পাখি সব করে রব। আবৃত্তি : এ্যাডভোকেট শিমুল পারভীন।
#বিজয় দিবসের কবিতা।
পাখি সব করে রব এবং সেই গল্পটা।
আবৃত্তি : এ্যাডভোকেট শিমুল পারভীন।#বিজয়দিবস,#সেই গল্পটা,#Bangladesh,#Shimul Pervin,
"বাতাসে লাশের গন্ধ " -কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ। আবৃত্তি : মনিরুজ্জামান মনি।
বিজয় দিবসের শুভেচ্ছা।
বাতাসে লাশের গন্ধ। - কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। আবৃত্তি : মনিরুজ্জামান মনি।
কবিতা :স্বাধীনতার মানে। কবি: ভবানী প্রসাদ মজুমদার। আবৃত্তি : মাহজাবিন মুনতাহা মুগ্ধ।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
কবিতা :স্বাধীনতার মানে। কবি: ভবানী প্রসাদ মজুমদার। আবৃত্তি : মাহজাবিন মুনতাহা মুগ্ধ। #বিজয়দিবস,
বেগম রোকেয়া দিবস-২০২৩ পালন।
বেগম রোকেয়া দিবস-২০২৩ পালন। আয়োজনে : রানিশংকৈল উপজেলা,ঠাকুরগাঁও।
#Bangladesh, Begum rokeya
এ্যাডভোকেট শিমুল পারভীন লেখক,আবৃত্তিশিল্পী ও উপস্থাপক এর নৃত্য পরিবেশনা।
"মাতাল সুরে বাজলো বাঁশি।"--পাহাড়ি নৃত্য।।
পরিবেশনায়: এ্যাডভোকেট শিমুল পারভীন।
লেখক,আবৃত্তিশিল্পী,নৃত্য শিল্পী ও টিভি উপস্থাপক।
বাজারে এসেছে নতুন আলু।
বাজারে এলো নতুন আলু। কৃষক ব্যস্ত মাঠে।#ভাইরাল,#Bangladesh,#Thakurgaon,#Ranisankail,
শ্রীলঙ্কায় ১০০ ( একশত) বছরের পুরনো কচ্ছপ।
শ্রীলঙ্কায় ১০০( একশত) বছরের পুরনো কচ্ছপ। সাতটি সামুদ্রিক কচ্ছপ প্রজাতির মধ্যে পাঁচটি ( হকসবিল, গ্রিন, লগারহেড, অলিভ রিডলি এবং লেদারব্যাক ) নিয়মিত শ্রীলঙ্কার উপকূলে পাওয়া যাচ্ছে।
রানীশংকৈল উপজেলায় অবস্থিত খুনিয়া দিঘি মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় আকারের বধ্যভূমি। মুক্তিযুদ্ধ চলাকালে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের আদর্শের লোকদের ধরে আনা হতো রানীশংকৈল আর্মি ক্যাম্পে। সেখানে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করার পর লাশ গুলোকে খুনিয়া দিঘিতে ফেলে দেওয়া হতো। শহীদদের স্মরণে দিঘি পাড়ের ওই জায়গাটিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
খুনিয়া দিঘি বধ্যভূমি, রানীশংকৈল,ঠাকুরগাঁও।
রানীশংকৈল উপজেলায় অবস্থিত খুনিয়া দিঘি মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় আকারের বধ্যভূমি। মুক্তিযুদ্ধ চলাকালে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের আদর্শের লোকদের ধরে আনা হতো রানীশংকৈল আর্মি ক্যাম্পে। সেখানে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করার পর লাশ গুলোকে খুনিয়া দিঘিতে ফেলে দেওয়া হতো। শহীদদের স্মরণে দিঘি পাড়ের ওই জায়গাটিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন।
ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন।
হেমন্ত এলে পাল্টে যায় প্রকৃতি ও মানুষ। গ্রামের পরিবেশে আনন্দ বিরাজ করে। গ্রাম্য মেলা, ঘরে ঘরে পিঠা-পায়েস বানানোর আয়োজন, ঢেঁকির শব্দ সব মিলিয়ে এক অন্যরকম প্রকৃতিকে বরণ করে নেয় হেমন্তে। এ ঋতুতে ফোটে গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, দেব কাঞ্চন, রাজ অশোক, ছাতিম, বকফুল। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হয় প্রকৃতি, খেজুরের রস সংগ্রহে প্রস্তুত হতে দেখা যায় গাছিদের ,শুরু হয় নতুন আলু তোলা।#Bangladesh,#Dhaka #Thakurgaon,
#ভাইরাল,#Ranisankail,
সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা।
সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা।রঙিন সবজির দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। আর এই সময়টাতে বাজারে শীতের সবজি মোহনীয় রূপ পুরোটাই মেলে ধরে। পুরো বাজারটাই যেন রঙিন।।
ভর্তি চলছে।সারা বাংলাদেশে সরকারি বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।।
ভর্তি বিজ্ঞপ্তি।ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি।সরকারি বিধি মোতাবেক রানিশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কিছু সংখ্যক শূন্য আসনে লটারির মাধ্যমে ছাত্রী ভর্তি করা হবে।অনলাইনে আবেদন করার ঠিকানা:-www.gsa.teletalk.com.bd 2024 অনলাইনে আবেদন করার সময়:-২৪ অক্টোবর 2023 সকাল ১১ টা হতে ১৪ নভেম্বর ২০২৩ বিকাল পাঁচটা পর্যন্ত।
কবিতা :- ফেরিওয়ালা।কবি:- হেলাল হাফিজ। উচ্চারণ:- মনিরুজ্জামান মনি ।
কবিতাঃ ফেরিওয়ালা।
কবিঃ হেলাল হাফিজ।
আবৃত্তিঃ মনিরুজ্জামান মনি ।
#কষ্ট_নেব_কষ্ট_হরেক_রকম_কষ্ট_আছে।কষ্ট_নেবে_কষ্ট।
#Bangladesh,#Dhaka,Dinajpur,
ঠাকুরগাঁও (রানীশংকৈল) এ রাজা টংকনাথের ভুতুড়ে জমিদার বাড়ি।
রাজা টংকনাথের ভুতুড়ে জমিদার বাড়ি।
ঠাকুরগাঁও (রানীশংকৈল) এ রাজা টংকনাথের ভুতুড়ে জমিদার বাড়ি।
#ভাইরাল,#জমিদার_বাড়ি, #ঠাকুরগাঁও,#রাজবাড়ী,#Dhaka,#Ranisankail,Everyonee,#Bangladesh,#Indiana,#dinajpurnews,
ধানের দেশ, গানের দেশ, বাঁশির সুরে বাংলাদেশ 🇧🇩
"আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে।
এই বাংলায়,মানুষ নয়- হয়তো বা শঙ্কচিল শালিখের বেশে। হয়তো ভোরের কাক হয়ে, এই কার্তিকের নবান্নের দেশে।কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।" কবির কবিতার লাইনের মতোই নবান্নে চিরায়ত বাংলার রূপ।
অগ্রহায়ণ এলেই কৃষকের মাঠজুড়ে ধানকাটার ধুম পড়ে যায়।
গ্রাম গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসাধারণ প্রতিভা।
সেলিম উল্লাহ এর কন্ঠে "গান "। গ্রাম গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা #অসাধারণ_প্রতিভা,।
#ভাইরাল,#প্রতিভা,
কবিতা:-যদি আর বাঁশি না বাজে(অভিভাষন)। -কাজী নজরুল ইসলাম। আবৃত্তি:- মনিরুজ্জামান মনি।
কবিতা:#যদি_আর_বাঁশি_না_বাজে-Jodi ar basi na Baje
#কাজী_নজরুল_ইসলাম।
আবৃত্তি:- মনিরুজ্জামান মনি।
#যদি আর বাঁশি না বাজে,#kobieta, #kh
প্রতিভার সন্ধানে। সঙ্গীত:-" বিষে বিষে সর্বাঙ্গ মোর হইল রে জর জর।" কভার:- মোজাফফর হোসেন।
#অসাধারণ_প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলার আনাচে কানাচে....🌿🥀 💝 🥀🌿❤️❤️❤️
ধরনঃ আধুনিক লোকগীতি ।
গীতিকার :- অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
গায়ক ও সুরকার :- মোজাফফর হোসেন।
দোতারা :- আব্দুল হামিদ বাউল।
তবলায় :- সেলিম উল্লাহ।
❤️"নাই কোন জ্বর নাই কোন ঝড়
বলি দুঃখ-কষ্টেরই এই খবর।
বিষে বিষে সর্বাঙ্গ মোর হইলোরে জর জর।।
চারপাশে মোর ছড়িয়ে যে আছে অহর্নিশ
কত কিছুর থেকে হায়রে কত রকম বিষ।।
বাতাসে বিষ, বিশ্বাসে বিষ।
বিষের ভারে পরান টা আজ মনে হয় পাথর।।
ধুতুরার বিষ পিয়ে যেন নীল ও নীল পদ্ম
ভালোবাসার বিষ পিয়ে তাই-
আমি নীলকন্ঠ।।
জাগরে বিষ, ঘুমোতে বিষ -
সময় যেন ঝুলন্ত এক-
বিষেরই খঞ্জর।।"❤️
#সঙ্গীত,
#Dhaka #অসাধারণ_প্রতিভা
কতদিন বাঁচবেন?
কতটুকু বাঁচবেন? ৬০ বছর,বড়জোর ৭০, না হয় ৭৫ বছর।খুব লাকি হলে ৮০ প্লাস।#মনিরুজ্জামান,#Dhaka,#Bangladesh,#india, #Thakurgaon
কথা হজম করতে শিখুন
কথা হজম করতে শিখুন।
এটা অনেক বড় গুন।
তখন সত্যি মানুষ ছিলাম। কবি :- আসাদ চৌধুরী।আবৃত্তি : মনিরুজ্জামান মনি
তখন সত্যি মানুষ ছিলাম
সদ্য প্রয়াত কবি :- আসাদ চৌধুরী। আবৃত্তি : মনিরুজ্জামান মনি।
নদীর জলে আগুন ছিলো
আগুন ছিলো বৃষ্টিতে
আগুন ছিলো বীরাঙ্গনার
উদাস-করা দৃষ্টিতে।
আগুন ছিলো গানের সুরে
আগুন ছিলো কাব্যে,
মরার চোখে আগুন ছিলো
এ-কথা কে ভাববে?
কুকুর-বেড়াল থাবা হাঁকায়
ফোসে সাপের ফণা
শিং কৈ মাছ রুখে দাঁড়ায়
জ্বলে বালির কণা।
আগুন ছিলো মুক্তি সেনার
স্বপ্ন-ঢলের বন্যায়-
প্রতিবাদের প্রবল ঝড়ে
কাঁপছিলো সব-অন্যায়।
এখন এ-সব স্বপ্নকথা
দূরের শোনা গল্প,
তখন সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প।
কবরস্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন করতে এলাকার মানুষের ঢল।
দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে কবরস্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন করতে এলাকার মানুষের ঢল।
রাজা টংকনাথের জমিদার বাড়ি এবং রানিশংকৈল উপজেলার নামকরণ যেভাবে।
রাজা টংকনাথের জমিদার বাড়ি এবং রানিশংকৈল উপজেলার নামকরণ যেভাবে হল।
লেখা:- #অথৈ আদিত্য(দীপঙ্কর রায়,উপ সচিব )
মডেল কন্যা:- শিপুন আখতার শিপু।
উচ্চারণ ও ভিডিও ধারন:-#মনিরুজ্জামান মনি,
#Ranisankail
ভিডিও টা ভালো লাগলে শেয়ার দিবেন। এতে অন্যরা দেখার সুযোগ পাবেন।
#জমিদার বাড়ি,#রাজবাড়ী,#রাজবাড়ী,#রাজা টংকনাথ,#ভুতের বাড়ি,
৫০ তম গ্রীষ্মকালীল ক্রীড়া প্রতিযোগীতা'২০২৩ - ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরুষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মো: মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও, বিশেষ অতিথি জনাব
উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার,ঠাকুরগাঁও।