Basail-বাসাইল

Basail-বাসাইল গঁদ বাধা হলুদ সাংবাদিকতার বলয় থেকে বে? আমার আপনার সকলের বাসাইল।

13/12/2024
নিবন্ধন পেলো,, গন অধিকার পরিষদ,, প্রতীক,,, ট্রাক
02/09/2024

নিবন্ধন পেলো,, গন অধিকার পরিষদ,, প্রতীক,,, ট্রাক

বাজারে ইলিশের দাম বাড়ছে,,,
02/09/2024

বাজারে ইলিশের দাম বাড়ছে,,,

23/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না।

Copied

08/08/2024

Sad to say,,
প্রবাসি রেমিট্যান্স যোদ্ধা ভাইদের কেও একটা ধন্যবাদ ও দিলো না,,, তাহলে কি প্রবাসিরা সব সময় অবহেলিত থাকবে 😒

আবার আমাদের টাকার সৌন্দর্য ফিরে আসুক,,
07/08/2024

আবার আমাদের টাকার সৌন্দর্য ফিরে আসুক,,

07/08/2024

সকল ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা চায়। অন্যায়, জুলুম, অবিচার, ঘুষ থেকে মুক্তি চাই।

17/10/2023
২৫ বছর পদার্পণ উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম টাঙ্গাইল প্রেসক্লাবে আজ রোববার সকালে কেক কাটার কর্মসুচি ও আলোচনা সভার...
01/10/2023

২৫ বছর পদার্পণ উপলক্ষে আমার চ্যানেল আই দর্শক ফোরাম টাঙ্গাইল প্রেসক্লাবে আজ রোববার সকালে কেক কাটার কর্মসুচি ও আলোচনা সভার আয়াজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইলর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইটিসি) আব্দুর রহিম সুজন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, শাহীন শিক্ষা পরিবারের পরিচালক আনোয়ার হোসেন আসলাম, টাঙ্গাইল প্রি-ক্যাডেটের অধ্যক্ষ শাহানা খানমসহ অন্যরা। পরে অতিথিরা কেক কাটেন।

19/09/2023
03/08/2023

Address

Basail
Tangail
1920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basail-বাসাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Basail-বাসাইল:

Share

Category