12/12/2024
পশ্চিম টাংগাইলের গপ্পের বাজারের আগের ব্রীজের মোড়ে প্রতি নিয়ত হচ্ছে দূর্ঘটনা,গত ৬/১২/২৪ তারিখে ও মিদুল ও শাকিলের আম্মা মারাত্মক ভাবে আহত হয়। এ সময় তিনি রাস্তা পারাপারের হতে পিছন থেকে একটি বাইক এসে তাকে ধাক্কা মারে। এতে তার কোমরের ও হাতের দুটি হাড় ভেঙে যায়। এলাকাবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি এইখানে দ্রুত একটি স্পিড ভীট নির্মাণ করুন। তা না হলে ঝড়ে যেতে পারে অনেক প্রাণ।