25/08/2016
১. যদি স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ
পড়া ছেলেটি পরের দুই যুগে বাস্কেটবল
ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল
জর্ডান হতে পারে তাহলে আপনার অনেক
কিছু করে দেখানো এখনো বাকি।
২. যদি ইউনিভার্সিটিতে সিনেম্যাটিক
আর্টসে ভর্তি হতে না পারা ছেলে
আজকের ইনস্টিটিউট অফ সিনেমা
লেজেন্ডারি স্টিভেন স্পিলবার্গ হতে
পারে তাহলে আপনিও কিছু একটা করে
দেখাতে পারবেন।
৩. যদি নয় বছর বয়সে চাচাতো ভাইদের
দ্বারা যৌন নির্যাতনের স্বীকার হওয়া
দরিদ্র মায়ের কালো মেয়েটি একদিন
টিভি লিজেন্ড অপরা উইনফ্রে হতে পারে
তাহলে আপনি কেন নিঃশেষ হয়ে যাবেন?!
৪. যদি মাথায় ক্রিয়েটিভিটির অভাবের
দুর্নাম নিয়ে চাকরি থেকে ব্যর্থ যুবকটি
পরবর্তীতে নিজেকে বিংশ শতাব্দীর
অন্যতম ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়াল্ট
ডিজনিতে পরিণত করতে পারে তাহলে
আপনিও বাদ যাবেন না।
৫. যদি ওয়েইট্রেসের কাজ করা সিঙ্গেল
মাদার মহিলাটি নিজের লেখা
পান্ডুলিপি নিয়ে ২৭ জন প্রকাশকের কাছে
ঘুরে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এক প্রকাশকের
আট বছরের বাচ্চা মেয়ের অনুরোধে বই
প্রকাশিত হওয়ার পর সেই বই হ্যারি পটার
আর লেখিকার নাম জে কে রাওলিং হতে
পারে তাহলে আপনার হতাশ হওয়ার মতো
তেমন কিছু ঘটেনি।
৬. যদি চার বছর বয়স পর্যন্ত কথা বলতে না
পারা, সাত বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে
অক্ষম মানসিক প্রতিবন্ধি হিসেবে ধরে
নেয়া বালকটি একদিন আলবার্ট আইনস্টাইন
হতে পারে তাহলে আপনিও কিছু একটা হতে
পারবেন।
৭. যদি ছেলেবেলায় হরমোন
ডেফিশিয়েন্সি, অপুষ্টির স্বীকার ছেলেটি
যার বাবার চিকিৎসা করানোর মতো টাকা
ছিলনা সে একদিন সাফল্যে আকাশ ছুতে
পারা লিওনেল মেসি হতে পারে তাহলে
আপনার সামনেও নিশ্চিত অনেক দরজা
খোলা আছে।
৮. যদি পেটে ভাত জোগাতে প্রিয়
কুকুরটিকে ৫০ ডলারে বিক্রি করে দেয়া
লোক, যার স্ত্রী অভাবের কারণে তাকে
ছেড়ে দিয়েছিল সে আজকে সর্বকালের
অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার
স্ট্যালোন হতে পারে তাহলে আপনিও কিছু
একটা হতে পারবেন।
৯. যদি নিজের কোম্পানি থেকে নিজেই
বরখাস্ত হওয়া দুর্ভাগা ব্যক্তিটি
পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ
জবস হতে পারে তাহলে আপনারও অনেক
কিছু করে দেখাবার বাকি আছে।
১০. যদি কালো হওয়ার কারণে শেতাঙ্গদের
ট্রেনে জায়গা না পাওয়া ছোটখাট লোকটি
একদিন মহাত্মা গান্ধী হতে পারে তাহলে
আপনি কেন দমে যাবেন!?
১১. যদি সাতাশ বছর নির্জন দ্বীপে
কারাবাস করার পর ফিরে আসা লোকটি
দেশের প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী
নেলসন ম্যান্ডেলা হতে পারে তাহলে
আপনিও নিশ্চয়ই থেমে যাওয়ার পাত্র নন।
১২. যদি দু’পায়ে সাত বার সার্জারি করা
ছেলেটি, সবাই যার ক্যারিয়ার শেষ ধরে
নিয়েছিল সে ফিরে এসে নিজের দেশকে
সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের
সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন
মর্তুজা হতে পারে তাহলে আপনারও
উচিৎ....
লম্বা একটা দম নিয়ে আবার কাজের মাঠে
নেমে যাওয়া।
-
আজ থেকে আমি শুরু করলাম! আপনি?
-
(সংগৃহীত)