Bornomala tv

Bornomala tv Entertainment, sports, literature, culture, artistic expression of words is our example.

আঞ্চলিক ভাষায় এটাকে কি নামে ডাকেন
19/12/2023

আঞ্চলিক ভাষায় এটাকে কি নামে ডাকেন

★বাংলাদেশের জাতীয়পতাকা নিয়ে কিছু তথ্য★১.জাতীয় পতাকার আকার কীরূপ?উঃ ১০:৬২.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?উঃ কামর...
18/12/2023

★বাংলাদেশের জাতীয়পতাকা নিয়ে কিছু তথ্য★
১.জাতীয় পতাকার আকার কীরূপ?
উঃ ১০:৬
২.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উঃ কামরুল হাসান
৩.কত তারিখে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন হয়?
উঃ ২ মার্চ ১৯৭১ সালে
৪.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য,প্রস্থ ও মাঝের লালবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত?
উঃ ৫:৩:১
৫. বাংলাদেশের রণ সংগীত এর রচিয়তা কে?
উঃ কাজী নজরুল ইসলাম
৬. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উঃ এ এন সাহা
৭. বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
উঃ কামরুল হাসান
৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্নিত থাকে?
উঃ ৪ টি
৯. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
উঃ ৫:৩
১০. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
উঃ কামরুল হাসান
১১. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
উঃ ১৭ জানুয়ারি ১৯৭২
১২. বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের জাতীয় পতাকার?
উঃ জাপানের
১৩. বাংলাদেশের জাতীয় পতাকার রং কি?
উঃগাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত
১৪. বাংলাদেশের জাতীয় পতাকা কে সর্বপ্রথম উত্তোলন করেন?
উঃ আ.স.ম আব্দুর রব(পূর্ণ নাম- আবু সায়েদ মোহাম্মদ আব্দুর রব)
১৫. বাংলাদেশের পতাকা প্রথম বারের মত উত্তোলন করা হয়?
উঃ কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়
১৬. বাংলাদেশের জাতীয় পতাকায় কোন কোন রং রয়েছে?
উঃ লাল ও সবুজ
১৭. বাংলাদেশের জাতীয় পতাকায় কয়টি রং আছে?
উঃ দুইটি
১৮. জাতীয় পতাকা উত্তোলন দিবস কত তারিখ?
উঃ ২ মার্চ
১৯. কে একমাত্র উড়োজাহাজে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন?
উঃ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
২০. মানচিত্র খচিত জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে?
উঃ শিব নারায়ণ দাস।

★বাংলাদেশের জাতীয় পতাকার বিভিন্ন মাপ★
১. ভবনে ব্যবহারের জন্য পতাকার বিভিন্ন মাপ হল:
=১০ ফুট×৬ ফুট, ৫ ফুট×৩ ফুট, ২.৫ ফুট×১.৫ ফুট
২. মোটর গাড়িতে ব্যবহারের জন্য বিভিন্ন মাপ হল:
=১৫ ইঞ্চি×৯ ইঞ্চি,১০ ইঞ্চি×৬ ইঞ্চি
৩. আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ হল:=১০ ইঞ্চি×৬ ইঞ্চি।
(সংগৃহীত)

18/12/2023

#বিজয় দিবসের কবিতা।
পাখি সব করে রব এবং সেই গল্পটা।
আবৃত্তি : এ্যাডভোকেট শিমুল পারভীন। #বিজয়দিবস, #সেই গল্পটা, , Pervin,

17/12/2023

বিজয় দিবসের শুভেচ্ছা।
বাতাসে লাশের গন্ধ। - কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ। আবৃত্তি : মনিরুজ্জামান মনি।

16/12/2023

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
কবিতা :স্বাধীনতার মানে। কবি: ভবানী প্রসাদ মজুমদার। আবৃত্তি : মাহজাবিন মুনতাহা মুগ্ধ। #বিজয়দিবস,

10/12/2023

আলহামদুলিল্লাহ
দেশের প্রথম তেলের খনির সন্ধান
মিলেছে পুণ্যভূমি সিলেটে....🇧🇩🇧🇩🇧🇩

বর্তমানে আপনার  এলাকায় কত কেজি ?
10/12/2023

বর্তমানে আপনার এলাকায় কত কেজি ?

09/12/2023

বেগম রোকেয়া দিবস-২০২৩ পালন। আয়োজনে : রানিশংকৈল উপজেলা,ঠাকুরগাঁও।
, Begum rokeya

08/12/2023

🖤🥀
২০২৩ সালে পাওয়া সেরা শিক্ষা কি....!?
🎥🤍

04/12/2023
01/12/2023

১০ টাকা বাঁচাতে ২ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য কিছু একটা নিয়ে বাড়ি ফেরা মানুষটি কে, বলতে পারেন?

29/11/2023

"মাতাল সুরে বাজলো বাঁশি।"--পাহাড়ি নৃত্য।।
পরিবেশনায়: এ্যাডভোকেট শিমুল পারভীন।
লেখক,আবৃত্তিশিল্পী,নৃত্য শিল্পী ও টিভি উপস্থাপক।

দেখুন আজ ৩০/১১/২০২৩খ্রীঃ,রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ৯:০০ মিনিট  এবংং ভারত সময় রাত ৮-৩০মিনিট   Bornomala tv অফিসিয়...
28/11/2023

দেখুন আজ ৩০/১১/২০২৩খ্রীঃ,রোজ বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ৯:০০ মিনিট এবংং ভারত সময় রাত ৮-৩০মিনিট Bornomala tv অফিসিয়াল ফেসবুক পেজে কবিতা আবৃত্তির লাইভ অনুষ্ঠান, বৃহস্পতিবারের বিশেষ আয়োজন "উচ্চারণ" (পর্ব-৫১)

দেখতে চোখ রাখুন 📸 Look at this post on Facebook
https://www.facebook.com/Bornomalatvbd?mibextid=MUfG1I তে
#অতিথিঃ বাংলাদেশের খ্যাতিসম্পন্ন এ্যাডভোকেট শিমুল পারভীন। লেখক,আবৃত্তিশিল্পী, নৃত্য শিল্পী ও টিভি উপস্থাপক।
#অতিথিঃ আবৃত্তিকার,রেজাউল করিম রেজা। প্রভাষক, নাগেশ্বরী সরকারি কলেজ, কুড়িগ্রাম।
পরিচালক, কথক আবৃত্তি পরিষদ,
কুড়িগ্রাম, বাংলাদেশ।
#সঞ্চালনায়ঃ ,মোঃ মনিরুজ্জামান মনি।

মনোনয়ন পায়নি মুরাদ মাহি জুটির কেউই!ফলো দিয়ে সাথেই থাকবেন।
27/11/2023

মনোনয়ন পায়নি মুরাদ মাহি জুটির কেউই!
ফলো দিয়ে সাথেই থাকবেন।

মনোনয়ন পাননি জনপ্রিয় অভিনেতা রিয়াজতাকে কেউ সান্ত্বনা দেন?
27/11/2023

মনোনয়ন পাননি জনপ্রিয় অভিনেতা রিয়াজ
তাকে কেউ সান্ত্বনা দেন?

26/11/2023

এইচ,এস,সি ফলাফল যেমনই হোক সন্তান আপনার। পাশে থাকার দায়িত্বও আপনার। খারাপ কিছু হলে আরও শক্ত করে হাতটা আকড়ে ধরুন।

26/11/2023

বাজারে এলো নতুন আলু। কৃষক ব্যস্ত মাঠে। #ভাইরাল, , , ,

22/11/2023

সকল সরকারি বিদ্যালয়ে ভর্তি-২০২৪ এর লটারির ড্র - আগামী ২৮/১১/২০২৩ তারিখ, ১ম -৯ম, সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান।বিস্তারিত কমেন্টসে।

একটি হারানো বিজ্ঞপ্তি,দিনাজপুরের বীরগঞ্জে এক ছেলে মায়ের উপর অভিমান করে মাকে চিঠি লিখে বাসা থেকে চলে গেছেন। ছেলেটির নাম প...
20/11/2023

একটি হারানো বিজ্ঞপ্তি,
দিনাজপুরের বীরগঞ্জে এক ছেলে মায়ের উপর অভিমান করে মাকে চিঠি লিখে বাসা থেকে চলে গেছেন। ছেলেটির নাম প্রীতম রায় স্বপনীল।
বয়স আনুমানিক ১৩ বছর। বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন শিক্ষার্থী। যদি কারো নজরে আসে তাহলে অবশ্যই নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন: ০১৭৮৩২৫৫৭৩৯ (বেশি বেশি শেয়ার দিন।)

★একনজরে বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া:অস্ট্রেলিয়া মোট ফাইনাল ম্যাচ খেলে: ৮টি (১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫, ...
20/11/2023

★একনজরে বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া:
অস্ট্রেলিয়া মোট ফাইনাল ম্যাচ খেলে: ৮টি (১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫, ২০২৩)।
★৮টি ফাইনাল ম্যাচ খেলে বিশ্বকাপ জিতে: ৬ বার।
★প্রথমবার: ১৯৮৭ সালে (৪র্থ বিশ্বকাপ ক্রিকেট)
★সর্বশেষ: ২০২৩ সালে (১৩তম বিশ্বকাপ ক্রিকেট)
★যে ২টি বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া রানার্সআপ হয়: ১৯৭৫ সালে (বিপক্ষে: ওয়েস্ট ইন্ডিজ) ও ১৯৯৬ সালে (বিপক্ষে: শ্রীলঙ্কা)
★অস্ট্রেলিয়া টানা ৩টি বিশ্বকাপ ক্রিকেটে জয়লাভ করে (১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ সালে)।
★অস্ট্রেলিয়ার সাথে ভারত ২ বার বিশ্বকাপ ফাইনাল খেলে এবং ২ বার পরাজিত হয় (২০০৩ সালে এবং ২০২৩ সালে)।

বলিউডের পরিচালক রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’য় ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি। আর এই গান...
20/11/2023

বলিউডের পরিচালক রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’য় ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ-কপাট’ গানটি। আর এই গানের রিমেকের সংগীতায়োজন করেন ভারতীয় সুরকার এ আর রাহমান। এতেই বাঁধে বিপত্তি। অভিযোগ উঠেছে গানের সুর বিকৃত করা হয়েছে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে নজরুল-ভক্তদের মধ্যে
তাই প্রতিবাদস্বরুপ এ আর রহমানের গান গাইলেন আলোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার (১৩ নভেম্বর) রাতে ভারতের এই সংগীত শিল্পীর ‘জয় হো’ গান গেয়েছেন হিরো আলম। আগামীকাল মঙ্গলবার বিকেলে হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি রিলিজ করা হবে।
হিরো আলম বলেন, ‘কারার ওই লৌহ কপাট’ যে গান শুনলে এখনো মানুষের গা শিউরে ওঠে। এই গানটি বিকৃতি করেছেন এ আর রহমান। তারই প্রতিবাদস্বরূপ জয় হো গান গাইলাম।

19/11/2023

শ্রীলঙ্কায় ১০০( একশত) বছরের পুরনো কচ্ছপ। সাতটি সামুদ্রিক কচ্ছপ প্রজাতির মধ্যে পাঁচটি ( হকসবিল, গ্রিন, লগারহেড, অলিভ রিডলি এবং লেদারব্যাক ) নিয়মিত শ্রীলঙ্কার উপকূলে পাওয়া যাচ্ছে।

18/11/2023

রানীশংকৈল উপজেলায় অবস্থিত খুনিয়া দিঘি মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় আকারের বধ্যভূমি। মুক্তিযুদ্ধ চলাকালে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের আদর্শের লোকদের ধরে আনা হতো রানীশংকৈল আর্মি ক্যাম্পে। সেখানে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করার পর লাশ গুলোকে খুনিয়া দিঘিতে ফেলে দেওয়া হতো। শহীদদের স্মরণে দিঘি পাড়ের ওই জায়গাটিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

দেখুন আজ( ১৬/১১/২০২৩ )রোজ বৃহস্পতিবার  রাত ৯:৩০ মি: এ  Shahnaz Siddiquee এর একক সঙ্গীতা অনুষ্ঠান শুধুমাত্র  Bornomala tv...
15/11/2023

দেখুন আজ( ১৬/১১/২০২৩ )রোজ বৃহস্পতিবার রাত ৯:৩০ মি: এ Shahnaz Siddiquee এর একক সঙ্গীতা অনুষ্ঠান শুধুমাত্র Bornomala tv তে।

13/11/2023

ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন।
হেমন্ত এলে পাল্টে যায় প্রকৃতি ও মানুষ। গ্রামের পরিবেশে আনন্দ বিরাজ করে। গ্রাম্য মেলা, ঘরে ঘরে পিঠা-পায়েস বানানোর আয়োজন, ঢেঁকির শব্দ সব মিলিয়ে এক অন্যরকম প্রকৃতিকে বরণ করে নেয় হেমন্তে। এ ঋতুতে ফোটে গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, দেব কাঞ্চন, রাজ অশোক, ছাতিম, বকফুল। সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রস্তুত হয় প্রকৃতি, খেজুরের রস সংগ্রহে প্রস্তুত হতে দেখা যায় গাছিদের ,শুরু হয় নতুন আলু তোলা। , ,
#ভাইরাল, ,

12/11/2023

সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা।রঙিন সবজির দিকে তাকালেই চোখ জুড়িয়ে যায়। আর এই সময়টাতে বাজারে শীতের সবজি মোহনীয় রূপ পুরোটাই মেলে ধরে। পুরো বাজারটাই যেন রঙিন।।

11/11/2023

ভর্তি বিজ্ঞপ্তি।ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি।সরকারি বিধি মোতাবেক রানিশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কিছু সংখ্যক শূন্য আসনে লটারির মাধ্যমে ছাত্রী ভর্তি করা হবে।অনলাইনে আবেদন করার ঠিকানা:-www.gsa.teletalk.com.bd 2024 অনলাইনে আবেদন করার সময়:-২৪ অক্টোবর 2023 সকাল ১১ টা হতে ১৪ নভেম্বর ২০২৩ বিকাল পাঁচটা পর্যন্ত।

বলুন তো ওরা দুজন কে?  এদের চিনে থাকলে জানাবেন।
09/11/2023

বলুন তো ওরা দুজন কে? এদের চিনে থাকলে জানাবেন।

গ্রাম অঞ্চলেও এখন খুব  কম দেখা যায়!
07/11/2023

গ্রাম অঞ্চলেও এখন খুব কম দেখা যায়!

06/11/2023

কবিতাঃ ফেরিওয়ালা।
কবিঃ হেলাল হাফিজ।
আবৃত্তিঃ মনিরুজ্জামান মনি ।
#কষ্ট_নেব_কষ্ট_হরেক_রকম_কষ্ট_আছে।কষ্ট_নেবে_কষ্ট।
, ,Dinajpur,

04/11/2023

জীবনে প্রথম কি হ‌ওয়ার ইচ্ছা জেগেছিল ?

★আলহামদুলিল্লাহ্★★ আজ রবিবার.★  ৫ নভেম্বর,২০২৩ খ্রিস্টাব্দ। ★ ২০ কার্তিক,১৪৩০ বঙ্গাব্দ। ★ * হেমন্তকাল * ★২০ রবিউস সানি,১...
04/11/2023

★আলহামদুলিল্লাহ্★
★ আজ রবিবার.
★ ৫ নভেম্বর,২০২৩ খ্রিস্টাব্দ।
★ ২০ কার্তিক,১৪৩০ বঙ্গাব্দ।
★ * হেমন্তকাল *
★২০ রবিউস সানি,১৪৪৫ হিজরী.
★★ আজকের দিনটি আপনাদের সকলের জন্য বয়ে আনুক- *অনাবিল সুখ,শান্তি আর কল্যাণ* এই কামনাই করছি।
★★ আজ যাদের জন্মদিন, তাদের জন্য রইলো জন্মদিনের শুভেচ্ছা, দোয়া ও শুভকামনা নিরন্তন।
★★আজ যাদের বিবাহ বার্ষিকী তাদেরকে জানাই অভিনন্দন এবং তাদের দাম্পত্য জীবনটি বাকী হায়াতটুকুতে সু়খে-শান্তিতে কাটুক এই কামনাই করছি।
★★আজকের দিনটি সবার জন্যই ভালো হোক, এই কামনাই করছি,আমিন।

"গভীরভাবে ভালবাসতে জানলে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না।"
04/11/2023

"গভীরভাবে ভালবাসতে জানলে বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায় না।"

04/11/2023

ঠাকুরগাঁও (রানীশংকৈল) এ রাজা টংকনাথের ভুতুড়ে জমিদার বাড়ি।
#ভাইরাল, #জমিদার_বাড়ি, #ঠাকুরগাঁও, #রাজবাড়ী, , ,Everyonee, , , ,

29/10/2023

"আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে।
এই বাংলায়,মানুষ নয়- হয়তো বা শঙ্কচিল শালিখের বেশে। হয়তো ভোরের কাক হয়ে, এই কার্তিকের নবান্নের দেশে।কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।" কবির কবিতার লাইনের মতোই নবান্নে চিরায়ত বাংলার রূপ।
অগ্রহায়ণ এলেই কৃষকের মাঠজুড়ে ধানকাটার ধুম পড়ে যায়।

23/10/2023

সেলিম উল্লাহ এর কন্ঠে "গান "। গ্রাম গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা #অসাধারণ_প্রতিভা,।
#ভাইরাল, #প্রতিভা,

20/10/2023

কবিতা: #যদি_আর_বাঁশি_না_বাজে-Jodi ar basi na Baje
#কাজী_নজরুল_ইসলাম।
আবৃত্তি:- মনিরুজ্জামান মনি।
#যদি আর বাঁশি না বাজে, ,

Address

Ranisankail
Thakurgaon
5120

Telephone

+8801706787800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bornomala tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bornomala tv:

Videos

Share


Other Thakurgaon media companies

Show All

You may also like