02/01/2025
✨ নতুন বছর, নতুন উদ্যমে ফিরে এলাম! ✨
প্রিয় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট পরিবারের সকল সদস্য,
একটা দীর্ঘ বিরতির পর, আমরা আবারও আমাদের ভালোবাসার পেজ "Dhaka Polytechnic Institute Short Stories" নিয়ে ফিরে এসেছি।
এই পেজটি শুধু একটি মাধ্যম নয়, এটি আমাদের ক্যাম্পাস জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, এবং মজার গল্পগুলো তুলে ধরার একটি প্ল্যাটফর্ম।
যে মুহূর্তগুলো আমাদের জীবনের গল্প হয়ে রয়ে গেছে, সেগুলো আমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাই।
📚 আমাদের লক্ষ্য:
শিক্ষার্থীদের জীবনে ঘটে যাওয়া ছোট-বড় মুহূর্তগুলো গল্প আকারে সবার সামনে নিয়ে আসা।
ক্যাম্পাসের আবেগময় মুহূর্তগুলো ধরে রাখা।
প্রয়োজনীয় তথ্য ও বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া।
আপনাদের গল্প আমাদের জন্য মূল্যবান!
আপনার যদি কোনো মজার গল্প, সুন্দর স্মৃতি বা আবেগঘন মুহূর্ত থাকে, আমাদের লিখে পাঠান। আমরা সেটিকে সুন্দর গল্প আকারে প্রকাশ করব।
🎉 এই নতুন বছর থেকে, আসুন আমরা একসঙ্গে আমাদের গল্পগুলো বাঁচিয়ে রাখি।
পেজটি আবারও সক্রিয় করার জন্য আমরা আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আশা করছি।
💬 আপনার গল্প পাঠাতে ইনবক্স করুন।
📌 আমাদের সঙ্গেই থাকুন।
ধন্যবাদ ও শুভকামনা,
Dhaka Polytechnic Institute Short Stories Team