Lamia Akter Suchana

Lamia Akter Suchana Assalamualaikum Warahmatullah!

কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবিআবছা নীল তোমার লাগে ভালো✍️
30/10/2024

কাঠ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো✍️

28/10/2024

মানুষ হারানোর যন্ত্রনা থেকে অন্য কোনো যন্ত্রনা তীব্র হতে পারে বলে আমার মনে হয় না

26/09/2024

ভুলে BA না করে, BBA করতে আসছিলাম আরকি!! 😤

18/09/2024

আমার রব,
এতোটাই দয়াবান, আমি এতো ভুল আর পাপ করার পরেও আমার ডাকে তিনি সাড়া দেন। আমি কখনোই আমার রবকে ডেকে নিরাশ হইনি।😭😭😭

17/09/2024

You think i m emotional fool. Hence i know what is truth but i pretend to see you actual colour.
Thank you for every single drama.👏

Capture some moment just for memories..
14/09/2024

Capture some moment just for memories..

12/09/2024

Memories always stay in mind.
Sometimes its too tough to control over brain.❤️‍🩹

04/09/2024

সবর হলো -
চোখ কাদবে, মন ভাঙবে
তবুও মুখ বলবে - আলহামদুলিল্লাহ,
আল্লাহ সব ঠিক করে দিবেন, ইনশাআল্লাহ। ❤️‍🩹

Main ishq likhu tujhe ho jayee❤️
30/08/2024

Main ishq likhu tujhe ho jayee❤️

29/08/2024
28/08/2024

জীবনে এমন কিছু সময় আসে যখন সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না
মন থেকে একটা শব্দই বারবার আসে-( ইয়া রাব্বি) হে আমার রব।😊🥀

27/08/2024

Don'T send any kind of 'আলগা পিরিত' Through massage. The line was true so i picked it.

আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।😭🤲
24/08/2024

আলহামদুলিল্লাহ।
নিশ্চয়ই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।😭🤲

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের। মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায়...
22/08/2024

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের।
মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।
তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন তাদের বাধের উচ্চতা ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।
তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।
# বিদেশে পাচারকৃত টাকা গুলো এনে এই কাজ কার হোক।
পদ্মা সেতু যদি হইতে পারে তবে বাধঁও হইতে পারে।
এবার তাহলে বাধেঁর সামনে বাধঁই হউক বা স্থায়ী সমাধান হউক।
আওয়াজ উঠুক।✊

গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ভারতের ত্রিপুরায় অ...
21/08/2024

গত ৪০ বছরের রেকর্ড ভেঙে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার অন্তত ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ভারতের ত্রিপুরায় অবস্থিত ড'ম্বু'র হাইড্রইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ড'ম্বু:র গেট খুলে দেয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৩ সালে ভারত এই গেট খুলে দিয়েছিল।
যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

15/08/2024

মৌমিতা দেবনাথ, পশ্চিমবঙ্গের RG Kar Medical College এর ৩০ বছর বয়সী চিকিৎসক..

টানা ৩৬ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক এ সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হলো। নির্মম সেই মৃত্যুকে কর্তৃপক্ষ চালিয়ে দিতে চাইল আত্মহত্যা বলে।

দিদির সারা দেহে পৈশাচিক, বর্বর আঘাতের চিহ্ন।

ভাবতে পারেন- একজন যুবতী, সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসা সম্ভব?

পুরো দেহে ১১৩ টা কামড়ের দাগ?

১৫০ গ্রাম রক্ত এবং বডিলি ফ্লুইড মিশ্রিত সিমেন পাওয়া গেছে, ভাবা যায়?

সাধারনত একজন সক্ষম পুরুষের সিমেনের পরিমান গড়ে ৫-৬ গ্রাম, যদি ফ্লুইডের ১০০ গ্রামও সিমেন ধরা হয় তারমানে কম পক্ষে ১৮-২০ জন পুরুষের সমান সিমেন পাওয়া গেছে দিদির দেহে...

এমন পৈশাচিক গণধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া মানে হলো একটা গোটা রাষ্ট্রকে অন্যায় মেনে নিতে বলা, গোটা রাষ্ট্রের মানুষকে নিয়ে মশকারি করা!

এই বিভৎসতার পক্ষে যারা সাফাই গাইছে তারা সাক্ষাৎ রাক্ষস। এই রাক্ষসদের বিনাশ করতে আজ সারা কোলকাতাবাসী লড়ছে।

আমি একজন বাঙ্গালী, একজন বাংলাদেশী এবং একজন মানুষ হিসেবে এই অন্যায় ও জুলুমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোলকাতার মৌমিতা দেবনাথ দিদির খুনীদের এমন বিচার চাই যেন আর কখনো কোন নরপিশাচ এমন ঘটনা ঘটাবার আগে তার অন্তরাত্মা কেঁপে ওঠে।




#ঢাকাটুকোলকাতা

WE DEMAND JUSTICE FOR MOUMITA DEVNATH!!

স্বাধীনতার সবসময় চড়া মুল্যই দিতে হয়,  জীবন, পরিস্থিতি আর অভিজ্ঞতা বারবার এই শিক্ষাই দিচ্ছে।🥀
14/08/2024

স্বাধীনতার সবসময় চড়া মুল্যই দিতে হয়, জীবন, পরিস্থিতি আর অভিজ্ঞতা বারবার এই শিক্ষাই দিচ্ছে।🥀

12/08/2024

If you expect something from someone, Firstly you've to invest you in it then you'll get the result.

Address

Tejkunipara

Telephone

+8801721241183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lamia Akter Suchana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lamia Akter Suchana:

Videos

Share

Nearby media companies