Mohammed Parvez

Mohammed Parvez Canva Designer
Digital marketer

14/10/2022

আসসালামুয়ালাইকুম

14/10/2022

আস্তাগফিরুল্লাহ - অতীতের জন্য

আলহামদুলিল্লাহ - বর্তমানের জন্য

ইনশাআল্লাহ - ভবিষ্যতের জন্য।

30/08/2022

ফ্রিল্যান্সিং -এর ভবিষৎ কেমন?😱

ফ্রিল্যান্সিং-এর ভবিষৎ নিঃসন্দেহে অনেক ভালো। বর্তমানে পৃথিবী উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হচ্ছে। আর এই প্রযুক্তি যা কিনা আইসিটির অংশ।🥰

বিভিন্ন কোম্পানি তাদের আইসিটি বিষয়ক কাজ করানোর জন্য ফ্রিল্যানসার খুজে থাকেন।😍
একজন দক্ষ ফ্রিল্যানসারের মার্কেটপ্লেসে অনেক চাহিদা।😲

ফ্রিল্যান্সিং করার আরো একটি সুবিধা হচ্ছে, এই সেক্টরে বয়স কোনো বাধা নয়।☺️ যেকোনো বয়সের ছেলে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারে।✌️
🙆‍♂️

ফ্রিল্যান্সিং করতে প্রয়োজন দক্ষতা। তাই আপনি ও ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।🤗

যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী 😊
তারা বিস্তারিত জানতে ইনবক্স করুন।

👉ফ্রিল্যান্সিং মানে আমার কাছে ঘুষ বিহীন চাকরি পাওয়া;👉ফ্রল্যান্সিং মানে আমার কাছে বৈষম্যের বেড়াজাল ডিঙ্গিয়ে এগিয়ে চলা অর্...
23/08/2022

👉ফ্রিল্যান্সিং মানে আমার কাছে ঘুষ বিহীন চাকরি পাওয়া;
👉ফ্রল্যান্সিং মানে আমার কাছে বৈষম্যের বেড়াজাল ডিঙ্গিয়ে এগিয়ে চলা অর্থাৎ কর্মকর্তার ছেলে আর রিকশাওয়ালার ছেলের মুল্যায়ন হয় শুধুমাত্র কেবলমাত্র তার কাজেই;
👉ফ্রিল্যান্সিং মানে সার্টিফিকেট এর কোন পরোয়া না করেই নিজেকে বিশ্ববাজারে যোগ্য হিসেবে তুলে ধরা;
👉 ফ্রিল্যান্সিং মানে আমার আত্মবিশ্বাস;
👉 ফ্রিল্যান্সিং মানে সময়ের সাথে সাথে নিজেকে বদলানো;
👉 ফ্রীল্যন্সিং মানেই সততার বজ্র কঠিন পরীক্ষা ; তা না হলে যে মার্কেটপ্লেস গুলি কিক্ মারবে আমায়😜
👉 ফ্রিল্যন্সিং মানেই প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি কায়মনে কৃতজ্ঞতা প্রকাশ করা;
👉 ফ্রীল্যান্সিং মানেই বিশ্বজয়ের আনন্দ😊;
👉ফ্রিল্যন্সিং মানেই আমার প্রিয় মানুষগুলোর এক টুকরো হাসি;
💥আমার জব আমার স্বাধীনতা, 🥰


অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে স্বাবলম্বী করতে পারেন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ। অনলাইন পেশাগুলোর মধ...
12/08/2022

অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করে স্বাবলম্বী করতে পারেন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ। অনলাইন পেশাগুলোর মধ্যে বেশিরভাগ স্বাধীন পেশা। অনেকেই অনলাইনে বিভিন্ন নিজেকে নিয়োজিত করে তাদের ক্যারিয়ার গড়েছেন এবং অনলাইন এ আয় করছেন লক্ষ লক্ষ টাকা। বর্তমানের চাকরির বাজার কতটা প্রতিযোগিতামূলক এটা কারো অজানা নয়।

Freelanceing কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় "মুক্তপেশাজীবী" বা ফ্রিলেন্সার। আধুনিক যুগে বেশিরভাগ মুক্তপেশার কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা ঘরে বসেই তাদের কাজ করে উপার্জন করতে পারেন।

আপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে। অর্থাৎ আপনার কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করবেন। এছাড়াও এ ধরনের কাজের জন্য আপনার বিশাল অফিসেরও কোন প্রয়োজন নেই। স্বল্পপরিসরে অল্প কিছু দরকারি জিনিস নিয়েই মূলত নিজের দক্ষতাকে কাজে লাগিয়েই আপনি হতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার।


 #বেকারত্ত 💢বেকারত্ব কোন একটা জাতির জন্য অভিশাপস্বরূপ । এবং এই পরিস্থিতি থেকে উত্তরন হতে সাহায্য করতে পারি আমরাই । সর্বো...
10/08/2022

#বেকারত্ত


💢বেকারত্ব কোন একটা জাতির জন্য অভিশাপস্বরূপ । এবং এই পরিস্থিতি থেকে উত্তরন হতে সাহায্য করতে পারি আমরাই । সর্বোপরি , আমাদের এই চিন্তা চেতনাকে দূর করতে হবে যে , লেখাপড়া শেষ করে একটি ভাল চাকরি পাওয়াটাই আমার জীবনের অন্যতম লক্ষ্য বা চাকরীর পিছনে দিনের পর দিন ছুটা । চাকরি পাপ্তির এমন চিন্তা - ধারা আমাদেরকে নতুন করে ভাবতে বাধা দেই । তাই আমরা শুধু সারাটা জীবন ধরে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে থাকি , কিন্তু দিন শেষে যখন চাকরি আমাদের হাতে এসে ধরা দেয়না তখন হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার থাকেনা । তাই এখন থেকেই আমাদের উচিৎ মানুষিকভাবে নিজেকে ছাত্র অবস্থা থেকেই প্রস্তুত রাখা এবং তখন থেকেই লেখাপড়ার পাশপাশি বিভিন্ন ধরনের কাজের উপর উপযুক্ত জ্ঞান অর্জন করা । যাতে দিন শেষে চাকরি না পেলেও নিজের অর্জিত দক্ষতা ও জ্ঞান দিয়ে নিজেই নিজের আত্মকর্মসংস্থান ব্যবস্থা করতে পারি।

🎈🌀বেকার সমস্যা সমাধান করার উপায় হচ্ছে "চাকরির আশায় না থেকে নিজ উদ্যোগে কিছু করতে হবে।" অর্থাৎ self dependent হতে হবে। যেমনঃ হাস মুরগির খামার করা,কাপড়ের ব্যবসা,online business, freelancing ইত্যাদ। যার ফলে অতি সহজে বেকার সমস্যা নির্মুল করা যাবে।??🍀

02/08/2022
02/08/2022
15/05/2022

আল্লাহর জন্য সয়ে যান, চুপসে যান, একদম চুপ হয়ে যান, হজম করতে শিখে যান, সহ্য করে ফেলুন সবকিছু যা আপনার অপছন্দের, শুধুমাত্র আপনার রবের জন্য।

যখন কেউ আপনাকে কটু কথা বলবে,মিথ্যা অপবাদ দিবে,অযথা দোষ দিবে, কটাক্ষ বা হেয় করে কথা শোনায় তখন আপনি সে কথাটা সহ্য করে নিন, এবং আপনি চাইলেই যে কাউকে এর উল্টো জবাব দিতে পারবেন ঠিক তখনি নিজের রবের জন্য কথাটা গিলে ফেলুন এবং চুপ হয়ে যান।

কারো কথায় আপনি কষ্ট পেয়ে থাকলে তাকে আপনি ক্ষমা করে দেন আপনার রবের জন্য।নিজের অন্তরকে সবসময় পরিষ্কার রাখুন এতে হিংসা, বিদ্বেষ, ঘৃণার ছায়াও পড়তে দিবেন না। আপনি আল্লাহর উপর ছেড়ে দিন তিনিই আপনার হয়ে কাজ করে দিবেন, সুবহানআল্লাহ।

রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়ানো থেকেও কঠিন কাজ হচ্ছে কারও কটাক্ষ সহ্য করা, কাউকে ক্ষমা করা, কারো ব্যপারে হিংসা, বিদ্বেষ নিজের অন্তর থেকে মুছে ফেলা!! আর যে এসব কাজ করতে পারে তার মর্যাদাও আল্লাহর কাছে অনেক, অনেক বেশি, আলহামদুলিল্লাহ।

আপনি যখন এসব করা শিখে যাবেন তখনি আপনি সত্যিকারের সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন! মহান রাব্বুল আলা'মীন আমাদের শান্তি দিন, সবর দিন, সবাইকে ক্ষমা করে দিন, আমীন।

15/05/2022

আপনার ডিপ্রেশনের দিনগুলোতে যে মানুষটা আপনার পাশে থেকে মন ভালো করার চেষ্টা করেছিল। সে আপনার প্রিয় মানুষ। সে আপনাকে সত্যি ভালোবাসে।

ভার্চুয়ালে দু-চারদিন কথা বলে অনেকই আপনার প্রিয় মানুষ হয়ে যাবে। কিন্তু দিনশেষে কেউ আপনার খা'রাপ সময়ে, ডিপ্রেশনের দিনগুলোতে পাশে থাকবে না।আপনার খা'রাপ সময়ে সেই মানুষটাই পাশে থাকবে, যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে।

দু-চারদিন কথা বলে অনেকই হয়তো সারাজীবন পাশে থাকার অঙ্গীকারও করবে। আপনাকে মি'থ্যা আশ্বাস দিবে, ভরসা দিবে,আপনাকে স্বপ্ন দেখাবে। সপ্তাহ দুয়েক গেলেই সবকিছু ভুলে গিয়ে আপনার আবেগ,অনুভূতিকে ডাস্ট'বিনের ময়লার মতো ছুড়ে ফেলে চলে দিবে।

যারা আপনার খা'রাপ সময়ে পাশে থেকে সাপোর্ট দিয়েছে। তারাই কেবল আপনার ভালোবাসাটা পাওয়ার যোগ্যতা রাখে। এদের চিনে রাখুন। কারণ, এরা আপনাকে সত্যি ভালোবাসে।

যারা আপনার খা'রাপ সময়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। এদেরকেও চিনে রাখুন। কারণ,এরা আপনার খা'রাপ সময়ে ভালোবাসাটাকে ভুলে গেলোও আপনার সুসময়ে আবার ভালোবাসার দাবী নিয়ে আসবে। কারণ, এরা চরম স্বার্থ'বাদী।

লেখাঃ- নাফিজ ইকবাল নূরুল্লাহ্

😔অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না 🥀🥀
07/04/2022

😔অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না 🥀🥀

Smile
19/12/2021

Smile

Address

Dhaka
Thakurgaon

Telephone

+8801737549966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Parvez:

Share