Imran035

Imran035 কোনো নেতার পিছনে নয়..
মসজিদের ইমামের পিছনে দাড়াও জীবন বদলে যাবে ইনশাআল্লাহ �

20/04/2024

আচ্ছা ইজরাইলের সাথে কোনভাবে ব্রাহ্মণবাড়িয়ার একটা ক্যাচাল লাগাইয়া দেওয়া যায় না?😒

19/04/2024
আমাদের এই দেশটাকে মনে হয় কেউ এখন আর ভালোবাসে না। সবাই বাংলাদেশকে ভাবে একটা লোভনীয় মাংসের টুকরা। সুযোগ পেলেই, যে যেখান ...
26/03/2024

আমাদের এই দেশটাকে মনে হয় কেউ এখন আর ভালোবাসে না।

সবাই বাংলাদেশকে ভাবে একটা লোভনীয় মাংসের টুকরা।

সুযোগ পেলেই, যে যেখান থেকে পারে ছোবল মেরে খুবলে খুবলে খায়।

ঘরের লোক খাবে, বাহিরের লোকরা খাবে। আসলে কে কোথা থেকে খাচ্ছে সেটা আসলে কারো মাথাব্যথা নেই। মাথাব্যথা হচ্ছে কে কতটুকু খাচ্ছে, আমি কতটুকু খেতে পারছি।

দেশ গোল্লায় যাক বা হারিয়ে যাক, আমার কি এত ভাবার সময় আছে। আমারটা আমি আগে খেয়ে নেই। আমার সন্তান আমার পরিবার আমি সামলাবো। দেশ তো আমার সামলানোর দায়িত্ব না। অন্য সবাই সবটা খেয়ে ফেললে আমি খাব কি?

আসলে ব্যাপারটা কি, কর্তা যদি সর্বভূখা সর্বগ্রাসী হয়, তাহলে তার অধীনস্থ সন্তানেরা হালুমঝুলুম করে খুবলে-খাবলিয়ে খাবে।

ঘরের করতা ঠিক না থাকলে যা হয়, অরাজকতা হবেই
#বাংলাদেশ

একাত্তেরর ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকান্ডই ছিল না, এটা ছিল মূলতঃ বিশ্ব সভ্যতার জন্য এক কলংকজনক জঘন্যতম গণহ...
25/03/2024

একাত্তেরর ২৫ মার্চের গণহত্যা শুধু একটি রাতের হত্যাকান্ডই ছিল না, এটা ছিল মূলতঃ বিশ্ব সভ্যতার জন্য এক কলংকজনক জঘন্যতম গণহত্যার সূচনা মাত্র।
একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যার দিনটি জাতীয় ভাবে স্বীকৃতি পায় ।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চ লাইট পরিকল্পনা বাস্তবায়নের সকল পদক্ষেপ চুড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান।
সেনা অভিযানের শুরুতেই হানাদার পাকিস্তানী বাহিনী বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং শেষ শত্রু বিদায় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার আহ্বান জানান।
বঙ্গবন্ধুর এই আহ্বানে সাড়া দিয়ে বাঙালীরা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে।
বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

আমি তো কিছু দেখি না⁉️আপনারা দেখলে বলেন কিছু 😇🫡🤭
22/03/2024

আমি তো কিছু দেখি না⁉️
আপনারা দেখলে বলেন কিছু 😇🫡🤭

একটা মানুষ যখন আরেক টা মানুষকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলে,,তখন তাকে পাওয়ার জন্য হাজার চেষ্টা করতে পারে
04/10/2023

একটা মানুষ যখন আরেক টা মানুষকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলে,,তখন তাকে পাওয়ার জন্য হাজার চেষ্টা করতে পারে

ভালোবাসা কারো শরীর বা চেহারা দেখে হয় না ভালোবাসা হয় দুটো মনের মাঝে ❤️
26/09/2023

ভালোবাসা কারো শরীর বা চেহারা দেখে হয় না
ভালোবাসা হয় দুটো মনের মাঝে ❤️

Address

Nakhalpara
Tejgaon
1215

Alerts

Be the first to know and let us send you an email when Imran035 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran035:

Videos

Share