Reza squad

Reza squad Education with Fun and entertainment

20/09/2024

হৃদয় আল্লাহর ঘর

মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই
জন্য যে

সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন

সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু
ঢুকালেই শুরু হবে তোমার জাগতিক
অশান্তি

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।যাকে হিকমাহ দান করা...
09/06/2024

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।
■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"
-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ
-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"
-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

(সংগৃহীত)

21/04/2024

রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা! 💗
পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ ভালো রাখুক। আমিন🖤🥰

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও...
18/12/2023

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।

সংগৃহীত

16/12/2023

পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়াতে দুনিয়াটাকে আরেকবার চেনা হলো মনে হয়।মানুষ এখানে এসে কত রকম যে পরিবর্তন হতে পারে উপলব্ধি করতে পারছি একটা বছর যেতে না যেতেই।
ভার্সিটির শিক্ষার্থী মানে পড়ালেখায় শিক্ষিত, তা নয়,এখানে ইউনিভার্স হতে আসি আমরা।
কেউ টপার হয়ে , কেউ লো সিজি নিয়ে ঘুরছি।পরিবারকে সময় দিচ্ছি নাহ,মিথ্যা বলাটাকে যেন অভ্যাসে পরিণত করে নিয়েছি। নিজের শিঁকড় ভুলে গেছি।আত্মরিকতা,নম্রতা,ভদ্রতা,শালীনতা,সম্মানবোধ যেন আমাদের মাঝে ছিলই না। পর পর বন্ধুদের চিনতে শিখছি।স্বার্থপরতা, ধিক্কার, কপটতা এখানে নিত্যদিনের ঘটনা। দ্বীন ভুলে দিনে মগ্ন থাকা যেন কোনো ঘটনাই নয়।

এতো এতো খারাপ দিকের মাঝে কিছু ভালো জিনিসও দেখেছি বলে বোধহয়।
ভার্সিটি পড়ুয়া হাজারও শিক্ষার্থী আছে যারা তিন বেলা না খেয়ে দুই বেলা খায়।যারা অশালীনতা পরিহার করে শালিন হয়।যাদের ওপর দায়িত্ব এসে যায়, তাদের প্রতিটা মুহূর্তের কি নিদারুণ ব্যস্ততা!কারো উজ্জ্বল সাম্ভাব্য ভবিষ্যৎ! দ্বীনের পথে ফিরে আসা।অল্প হলেও কিছু নিজের বন্ধু বলে ঘোষণা দেয়ার মানুষ। কিছু মানুষের মনুষ্যত্ব দেখেছি।
এখানে আত্মচিৎকার দেখার লোকের বড্ড অভাব, তবে আত্মহত্যার পর জীবন নিয়ে লেখার লোকের অভাব নেই।
দুনিয়ায় যে জীবন একটাই এখানে এসে আরেকবার জানতে পেরেছি। প্রতি রাতে নোটিশ গ্রুপে ক্লাসের মেসেজের মতো মৃত্যু মেসেজ দিয়ে আসবে নাহ এটা আবারও বুঝেছি।
সবাই ইউনিভার্স হয়ে প্রশংসায় ভাসে নাহ,কেউ কেউ ইউনিভার্স হয়ে আত্মগোপনও করে। কোনটা আপনি বেছে নিবেন,সেটা আপনি নিজেকে জিজ্ঞেস করুন।
আমাদের আরো একবার বোধদয় হওয়া দরকার।©

বদ নজরের মত খারাপ জিনিস আর কিছু নাই। 😭মনে রাখবেন আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না, আপনি সুন্দর তার মানে অন্য...
02/11/2023

বদ নজরের মত খারাপ জিনিস আর কিছু নাই। 😭

মনে রাখবেন আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না, আপনি সুন্দর তার মানে অন্যরাও সুন্দর তা না। আপনার সুখ দেখে অন্যরা কষ্ট পেতেই পারে। তারা হিংসা করতেই পারে। আর সেখান থেকেই বদনজরের সূত্রপাত হয়।

বদনজর হলো আল্লাহ্‌র একটি সৃষ্টি। এটি একটি বিশেষ প্রভাব যা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ওপরে বিস্তার লাভ করতে পারে।

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, “বদ নজর সত্য”। [বুখারি: ১০/১১৩]

তিনি আরও বলেছেন, “কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর”। [তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮]

তিনি আরও বলেন, “আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে”। [আত তারিখ, বুখারি]

বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে।
তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারত।

হাদিস নম্বরঃ ২০৫৯।

আল্লাহ আমাদের বদনজর থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।

#সংগৃহীত পোস্ট

EID NEWS
19/06/2023

EID NEWS

এভাবেই জ্বলছে হৃদয় আর কালো ধোঁয়ায় উড়ে যাচ্ছে শত সহস্রাধিক  স্বপ্ন!আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং ধৈর্য্য ধারণ করার তৌফিক ...
04/04/2023

এভাবেই জ্বলছে হৃদয় আর কালো ধোঁয়ায় উড়ে যাচ্ছে শত সহস্রাধিক স্বপ্ন!
আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।
আমিন।


্গবাজার

চাঁদ-শুক্রের দারুন এক মহাজাগতিক অবস্থান
24/03/2023

চাঁদ-শুক্রের দারুন এক মহাজাগতিক অবস্থান

26/02/2023

ব্রেকিং নিউজ
আগামী ২৯,৩০,৩১ তারিখ বন্ধ থাকবে ফেসবুক।
মার্চের ১ তারিখ থেকে আবারো ফেসবুক ব্যবহার করতে পারবেন।
ইনশাআল্লাহ।

সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ
23/02/2023

সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি প্রকাশ

21/02/2023

: মেহেদী, তা তোর সফটওয়্যারের দাম কত করে রাখবি?
- কোন টাকা দিতে হবে না।
: কি! কোন টাকা নিবি না?
- হ্যা, ভাষার জন্য টাকা নেব কেন?

একুশ শতকের এক নিঃস্বার্থ ভাষা সৈনিক, যার কারণের আজ আমাদের মাতৃভাষা বাংলায় এত সহজে টাইপ করে মনের ভাব প্রকাশ করতে পারছি। ডঃ মেহেদী হাসান খান এর 'অভ্র' সফটওয়্যার যা এখন কোটি কোটি মানুষ ব্যবহার করছেন বিনামূল্যে।

মেহেদী হাসান খান ১৯৮৬ সালের ২৩ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং ২০০৩ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াকালীন সময়ে মেহেদী হাসান খান-কে শিক্ষকরা বলেছিলেন, মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ, ডাক্তারির পড়াশুনা বাদ দিয়ে দিন-রাত এক করে, খাওয়া-ঘুম ভুলে হোস্টেলের ঘরেই একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই। বাংলা ভাষার জন্য লড়াই।
সেদিন তার এ লড়াই না হলে ১৮ বছরের তরুণের হাত ধরে আমরা 'অভ্র' পেতাম না।

ক্লাস নাইন থেকেই মেহেদী হাসানের প্রোগ্রামিং এর প্রতি তীব্র নেশা কাজ করতো। তারই প্রেক্ষিতে, মেহেদী তার প্রথম বাংলা ফন্ট ইউনিবিজয় ডট নেট ফ্রেমওয়ার্ক ও ভিজ্যুয়াল বেসিক উপর লেখেন। পরে তিনি 'অভ্র' কী-বোর্ড ব্যবহারকারীদের সুবিধার্তে ডট নেট ফ্রেমওয়ার্ক ছাড়াই লেখেন। অভ্র সম্পূর্ণভাবে ইউনিকোড উপযোগী, যা ইউনিকোড কনসোর্টিয়াম দ্বারা ২০০৩ সালের ১৪ জুন স্বীকৃত হয়। পরবর্তীতে তিনি তার সফটওয়্যার প্রতিষ্ঠান ওমিক্রনল্যাব প্রতিষ্ঠা করেন। অভ্র কী-বোর্ড প্রথম উন্মুক্ত করা হয় ২০০৩ সালে ২৬ মার্চ। ওমিক্রনল্যাব থেকে অভ্র উন্মুক্ত করা হয় ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর।

মেহেদী হাসান চাইলেই এই সফটওয়্যার বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেন। তা না করে তিনি, ১৯৫২ সালে ভাষ শহীদরা যেমন তাদের বুকের তাজা রক্তদিয়ে আমাদেরকে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার দিয়েছেন, তেমনি তিনি আমাদেরকে কম্পিউটার,মোবাইল ফোনে বাংলা লেখার অধিকার দিয়েছেন।

মেহেদী হাসানের অবদানে আজ আমার গ্রামের বুড়ো-বুড়ি থেকে শুরু করে বধির ছেলেটাও বাংলা লিখতে পারে। যার সাথে ইশারায় কথা বলতে হয় সেও আজ বাংলায় ফেসবুকে বাংলায় স্টাটাস দেয়।

- Stories with Arif

  &   😢শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। বহু মানুষ এখনো নিখোঁ...
07/02/2023

& 😢শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। বহু মানুষ এখনো নিখোঁজ।
আল্লাহ রক্ষা করুন #আমিন 🤲তুরস্কে ৭.৮ থেকে ৮.০ মাত্রার ভূমিকম্প হয়েছে যা স্বরণকালের সবচেয়ে ভয়াবহ ভুমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সকলেই তাদের জন্য দোয়া করুন, যেন মৃতদেরকে আল্লাহ তায়ালা মাফ করে দেন।

হে আল্লাহ! মুসলমানদের হেফাজত করুন, আমাদের হেফাজত করুন।

22/01/2023

All girl don't mind.😃

10/01/2023
08/01/2023

শীতে🥶😶‍🌫️ সবার অবস্থা🤧

04/01/2023

চারদিকে এত ঠান্ডায় কারনে ছোটন কাকার কথা মনে যায়🤧😶‍🌫️🤒🥴

Metro Rail Dhaka, Bangladesh 🇧🇩28.12.2022 📍শুভ উদ্বোধন ❤️🥰           RezaReza squadaReza squad
29/12/2022

Metro Rail Dhaka, Bangladesh 🇧🇩
28.12.2022 📍
শুভ উদ্বোধন ❤️🥰

RezaReza squadaReza squad

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা ❤️
16/12/2022

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা ❤️

আগামীকাল থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। এক নজরে বিস্তারিত তথ্যাদি জেনে নাও -১. ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম...
07/12/2022

আগামীকাল থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। এক নজরে বিস্তারিত তথ্যাদি জেনে নাও -

১. ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এবং আবেদন অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে করতে হবে।

২. সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজ চয়েস দেয়া যাবে।

৩. আবেদন ফি ১৫০ টাকা+ সার্ভিস চার্জ এবং আবেদন ফি বিকাশ/নগদ/রকেট/উপায়/সোনালী ব্যাংক/ট্যাপ/ওকে ওয়ালেটের মাধ্যমে প্রদান করতে হবে।

৪. বাংলা ও ইংরেজি এবং সরকারি ও বেসরকারি কলেজ চয়েস দেয়া যাবে।

৫. আবেদনের সময়সীমার মধ্যে সর্বোচ্চ ৫ বার কলেজ চয়েস ও কলেজ পরিবর্তন করতে পারবে।

৬. ২০২০,২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

৭. বিজ্ঞান থেকে কেউ যদি বাকি দুই বিভাগে পরিবর্তন করে তবে সে আর বিজ্ঞান বিভাগে আসতে পারবে না। কমার্স ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও বিভাগ পরিবর্তন করতে পারবে তবে বিজ্ঞান বিভাগে যেতে পারবে না।

৮. ৩ টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা (যদি থাকে), পছন্দক্রম অনুযায়ী একটি মাত্র কলেজের জন্য সিলেক্টেড হবে। সিলেক্টেড শিক্ষার্থীকে ওয়েবসাইটের মাধ্যমে বোর্ড রেজিষ্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩২৮ টাকা+সার্ভিস চার্জ দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে। এক্ষেত্রে তার কলেজ মাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং তা উপরের দিকে হবে।

কলেজ এডমিশন সংক্রান্ত ওয়েবসাইট লিংক: www.xiclassadmission.gov.bd

ধন্যবাদ ❤️ নিচে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা জমা দেয়ার পদ্ধতি দেয়া হলো।

NDC admission
04/12/2022

NDC admission

Address

Tejkunipara

Alerts

Be the first to know and let us send you an email when Reza squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reza squad:

Videos

Share

Nearby media companies