Nazmul blogs

Nazmul blogs আমি তোমাদেরই একজন, কারো পছন্দনীয় আবার কারো অপছন্দনীয়। কিন্তু তোমরা সকলেই আমার পছন্দনীয়!

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
26/09/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আসুন যার যার অবস্থান থেকে সবাই মিলে বন্যায় কবলিত মানুষের পাশে দাড়াই। যারা বন্যায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এমন সৎব্যক্তিদের...
22/08/2024

আসুন যার যার অবস্থান থেকে সবাই মিলে বন্যায় কবলিত মানুষের পাশে দাড়াই। যারা বন্যায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এমন সৎব্যক্তিদেরও মেনশন করুন।

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
13/08/2024

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

যারা অন্যায়ের প্রতিবাদ করেছে,যারা র/ক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা আমার ভাই।  আর যারা সুযোগ পেয়ে অন্যায় - অত্যাচার, জুল...
05/08/2024

যারা অন্যায়ের প্রতিবাদ করেছে,যারা র/ক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তারা আমার ভাই। আর যারা সুযোগ পেয়ে অন্যায় - অত্যাচার, জুলম,দুর্নীতি, সত্যকে সত্য না বলিয়া মিথ্যা বলেছে তারা আমার চুদিরভাই!

জয়ের উল্লাসে গর্জে উঠো বাংলাদেশ🇧🇩, আপন শক্তিতে 💪💪

02/08/2024

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে র/ক্ত লাল, র/ক্ত লাল, র/ক্ত লাল জোয়ার এসেছে জন-সমুদ্রে র/ক্ত লাল, র/ক্ত লাল, র/ক্ত লাল।

ও যাবে। না গেলে মুনাফিক হয়ে যাবে।'১৯ জুলাই শুক্রবার। ঘড়িতে সময় বিকাল ৫টা বেজে ৩০ মিনিট।মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্...
01/08/2024

ও যাবে। না গেলে মুনাফিক হয়ে যাবে।'
১৯ জুলাই শুক্রবার। ঘড়িতে সময় বিকাল ৫টা বেজে ৩০ মিনিট।
মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর আহম্মেদ তাঁর বাবার সাথে কথা বলছিলেন। বাবা গ্রামে থাকা সাধারণ কৃষক।
সাগর: আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না। আমাকে বিকাশে এক হাজার টাকা পাঠাও।

বাবা::মণিরে সাবধানে থাইকো।
বাবা জানান, 'ফোনের কথা শেষ করেই নারুয়া বাজারে যাই। বিকাশে টাকা পাঠিয়ে সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কি না নিশ্চিত হতে ফোন করি, কিন্তু ফোন আর ধরে না। তখন থেকে আমার বুকটা কেমন যেন করছিল।
মাগরিবের নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেটের ফোন বাইজা ওঠে। মনটা কেমন যেন আঁতকে ওঠে। আমার মেয়ে মৌসুমি ফোন করে বলে, “আব্বু বাড়ি আইসো।”
বাড়ি আইসা দেখি সব এলোপাতাড়ি। কেউ কিছু বলছে না। বড় ভাইয়ের বড় জামাতা রঞ্জু এদিক-ওদিক করছে। পরে আমার এক নাতি বলছে, বাবাইর (সাগর) মাথায় গু’লি লাগছে, হাসপাতালে আছে।’
১৯ জুলাই সকালেও মা-বাবার সাথে সাগরের কথা হয়।
সাগর ওর মাকে বলে- ঢাকার পরিস্থিতি ভাল না। আমার জন্য দোয়া করো, আন্দোলনে যাব। মা বলেছিলেন- যেয়ো না বাবা।
তখন বাবা বললেন- ও যাবে। না গেলে মুনাফিক হয়ে যাবে।
তোফাজ্জল হোসেন বলেন, ‘যখনই কথা হতো তখনই সাগর বলত, “আব্বু তোমাকে আর রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না। চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব।” আমার মানিক হোটেলে কাজ করত। রাতে মেসে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসত, রাস্তায় থাকা মানুষকে দিত।’
মায়ের কাছে দোয়া চেয়ে সাগর বলেছিল- মা তোমার সাগরের জন্য না, লক্ষ সাগরের জন্য দোয়া কোরো।
সাগরের চাচাতো ভাই সাইফুল বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে লা’শের স্তূপ থেকে প্রায় তিন ঘণ্টা খোঁজ করে পরিচয়পত্র দেখে সাগরের লা’শ শনাক্ত করেন তাঁরা। দেখা যায়, সাগরের মাথার ডান দিকে গু’লি লেগে পেছন দিয়ে বের হয়েছে।

26/07/2024

Congratulations Guys আমাদের প্রোমোশন হয়েছে, রাজাকার থেকে এবার হানাদার বাহিনী।

দাম কোন ব্যাপার না শুধু একটা নিউজের অপেক্ষায় পুরো জাতি 😎
26/07/2024

দাম কোন ব্যাপার না
শুধু একটা নিউজের অপেক্ষায় পুরো জাতি 😎

26/07/2024

দুই বান্দর যখন চিড়িয়াখানায় অতঃপর যা করে🤣😁

যারা শহীদ হয়েছে সবার জন্যই দোয়া করেবেন। আমিন
26/07/2024

যারা শহীদ হয়েছে সবার জন্যই দোয়া করেবেন। আমিন

25/07/2024

অনেক দিছি রেমিট্যান্স আর একটা ডলারও দিমু না,
আমার টাকায় কেনা গু*লি আমার ছেলের বুকে নিমু না..!

🗣️"একজন প্রবাসী বাবা"

১৯৫২ : রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার২০২৪ : সাইদ, আসিফ, রাফি, ওয়াসিম, আদনান!💔
20/07/2024

১৯৫২ : রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার
২০২৪ : সাইদ, আসিফ, রাফি, ওয়াসিম, আদনান!💔














ছবি গুলো ভালো করে খেয়াল করলে অনেক কিছু বুঝতে পারবেন। একজন কাপুরুষ আরেকজন বীরপুরুষ। একজনের কাছে লাঠি আরেকজনের কাছে অস্র/ ...
17/07/2024

ছবি গুলো ভালো করে খেয়াল করলে অনেক কিছু বুঝতে পারবেন। একজন কাপুরুষ আরেকজন বীরপুরুষ।

একজনের কাছে লাঠি আরেকজনের কাছে অস্র/ বন্দুক । একজন লাঠি হাতে বুক পেতে দাঁড়িয়ে আরেকজন পেতে দেওয়া বুঁকের উপর নিস্ ঠিক করে।

১৯৭১ সাথে এভাবেই বুক পেতে দিয়েছিল বাংলার মানুষ পাকিস্তানী হানাদার বাহিনীর কাছে। আজ আন্দোলন করতে হচ্ছে চোর থেকে মুক্তির দাবিতে।

হ্যা কাপুরুষদের বলছি অস্র নিয়ে না মন্ত্র নিয়ে মাঠে নাম। আরেকজনের হুকুমে না নিজের দাবিতে মাঠে নাম।

আবু সাঈদ ভাইকে হ*ত্যা/কারী পুলিশের ছবি ও পরিচয়-নাম: ইউনুস আলীথাকে: রংপুরবিস্তারিত আসছে।
17/07/2024

আবু সাঈদ ভাইকে হ*ত্যা/কারী পুলিশের ছবি ও পরিচয়-

নাম: ইউনুস আলী
থাকে: রংপুর

বিস্তারিত আসছে।

I gained 352 followers, created 239 posts and received 4,048 reactions in the past 90 days! Thank you all for your conti...
30/06/2024

I gained 352 followers, created 239 posts and received 4,048 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Dhaka
Tangail
1984

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul blogs:

Videos

Share