11/06/2023
একটা বেশ মজার ব্যাপার আছে।
আমরা যতই চেষ্টা করি না কেন, কিছু কিছু জায়গায় কখনোই আমাদের গ্রহণযোগ্যতা মেলে না। হাজার চেষ্টা সত্ত্বেও না। কিন্তু মজার ব্যাপারটা হলো, যখন কোনো একজন ব্যক্তি আমাদের পছন্দ করে না, আমাদের পছন্দ না করা একদল ব্যক্তির সাথে সে সম্পর্ক গড়ে তোলে। এভাবে একটা বড় দল তৈরি হয়ে যায় যারা আমাদের তো পছন্দ করেই না, কিন্তু তারা একে অপরকেও ঠিক পছন্দ করে না। ভাবতেই বিস্ময় জাগে, আমাদের শক্তি কতটা! কী দারুণভাবে একদল মানুষ যারা একে অপরের বন্ধু না হয়েও শুধুমাত্র আমাদের অপছন্দ করে বলে এক হয়ে যায়। যত মানুষ এভাবে একত্রিত হবে, বুঝব আমাদের শক্তিও ঠিক ততটা।
আমাদের এই অমিত শক্তির জয় হোক।
জয় হোক আমাদের এই আমিত্বের।
3.46 am
12june 2023
Ananna
(Inspired & adapted from an English reel)