নিউজ পশ্চিম টাংগাইল,সদর

নিউজ পশ্চিম টাংগাইল,সদর পশ্চিম টাংগাইলের গুরুত্বপূর্ণ খবর জানতে ও জানাতে আমাদের পাশেই থাকুন,আমরা আপনাদের সাথেই আছি।

12/12/2024

পশ্চিম টাংগাইলের গপ্পের বাজারের আগের ব্রীজের মোড়ে প্রতি নিয়ত হচ্ছে দূর্ঘটনা,গত ৬/১২/২৪ তারিখে ও মিদুল ও শাকিলের আম্মা মারাত্মক ভাবে আহত হয়। এ সময় তিনি রাস্তা পারাপারের হতে পিছন থেকে একটি বাইক এসে তাকে ধাক্কা মারে। এতে তার কোমরের ও হাতের দুটি হাড় ভেঙে যায়। এলাকাবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি এইখানে দ্রুত একটি স্পিড ভীট নির্মাণ করুন। তা না হলে ঝড়ে যেতে পারে অনেক প্রাণ।

শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত এই ৪০০ মিটার রাস্তার মধ্যে ৭ টি অবৈধ বিট হচ্ছে। এদের দেখাদেখি স...
16/11/2024

শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় থেকে বেড়াডোমা ব্রিজ পর্যন্ত এই ৪০০ মিটার রাস্তার মধ্যে ৭ টি অবৈধ বিট হচ্ছে। এদের দেখাদেখি সারা রাস্তায় ২০ টা বিট হলে ইমারজেন্সি অনেক রুগী হাসপাতালে যাওয়ার আগেই মারা যাবে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

টাঙ্গাইল বেড়াডোমা সড়কে সিএনজি ও অটো রিকশার ধাক্কায় এক সপ্তাহে  ২ জনের মৃত্যু😓
11/11/2024

টাঙ্গাইল বেড়াডোমা সড়কে সিএনজি ও অটো রিকশার ধাক্কায় এক সপ্তাহে ২ জনের মৃত্যু😓

08/11/2024

পশ্চিম টাংগাইলের এই লোকটাকে ৯০ দশকের ছেলে মেয়েরাই চিনতে পারবেন।
চিনতে পারলে নামটা বলে যাবেন।

বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় মাঠে। এক বিশাল ফুটবল খেলা উদ্বোধন করা হচ্ছে আগামী শুক্রবার। উক্ত খেলায় অংশগ্রহণ করিবেন...
06/11/2024

বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় মাঠে।
এক বিশাল ফুটবল খেলা উদ্বোধন করা হচ্ছে আগামী শুক্রবার।
উক্ত খেলায় অংশগ্রহণ করিবেন
আনা হলে স্পোটিং ক্লাব বনাম
এলেঙ্গা ফুটবল একাডেমি
স্থান : টাঙ্গাইল সদর।
টিম আগ্রহী প্রার্থীরা নিচের দেয়া নম্বরে যোগাযোগ করুন।

✅ জাতীয় ও জেলা পর্যায়ের ১৪ টি হাসপাতালের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি।গন মানুষের চাওয়া টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল...
03/11/2024

✅ জাতীয় ও জেলা পর্যায়ের ১৪ টি হাসপাতালের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি।
গন মানুষের চাওয়া টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল হতে যাচ্ছে।

কোনটা সুন্দর  ছিল👉গতবারের নাকি এইবারেরসাফ চ্যাম্পিয়ন বিজয়ীদের জন্য ছাদ খোলা বাস তৈরি
31/10/2024

কোনটা সুন্দর ছিল👉গতবারের নাকি এইবারের
সাফ চ্যাম্পিয়ন বিজয়ীদের জন্য ছাদ খোলা বাস তৈরি

 #একটি হারানো বিজ্ঞপ্তি,এ  ছেলেটি মানসিক ভারসাম্যহীন। তার নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে বলতে পারে। তার নাম- কাওছার , বয়স- ২...
07/10/2024

#একটি হারানো বিজ্ঞপ্তি,
এ ছেলেটি মানসিক ভারসাম্যহীন। তার নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে বলতে পারে। তার নাম- কাওছার , বয়স- ২৩ বছর, পিতার নাম- শাহাদত হোসেন, ঠিকানা- গ্রাম: রৌহা , পো: দেওপাড়া, থানা: কালিহাতি , জেলা: টাংগাইল । সে গত ০১-১০-২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার রৌহা নিজ বাড়ী থেকে কালিহাতির উদ্দেশ্যে রওনা হয়েছিল তারপর আর বাড়িতে ফিরে যায়নি । সে আজ ৬ দিন যাবৎ নিখোজ । যদি কোন হৃদয়বান ব্যক্তি তাহার সন্ধান পান তাহলে নিম্নে মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ যাচ্ছে। যোগাযোগঃ 01705185435,01817433780

বিশেষ অনুরোধঃ পোস্ট টি শেয়ার করে হারানো ছেলেটিকে তার পরিবারের নিকট ফিরিয়ে দিতে সাহায্য করবেন ।

রাসুল (স) বলেন ‘এক দিন এক রাত সীমান্ত পাহারা দেওয়া এক মাস রোজা রাখা ও রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম। সীমান্তরক্ষী মৃত্যুবরণ...
24/09/2024

রাসুল (স) বলেন ‘এক দিন এক রাত সীমান্ত পাহারা দেওয়া এক মাস রোজা রাখা ও রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম। সীমান্তরক্ষী মৃত্যুবরণ করলে তার অর্জিত জ্ঞানের সওয়াব জারি থাকবে এবং সে ফেতনা থেকে নিরাপদ থাকবে।’ (মুসলিম)।

মৃত ব্যক্তির সব আমল বন্ধ হয়ে যায়। তবে মুসলিম ভূখ-ের সীমান্ত প্রহরীর আমল জারি থাকে। আল্লাহতায়ালা তার আমলকে কেয়ামতে বর্ধিত করে দেবেন। রাসুল (সা.) বলেন, ‘আল্লাহর রাস্তার সীমান্ত প্রহরী ছাড়া সব মৃত ব্যক্তিরই আমল বন্ধ করে দেওয়া হয়। তার আমলকে আল্লাহতায়ালা কেয়ামতের দিন বর্ধিত করে দেবেন। সে কবরের পরীক্ষা থেকে নিরাপদ থাকবে।’ (তিরমিজি)।

তরুণ লেফটেন্যান্ট তানজিম সরওয়ারকেও আল্লাহ তায়ালা হাদিসে বর্নিত মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।

দুর্নীতি আর অনিয়ম কি আমাদের রক্তে মাংসে মিশে গেল। আমরা কি কখনো বলতে পারব না আমরা মানুষ হয়েছি। যেখানে বছরের পর বছর এই র...
11/09/2024

দুর্নীতি আর অনিয়ম কি আমাদের রক্তে মাংসে মিশে গেল।
আমরা কি কখনো বলতে পারব না আমরা মানুষ হয়েছি।
যেখানে বছরের পর বছর এই রাস্তায় জনদুর্ভোগ হয়েছে।
সেই রাস্তার কাজেই যত দুর্নীতি আর অনিয়ম। পুরনো ইট আর পিচ দিয়েই হচ্ছে খুবই নিম্নমানের রাস্তার কাজ।
হ্যাঁ বলছি বাসাখানপুর থেকে বেড়াডোমা সড়কের নির্মাণ কাজের কথা। কাজ হচ্ছে অসাধারণ নিম্নমানের।তাই জনসাধারণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
নতুন করে সঠিক ভাবে রাস্তার কাজ করার জন্য অনুরোধ।

না ফেরার দেশে চলে গেলেন,৭ নং দাইন্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য- সেলিম মেম্বার।তিনি আজ সকাল ৬ ঘটিকায় ইন...
10/09/2024

না ফেরার দেশে চলে গেলেন,
৭ নং দাইন্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য- সেলিম মেম্বার।
তিনি আজ সকাল ৬ ঘটিকায় ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিন, এবং তার পরিবারকে এইসব শোক শোবার ধৈর্য দান করুন।

ভাদাইমা পরিচালক মতালেব হসেন জয় ১৪/৮/২৪  আনুমানিক রাত ১১/৩০ মিনিটে সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ করেছেন।
15/08/2024

ভাদাইমা পরিচালক মতালেব হসেন জয় ১৪/৮/২৪ আনুমানিক রাত ১১/৩০ মিনিটে সন্ত্রাসীদের হাতে মৃত্যুবরণ করেছেন।

যেখানে মিষ্টান্ন ভান্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয়। কোন মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নি...
12/08/2024

যেখানে মিষ্টান্ন ভান্ডার নামক হিন্দু দোকান থেকে জিলাপি কিনে মসজিদে মিলাদ পড়ানো হয়। কোন মুসল্লি এটা নিয়ে চিন্তা না করে নিশ্চিন্তে মিলাদ শেষে জিলাপি খেতে খেতে বাড়ি যায়।
*চা দোকানে একই কাপে হিন্দু মুসলিম চা খেয়ে যুগের পর যুগ বসবাস করছে। কারো মাথায় এটা নিয়ে ব্যথা বেদনা নেই।
*হিন্দুদের দাওয়াতে অধিকাংশ লোক থাকে মুসলিম এলাকাবাসী, বন্ধুবান্ধব মুসলিমদের দাওয়াতেও খুব স্বাভাবিকভাবে হিন্দুরা অংশ নেয়। এতে কেউই কিছু মনে করে না।
*সামাজিক কোন অনুষ্ঠানে একই টেবিলে একই প্লেটে হিন্দু মুসলিম পাশাপাশি বসে খাবার খাচ্ছে। মুসলিম লোকটি গরু মাংশ খাচ্ছে না, কারন যদি তার বন্ধুটির জন্য।
* বর্তমানে সামাজিক অনেক অনুষ্ঠানে গরু রাখা হয় না শুধু সবার কথা ভেবে।
*অনেক হিন্দুদের বিয়েতে কাচ্চি করা হয় এবং মুসলমানদের জন্য জবাই আলাদা ভাবে করা হয়।( আমি নিজে স্বাক্ষী)
*পাবলিক বাসে, রিক্সায়, ক্লাসের বেঞ্চে পাশাপাশি বসে দিব্যি চলাফেরা করে হিন্দু মুসলিম। কারো কোন সমস্যা নেই।
*মসজিদ আর মন্দির একই এলাকায় আছে অনেক জায়গায়। দুই পক্ষই ইবাদত করছে। কারোরই কোন অসুবিধা হয়না যুগ যুগ ধরে।
বিশ্বের আর কোন দেশে এরকম সুন্দর দৃষ্টান্ত দেখাতে পারবেন??
এত সুন্দর সম্প্রীতি আমার জানামতে আর কোথাও নেই। ভারতে তো তা কল্পনাও করা যায়না। তবুও এত কথা কেন? এত মিথ্যা প্রপোগান্ডা কেন ছড়ানো হচ্ছে? কিছু মানুষ এর জন্য দায়ী। এরা গভীর ষড়যন্ত্র করছে বছরের পর বছর। কিন্তু এরা সফল হয়নি, সফল হতে পারবেনা ইনশাআল্লাহ। কারন আমাদের দেশের মানুষ সত্যিকার অসাম্প্রদায়িক, আমরা হিন্দু মুসলিম বিভেদ করিনা। আমাদের ভিতরে ঘষেটি বেগম কারা তা সবারই যানা। বাংলাদেশ এখন মীরজাফরদের তা জানার আর বাকি নেই।
দেশের মাটিতে জন্ম নিয়ে, এই দেশের খেয়ে পরে বেড়ে উঠে
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না।
আবেগ দিয়ে নয় , বিবেক দিয়ে বিবেচনা করুন।

একটি হারানো বিজ্ঞপ্তি ,👉নাম: নূরজাহান বেগম। 👉ছেলের নাম: মো হাবিব মিয়া (ফজল ) 👉বর্তমান ঠিকানা:গপ্পের বাজার,থানা/জেলা: টাং...
12/08/2024

একটি হারানো বিজ্ঞপ্তি
,👉নাম: নূরজাহান বেগম।
👉ছেলের নাম: মো হাবিব মিয়া (ফজল )

👉বর্তমান ঠিকানা:গপ্পের বাজার
,থানা/জেলা: টাংগাইল৷
👉বয়স আনুমানিক 70+
খুজে পাওয়া যাচ্ছেনা৷ কোন ভাই বা বোন উনার সন্ধান পেলে এই নাম্বারে একটু যানাবেন প্লিজ।

যোগাযোগ: (01765848515)/(01893730996)

পোষ্ট টি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই যেন এই দাদিকে আমরা খুজে পাই।

এ দেশ  "হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের" কিছু ভারতীয় গনমাধ্যমে ও অনলাইন প্লাটফর্ম এ অপপ্রচার চালানো হচ্ছে সংখ্যা লঘ...
07/08/2024

এ দেশ "হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের" কিছু ভারতীয় গনমাধ্যমে ও অনলাইন প্লাটফর্ম এ অপপ্রচার চালানো হচ্ছে সংখ্যা লঘুদের নির্যাতন করা হচ্ছে।এ দেশের সকল মানুষ মিলে মিশেই নিরাপদে জীবন যাপন করে থাকেন।
তবুও যদি আপনি কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখেন নিচের দেয়া নম্বর গুলোতে যোগাযোগ করুন।
আর এই পোস্ট টি বেশি বেশি শেয়ার করুন।

 #হারানো_বিজ্ঞপ্তি   #নামঃ_মো:  #হেকমত_আলী, (বয়স ৬৫+)  #গ্রাম_খোর্দ্দ_যুগনী  #ডাকঘর_বাঘিল, টাংগাইল সদর। উনি গত ১৩/০৭/২৪ ...
01/08/2024

#হারানো_বিজ্ঞপ্তি
#নামঃ_মো: #হেকমত_আলী, (বয়স ৬৫+)
#গ্রাম_খোর্দ্দ_যুগনী
#ডাকঘর_বাঘিল, টাংগাইল সদর।
উনি গত ১৩/০৭/২৪ ইং বাড়ী থেকে বের কিন্তু এখন পর্যন্ত বাড়ীতে ফেরত আসে নাই। উনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ে মাঝে মধ্যে। যদি কেউ উনার কোন সন্ধান পান দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
মোবাইলঃ01678617547
এবং 01755474624
বিঃদ্রঃ উপরের পোস্ট টি সকলের নিজ নিজ অবস্হান হতে বেশী বেশী শেয়ার করে সহযোগিতা করার জন্য সকলের নিকট বিশেষভাবে অনুরোধ করছি।

এই শিশুটির নাম মাহির ইসলাম লাবিব বয়স আড়াই বছর। টাঙ্গাইল সদরের দেলধা গ্রাম থেকে গত ১৩/০৭/২০২৪ইং তারিখে অপহরণ হয়ে আজ পর্যন...
27/07/2024

এই শিশুটির নাম মাহির ইসলাম লাবিব বয়স আড়াই বছর। টাঙ্গাইল সদরের দেলধা গ্রাম থেকে গত ১৩/০৭/২০২৪ইং তারিখে অপহরণ হয়ে আজ পর্যন্ত নিখোঁজ রয়েছে। যদি কোন হৃদয়বান ব্যাক্তি শিশুটির সন্ধান পান তবে নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা নিম্ন নাম্বারে যোগাযোগ করুন। সন্ধান্দাতাকে পুরস্কৃত করা হবে।
মোবাইল ০১৮৫৮০০৯৪১৮
০১৯১৮৭৪৫১৬৪

Address

বাঘিল টাংগাইল সদর
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ পশ্চিম টাংগাইল,সদর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share