তিক্ত

তিক্ত লাইক করে পাশে থাকবেন

07/11/2024

আমরা শুধু মানুষের খারাপ দিকটাই দেখি...
ভালো দিক গুলো আমাদের চোখে পরে নাহ্!

07/11/2024

মোশাররফ করিমের ভৌতিক নাটক ❝খাসির পায়া❞ এর একটি ভয়ংকর দৃশ্য... ☠️ Hardik Pandya James Anderson JEET Harry Kane Habib Wahid তিক্ত

02/11/2024

অতি সাধারন আমি,
কোন চাহিদা নেই,
তার পরও কোন গুরুত্ব নেই আমার!

01/11/2024

আমার বিশ্বাস ভাঙ্গা কাঁচে, বরাবর আমি একাই আহত হয়েছি, যে যে সে বিশ্বাস ভেঙ্গেছে, তারা সবাই সম্পুর্ন সুস্থ আছে!

শুভ দীপাবলি 🔥
31/10/2024

শুভ দীপাবলি 🔥

ক্লাব ফুট বা মুগুর পা এখন আর অভিশাপ নয়। জন্মগত এ রোগ বর্তমানে সম্পূর্ণ নিরাময়যোগ্য। যুগ যুগ ধরে সাধারণ মানুষের মধ্যে ভুল...
31/10/2024

ক্লাব ফুট বা মুগুর পা এখন আর অভিশাপ নয়। জন্মগত এ রোগ বর্তমানে সম্পূর্ণ নিরাময়যোগ্য। যুগ যুগ ধরে সাধারণ মানুষের মধ্যে ভুল চিকিৎসার কারণে ক্লাব ফুটে আক্রান্ত শিশুরা ভুগেছে। কিন্তু একালে আধুনিক চিকিৎসার মাধ্যমে এটি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে।

সাধারণত বাঁকা পা নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসার মূল পদ্ধতি হলো এখন ‘পনসেটি টেকনিক’। জন্মের পর তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত এ চিকিৎসাপদ্ধতি বেশি কার্যকর। শিশু মুগুর পা নিয়ে জন্মগ্রহণ করার পর যত দ্রুত এ চিকিৎসা শুরু করা যায়, তত দ্রুত রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

ক্লাব ফুট একটি জন্মগত গোড়ালির সমস্যা; যেখানে এক বা দু–পা ভেতরে ও নিচের দিকে বাঁকানো অবস্থায় থাকে। প্রতি এক হাজার জনে একজন এ সমস্যার সম্মুখীন হন। তুলনামূলকভাবে মেয়েদের তুলনায় ছেলেদের এটি বেশি হয়। এর মূল কারণ এখনো অজানা।

মুগুর পায়ের চিকিৎসায় ‘পনসেটি টেকনিক’ সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর। এ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের কাছে যেতে হবে। কখনো কখনো এ চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অস্ত্রোপচারের পর রোগীকে বিভিন্ন নিয়মে প্লাস্টার করতে হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। প্লাস্টার ও অস্ত্রোপচার–পরবর্তী সময়ে রোগীকে দীর্ঘদিন পায়ের ডিভাইস (জুতা) ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত রোগীকে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে রেখে নিয়মিত কিছু এক্সারসাইজ করাতে হবে।

মো. সাইদুর রহমান, চিফ কনসালট্যান্ট, উত্তরা মডার্ন ফিজিওথেরাপি সেন্টার, সেক্টর ১২, উত্তরা, ঢাকা

🥀
23/10/2024

🥀

20/10/2024

পূর্ব পৌলী উচ্চ বিদ্যালয়

18/10/2024

Dance

15/10/2024

২০২৪ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছোট ভাই বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন!

স্বামী মানে হচ্ছে.. মাথার উপর ছাদ পায়ের নিচে থাকা মাটিস্বামী মানে হচ্ছে.. চারিদিক ঘেরা ভরপুর স্বপ্ন, স্বামী মানে হচ্ছে ...
05/10/2024

স্বামী মানে হচ্ছে..
মাথার উপর ছাদ পায়ের নিচে থাকা মাটি

স্বামী মানে হচ্ছে.. চারিদিক ঘেরা ভরপুর স্বপ্ন, স্বামী মানে হচ্ছে রাগ অভিমান আবেগ মিশ্রিত ভালোবাসা।

স্বামী মানে হচ্ছে.. সুখ দুঃখ ভাগ করে নেওয়ার একজন! স্বামী মানে হচ্ছে.. হাজার কষ্টে থাকার পর ভালোবাসা দিয়ে ভরপুর রাখা।

স্বামী মানে হচ্ছে.. গরমে ঠান্ডা বাতাস.. যে বাতাস ছাড়া দম বন্ধ হয়ে যাওয়ার মতো, স্বামী মানে হচ্ছে সেই রাত যা চাঁদ ছাড়া অসুন্দর!
থাকুক প্রত্যেক

স্বামী স্ত্রীর ভালোবাসা।❤️🌹

04/10/2024

বাবা🥀 @

02/10/2024

দায়িত্ব পালন করবেন কিন্তু অতিরিক্ত কিছুই করবেন না l কারণ অতিরিক্ত করতে গিয়ে আপনি আপনার নিজের সময়,এনার্জি সব ধ্বংস করে কাজটি করেও সস্তা ট্যাগ পাবেন :)
কারণ সে ধরেই নেয় আপনি করতে বাধ্য,এখানে বিশেষ কিছু নেই l আর বারবারই আপনার উইকনেসকে পুঁজি করে আপনাকে দিয়ে উজাড় করে করাবে কিন্তু মূল্যায়নে বেলায় কিন্তু অবহেলা & অপমান রিটার্ন দিবে 😃

02/10/2024

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when তিক্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তিক্ত:

Videos

Share

Category