17/07/2024
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট রাত ১০:২০
ঢাবির আপডেট,
-ক্যাম্পাসের পরিস্থিতি এখন থমথমে।
-সবগুলো প্রবেশ পথে ব্যারিকেড দেয়া।পুলিশ কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছে না।
-প্রচুরসংখ্যক পুলিশ মানে কমপক্ষে ১০০০ জন এখনো অবস্থান করছে ক্যাম্পাসে।
-বেশিরভাগ হলের শিক্ষার্থীরাই হল ত্যাগ করতে বাধ্য হয়েছে। -এখনো হলেই আছে কিছু শিক্ষার্থী, বিশেষত সাইন্সের হলগুলোতে।
-হলগুলোতে মেয়েদের বা ছেলেদের বের হয়ে যেতে বলছে টিচাররা।তারা দায়িত্ব নিবেনা জানিয়ে দিয়েছে।এমনকি নিরাপত্তার দায়িত্বও নিবেন না।
-ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন মোড়ে যুবলীগ-ছাত্রলীগের অবস্থান রয়েছে।
-এপর্যন্ত আহত সংখ্যা ২০০ এর কাছাকাছি।
-ভয়ংকর বিষয় হলো পুরো ক্যাম্পাসে নেট একদম স্লো করে দেওয়া হয়েছে।