20/01/2024
ফ্রিল্যান্সিং পেশা
ফ্রিল্যান্সিং এ ডুকে আসলে কি কি কাজ করতে পারব | আর এই ফ্রিল্যান্সিং এর পেশা টা কি?
আসলে ফ্রিল্যান্সিং পেশাটা হচ্ছে একটি মুক্ত পেশা | যে পেশার কোন জবাব দিহিতা নেই | নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন |
ইতিহাস
• মূলত অর্থের বিনিময়ে কাজ করা যোদ্ধাদের থেকে ফ্রিল্যান্সারদের উৎপত্তি | ১৮১৯ সালে প্রথম ফ্রিল্যান্সার শব্দ ছাপা হয় “Walter Scott” নামক এক লেখকের বইতে |
কাজের ধরন,
মুক্তপেশার কাজের পরিধি অনেক বেশি | বিশ্বব্যাপী এ ধরনের কর্মপদ্ধতির চাহিদা ক্রমশ বাড়ছে | জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষের থাকা কয়েকটি কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো:
• লেখালেখি ও অনুবাদ: নিবন্ধ, ওয়েবসাইট কন্টেন্ট, সংবাদ বিজ্ঞপ্তি, ছোট গল্প, প্রাপ্তবয়স্কদের গল্প এবং এক ভাষা থেকে অন্য ভাষায় ভাষান্তরকরণ উল্লেখযোগ্য |
• সাংবাদিকতা: যারা এবিষয়ে দক্ষ তারা বিভিন্ন দেশি-বিদেশি পত্রপত্রিকায় লেখালেখির, চিত্রগ্রহণের পাশাপাশি ইন্টারনেটভিত্তিক জনসংযোগ করে থাকেন |
• গ্যাফিক্স ডিজাইন: লোগো, ওয়েবসাইট ব্যানার, ছবি সম্পাদনা, অ্যানিমেশন ইত্যাদি |
• ওয়েব ডেভলপমেন্ট: ওয়েবসাইট তৈরি, ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরি, হোস্টিং ইত্যাদি |
• কম্পিউটার প্রোগ্রামিং : ডেস্কটপ প্রোগ্রামিং থেকে ওয়েব সবই এর আওতায় পড়ে |
অনলাইনভিত্তিক এরকম কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে উল্লেখযোগ্য, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং ডটকম, ফাইভার, গুরু ইত্যাদি |