টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম।

  • Home
  • Bangladesh
  • Teknaf
  • টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম।

টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম। কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী একটি থানা।

24/09/2023

আমাদের পেইজটি পরিচালনার জন্য কিছু মডারেটর নিয়োগ হবে। আগ্রহীরা নিম্নোক্ত হোয়াট্স এ্যপ নম্বরে নক দেন-
+8801912752373

Coxsbazar 🏖কক্সবাজার এর নামকরণ যেভাবে হল ৷ মেহগনি গাছের শীতল ছায়াঘেরা লাল টিনের ঐতিহাসিক এই  "বাংলোবাড়িটি" ইংরেজ ক্যাপ্ট...
30/11/2022

Coxsbazar 🏖
কক্সবাজার এর নামকরণ যেভাবে হল ৷ মেহগনি গাছের শীতল ছায়াঘেরা লাল টিনের ঐতিহাসিক এই "বাংলোবাড়িটি" ইংরেজ ক্যাপ্টেন ‘হিরাম কক্স’- এর বাংলো, যার বয়স এখন ২২০ বছর।যাঁর নামে এখন এই কক্সবাজার জেলা৷
১৭৮৪ সালের দিকে আরাকান দখল করে নিয়েছিলেন বার্মার রাজা বোধাপায়া। রাজার আক্রমণ থেকে বাঁচতে প্রায় ১৩ হাজার আরাকানি এদিকে চলে আসে, আশ্রয় নেয় পালংকীতে। বলে রাখি, কক্সবাজারের প্রাচীন নাম কিন্তু পালংকী। সমুদ্র ও জঙ্গলঘেরা পালংকীতে আশ্রিত লোকজনকে পুনর্বাসনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্সকে সেখানে নিয়োগ দিয়েছিল। হিরাম কক্স পালংকী এলাকায় প্রতিষ্ঠা করেন একটি বাজার। প্রথম প্রথম এ বাজার ‘কক্স সাহেবের বাজার’ নামে পরিচিত ছিল। পর্যায়ক্রমে ‘কক্স-বাজার’ এবং ‘কক্সবাজার’ নামের উৎপত্তি ঘটে। জায়গাটি ‘প্যানোয়া’ নামেও পরিচিত। ‘প্যানোয়া’ শব্দের অর্থ ‘হলুদ ফুল’। তখন কক্সবাজার হলুদ ফুলের রাজ্য ছিল।
হিরাম কক্স তো দায়িত্ব নিয়েছিলেন শরণার্থী পুনর্বাসনের। কিন্তু তাঁকে তো রাত যাপন করতে হবে, করতে হবে দাপ্তরিক কাজ! এ জন্যই রামুতে নির্মিত হয় এই বাংলোবাড়ি।
ইংরেজ ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলো।

ছবি - বৃটিশ আর্কাইভ।
পোস্টটি FB থেকে সংগৃহিত

⭕️যেকোনো ধরনের ফ্যামিলি অথবা কর্পোরেট ট্যুরের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন >
Trip BD
01912752373

28/06/2020

প্রাকৃতিক নিরাময়:
জেনে নিন রোগ প্রতিরোধে লবঙ্গের জাদুকরী গুণাগুণ

লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন বৃদ্ধি করা একান্তই প্রয়োজন। তাই লবঙ্গ খেলেই মিলবে উপকার।

নিয়মিত লবঙ্গ খেলে হজম শক্তি বাড়বে দ্রুত।

কারণ, এটি পাচক রসের ক্ষরণ ঘটিয়ে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
যাদের মুখে গন্ধের সমস্যা আছে, দাঁতে ব্যথা হয়, তারাও লবঙ্গ খেতে পারেন নিয়মিত। তাতে এই সমস্যা দূর হবে।

শরীরে সুগারের মাত্রা কমাতে অনেক সময় এটি সাহায্য করে।

যাদের সুগারের সমস্যা আছে, তারা নিয়মিত লবঙ্গ খেলে সমস্যা অনেকটাই কমবে।
চিকিৎসকরা বলেন, যাদের হাড় দুর্বল তাদের জন্য লবঙ্গ বিশেষ উপকারী। লবঙ্গের সাহায্যে হাড়ের জোর বাড়ে। হাড়ের সংযোগ বা জয়েন্টও শক্তিশালী হয়।

19/05/2020
18/04/2020

জনমত জরিপ:
লক ডাউন অবস্থায় মাওলানা আনসারীর জানাজায় মানুষের ঢল নিয়ে আপনার মতামত কী?

09/04/2020

‘করোনা বিষয়ে খুব শীঘ্রই ৬০০ কোটি মানুষ একটা সুসংবাদ পেতে যাচ্ছে’

পৃথিবীর ৬০০ কোটি মানুষ মনে হয় একটা সুসংবাদ পেতে যাচ্ছে খুব শীঘ্রই…হয়তো ,এ পৃথিবী আবার আগের রূপ ধারণ করবে, সব কিছু স্বাভাবিক হবে কয়েক সপ্তাহ পরেই ! জাপানের আবিষ্কার করা দুটি ঔষধ আভিগান ও ওরভেসকো সেটা মানুষের শরীরে খুবই কার্যকর হতে শুরু করেছে।

জাপানে করোনার ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালের (আনঅফিসিয়াল) ফলাফল- যাদের বয়স কম তাদের জন্য আভিগান প্রয়োগে রোগী ৭ দিনে সুস্থ হয়ে যায় এবং পিসিআর ফলাফল নেগেটিভ আসছে। এটা জাপানের ১২০ জন রোগীর উপর প্রয়োগের ফলাফল।

যারা মধ্যময়সী তাদের জন্য আভিগান এবং ওরভেসকো দুটোর মিলিত ফলাফল ৯ দিনে সুস্থ।

আভিগান প্রেগন্যানট মহিলাদের জন্য পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে সংবাদে উল্লেখ করেছে।

চীন অবশ্য আভিগান নিয়ে পজিটিভ ফলাফল আগেই ঘোষনা করেছে।জাপান বর্তমানে আরও ২০ টি দেশে আভিগান এর ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে।ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে তবে আশার কথা খুব শীঘ্রই হয়ত আভিগান এর বানিজ্যিক ব্যবহার শুরু হবে। বাংলাদেশ ও অলরেডি আভিগান তৈরির জন্য প্রস্তুত।বাংলাদেশের বেক্সিমকো ও বিকন ফার্মা কাজ অনেকটাই সেরে ফেলেছে।

তথ্যসূত্রঃ NHK Television, Japan)

27/03/2020

ডাবগাছে পানি দিলে করোনা থেকে মুক্তি: গুজবে আচ্ছন্ন এলাকা।

সারা বিশ্ব যখন করোনা ভাইরাসে আতঙ্কিত তখনই আশুগঞ্জের কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে কিছু গুজব। সেই গুজবে কান দিয়ে হুজুগে মানুষগুলো ঘটাচ্ছে তুলকালাম কাণ্ড। ডাব গাছের গোড়ায় পানি ঢাললে করোনা ভাইরাসে আক্রান্ত হবে না কেউ এমন গুজব ছড়িয়ে পড়ায় গতকাল ২৬ মার্চ রাতভর পানি ঢেলেছে গ্রামের মহিলারা।
গুজবের উৎপত্তি কোথা থেকে কেউ সঠিকভাবে বলতে পারেনি।
কিছু লোক আবার আরেক গুজব নিয়ে ব্যস্ত। আদা দিয়ে গরম পানি খাচ্ছে করোনা থেকে বাঁচার জন্য।

বিঃদ্রঃ ছবিটি যাত্রাপুর গ্রাম থেকে সংগ্রহীত।

টেকনাফে আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত : ওসি (তদন্ত) সহ ৩জন পুলিশ আহতহুমায়ুন ...
01/09/2019

টেকনাফে আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদ বন্দুক যুদ্ধে নিহত : ওসি (তদন্ত) সহ ৩জন পুলিশ আহত

হুমায়ুন রশিদ / জসিম উদ্দিন টিপু / মুহাম্মদ জাহাঙ্গীর আলম / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে আটক রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের স্বঘোষিত নেতা, পাহাড়ী জনপদের ত্রাস, রোহিঙ্গা সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার নুর মোহাম্মদকে নিয়ে বন্য আস্তানায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ওসি তদন্তসহ ৩জন পুলিশ আহত হলেও ঘটনাস্থল হতে বিপূল পরিমাণ অবৈধ অস্ত্রসহ গুলিবিদ্ধ নুর মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

পুলিশ সুত্র জানায়, ১লা সেপ্টেম্বর (রবিবার) ভোর পৌনে ৬টারদিকে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহার নেতৃত্বে বিশেষ পুলিশের দল ধৃত মৃত রোহিঙ্গা কালা মিয়ার পুত্র দূধর্ষ সন্ত্রাসী নুর মোহাম্মদ (৩৪) কে নিয়ে উপজেলার হ্নীলা জাদিমোরা ২৭নং ক্যাম্পের পাহাড়ী জনপদের বাড়িতে অবৈধ অস্ত্র ভান্ডার উদ্ধার অভিযানে যায়। এসময় রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠন এবং মাদক কারবারী সিন্ডিকেটের স্বশস্ত্র সদস্যরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে নুর মোহাম্মদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে থানা পুলিশের ওসি (তদন্ত) এবিএমএস দোহা (৩৬), কনস্টেবল আশেদুল (২১), অন্তর চৌধুরী (২১) আহত হয়।

এরপর পুলিশও আতœরক্ষার্থে আধ ঘন্টাব্যাপী ৪০/৫০ রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করার পর হামলাকারীরা গভীর পাহাড়ের দিকে চলে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে ৪টি এলজি, ১টি থ্রি কোয়াটার, ১৮ রাউন্ড গুলি, ২০ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ নুর মোহাম্মদকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, মোস্ট ওয়ানন্টেড একাধিক মামলার পলাতক আসামী ও যুবলীগ নেতা ওমর হত্যা মামলার প্রধান আসামী নুর মোহাম্মদকে নিয়ে আস্তানায় অভিযানে গেলে তার বাহিনীর গুলিতে থানা পুলিশের ওসি (তদন্ত) সহ ৩জন আহত হয়। পুলিশও আত্নরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। ঘটনাস্থল হতে উপরোক্ত অস্ত্রাদি ও গুলিবিদ্ধ নুর মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে এই কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারী ও রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের স্বঘোষিত নেতা বন্দুক যুদ্ধের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় এলাকাবাসী স্বস্থির নিঃশ্বাস ফেলেছে। অনেকে মিষ্টি বিতরণ শুরু করেছে। এদিকে দীর্ঘদিন পর হলেও এই রোহিঙ্গা দূধর্ষ সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসায় সর্বস্তরের জনসাধারণের মনে পুলিশ সম্পর্কে থাকা ভ্রান্ত ধারণা পাল্টাচ্ছে। টেকনাফে মানুষের মনে নতুন করে আস্থা অর্জন করছে পুলিশ।

30/05/2019

নরসিংদীতে প্রাইমারি শিক্ষককে জবাই করে হত্যা

নরসিংদী সদরের গাবতলীর বাসা থেকে আজ (১৫ মার্চ) সকাল ৮ টার দিকে ডেকে নিয়ে শাহজাহান মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নরসিংদী জেলার শিবপুর উপজেলার ভুরবুড়িয়া গ্রামে আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের সামনে ছোট চোখের বাড়ির কালবার্ট নামক স্থানে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহত শাজাহান মিয়া নরসিংদী শহরের গাবতলী এলাকার বাসিন্দা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে দুইজন লোক এসে শাহজাহান মিয়াকে নরসিংদী সদরের গাবতলীর বাসা থেকে নিহত শাহজাহান মিয়াকে ডেকে নিয়ে মোটরসাইকেল যোগে শিবপুরের ভুরবুড়িয়ার দিকে নিয়ে যায়।

পরে ভুরবুড়িয়া এলাকার আব্দুল মান্নান ভূঁইয়া কলেজ সংলগ্ন এলাকার সড়কে শাহজাহানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শাহজাহানের লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Address

Teknaf, Cox's Bazar, Chittagong
Teknaf
4760

Alerts

Be the first to know and let us send you an email when টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share