Motasim Bin Belal

Motasim Bin Belal ✔️Welcome✔️ 🎈স্বাগতম🎈
➡️I want everyone's support⬅️
✅إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ✅
🔷নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।”🔷
🟥Blood Group: ''B+''🟥

বাড়িতে মেহমান এলে সর্বপ্রথম করণীয় হলো, পুরুষ মেহমানকে পুরুষদের রুমে বসতে দিতে হবে আর নারী মেহমানকে নারীদের রুমে বসতে দিত...
20/12/2024

বাড়িতে মেহমান এলে সর্বপ্রথম করণীয় হলো, পুরুষ মেহমানকে পুরুষদের রুমে বসতে দিতে হবে আর নারী মেহমানকে নারীদের রুমে বসতে দিতে হবে। স্বামী-স্ত্রীর বেডরুমে পুরুষদের বসানো উচিত না।বেডরুমে অনেক সময় কাপড় ঝোলানো থাকে, ব্যক্তিগত জিনিস থাকে। মহিলাদের ব্যবহার্য অনেক কিছুই থাকে বেডরুমে। তাই গাইবে মাহরাম কাউকে বেডরুমে বসানো উচিত না।
বই : পর্দা গাইডলাইন
লেখক : তানজীল আরেফীন আদনান হাফি.

দোয়া করার ফলস্বামী বাজারে গিযে স্ত্রীকে ফোন করছে, কিন্তু নাম্বার ওযেটিং, স্বামী বাসায় এসে দরজার ওপাশ থেকে স্ত্রীকে সালাম...
18/12/2024

দোয়া করার ফল

স্বামী বাজারে গিযে স্ত্রীকে ফোন করছে, কিন্তু নাম্বার ওযেটিং, স্বামী বাসায় এসে দরজার ওপাশ থেকে স্ত্রীকে সালাম দিলেন, তারপর জিজ্ঞাসা করলেন—

কেমন আছো??

স্ত্রী বলল ভাল,

স্বামী বলল, তোমায় ফোন করেছিলাম, কিন্তু নাম্বার ওয়েটিং ছিলো,

কোথায় কথা বলছিলে?

স্ত্রী বলল আমার বান্ধবীর সাথে,

স্বামী বলল, আমার আল্লাহ সুবহানাহু তায়ালা আদেশ করেছেন সত্য বলার জন্য, যদিও তোমার জীবন বিপন্ন হয়ে যায়, আর বান্দা যখন মিথ্যা কথা বলে, তখন তাহার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা ১ মাইল দূরে চলে যায়। আর আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারেনা।

স্ত্রী কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, স্বামী বলল দেখ আল্লাহ সুবহানাহু তায়ালা, স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল, আর তুমি যে ছেলের সাথে কথা বললে, এমন ছেলেদের সাথে কথা বলা হারাম, তুমি কি জানো জান্নাত কোথায়।

স্ত্রী বলল না,

স্বামী বলল, হুজুর পাক (সাঃ) বলেছেন, জান্নাত তোমার দু উরু ও দু চোয়ালের মধ্যেখানে, যে ব্যক্তি এই দুটি জিনিসের হেফাজত করবে, সে জান্নাতি।

স্বামী নামাজে দাঁড়ালেন, নামাজ শেষে স্ত্রীর জন্য দোয়া করলেন,

ইয়া আল্লাহ! তুমি যদি হযরত ওয়াশী (রাঃ) মতো কঠিন হৃদয়ের মানুষকে, দ্বীনের বুঝ দিতে পারো,

হযরত উমার ফারুক (রাঃ) মতো কঠিন মানুষকে দ্বীনের বুঝ দিতে পারো, তাহলে আমার স্ত্রীকে ও তুমি হেদায়েত দাও, তার মাধ্যমে আমাকে নেককার সন্তান দাও।
স্ত্রী স্বামীর মোনাজাত শুনে, চিন্তা করলো আমি যার সাথে কথা বলি সে তো, এই মানুষের জুতা টানার যোগ্যতা নাই, সব কিছু জেনেও আমাকে এতোটা ভালবাসে। আর নয়, আজই তওবা করবো, আর স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইবো। গভীর রাতে স্ত্রী তার স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইছে, স্বামী বলছে, আমি জানি তুমি অবুঝ, তাই ভুল করেছো, আল্লাহ তোমায় হেফাজত করুন, স্বামী তাহার স্ত্রীকে বুকে টেনে নিয়ে চোখের পানি ছেড়ে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো।

আমাদের সমাজে আজকাল এমন ছেলে পাওয়াই কষ্টকর, আপনার স্ত্রী তো আর ফেরেশতা নয়, তাহলে তার ভুল গুলো কেন সুধরে নিতে পারেন না।

আল্লাহ্ সবার ভাগ্যে এমন নেককার স্বামী-স্ত্রী নসিব করে দিও, আমিন।

বই : হে সুখ অন্বেষনকারী তোমাকে বলছি, পৃ. ৯৯।
- Hidayat-হিদায়েত

যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালো...
17/12/2024

যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?
একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?
এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?
বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?
বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।
সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?
বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।
অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?
বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?
বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?
বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?
বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?
মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যান দান করুন। আমীন

16/12/2024
আলহামদুলিল্লাহ, Islamic Foundation থেকে Graphic Design এর Course Complete করলাম।
11/12/2024

আলহামদুলিল্লাহ, Islamic Foundation থেকে Graphic Design এর Course Complete করলাম।

'জিন্সেস করলাম 'লামিয়া তোমার মন খারাপ। নাকি অন্য কোন সমস্যা।'নাহ কোন সমস্যা নেই।তুমি এখানে রেষ্ট নাও আমি তোমার জন্যে ঠান...
03/12/2024

'জিন্সেস করলাম 'লামিয়া তোমার মন খারাপ। নাকি অন্য কোন সমস্যা।

'নাহ কোন সমস্যা নেই।

তুমি এখানে রেষ্ট নাও আমি তোমার জন্যে ঠান্ডা পানি নিয়ে আসতেছি।

'ঠিক আছে।

'এর পরে লামিয়া পানি নিয়ে আসার সময় দেখতে পেলাম খুরিয়ে-খুরিয়ে হাটতেছে।

'আবার বললাম' তোমার পায়ে কী হয়ছে।

'আর কিচ্ছু না।

পায়ে একটু ব্যথা পেয়েছিলাম তাই এমন হয়েছে।

'তাই।

'হ্যাঁ।

'শোন আমার শরীরটা বতর্মান অনেক ক্লান্ত আমি একটু ঘুমাই। এছাড়া বিকাল বেলায় দুজনে ঘুরতে যাবো কিন্তু।

'ঠিক আছে।

'এর পরে হাসিব ৪/৫ঘন্টা ঘুমানোর পরে লামিয়াকে বলে লামিয়া চলো ঘুরতে যবো।

'চলো।

'আরে পাগলি এমনি যাবে। তোমার পছন্দের নীল শারিটা পরো। কপালে কালো একটি টিপ দাও। হাতে পায়ে স্বর্ণের জিনিস পরো।

'হাহহাহা। হাহাহ।

আমি এই সব কোথায় পাবো বলো। আমার তো শুধুমাত্র

একটি শাড়ি একটি জামা।

'মজা করো আমার সঙ্গে।

'তোমার সঙ্গে মজা করবো কেনো। যা সত্যি তাই বলেছি।

'আমিতো ৫/৬মাস পর পর তোমাকে তোমার পছন্দের

শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই। প্রতিমাসে তোমাকে ২হাজার টাকা করে দেই। এছাড়া তোমার স্বর্ণের জিনিস তৈরি করার জন্যে কিছুদিন আগে এক লক্ষ টাকা পাঠাইছি।

'ভালো।

'ভালো মানে কি হ্যা।

তোমাকে যখন বলতাম তখন তো বললতে সব আছে।

'আমি তোমার দেয়া কিচ্ছু আমি পাইনি।

তুমি যাকে দিয়েছো তাকে জিঙ্গেস করতে পারো।

'কথাটি শোনা মাত্রই হাসিব ও মাকে ডাক দিলো। মুহূর্তেই ওর মা রুমে আসলো।

'কী হয়েছে বাবা।

'লামিয়ার শারি কোই। ওর স্বর্ণের জিনিস কোই।

'মা নিশ্চুপ।

'কি হলো মা আমার কথার উত্তর দাও।

'তোমার মা কী উত্তর দিবে। এর থেকে আমি সব

কিছু খুলে বলি! শোন তুমি বিদেশ যাওয়ার পরে তোমার মা এবং তোমার বোন আমাকে অনেক নির্যাতন করেছে যা

বলার মতো না।

সারা বাড়ির কাজ আমাকে দিয়ে করায়। কাজে একটু ভুল

হলে আমাকে থাপ্পড় মারতো। তুমি যেই টাকা আমাকে

পাঠাইতে সেটা তোমার বোন নিতো।

স্বর্ণ কেনার টাকা দিয়ে তোমার বোন। phone কিনেছে।

জানতে চাইলেনা আমার পায়ে কি হয়েছে।

তোমার মা কিছুদিন আগে একটা ইট আমার পায়ে ছুরে মেরেছিলো। তখন থেকে আমি এভাবেই চলে-ফেরা করি। তুমি বলতেনা আমি কেনো তোমার সঙ্গে তেমন কথা বলিনা। আসলে তোমার মা বোন আমাকে কথা বলতেই

দিতো না।

'এই সব কি সত্যি মা।

'মা নিশ্চুপ?

'আমার অন উপস্থিতে তোমরা আমার বউয়ের সঙ্গে

এমন করছো

আমার বউকে কাজের মেয়ের মতো রাখছো ছিইইই,,, মা ছিইইই।

'বাবা আমাকে ক্ষমা করে দে।

'চুপ করো তুমি।

ভাবতেই পারেনি তুমি এতোটা নিছে নামতে পারবে।

'ভাইয়া আমাদের ক্ষমা করে দে।

'কথাটি শোনা মাত্রই হাসিব ওর বোনকে কশে একটি

থাপ্পড় মারে।

'ঠাসসসস। ঠাসসসস। এই রুমের ভিতর থেকে বেরিয়ে যাও তোমরা। তোমাদের সঙ্গে আমি কথা বলতে

চাচ্ছি না বতর্মান।

'মুহূর্তেই দুজনে বেরিয়ে যায়।

'লামিয়া আমাকে ক্ষমা করে দিও।

আমি সত্যি এই সব কিছু জানতাম না।

'আরে ক্ষমা চাইতে হবেনা।

শুধুমাত্র আমাকে কথা দাও তুমি আর কখনো বিদেশ

যাবে না।

'কথা দিচ্ছি কখনো বিদেশ যাবোনা। বাকিটা জীবন তোমার সঙ্গেই থাকবো আমি।

'তাহলে ঠিক আছে।

'চলো মার্কেট যাবো।

তোমার যা যা লাগবে সব কিনে দিবো।

'সত্যিইইই।

'হ্যাঁ সত্যিইইইইইই।

'আসলেই যাদের স্বামী বিদেশ থাকে তারাই বুজে

বাস্তবতা কি।

সমাপ্ত.............. এরই নাম প্রবাস

28/11/2024

আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং আমাদেরকে সুখী করুন। জুম্মা মোবারক।

স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের.....!!সকল পুরুষের পড়া উচিৎ!আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়।তবু কেনো জানি তাকে এখন আর ভালো...
28/11/2024

স্ত্রীকে কেন ভালো লাগে না পুরুষের.....!!সকল পুরুষের পড়া উচিৎ!

আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়।তবু কেনো জানি তাকে এখন আর ভালো লাগে না।আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো।তিন বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে।

অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই।ফিরি রাত করে।কারণ বাসায় যেতে ইচ্ছে করে না।অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম।ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন!

আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না।কথা বলতে ইচ্ছে করে না।ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে।বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না।মেসেজ পাঠালে দেখি না।আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি।

আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রূঢ় ভাষায় বলি জ্বালাতন করো না।সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি। ঘুমাতে দাও।

আসলে ক্লান্তি ট্লান্তি কিছু না স্ত্রীকে ভালো লাগে না এটাই মূল কথা।

কেনো এমন হচ্ছে বুঝতে পারছি না।এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়।আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি।তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করি নি।তবে করার দিকে এগিয়ে যাচ্ছি।

কেনো পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যতো পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিলো এরকম এটাই তো স্বাভাবিক এক জিনিস কী আর বেশিদিন ভালো লাগে?

তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয় নি। কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো।কিন্তু তা তো হচ্ছে না স্ত্রীরা বিয়ের যতো বছর পরই হোক তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়। ঘুরতে যেতে চায়।মিলিত হতে চায়।

একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে?আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম।

ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন!

বললাম জী করি।

আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো। যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে।কোনো ওষুধপত্র লাগবে না গ্যারান্টি দিচ্ছি।

কী সেটা?

"সুরা আন নূরে আল্লাহ বলেছেন হে নবী পুরুষদের বলে দাও তারা যেনো নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি

এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন আল্লাহর এই নির্দেশ আপনি এক মাস পালন করুন।তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।সন্দেহ নিয়ে বললাম এটাতেই কাজ হয়ে যাবে!

ডাক্তার হেসে বললেন অবশ্যই হবে।তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁত ভাবে পালন করবেন। কোনো ফাঁকি দেবেন না।কথা দিলাম। ফাঁকি দেবো না।নিখুঁত ভাবে পালন করবো।শেষে ডাক্তার বললেন এক মাস পর আমার কাছে আসবেন।

আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরুলাম। চেম্বার থেকে বেরুনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেলো আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম। দৃষ্টি নত করে হাঁটতাম।

এভাবে দুদিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু তখনো স্ত্রীর প্রতি টান বোধ করি নি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম। এবং পর্ণ দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করবো।

গুগলে পর্ণ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেলো। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এবং মোবাইল রেখে দিলাম।

এর পরদিনের কথা বলি। আপনাদের বলেছিলাম আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি ঘটনা হলো আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়।ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো।আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলি নি।

সেই মেয়েটি ঐদিন সন্ধ্যায় ফোন দিলো।আমি তখন অফিস থেকে বেরিয়েছি ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলোকিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা।তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম।এবং ফোনটা ধরলাম না।মেয়েটা যতোবারই ফোন দিলো ধরলাম না।

এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে পনেরো দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছু কাজ করছে না।

সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে।

বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে ডাকলাম এষা কোথায় তুমি স্ত্রী তখন রান্নাঘরে ছিলো।আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকি নি।

ও আশ্চর্য হয়ে বললো কী হয়েছে তোমার? ডাকছো কেনো?সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাঁজা কোলে তুলে নিলাম।বিয়ের শুরুর দিকে যেমন করতাম।

সে ততোক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে।সে লজ্জায় লাল হয়ে বললো ছেলেটা ঘুমাচ্ছে।ও জেগে যাবে।কী করো কী করো?স্ত্রীকে পাঁজা কোলে করে রুমে যেতে যেতে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম "ভালোবাসি এষা। ভালোবাসি।

পরদিন ডাক্তারের কাছে গেলাম।

ডাক্তার বললেন, "এখনো তো এক মাস পার হয় নি।"

হেসে বললাম, "সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেনো পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে? অতীতের ভুল আর কখনো করবো না।"

ডাক্তার বললেন, "স্বাগতম আপনাকে। আপনার সংসারের জন্য আন্তরিক শুভ কামনা রইলো।"

ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, "ধন্যবাদ আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।"

- রুদ্র আজাদ

I've just reached 13K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
25/11/2024

I've just reached 13K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

23/11/2024

I gained 8,386 followers, created 217 posts and received 93,557 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

সংসারের টুকিটাকি কিছু টিপস জেনে নিন 👇১। সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা/ভিনেগার মিশিয়ে নিন।...
22/11/2024

সংসারের টুকিটাকি কিছু টিপস জেনে নিন 👇

১। সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা/ভিনেগার মিশিয়ে নিন।এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে।

২। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে ১ চামচ বরিক পাউডার মিশিয়ে দিন।এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না।

৩। সাদা কাপড় থেকে হালকা কোন দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর ২টি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজা কাপড় ডুবিয়ে দিন।১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।

৪। বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাচা মরিচের রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন।তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন।দাগ চলে যাবে।

৫। তেল চিটচিটে তাক বা কাঠের র‍্যাক পরিষ্কার করা জন্য ১ কাপ পানিতে ১ চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন।এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন।তাকগুলো চমৎকার হয়ে উঠবে।

৬। ওয়াশ বেসিন বা সিল্ক বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা ফ্ল্যাট সোডা যেমন কোক-পেপসি ইত্যাদি ঢেলে দিন।৫ মিনিট পর মুছুন।দেখুন কেমন নতুনের মত চকচকে হয়ে উঠেছে।

৭। হাঁড়ি-পাতিল থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন।তারপর ধুয়ে নিন।পোড়া দাগ চলে যাবে।

৮। পুরোনো হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন।দেখবেন দাগ চলে যাবে।

৯। মশা মাছি ও পিপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন।উপদ্রব বন্ধ হয়ে যাবে।

১০। ঘরের মেঝে বা যেকোন মোজাইক পরিষ্কার করার জন্য পানিতে কেরোসিন মিশিয়ে নিন ও এই পানি দিয়ে ঘর মুছে নিন।এতে মেঝে চকচক করবে।

১১। রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করার জন্য খাবার সোডা পানিতে গুলে রাতে লাগিয়ে রাখুন।সকালে পানিতে সাদা সিরকা মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন।সব দাগ চলে যাবে।

১২। রান্নাঘর থেকে পোড়া বা যেকোন গন্ধ দূর করতে চাইলে একটি পাত্রে কিছুটা সিরকা চুলায় চাপান।শুকান অবধি জ্বাল করুন।

১৩। বারান্দা বা জানালার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে নিন।তারপর আধা কাপ কেরোসিন তেলের সঙ্গে সরিষার তেল মিশিয়ে নিন।এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন।এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না।

১৪। বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে।

১৫। চিনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায়।

১৬। নারকেল ভাংগার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।

১৭। সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।

১৮। পাটালী গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন।

১৯। আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন।

২০। ঘি-এ সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

২১। বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

২২। অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন।

২৩। রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন,দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।

২৪। সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়াই ভালো।আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রঙ ঠিক থাকে।

২৫। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়,যা দেবেন তার সঙ্গে সামান্য লবন দিল।তাহলে আর তেল ছিটবেনা।

২৬। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়।দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন।ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন,দুধ ফাটবে না।

২৭। চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন।খাবারের স্বাদ বাড়বে।

২৮। সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন।বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে।নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

২৯। ওল,কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন।তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

৩০। কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়,তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

৩১। অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায়।তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে।

৩২। আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন।দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে।

©️

21/11/2024

কবি:
কপাল ভিজিয়া গেল নয়নের জলে।😊

পাঠক:
চোখের জলে আবার কপাল ভিজে কীভাবে?🤔

ভক্ত:
কারণ ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছেরও ডালে।😁

21/11/2024

ইয়া আল্লাহ, আমাদেরকে এমন হৃদয় দান করুন যা ক্ষমাশীল, এমন চোখ দান করুন যা সুন্দর দেখতে পায় এবং এমন আত্মা দান করুন যা কখনো বিশ্বাস হারায় না।আমিন।জুম্মা মোবারক

পাসপোর্ট আবেদন করা হয়। আবেদন ফি ২০০/-যা লাগবে১. জাতীয় পরিচয় পত্র২. বিবাহিতদের ওয়াইফের জাতীয় পরিচয় প্ত্র ৩. ঠিকানা: বর্ত...
21/11/2024

পাসপোর্ট আবেদন করা হয়।
আবেদন ফি ২০০/-
যা লাগবে
১. জাতীয় পরিচয় পত্র
২. বিবাহিতদের ওয়াইফের জাতীয় পরিচয় প্ত্র
৩. ঠিকানা: বর্তমান ও অস্থায়ী
৪. পেশা
৫. পিতা ও মাতার পেশা
৬. জরুরী যোগাযোগের ব্যক্তির জাতীয় পরিচয় পত্র
যোগাযোগ: 01770489799 https://wa.me/message/4MLLMW7L3SKOM1

💌 বিয়ের বয়স আজ প্রায় ১৫ বছর হল! বাচ্চা ৩ টা!স্বাভাবিকভাবেই ১৫ বছর আগের রূপ যৌবন না থাকারই কথা!তার উপর বাচ্চাগুলো সিজারিয়...
18/11/2024

💌 বিয়ের বয়স আজ প্রায় ১৫ বছর হল! বাচ্চা ৩ টা!
স্বাভাবিকভাবেই ১৫ বছর আগের রূপ যৌবন না থাকারই কথা!
তার উপর বাচ্চাগুলো সিজারিয়ান! তাই এখন আর বউ এর প্রতি আকর্ষণ নাই বললেই চলে!
বউকে এখন বুয়ার মতই লাগে!

💌 সকাল থেকে সবগুলো বাচ্চাকে নাস্তা করাও, স্কুলে পাঠাও, ঘরের বাকী সবার নাস্তা বানাও! এরমাঝে দুপুরে খাবারের ম্যানু ঠিক করো! তারপর দুপুরের রান্না শুরু! এর মাঝে বাচ্চারা স্কুল থেকে আসা শুরু করে! আবার কাউকে নিয়েও আসতে হয়!
দুপুরের খাবারের পর্ব শেষ হতে না হতে আবার বিকেলের নাস্তা!

💌 বাচ্চাদের পড়া, রাতের খাবার, খুচরা বাজার, অসুস্থ সদস্যদের সেবা! এভাবে অনবরত দিনরাত্রি চলে!
আর মিঃ দেখেন যে সব ঠিকঠাকমতো চলছে!
নিজের খেদমত, বাচ্চাদের দেখাশোনা, বাবা মায়ের খেদমত সবই চলছে! শুধুমাত্র সামান্য ব্যত্যয় ঘটলেই সিংহ পুরুষের গর্জন শুরু হয়! একটা সময় মনেই হয়না এই মেয়েটিকে বিভিন্নভাবে পছন্দ করে ঘরে আনা হয়েছে! মনে হয়, ২/৩ টা কাজের মানুষ রাখলেই এই কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেয়া যায়!

💌 লাবণ্য হারিয়ে যাওয়া শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত মহিলাটিকে আর লাস্যময়ী লাগেনা! ঘরের চাইতে বাইরে সময় কাটানোই শ্রেয় মনে হয়! যারা ধর্ম চর্চা করেন, তারা খুঁজে খুঁজে স্বামীর অধিকারের আয়াত এবং হাদীস বের করেন!
কিন্তু স্ত্রী অধিকারের আয়াত ও হাদীস এড়িয়ে চলেন।
কখনো কখনো অসহ্য বেদনায় কষ্ট মুখ দিয়ে উদগীরণ হলে সিংহ পুরুষের হুংকার - বের হয়ে যাও ঘর থেকে,
দরজা খোলা আছে!
মেয়েটি বলতে পারেনা "আমার ১৫ বছর আমাকে ফেরত দাও।

Address

East Nakhal Para
Tejgaon
1215

Alerts

Be the first to know and let us send you an email when Motasim Bin Belal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motasim Bin Belal:

Videos

Share