Madhupur Online News- মধুপুর অনলাইন নিউজ

Madhupur Online News- মধুপুর অনলাইন নিউজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madhupur Online News- মধুপুর অনলাইন নিউজ, Media/News Company, Jamalpur Road, Madhupur, Tangail.

টাংগাইল জেলার মধুপুর উপজেলার সকল তথ্য পেতে পেইজটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন🥰
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন👇
Search on YouTube:

◼️আমরা গভীরভাবে শোকাহত◼️সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘাটাইল উপজেলার ভাবনদত্ত সরকারি প্রাথ...
09/01/2025

◼️আমরা গভীরভাবে শোকাহত◼️
সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘাটাইল উপজেলার ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক সিদ্দিকী (৫০), স্ত্রী মহসীনা আক্তার (৩৫), ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ (১৫) এবং শ্যালিকা সীমা আক্তার (৪০) নিহত হয়েছেন।

আজ ০৫/০১/২৫ ইং তারিখে মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।চলবে প...
05/01/2025

আজ ০৫/০১/২৫ ইং তারিখে
মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
চলবে প্রতিটি ইউনিয়ন পরিষদে আগামী ০৯ জানুয়ারি পর্যন্ত।
Collected from Uno Madhupur

আজ ২৯/১২/২৪ ইং তারিখে মধুপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের টেকিপাড়া টু জটাবাড়ি ১১২৪ মিটার আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্ভোধন করল...
29/12/2024

আজ ২৯/১২/২৪ ইং তারিখে মধুপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের টেকিপাড়া টু জটাবাড়ি ১১২৪ মিটার আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্ভোধন করলেন আমাদের প্রিয় UNO মহোদয় ❤️❤️

সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি 📢📢📢আপনি কোন দলের সরকার চান?১.বাংলাদেশ জাতীয়তাবাদ দল (BNP)২.ইসলামি দল৩.আওয়ামী লীগ
27/12/2024

সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি 📢📢📢

আপনি কোন দলের সরকার চান?

১.বাংলাদেশ জাতীয়তাবাদ দল (BNP)
২.ইসলামি দল
৩.আওয়ামী লীগ

শুভ উদ্বোধন হলো ধনবাড়ী টু ঢাকা বিআরটিসি এসি বাস কল্ল্যানপুর  কাউন্টার 01736362323 ধনবাড়ী   কাঊন্টার  01711283515
26/12/2024

শুভ উদ্বোধন হলো ধনবাড়ী টু ঢাকা বিআরটিসি এসি বাস কল্ল্যানপুর কাউন্টার 01736362323 ধনবাড়ী কাঊন্টার 01711283515

25/12/2024

আমার পেশা পড়াশোনা

আপনার পেশা কি?

ভারত সরকার চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে: শুভেন্দু________________________________সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত ...
25/12/2024

ভারত সরকার চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে: শুভেন্দু
________________________________

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি দেয়ার ঘটনায় আবারও হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলাদেশের সাধারণ নাগরিক ও প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. ইউনূসকে উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে বলেন, আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। বাংলাদেশের ওই নাবালক উপদেষ্টারা ভারতের ইতিহাস জানে না। এই ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে আশ্রয় দিয়েছে। দলাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। চীনের মত শক্তিশালী দেশের রক্তচক্ষুকেও ভারত ভয় করেনি। সেখানে এরা (বাংলাদেশ) তো পাতি দেশ! রাফায়েল তো দূরের কথা, তার শব্দেই ওরা পালাবে।

শুভেন্দু আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পড়িয়েছে তাদেরকে গোলাম নিজামীর মতো গলায় দড়ি পড়তে হবে। এই রাজাকারের নাতিদের কী অবস্থা হয় সেটা দেখতে থাকুন! এরা অতীত থেকে এখনও শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে গোলাম নিজামীর মত দড়ি অপেক্ষা করছে।

এর আগে, এদিনই বিধানসভায় বাংলাদেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তির বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় বলে মন্তব্য করেছিলেন রাজ্যটির ক্ষমতাসীন দলের বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। তার অভিমত ছিল, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি কেন্দ্রীয় সরকারই ঠিক করবে।

৫ দিন নিখোঁজ থাকার পর ফিরলেন সহ সমন্বয়ক খালিদ-----------------------------------------------------------------৫ দিন নিখ...
25/12/2024

৫ দিন নিখোঁজ থাকার পর ফিরলেন সহ সমন্বয়ক খালিদ
-----------------------------------------------------------------

৫ দিন নিখোঁজ থাকার পর পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিখোঁজ সহ সমন্বয়ক খালিদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ফিরেছেন তিনি। শারীরিকভাবে সুস্থ্যও আছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান। তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফিরেনি। ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন বাবা। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি খালিদের সন্ধান।

খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: চেতনানাশক দিয়ে নিস্তেজ করা হয়েছিলো সবাইকে________________________________________সাধারণত ...
25/12/2024

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: চেতনানাশক দিয়ে নিস্তেজ করা হয়েছিলো সবাইকে
________________________________________
সাধারণত কোনো জাহাজে একসঙ্গে সবার ঘুমাতে যাওয়ার কথা নয়। তবে এমভি আল বাখেরা লাইটার জাহাজে খুন হওয়া ৭ জনই ছিলো গভীর ঘুমে অচেতন। সুরতহাল দেখে পুলিশের ধারণা, চেতনানাশক দিয়ে নিস্তেজ করা হয়েছিলো সবাইকে। এরপর করা হয়েছে হত্যা।

একটি-দু’টি নয়, সাত-সাতটি মানুষকে পৈচাশিক কায়দায় গলা কেটে হত্যা। চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমভি আল বাখেরার এই ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন কেবল একজন। যদিও শ্বাসনালীতে আঘাত লাগায় তার অবস্থাও আশঙ্কাজনক।

কী কারণে এই হত্যাকাণ্ড? ডাকাতি না পূর্বশত্রুতা? মূলত এই দুইটি কারণই আলোচনায় আসছে ঘুরেফিরে। তবে, ন্যাক্কারজনক এই ঘটনা যে পরিকল্পিত, এই ব্যপারে একমত প্রায় সবাই।

জাহাজে যার যার রুমে ঘুমিয়ে ছিলেন নিহত সবাই। মস্তক ছাড়া আর কোথাও আঘাতের কোনো চিহ্নও মেলেনি। ডাকাতির সঙ্গে এ ঘটনা মিলানো যায় না বলে মনে করেন নৌ পুলিশের এই কর্মকর্তা।

চাঁদপুরের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, প্রত্যেককেই চেতনানাশক প্রয়োগ করে কিংবা খাবারের সাথে ঘুমের ওষুধ প্রয়োগ করে এই ঘটনাটি ঘটানো হয়েছে। কারণ- একজনকে হত্যা করা হলে পাশের রুম থেকে কেউ টের পাবে না, এরকমটি হবার কথা হয়। ঘটনাস্থলে দেখা যায় প্রত্যেকেই শুয়ে আছেন এবং তাদের মাথায় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। তবে, শরীরের অন্য কোথাও আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

যদিও ডিসি বলছেন, নৌপথের এই রুটে প্রায়ই ঘটে ডাকাতি-ছিনতাইয়ের মতো ঘটনা। কয়েকদিন আগেও মাঝেরচর থেকে মিলেছিলো এমন খবর। এবারও তাই হতে পারে এমনটি; ধারণা জেলা প্রশাসকের।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মোটিভ দেখে মনে হয়েছে যে নদীপথে প্রায়ই ডাকাতি হয়। আর যেহেতু জাহাজটিতে মূল্যবান জিনিস ছিলো, সুতরাং চুরি কিংবা ডাকাতি হতে পারে বলে মনে হচ্ছে।

ডিসি-এসপি’র ধারণা ভিন্ন হলেও একটা জায়গায় তারা একমত। তদন্তে হত্যার কারণ ও অপরাধী বেরিয়ে আসবে বলে আশা তাদের।

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আরও বলেন, এই ঘটনাটি চুরি কিংবা ডাকাতির মোটিভে করা হয়েছে এবং আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। যদি তদন্তে ভিন্ন কিছু আছে, তাহলে তা জানানো হবে। এই ঘটনার পর নিরাপত্তাবেষ্টনী আরও জোরদার করা হবে।

অন্যদিকে, নৌ অঞ্চল-চাঁদপুরের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান আর

শুভ বড়দিন আজ😷________________________😷২৫ ডিসেম্বর, ২০২৪। আজ শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...
25/12/2024

শুভ বড়দিন আজ
😷________________________😷
২৫ ডিসেম্বর, ২০২৪। আজ শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। দুই হাজার ২৪ বছর আগে এই দিনে জন্মগ্রহণ করেন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেন তিনি। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মতে তিনি ঈশ্বরের পুত্র। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল।

বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন চার্চগুলো বিশেষভাবে সাজানো হয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্ট ধর্মানুসারীরাও আজ ধর্মীয় আচার ও প্রার্থনার আয়োজন করবে।

দেশের সব গির্জাসহ খ্রিষ্টান পরিবারগুলো ক্রিসমাস ট্রি সাজিয়ে, কেক তৈরি করে এবং মোমবাতি জ্বালিয়ে বড়দিন উদযাপন করবেন। সান্তা ক্লজ শিশুদের মধ্যে উপহার বিতরণের মাধ্যমে আনন্দে ভরিয়ে তুলবেন দিনটি। বড়দিন উপলক্ষে সারাদেশে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আলহামদুলিল্লাহ  মুক্ত বাতাসে  গোপালপুরের  কৃতি সন্তান, টাংগাইলের গণমানুষের নেতা আব্দুস সালাম পিন্টু সাহেব
24/12/2024

আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে গোপালপুরের কৃতি সন্তান, টাংগাইলের গণমানুষের নেতা
আব্দুস সালাম পিন্টু সাহেব

https://youtube.com/?si=yLgCt_3vg6SZMsWU
24/12/2024

https://youtube.com/?si=yLgCt_3vg6SZMsWU

🙏❤SUBSCRIBE PLEASE ❤🙏 🙏ThankQ 🙏 মধুপুর উপজেলা মধুপুর উপজেলা (টাঙ্গাইল জেলা) আয়তন: ৩৬৬.৯২ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪৭´ থেকে ২৪° ৩১র.....

24/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আমাদের ইউটিউব টি সাবস্ক্রাইব করে দিয়েন ভাইজান
24/12/2024

আমাদের ইউটিউব টি সাবস্ক্রাইব করে দিয়েন ভাইজান

🙏❤SUBSCRIBE PLEASE ❤🙏 🙏ThankQ 🙏 মধুপুর উপজেলা মধুপুর উপজেলা (টাঙ্গাইল জেলা) আয়তন: ৩৬৬.৯২ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪৭´ থেকে ২৪° ৩১র.....

----এক‌টি শোক সংবাদ----মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু।অতিব দুঃখের সহিত জানানো যাইতেছে যে, আশ্রা বাজার...
21/12/2024

----এক‌টি শোক সংবাদ----

মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু।

অতিব দুঃখের সহিত জানানো যাইতেছে যে, আশ্রা বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী মজিবুর রহমান এবং তার বড় ছেলে মোঃ জাহিদ হোসেন আশ্রা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভয়াবহ মটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্যু হয়।

মধুপুর অনলাইন নিউজ এর পক্ষ হতে তাদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ তায়ালা যেনো তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ও উনার পরিবার কে এ-ই শোক সইবার তৌফিক দান করেন আমিন।

Address

Jamalpur Road, Madhupur
Tangail
1996

Alerts

Be the first to know and let us send you an email when Madhupur Online News- মধুপুর অনলাইন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share