NJ Nila

NJ Nila Welcome to my page

শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁও সরকারি কলেজ
18/10/2023

শেখ রাসেল দিবস-২০২৩
উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁও সরকারি কলেজ

রান্নার প্রয়োজনীয় কিছু  টিপস। 🔸কলা সবসময় অন্য ফল থেকে আলাদা রাখুন কারণ কলা থেকে ইথিলিন গ্যাস নির্গত হয় এতে বাকি ফলগুলো দ...
06/10/2023

রান্নার প্রয়োজনীয় কিছু টিপস।
🔸কলা সবসময় অন্য ফল থেকে আলাদা রাখুন কারণ কলা থেকে ইথিলিন গ্যাস নির্গত হয় এতে বাকি ফলগুলো দ্রুত পেকে যায়।

🔸বাদাম , ডাল বা বীজজাতীয় কিছু রান্না করতে চাইলে আগে সেটাকে অল্প আঁচে টোস্ট করে নিন।

🔸রান্না করা পালং বা পুঁই শাকের রং টকটকে সবুজ চাইলে ,পানিতে সেদ্ধ করার সাথে সাথে বরফ শীতল পানিতে ভিজিয়ে রাখুন ,কিংবা ভাজার সময় শাকে এক চিমটি চিনি ছড়িয়ে দিন।

🔸যাবতীয় মসলাকে চুলার আঁচ ও আলো থেকে দূরে রাখুন এতে মসলার ঘ্রান অটুট থাকবে।

🔸যেকোনো ঝোল ঘন করতে চাইলে রান্না পুরোপুরি হওয়ার আগে পরিমাণমতো টক দই ভালো করে ফেটিয়ে মিশিয়ে দিন এরপর অল্প আঁচে কিছুক্ষন রেখে দিন।

🔸বেগুন ফ্রিজে রাখলে তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি তাপ নেই ,কিন্তু আলো-বাতাস আসে এমন জায়গায় রাখুন।

05/10/2023

ছাত্রীদেরকে পাত্রী বানানো শিক্ষকদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা

বৃষ্টির দিনে ক্রাঞ্চি ক্রাঞ্চি চটপটা কিছু খেতে ইচ্ছে করছিলো তাই বানিয়ে নিলাম চিকেন চপ 😋
04/10/2023

বৃষ্টির দিনে ক্রাঞ্চি ক্রাঞ্চি চটপটা কিছু খেতে ইচ্ছে করছিলো তাই বানিয়ে নিলাম চিকেন চপ 😋

04/10/2023

🆙নি 🔑 বিب😁𝐭𝐨?

একেই বলে মধ্যবিত্ত
04/10/2023

একেই বলে মধ্যবিত্ত

কপাল 🥴
03/10/2023

কপাল 🥴

সফলতার সাথে পুরো সিষ্টেমের উপর মুতে দেওয়া শিশু জুনায়েদ 💪❗শাহজালাল বিমানবন্দর পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ নিরাপত্তা বিশিষ্ট ...
02/10/2023

সফলতার সাথে পুরো সিষ্টেমের উপর মুতে দেওয়া শিশু জুনায়েদ 💪❗
শাহজালাল বিমানবন্দর পৃথিবীর সবচাইতে দুর্ধর্ষ নিরাপত্তা বিশিষ্ট বিমানবন্দর। এখানে চেকিং শুরু হয় রাস্তা থেকে। রাস্তায় একবার গাড়ি থামায়, তারপর ব্রিজে উঠার সময় গাড়ি থামায়, তারপর ড্রপ পয়েন্টের আগে একবার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে অনেক সময়।
ভেতরে ঢোকার আগে বিশাল লম্বা লাইন লেগে যায়, কারন শাহজালাল বিমাবন্দর হচ্ছে বিশ্বের একমাত্র বিমানবন্দর যেখানে প্রবেশমুখে পুরো স্ক্যান করা হয়।
তো, আপনি ঢোকার আগেই চারবার চেকিংয়ের শিকার হবেন, যেটা দুনিয়ার অন্য কোনো এয়ারপোর্টে হয় বলে দেখিনি। ভেতরে ঢুকে দেখবেন শত শত লোক গলায় ব্যাজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা নানান সরকারি সংস্থার লোক হিসেবে বিমানবন্দর ম্যানেজমেন্টে আছেন। যাত্রীর বেশি না এসব ব্যাজধারী সরকারি লোক বেশি, মাঝে মাঝে চিন্তায় পড়ে যাবেন।

যাক, ভেতরে গেলেন।
তারপর বিমানে উঠতে হলে অবশ্যই ইমিগ্রেশন অফিসারের সামনের চিপা গলি দিয়ে আপনাকে যেতে হবে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে একটা ছোট গেট দিয়ে বের হতে হবে, সেখানে আবার ইমিগ্রেশনের সিল দেখার জন্য আরেকজন ইমিগ্রেশন পুলিশ বসে থাকেন। ( এটাও দুনিয়ার কোথাও আপনি দেখবেন না।)

সবশেষে রয়েছে বোর্ডিং গেটের সামনের ফাইনাল নিরাপত্তার চেকিং। জুতা খুলে, বেল্ট খুলে, ঘড়ি খুলে যেতে হবে। পাসপোর্ট দেখবে, বোর্ডিং কার্ড দেখবে। তারপর ঢুকতে পারবেন।

তো, এই পর্যন্ত মোট ৭টা পর্যায়ে আপনাকে নিরাপত্তা তল্লাশি পার হয়ে বিমানে চড়তে হবে।

মফস্বলের শিশু জোনায়েদ একা একা ঘুরতে এসে একেবারে বিমানে চড়ে বসেছিল। শেষ সময়ে সিটের চাইতে লোক বেশি হওয়ায় এয়ারহোস্টেসরা বিষয়টি ধরতে পেরে তাঁকে নামিয়ে দিয়েছেন।

এই সপ্তস্তরের নিরাপত্তা, এই শত ব্যাজধারীর হুতুম হাতুম, সবকিছুকে এই শিশু একাই দেখিয়ে দিয়েছে, 'রাজা, তুমি ন্যাংটো👮‍♂️❗

30/09/2023

একটা রাত
একটা চাঁদ
একটা প্রিয় গান ❤️
রবীন্দ্র সঙ্গীত ❤️

Use earphone for better sound 🫰❤️

★★ভুল্লীবাধ★★ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ১৭/১৮ কিলোমিটার উত্তরে দেবীপুর ইউনিয়নে স্থাপিত এই বাধটি। বাধটি অনেক বছর আগে ন...
27/09/2023

★★ভুল্লীবাধ★★

ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ১৭/১৮ কিলোমিটার উত্তরে দেবীপুর ইউনিয়নে স্থাপিত এই বাধটি। বাধটি অনেক বছর আগে নির্মাণ হলেও এলাকার বাহিরের মানুষের কাছে পরিচিত গত ৪/৫ বছর থেকে। বছরের অন্যান্য সময় বাধটি একেবারে পানিশুণ্য থাকে শুধুমাত্র বর্ষাকালে বাধটি তার যৌবন ফিরে পায়। তাইতো জেলা ও জেলার বাহিরের ভ্রমণ পিয়াসুরা প্রতি বছরের বর্ষায় বাধটিতে ভীড় জমায়। বাধটির সামনের অংশে পানির কয়েকটি স্তর থাকায় সেখানে শিশু কিশোর সহ যে কোন বয়সের সাতার না জানা মানুষই অনায়াসে নিরাপদে গোসল করতে পারে। ফলে জেলার বিভিন্ন এলাকার অনেকেই এখানে দর্শনের পাশাপাশি গোসল করতেও আসে। আপনারা যারা এখনও বাধটিতে স্বচোখে দর্শন করেননি তারা সময় করে বাধটির অপার সৌন্দর্যটি একটিবারের জন্য হলেও দর্শন করে চোখের ও মনের ক্ষুধাটি নিবারণ করে নিতে পারেন।
কার্টেসি: রমেশ চন্দ্র সেন

তেমন কিছু না,একসাথে খেতে বের হয়েছিলাম ।কিন্তু বান্ধবী টাকা আনেনি 🥱
26/09/2023

তেমন কিছু না,
একসাথে খেতে বের হয়েছিলাম ।কিন্তু বান্ধবী টাকা আনেনি 🥱

ছবির দুইজনকে দেখে নিশ্চয় আপনার ভালো লাগছে৷ কিন্তু আপনাকে যদি বলি এর মধ্যে একজনের পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই? আপনি কী বল...
26/09/2023

ছবির দুইজনকে দেখে নিশ্চয় আপনার ভালো লাগছে৷ কিন্তু আপনাকে যদি বলি এর মধ্যে একজনের পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই? আপনি কী বলতে পারবেন কোনজন?

অবাক হওয়ার মত বিষয় বটে। তবে নিচের দুইটি ছবির মধ্যে একটি The Person Does Not Exist নামক ওয়েবসাইট থেকে তৈরি করা। যেখানে পৃথিবীতে অস্তিত্ব নেই এমন অসংখ্য মানুষের কম্পিউটার জেনারেটেড ছবি পেয়ে যাবেন। অপরদিকে নিচের ছবির আরেকটি মানুষের অস্তিত্ব কিন্তু বাস্তবেই আছে। আলি পাজানি নামক একজন ফটোগ্রাফার ছবিটি তুলেছেন।

এই নিয়ে আলোচনার মূল কারণ হচ্ছে নতুন গবেষণা মতে মানুষ বর্তমানে খালি চোখে আসল ব্যক্তি এবং কম্পিউটার জেনারেটেড ব্যক্তির ছবির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই পার্থক্য বের করতে পারছে না৷ যার কারণে একটা সময় হয়তো অনলাইনে আমরা কারো ছবি দেখেও মানুষটিকে বিশ্বাস করতে পারবো না৷ পাশাপাশি একই গবেষণা অনুযায়ী কম আকর্ষণীয় দেখতে ব্যক্তিদেরকে আমাদের আসল বলে মনে হয় বেশি, অপরদিকে আকর্ষণীয় ব্যক্তিদের মনে হয় তারা যেন কম্পিউটার জেনেরাটেড৷ কিন্তু বাস্তবে কিন্তু এর উল্টো ঘটার সম্ভাবনাই বেশি।

যাক গে এতক্ষণে যদি আপনি অস্তিত্ব নেই এমন মানুষটিকে খুঁজে পেয়ে না থাকেন তাহলে আপনাকে জানিয়ে দি যে ১ নম্বর ছবির ব্যক্তিই হচ্ছেন তিনি। কী ধরতে পেরেছিলেন?

-পেজে কেউ লাইক দেয় না-ফলো করে না-থাইকা আর কি হবে -গেলাম -টা টা-বাই বাই
24/09/2023

-পেজে কেউ লাইক দেয় না
-ফলো করে না
-থাইকা আর কি হবে
-গেলাম
-টা টা
-বাই বাই

23/09/2023

১০০ কোটি টাকা থাকলে ৫০ কোটি ব্যাংকে রাখতাম। ২৫ কোটি ব্যবসায় লাগাইতাম। ৫ কোটি দিয়া বাড়ি কিনতাম।

বাকি রইলো ২০ কোটি। এই ২০ কোটি টাকার ২ কোটি দিতাম আম্মুর একাউন্টে আর ভাইয়ের নামে ১ কোটি উইল করতাম। ৩ কোটি দিয়া একটা বাড়ি কইরা দিতাম ওদের, সাথে ৩ কোটিতে দুইটা মিডরেঞ্জের গাড়ি আর একটা মিনিবাস। আর ১ কোটি টাকায় গ্রামে জমি কিনা রাখতাম।

এখনো ১০ কোটি বাকি। আমার জন্য একটু দামী গাড়ি কিনতাম, ৩ কোটিতে। ৩ কোটি দিতাম জামাই এর একাউন্টে। ১ কোটি টাকা দিয়া জামাকাপড় আর স্কিনকেয়ার প্রোডাক্ট কিনতাম। ২ কোটি দিয়া ওয়ার্ল্ড ট্যুর দিতাম। আর ১ কোটি টাকা দিয়া একটা সুন্দর নার্সারি দিতাম।

হ, ভাই, এম্নেই ডে ড্রিমিং করি সারাদিন।

ইলিশ ঘাস খায় না, খড় খায় না, খৈল, ভুষি বা ফিডও খায় না!  ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ই...
21/09/2023

ইলিশ ঘাস খায় না, খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!
ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ পালতে দিনমজুরও রাখা লাগে না! ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!
নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।

ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?

20/09/2023

ভ্রমর কইয়ো গিয়া
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে...
অঙ্গ যায় জ্বলিয়ারে
ভ্রমর কইয়ো গিয়া....

বাচ্চা-কাচ্চা রা যাও পড়তে বসো
18/09/2023

বাচ্চা-কাচ্চা রা যাও পড়তে বসো

তাদেরও বিয়ে হয়ে গেলো তবুও তোমার সাথে এখনো আমার দেখাই হইলো না🥴
15/09/2023

তাদেরও বিয়ে হয়ে গেলো
তবুও তোমার সাথে এখনো আমার দেখাই হইলো না🥴

পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে " আমি যখন চিকন হবো"
14/09/2023

পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে
" আমি যখন চিকন হবো"

আসেন একটু বুদ্ধির পরীক্ষা দেন😁ডিমের হলুদ অংশকে বলে কুসুম। এখন বলেন ডিমের সাদা অংশকে কি বলে😉😄
09/09/2023

আসেন একটু বুদ্ধির পরীক্ষা দেন😁

ডিমের হলুদ অংশকে বলে কুসুম।
এখন বলেন ডিমের সাদা অংশকে কি বলে😉😄

06/09/2023

"Tere Hawaalee" সুরে গাওয়া 😊

25/08/2023

নিঠুর মনোহর
ঈশানের এই গানটি যতবার শুনছি ততোই ভালো লাগা কাজ করছে।
তাই একটু গাওয়ার চেষ্টা করলাম।

Address

Ruhia Road
Thakurgaon
5100

Website

Alerts

Be the first to know and let us send you an email when NJ Nila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share