো।

এদিকে অফিসের সবাই ফলটা/ প্লট এ বুকিং দিচ্ছে। বৌ সারাদিন বাসায় খোটা দেয় , তোমাকে দিয়ে কিছুই হবেনা। ছেলেমেয়র ভবিষ্যৎ অন্ধকার। সে চাকরির ফাকে একটা দুইটা টিউশানি করা শুরু করলো। তাতেও কিছু হয়না। নানাবিধ টেনশান আর দুশ্চিন্তায় তারো মাথার চুল আসতে আসতে কমতে লাগলো।
ব্যবসায়ি লক্ষ করলেন ব্যপারটা। উনি বললেন কি ব্যপার , তোমাকে এতো বড় প্রমোশান দিলাম, এতো টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মত আর প্রাণবন্ত নেই। ঘটনা কি?

সে বলল স্যার , কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, কিন্তু তাঁর সাথে যে এতো চাহিদা আর অভাব আসবে তাতো আর বুঝিনি। আগে আমার কিছুই ছিলনা, অভাবও ছিলনা। আর এখন যেদিকেই তাকাই , খালি নাই আর নাই। আগে আমার অভাব পড়লেও সেটা ছিল এক দুই হাজারের ব্যপার। কোন ভাবে মেটান যেত। আর এখন আমার অভাব লক্ষ কোটি টাকার। এটা কিভাবে মেটাবো সে চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসেনা স্যার।

ব্যবসায়ি বলল, এতদিনে বুঝলাম, আমার মুল অসুখ। একটাকার সম্পদের সাথে ২ টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কিছু দিয়েই পূর্ণ হবেনা।
---------------------------------------------------

আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে, তবে সে (তাতে সন্তুষ্ট হবে না, বরং) আরেকটি উপত্যকা কামনা করবে । তার মুখ তো (কবরের) মাটি ছাড়া অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয় । যে আল্লাহর দিকে রুজু করে আল্লাহ তার তওবা কবূল করেন - [বুখারী]

জাতির ভবিষ্যত
আজ মোবাইলের কারণে পরিবারের মধ্যে একে অপরের সাথে, ভালো সুসম্পর্ক নেই।

মোবাইলে ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের মধ্যে কুশল বিনিময় হয়না, কারো সাথে ভালোভাবে কথা বলার সময় নেই। ফলে সবার উপর থেকে সম্মান, স্নেহ, ভালবাসা, গুরুত্ব সবই কমে যাচ্ছে। তাই বলছি আসুন আমরা সবাই সচেতন হই। পরিবারকে ভালোবাসবো, ভালো রাখবো। ইনশাআল্লাহ

collected

নিজের খাবার
08/09/2023

নিজের খাবার

08/09/2023

কারোর উপর থেকে একবার বিশ্বাস উঠে গেলে জীবন দিলেও তাকে আর বিশ্বাস করা যায় না, so কারোর বিশ্বাসে আঘাত করো না 🙏🙏

ঠিক, তুমি যেটা ভাবছো ওইটাও🤣
06/09/2023

ঠিক, তুমি যেটা ভাবছো ওইটাও🤣

বিরল বোচাগঞ্জ  থানার  এ পি  পদপ্রাথী
06/09/2023

বিরল বোচাগঞ্জ থানার এ পি পদপ্রাথী

দিনাজ পুর বাণিজ্য  মেলা☺️☺️☺️😊😌☺️😊😊আপনাদের সকলকে  আমন্ত্রণ।
05/09/2023

দিনাজ পুর বাণিজ্য মেলা☺️☺️☺️😊😌☺️😊😊আপনাদের সকলকে আমন্ত্রণ।

আসসালামু আলাইকুম ❤️এই লোকটির নাম হলো মোঃ রাসেলবাসাঃ দিনাজপুর থানাঃ বিরল লোকটি গত ২৮/০৮/২০২৩ তারিখ রোজ সোমবার রাজশাহী লেব...
04/09/2023

আসসালামু আলাইকুম ❤️
এই লোকটির নাম হলো মোঃ রাসেল
বাসাঃ দিনাজপুর
থানাঃ বিরল
লোকটি গত ২৮/০৮/২০২৩ তারিখ রোজ সোমবার রাজশাহী লেবার অফিস এর সামনে মাথা ঘুরে পড়ে যায়। সম্ভবত তিনি কাজের জন্য দিনাজপুর থেকে রাজশাহীতে এসেছে। তিনি মাথা ঘুরে পরে যাওয়ায় এক ভাইয়া উনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ভর্তি করানোর জন্য। সে সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্স এর CTSB এর Imran Khan ভাইয়া আমাকে ফোন দিয়ে ডাকে তখন সাথে সাথে আমি এসে টিকিট কেটে রুগীটাকে ভর্তি করে দি। তখন লোকটির কোনই জ্ঞান ছিল না। তারপর ডাক্তার ৮ নং ওয়ার্ড এ নিয়ে যেতে বলে লোকটিকে। ৮ নং ওয়ার্ড এ নিয়ে যাওয়ার সময় লোকটির জ্ঞান আসে। তারপর লোকটি আমাকে একটি নাম্বার দেয় কিন্তু সেটা বন্ধ। ৮ নং ওয়ার্ডে আমি নিয়ে যাওয়ার পর লোকটিকে চিকিৎসা দেওয়া হয় ৷ আর আমি অনেক অসুস্থ ছিলাম সেই সময়। আমার নিজের কিছু টেস্ট করার ছিল। তাই লোকটিকে সেখানে রেখে যায় এবং ৮ নং ওয়ার্ড এর একজন ভাইয়াকে দেখাশোনা করতে বলি। তারপর আমি চলে যায়। কিছুক্ষণ পরে আমি ফিরে এসে লোকটিকে খুজে না পেয়ে পুরো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল খোজাখুজি করি কিন্তু লোকটিকে খুজে পাইনি। তারপর গতকাল হটাৎ করে আমি মেডিকেলে যায় একটি কাজে তখন এক আনসার ভাই আমাকে বলে যে প্রেমা তোমার সেই রুগী কে খুজে পেয়েছি চলো সেখানে। তারপর আমি সেখানে গিয়ে লোকটির সামনে দাড়াতেই তিনি অনেক খুশি। তারপর লোকটিকে খাবার কথা জিজ্ঞেস করলে বলে যে কিছুই খাইনি সেদিন থেকে। তাই আমি দ্রুত তার জন্য খাবার কিনে আনলাম এবং লোকটিকে ৮ নং ওয়ার্ড এ রেখে আসলাম। খাবার পাওয়ার পরে তিনি অনেক তৃপ্তি করে খেলেন। তখন আমার মনে অনেক শান্তি লাগলো এবং সারাদিনের দুঃখ কষ্ট ভুলে আমার মুখে হাসি ফুটলো☺️
কেউ যদি এই লোকটিকে চিনে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ এবং তার বাড়ির লোকদের খবর দিবেন
অথবা এই নাম্বার এ যোগাযোগ করবেনঃ ০১৩২১৬৩৪৩৯৮

বিঃদ্রঃ লোকটির মাথায় আঘাত লাগার জন্য লোকটি ভুল বকছে। কেউ যদি লোটিকে চিনে থাকেন তাহলে তার পরিবারের হাতে তুলে দিতে সাহায্য করুন। এবং দিনাজপুরের কেউ থাকলে একটু লোকটির পরিচয় জানতে সাহায্য করুন।
জয় হোক মানবতার ✊

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌ ১. লজ্জা স্থানের হেফাজত হয়।২. বিবাহ চক্ষু নিচু করে।৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।৪. ইমান পরিপূ...
02/09/2023

অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌

১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়।
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)
৯. মেজাজ ঠান্ডা থাকে।
১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরঃ
আল্লাহ বলেছেন,

وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ: বিয়ে করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

"বিদ্যা সহজ, শিক্ষা কঠিন বিদ্যা আবরণে , শিক্ষা আচরণে।💖(শিক্ষা)🙏 কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর 🙏
02/09/2023

"বিদ্যা সহজ, শিক্ষা কঠিন
বিদ্যা আবরণে , শিক্ষা আচরণে।💖
(শিক্ষা)
🙏 কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর 🙏

দেশ ছেড়ে বিদেশে কাজ করার চেষ্টা ।
01/09/2023

দেশ ছেড়ে বিদেশে কাজ করার চেষ্টা ।

এসব থানা মধ্য কোন থানা এড়িয়া বড়।
31/08/2023

এসব থানা মধ্য কোন থানা এড়িয়া বড়।

ওনাদের যদি রিক্সা নিয়ে বের হতে হয়,তাহলে বয়স্ক ভাতা পায় কারা? 🙂
30/08/2023

ওনাদের যদি রিক্সা নিয়ে বের হতে হয়,তাহলে বয়স্ক ভাতা পায় কারা? 🙂

Top 3 impact player of each team in Asia Cup 2023.
28/08/2023

Top 3 impact player of each team in Asia Cup 2023.

27/08/2023

Address

Birol
Thakurgaon
969825

Alerts

Be the first to know and let us send you an email when Birol dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Record Labels in Thakurgaon

Show All